Ads Area

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1)নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?


Ans: কেশবচন্দ্র সেন।


2)"আনন্দমঠ" গ্রন্থের রচয়িতা কে?


Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


3)"পথের দাবী" উপন্যাস কে রচনা করেন?


Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।


4)"বর্তমান ভারত" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: স্বামী বিবেকানন্দ।


5)ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে?


Ans: উমেশচন্দ্র বন্দোপাধ্যায়


6)কলকাতা মেডিকাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?


Ans: 1835সালে


7)কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল?


Ans: 1911সালে।


8)ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তর করা হয়?


Ans: 1911সালে।


9)গদর দল কে প্রতিষ্ঠা করেন?


Ans: লালা হরদয়াল(1913 খ্রীঃ)


10)আন্দামান দ্বীপপুঞ্জর সুভাষচন্দ্র বসু কী নামকরণ করেছিলেন?


Ans: শহীদ দ্বীপ।


11)"ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি"র প্রতিষ্ঠাতা কে?


Ans: -মাষ্টারদা সূর্য সেন ।


12)বিনয়, বাদল ও দীনেশ কোন বিপ্লবী সংগঠনের সদস্য ছিলেন? 


Ans: -বেঙ্গল ভলান্টিয়ার্স।


13)মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল?


Ans: -১৯২৯ খ্রীঃ।


14)"জীবনের ঝরা পাতা" গ্রন্থটি কার লেখা?


Ans: -সরলাদেবী চৌধুরাণী।


15)সিপাহী বিদ্রোহ কোন গর্ভনর জেনারেলের শাসনকালে সংগঠিত হয়েছিল?


Ans: -লর্ড ক্যানিং।


16)'ভারতমাতা' চিত্রটি কে অঙ্কন করেন?


Ans: -অবনীন্দ্রনাথ ঠাকুর।


17)'ভাগনাডিহির মাঠ' কোন বিদ্রোহের সাথে যুক্ত? 


Ans: -সাঁওতাল বিদ্রোহ ।


18)"মেদিনীপুরের লক্ষ্মীবাঈ" কাকে বলা হয়?


Ans: -রাণী শিরোমণি।


19)'সত্তর বছর' কার আত্মজীবনী মূলক গ্রন্থ?


Ans: -বিপিন চন্দ্র পাল।


20)স্বামী বিবেকানন্দ কবে শিকাগোর বিশ্বধর্ম সম্মলনে যোগদান করেন?


Ans: -১৮৯৩ খ্রীঃ।


21)স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? 


Ans: -১৮৯৭ খ্রীঃ ১ লা মে।


22)'বৈদিক যুগে ফেরো' কে বলেছিলেন? 


Ans: -স্বামী দয়ানন্দ সরস্বতী।


23)"ভারতের ইরাসমাস" কাকে বলা হয়?


Ans: -রাজা রামমোহন রায়কে।


24)কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?


Ans: -স্যার জেমস উইলিয়াম কোলভিল।


25)'সঞ্জীবনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন? 


Ans: -কৃষ্ণকুমার মিত্র।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area