Ads Area

বর্ধমান মহাবীর ও জৈনধর্ম

 বর্ধমান মহাবীর ও জৈনধর্ম

বর্ধমান মহাবীর ও জৈনধর্ম


1)জৈন ধর্মে ধর্ম গুরুদের কি বলা হয়?


Ans: তীর্থঙ্কর।


2) তীর্থঙ্কর শব্দের অর্থ কি?


Ans: সংসার দুঃখ পারাপারের ঘাট বা তীর্থ নির্মাণকারী।


3) জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন?


Ans: 24জন।


4) জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন


Ans: ঋষভদেব/আদিনাথ।


5) ঋষভ দেবের প্রতীক কি ছিল?


Ans: ষাঁড়।


6) জৈন ধর্মের 23 তম তীর্থঙ্কর কে ছিলেন?


Ans: পার্শ্বনাথ বা পরেশনাথ।


7) পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক কি ছিল?


Ans: ফণা তলা সাপ।


8) জৈন ধর্মের একমাত্র মহিলা তীর্থঙ্কর কে ছিলেন?


Ans: 19তম তীর্থঙ্কর মালিনাথ।


9) জৈন ধর্মের 24 তম তীর্থঙ্কর কে ছিলেন?


Ans: বর্ধমান মহাবীর।


10) মহাবীর এর প্রতীক কি ছিল?


Ans: সিংহ।


11) জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক কাকে বলা হয়?


Ans: বর্ধমান মহাবীর কে।


12) মহাবীরের বাবার নাম কি?


Ans: সিদ্ধার্থ।


13) মহাবীরের মায়ের নাম কি?


Ans: ত্রিশলা।


14) মহাবীরের মা কোন বংশের রাজকন্যা ছিলেন?


Ans: লিচ্ছবি।


15) মহাবীর এর স্ত্রীর নাম কি?


Ans: যশোদা।


16) মহাবীরের মেয়ের নাম কি?


Ans: প্রিয়দর্শনা।


17) মহাবীর কোন উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত?


Ans: জ্ঞাতৃক।


18) মহাবীর কত মাস কঠোর তপস্যা করে নির্গ্রন্থ হন?


Ans: 13 মাস।


19) মহাবীর কবে কোথায় জন্মগ্রহণ করেন?


Ans: আনুমানিক 540 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্দপর গ্রামে।


20"নির্গ্রন্থ" শব্দের অর্থ কি?


Ans: বন্ধন মুক্ত হওয়া।


21) "কৈবল্য"শব্দের অর্থ কি?


Ans: সর্বজ্ঞ।


22) "জিন" শব্দের অর্থ কি?


Ans: জিতেন্দ্রিয়।


23) মহাবীর কত বছর বয়সে দিব্য জ্ঞান লাভ করেন?


Ans: 42 বছর বয়সে।


 24)মহাবীর কোন গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন?


Ans: শাল গাছ।


25) মহাবীরের প্রথম সন্ন্যাস গুরু কে ছিলেন?


Ans: গোসাল।


26) মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন?


Ans: জৈমেলী (জামাতা)।


 27)মহাবীর কবে কোথায় দেহত্যাগ করেন?


Ans: 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগিরের পাবাপুরীতে।


28) মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন?


Ans: 72 বছর বয়সে।


29) জৈন ধর্মের অনুরাগী কয়েকজন নরপতির নাম লেখ?


Ans: হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার ও অজাতশত্রু, মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য,কলিঙ্গরাজ খারবেল প্রমুখ।


 30) জৈন ধর্ম শাস্ত্র কে কি বলা হয়?


Ans: আগম।


31) জৈন ধর্মের প্রধান নীতি গুলি কি কি?


Ans: চতুর্যাম,পঞ্চমহাব্রত,ত্রিরত্ন।


32)জৈন ধর্মে কে চতুর্যাম প্রবর্তন করেন?


Ans: পার্শ্বনাথ।


33)চতুর্যামের চারটি নীতি কি কি?


Ans: সত্যবাদিতা,অহিংসা, অচৌর্য ও অপরিগ্রহ।


34) জৈনধর্মে পঞ্চ মহাব্রত কে প্রবর্তন করেন?


Ans: মহাবীর।


35) পঞ্চ মহাব্রতের পাঁচটি মহাব্রত কি কি?


Ans: সত্যবাদিতা, অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ ও ব্রহ্মচর্য।


36) জৈন ধর্মে ত্রিরত্ন কি কি?


Ans: সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ।


37) জৈন ধর্মাবলম্বীরা কোন কোন শাখায় বিভক্ত?


Ans: শ্বেতাম্বর ও দিগম্বর।


38) কোন সম্রাটের রাজত্বকালে জৈন ধর্মাবলম্বীরা শ্বেতাম্বর ও দিগম্বর- এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়?


Ans: চন্দ্রগুপ্ত মৌর্য।


39) শ্বেতাম্বর কাদের বলা হয়?


Ans: যেসকল জৈন ধর্মাবলম্বী স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতবস্ত্র পরিধান করে উত্তর ভারতে মহাবীরের ধর্মীয় বাণী প্রচার করেন, তাদের শ্বেতাম্বর বলা হয়।


40) দিগম্বর কাদের বলা হয়?


Ans: যেসকল জৈন ধর্মাবলম্বী ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের আদর্শ অনুযায়ী নিজেদের পরিধান বস্ত্র ত্যাগ করে জৈন ধর্ম প্রচার করেন, তাদের দিগম্বর বলা হয়।


41)জৈনদের প্রথম লিখিত ধর্ম শাস্ত্রের নাম কি?


Ans: কল্পসূত্র।


42) "কল্পসূত্র" গ্রন্থটি কে রচনা করেন?


Ans: ভদ্রবাহু।


43) "কল্পসূত্র" গ্রন্থের বিষয়বস্তু কি?


Ans: মহাবীরের জীবনী।


44) উত্তর ভারতে কার নেতৃত্বে জৈন ধর্ম প্রচারিত হয়?


Ans: স্থূলভদ্র।


45) দক্ষিণ ভারতে কার নেতৃত্বে জৈন ধর্ম প্রচারিত হয়?


Ans: ভদ্রবাহু।


46) কয়েকটি জৈন ধর্ম শাস্ত্রের নাম লেখ।


Ans: কল্পসূত্র, ভগবতী সূত্র, পরিশিষ্ট পার্বণ, জৈন সিদ্ধান্ত ইত্যাদি।


47) জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?


Ans: "দ্বাদশ অঙ্গ"।


48) "দ্বাদশ অঙ্গ" কোন ভাষায় রচিত?


Ans: প্রাকৃত ভাষায়।


49)প্রথম জৈন সংগীতি কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 300 খ্রিস্টপূর্বাব্দ পাটলিপুত্রে।


50) প্রথম জৈন সম্মেলন এর সভাপতি কে ছিলেন?


Ans: স্থূলভদ্র।


51) দ্বিতীয় জৈন সংগীতি কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 512 খ্রিস্টাব্দে বৈশালীতে।


52) দ্বিতীয় জৈন সম্মেলন এর সভাপতি কে ছিলেন?


Ans: Devardhi Kshammaramana.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area