Ads Area

সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

সাধারণ বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1)উড়োজাহাজের উত্থান কোন নীতির ওপর নির্ভর করে?


Ans: বারনৌলির নীতি।


2)তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কী?


Ans: টেননিওমিটার।


3)সোলডার নামক সংকর ধাতুর উপাদান কী?


Ans: লোহা ও সীসা।


4)ফলের রস সংরক্ষণের জন্য কোন রাসায়নিক ব্যবহার করা হয়?


Ans: সোডিয়াম বেঞ্জোয়েট।


5)ফটোগ্রাফিক প্লেটে কোন যৌগ ব্যবহার করা হয়?


Ans: সিলভার ব্রোমাইড।


6)ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?


Ans: যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে।


7)ব্লু ভিট্রিয়ল কী?


Ans: কপার সালফেট।


8)সি.জি.এস. পদ্ধতিতে কার্যের একক কী?


Ans: জুল।


9)আলোকবর্ষ কীসের একক?


Ans: দূরত্ব।


10)সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসের নাম কী?


Ans: হিলিয়াম।


11)বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশী গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক কেন?


Ans: ঘর্ষণ কমে যায় বলে।


12)কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না?


Ans: হাইড্রোজেন।


13)আলোর কোন ধর্মের জন্য জলের মধ্যে ঘষা কাচকে স্বচ্ছ দেখায়?


Ans: প্রতিসরণ।


14)শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি?


Ans: কঠিন মাধ্যম।


15)ভিনিগারের রাসায়নিক নাম কী?


Ans: অ্যাসিটিক অ্যাসিড ।


16)ফিউজ তারের বৈশিষ্ট্য কী?


Ans: উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক।


17 )কোষের শক্তিঘর কাকে বলা হয়?


Ans: মাইট্রোকন্ডিয়া।


18)প্রাণীদেহের দীর্ঘতম কোষের নাম কী?


Ans: স্নায়ুকোষ।


19)আত্মঘাতি থলি কাকে বলা হয়?


Ans: লাইসোজোম।


20)বৃক্কের গঠনগত ও কার্যগত একককে কী বলে?


Ans: নেফ্রন।


21)মানবদেহের কোথায় ইউরিয়া সংশ্লেষিত হয়?


Ans: যকৃত।


22)ছত্রাক বিদ্যাকে কী বলে?


Ans: মাইকোলজি।


23)সবচেয়ে মিষ্টি শর্করার নাম কী


Ans: ফ্রুকটোজ।


24)ব্যাকটেরিয়ার দেহে ক্রোমোজম সংখ্যা কটি?


Ans: 1টি।


25)রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়?


Ans: ভিটামিন D।


26) ত্বকের বর্ণের জন্য কোন রঞ্জক পদার্থ দায়ী?


Ans: মেলানিন।


27)একটি প্রোটিন পরিপাককারী উৎসেচক এর নাম লেখ?


Ans: ট্রিপসিন।


28)কোন পদার্থের উপস্থিতির জন্য রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না?


Ans: হেপারিন।


29)গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাকটোজ কি জাতীয় শর্করা?


Ans: মনোস্যাকারাইড।


30) একটি তাম্র ঘটিত শ্বাস রঞ্জকের নাম লেখ।


Ans: হিমোসায়ানিন।


31) কোন প্রাণীর রেচন পদার্থ ইউরিক অ্যাসিড?


Ans: পাখি।


32) টিটেনাস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি?


Ans: ক্লসট্রিডিয়াম টিটানি।


33) মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?


Ans: 120/80 mm of Hg.


34)ডাঃ হরগোবিন্দ খোরানা কোন বিষয়ে গবেষণার জন্য চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন?


Ans: কৃত্রিমভাবে জিন সংশ্লেষ।


35)আলু প্রকৃতপক্ষে কী?


Ans: পরিবর্তিত কান্ড।


36)কোন যৌগের উপস্থিতির কারণে জলে স্থায়ী খরতা সৃষ্টি হয়? 


Ans: ক্যালসিয়াম সালফেট।


37) কোন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি?


Ans: কঠিন মাধ্যম (ইস্পাত)।


38)ডুবোজাহাজে ব্যবহৃত কোন যন্ত্র জলতল এর উপরে থাকা কোন বস্তু নিরীক্ষণে সাহায্য করে?


Ans: পেরিস্কোপ।


39)কোন অজৈব যৌগ থেকে প্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করা হয়েছিলো?


Ans: অ্যামোনিয়াম সায়ানেট।


40)একটি বস্তু 4°C তাপমাত্রায় জলে কিছুটা নিমজ্জিত অবস্থায় ভেসে রয়েছে। জলের তাপমাত্রা বাড়িয়ে 100°C করা হলে বস্তুটির কিরূপ পরিবর্তন হবে?


Ans: বস্তুটি আরো কিছুটা ডুবে যাবে।


41)কোন যৌগের উপস্থিতির কারণে জলে অস্থায়ী খরতা সৃষ্টি হয়? 


Ans: ক্যালসিয়াম বাইকার্বনেট।


42) কোন যন্ত্র শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে?


Ans: মাইক্রোফোন।


43)কোন অধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী?


Ans: গ্রাফাইট।


44)ম্যালেরিয়া রোগে মানুষের কোন অঙ্গ আক্রান্ত হয়?


Ans: যকৃত ও প্লীহা।


45)ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?


Ans: 0.15-1.50%।


46)কোন বস্তুর মধ্য দিয়ে অনুগুলির স্থান পরিবর্তন ছাড়াই তাপের বিস্তারকে কি বলে?


Ans: পরিবহন পদ্ধতি।


47)একটি টেস্টটিউবে গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে তাতে কিছু তামার চূর্ণ যোগ করলে দ্রবণের বর্ণ কি হবে?


Ans: নীল।


48)সমস্ত ধাতু সাধারণত তড়িতের সুপরিবাহী হয় কেন?


Ans: মুক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য।


49)কোন কলা উদ্ভিদদের বিভিন্ন অংশকে যান্ত্রিক সক্ষমতা ক্ষমতা প্রদান করে?


Ans: ক্লেরেনকাইমা।


50) গ্যাস লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়?


Ans: বিউটেন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area