Ads Area

সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1)একক কোন অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে?


Ans: সেলেনিক অ্যাসিড।


2)পর্যায় সারণির '0' গ্রুপের মৌলগুলিকে কি বলে?


Ans: বর গ্যাস।


3)একটি বর্ণহীন তরলে একফোঁটা ফিনলপথ্যালাইন যোগ করলে যদি কোন বর্ণের পরিবর্তন না হয়, তাহলে তরলটি কী ধরনের? 


Ans: প্রশম।


4)ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কী কী?


Ans: কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন।


5)প্রাকৃতিক রবার কোন যৌগের পলিমার?


Ans: আইসোপ্রিন।


6)ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?


Ans: অ্যাসিটিলিন।


7)পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম কী?


Ans: ইউরিয়া।


8)গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় লোহার উপর কীসের প্রলেপ দেওয়া হয়?


Ans: দস্তা।


9)রেক্টিফায়েড স্পিরিট কী?


Ans: 95% ইথানল ও 5% জলের মিশ্রণ।


10)ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কী?


Ans: ডবসন।


11)বিশ্বের আকর্ষন তত্ত্বের প্রবক্তা কে?


Ans: স্যার আইজাক নিউটন।


12)1984 খ্রীঃ ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস দায়ী?


Ans: মিথাইল আইসোসায়ানেট।


13)কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎপ্রবাহ মাপা হয়?


Ans: ভোল্টামিটার।


14)কম্পাঙ্কের একক কী?


Ans: হার্ৎজ।


15)তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতুর রোধের কী পরিবর্তন হয়?


Ans: বাড়ে।


16)MRI এর সম্পূর্ণ রূপ কী?


Ans: Magnetic Resonance Imaging.


17)বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী?


Ans: পৃষ্ঠটান।


18)সিমেন্টের জমে যাওয়াকে ধীর করতে কী ব্যবহার করা হয়?


Ans: জিপসাম।


19)একজন মহাকাশচারীর কাছে আকাশের রং কেমন?


Ans: কালো।


20)হাইড্রোলিক ব্রেক কোন নীতি অনুসারে কাজ করে? 


Ans: পাস্কালের নীতি।


21)চশমার কাচ কী ধরনের কাচ?


Ans: ফ্লিন্ট কাচ।


22)কোন কলার মাধ্যমে উদ্ভিদদেহে জল সংবাহিত হয়?


Ans: জাইলেম কলা।


23)লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে?


Ans: টায়ালিন।


24)মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কটি?


Ans: 12 জোড়া।


25)লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন?


Ans: 120 দিন।


26) কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে?


Ans: ভিটামিন K.


27) মানব হৃদপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয় ?


Ans: 72 বার।


28) কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড থাকে?


Ans: মাছ।


29) কোন কোন ভিটামিন জলে দ্রবণীয়?


Ans: ভিটামিন B, C, P.


30)উদ্ভিদ কোষের খাদ্য তৈরীর কারখানা কাকে বলা হয়?


Ans: ক্লোরোপ্লাস্ট।


32)কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?


Ans: ভিটামিন D.


33)লালারসে মিশ্রিত কোন উৎসেচক শ্বেতসারকে মলটোজে পরিণত করে?


Ans: টায়ালিন উৎসেচক।


34) আরশোলার হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?


Ans: 13টি।


35) কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়?


Ans: সাধারণ তুলাযন্ত্র।


36) কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়?


Ans: স্প্রিং তুলাযন্ত্র।।


37)রকেটের কার্যপদ্ধতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল?


Ans: নিউটনের তৃতীয় গতিসূত্র।


38)নিউটনের কোন গতিসূত্র ঠিকই ভরবেগের সংজ্ঞা পাওয়া যায়?


Ans: নিউটনের দ্বিতীয় গতিসূত্র।


39) মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার?


Ans: তৃতীয় শ্রেণীর লিভার।


40) আলোর কোন ধর্মের জন্য পদ্ম পাতায় জল বিন্দু মুক্তোর মত চকচক করে?


Ans: অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।


41) হিলিয়ামের বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?


Ans: 2টি।


42) কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?


Ans: থাইরক্সিন।


43)একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলি অপত্য কোষ সৃষ্টি হয়?


Ans: 2টি।


44)হুইট স্টোন ব্রিজ পদ্ধতিতে কি পরিমাপ করা হয়?


Ans: তড়িচ্চালক বল।


45)ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?


Ans: সিলভার ব্রোমাইড।


46) সাধারণভাবে সুস্থ চোখ সবচেয়ে কম কত দূরত্বের বস্তুকে সুস্পষ্টভাবে দেখতে পায়?


Ans: 25সেমি।


47) চৌম্বক আবেশ মাপার এককের নাম কি?


Ans: গাউস।


48)কোন যন্ত্রে তড়িৎ আধান কে সঞ্চয় করে রাখা যায়?


Ans: কনডেনসার।


49) সাদা আলো কয়টি বর্ণের সমষ্টি?


Ans: 7টি।


50)শরীরের কোন অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হলে ডায়ালাইসিস করতে হয়?


Ans: বৃক্ক/কিডনি।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area