Ads Area

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1)বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন?


Ans: রবার্ট ক্লাইভ ।


2) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে।


Ans: 1765 খ্রিস্টাব্দে (এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা)।


3) বাংলার কোন গভর্নর জেনারেলকে ব্রিটিশ সংসদে ইমপিচ করা হয়েছিল?


Ans: ওয়ারেন হেস্টিংস কে।


4) ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?


Ans: আচার্য ধন্দ কেশব কার্ভে।


5) 1925 খ্রিস্টাব্দে কোন ভারতীয় কেন্দ্রীয় আইনসভার অধ্যক্ষ নির্বাচিত হন?


Ans: বিঠল ভাই প্যাটেল।


6) আলিপুর বোমা মামলা অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন?


Ans: চিত্তরঞ্জন দাশ।


7) ভারতে কার্জনের প্রশাসনকে কে ঔরঙ্গজেবের প্রশাসনের সঙ্গে তুলনা করেছেন?


Ans: গোপালকৃষ্ণ গোখলে।


8) কোন ভাইসরয়কে ভারতের স্থানীয় স্বায়ত্ত্বশাসনের জনক বলা হয়?


Ans: লর্ড রিপন।


9) 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সভাপতির ইংরাজী ভাষণ কে পাঠ করেন?


Ans: শরৎচন্দ্র বসু।


10)মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: ঢাকার নবাব সলিমুল্লাহ (1906 খ্রীঃ)।


11)কলকাতায় সদর দেওয়ানি আদালত কে স্থাপন করেন?


Ans: ওয়ারেন হেস্টিংস।


12)পাঁচসালা বন্দোবস্ত ও একসালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


Ans: ওয়ারেন হেস্টিংস।


13)রায়তওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন?


Ans: স্যার টমাস মুনরো(1820 খ্রীঃ)


14)মহলওয়ারি ব্যবস্থা কে প্রবর্তন করেন?


Ans: এলফিনস্টোন(1822খ্রীঃ)


15)চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


Ans: লর্ড কর্ণওয়ালিস(1793খ্রীঃ)


16)ভারতে নিহত একমাত্র ব্রিটিশ ভাইসরয়ের নাম কী?


Ans: লর্ড মেয়ো।


17)আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়?


Ans: লর্ড ডালহৌসিকে।


18)অ্যাকওয়ার্থ কমিটি কবে গঠিত হয়?


Ans: 1919 খ্রীঃ(রেলপথের সম্প্রসারণ ও রেল প্রশাসন সংস্কারের উদ্দেশ্যে)।


19)1916 খ্রীঃ কার নেতৃত্বে শিল্প কমিশন গঠিত হয়?


Ans: টমাস হল্যান্ড।


20)চিলিনওয়ালার যুদ্ধ কবে হয়েছিল?


Ans: 1849 খ্রীঃ(ইংরেজ ও শিখ)।


21)কে ভারতে সর্বপ্রথম "বিভাজন ও শাসন নীতি" কার্যকর করেন?


Ans: জন লরেন্স।


22)কোন দল ক্রীপস প্রস্তাবকে স্বাগত জানায়?


Ans: Radical Democratic Party.


23)ভারত ছাড়ো আন্দোলনের সময় পশ্চিমবঙ্গের কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?


Ans: মেদিনীপুরের তমলুক ও দিনাজপুরের বালুরঘাট।


24)"সি.আর.ফর্মূলা" কবে প্রকাশিত হয়?


Ans: 1944খ্রীঃ।


25)ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?


Ans: জে.বি.কৃপালিনী।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area