ভারতের সংবিধান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1)ভারতের সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?
Ans: বি.এন.রাও।
2)ভারতীয় যুক্তরাষ্ট্রের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেয়া হয়েছে?
Ans: কানাডা।
3)কোন বৈশিষ্ট্য থেকে ভারতীয় সংবিধান যুক্তরাষ্টীয় তা বোঝা যায়?
Ans: কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন।
4)সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্রের প্রকৃতি কেমন?
Ans: রাজ্যগুলির ইউনিয়ন।
5)ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
Ans: 1953 খ্রীঃ।
6)ভারতের নাগরিকত্ব আইন কবে প্রথম পাস হয়?
Ans: 1955 খ্রীঃ।
7)ভারতের সংবিধানের কত নম্বর অধ্যায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে?
Ans: তৃতীয় অধ্যায়ে।
8)ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে?
Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।
9)ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণে কথা বলা হয়েছে?
Ans: 17 নম্বর ধারায়।
10ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী একই অপরাধের জন্য কোন ব্যক্তিকে একাধিকবার দণ্ড দেয়া যায় না?
Ans: 20 (খ) ধারা।
11)কোন মৌলিক অধিকারকে ডঃ বি আর আম্বেদকর "সংবিধানের হৃদয় ও আত্মা" বলে বর্ণনা করেছেন?
Ans: সাংবিধানিক প্রতিবিধানের অধিকার।
12)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে নাগরিকগণ মৌলিক অধিকার বলবৎ করার জন্য সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে?
Ans: 32 নম্বর ধারা।
13)ভারতীয় সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি গুলি লিপিবদ্ধ আছে?
Ans: চতুর্থ অংশে।
14)কে ভারতীয় সংবিধানে উল্লেখিত রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কে ভবিষ্যৎ আইন প্রণয়নের চাবিকাঠি হিসেবে বর্ণনা করেছেন?
Ans: ডঃ বি আর আম্বেদকর।
15)ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান?
Ans: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
16)ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন?
Ans: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।
17)উপরাষ্ট্রপতি কে পদচ্যুতির প্রস্তাব পার্লামেন্টের কোন কক্ষে উত্থাপন করতে হয়?
Ans: রাজ্যসভায়।
18)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন দণ্ডিত ব্যক্তি কে ক্ষমা প্রদর্শন করতে পারেন?
Ans: 72 নম্বর ধারা।
19)লোকসভার স্পিকার কে কারা নির্বাচন করেন?
Ans: লোকসভার সদস্যরা।
20)কোন বিল অর্থবিল কিনা তা কে স্থির করেন?
Ans: লোকসভার স্পিকার।
21)ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের কে সভাপতিত্ব করেন?
Ans: পদাধিকারবলে উপরাষ্ট্রপতি।
22)রাজ্যসভার সদস্য মনোনীত বা নির্বাচিত হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স প্রয়োজন?
Ans: 30 বছর।
23)ভারতের কোন প্রধানমন্ত্রী তার কার্যকালের একবারের জন্য পার্লামেন্টে উপস্থিত হননি?
Ans: চৌধুরী চরন সিং।
24)স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
Ans: সরোজিনী নাইডু।
25)ভারতের পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত হয়?
Ans: রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা ।
26) রাজ্যসভায় প্রথম বিরোধী দলনেতা কে ছিলেন?
Ans: কমলাপতি ত্রিপাঠী।
27)ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন?
Ans: উপরাষ্ট্রপতি।
28)ভারতের উপরাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন?
Ans: রাষ্ট্রপতি।
29)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়?
Ans: 352 ধারা।
30)ভারতে এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে?
Ans: তিনবার।
31)ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে?
Ans: একবার নয়।
32) ভারতের কোন রাষ্ট্রপতি কে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা হয়েছে?
Ans: এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা হয়নি।
33)কেন্দ্রশাসিত অঞ্চল গুলি থেকে লোকসভায় কতগুলো আসন নির্ধারিত আছে?
Ans: কুড়িটি।
34)কোন রাজ্য থেকে লোকসভায় সর্বাধিক সদস্য নির্বাচিত হন?
Ans: উত্তর প্রদেশ।
35)কার সম্মতি নিয়ে বিধানসভায় অর্থবিল পাস করতে হয়?
Ans: রাজ্যপাল।
36) ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার বিষয়টি কোন রাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
Ans: অস্ট্রেলিয়া।
37)ভারতে কবে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ans: 1951-52 সালে।
38) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা লিপিবদ্ধ আছে?
Ans: 324 নম্বর ধারায়।
39) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা আছে?
Ans: 40 নম্বর ধারায়।
40)ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি?
Ans: সুকুমার সেন।
41)ভারতীয় সংবিধানের কোন ধারা টি আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে সম্পর্কিত?
Ans: 51 নম্বর ধারা।
42) ভারত সরকারের সর্বোচ্চ আইন আধিকারিক কে?
Ans: অ্যাটর্নি জেনারেল।
43)বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত?
Ans: 34 জন।
44)ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিতর্কে মীমাংসা করে কে?
Ans: সুপ্রিম কোর্ট।
45)সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বপদে থাকতে পারেন?
Ans: 65 বছর বয়স পর্যন্ত।
46)হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বপদে থাকতে পারেন?
Ans: 62 বছর বয়স পর্যন্ত।
47)কত তম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়?
Ans: 61 তম সংবিধান সংশোধনী।
48)কোন সাংবিধানিক পদাধিকারি পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের অধিবেশনে উপস্থিত থাকতে পারেন?
Ans: অ্যাটর্নি জেনারেল।
49)কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্যরা তাদের কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে?
Ans: লোকসভা।
50)রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি উভয়ের অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
Ans: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
Please do not share any spam link in the comment box