অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুলাই 2024 | Bengali Current Affairs 9th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 9th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুলাই 2024 | Bengali Current Affairs 9th July 2024

নিচে Bengali Current Affairs 9th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 9th জুলাই 2024 | Bengali Current Affairs 9th July 2024


1.46 তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মিটিং এর জন্য Project PARI (Public Art of India) এর সূচনা করলো সংস্কৃতি মন্ত্রক।

2.DRDO এবং Larsen & Toubro  যৌথভাবে দেশীয় পদ্ধতিতে হালকা ট্যাংক 'Zorawar' তৈরি করলো।

3.ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Masoud Pezeshkian.

4.ওয়াশিংটন ডিসি তে NATO সম্মেলন হোস্ট করলো রাষ্ট্রপতি Joe Biden.

5.পঙ্কজ আদভানি কে হারিয়ে এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব জয় করে নিলেন Dhruv Sitwala.

6.আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের সাথে $60 মিলিয়ন ফাইন্যান্সিং এগ্রিমেন্ট করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB).

7.ঝাড়খণ্ডের অভ্ৰ খনিকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলো ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR).

8.ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতলেন লিউস হ্যামিল্টন।

9.অস্কার পুরস্কার প্রাপ্ত প্রোডিউসার SJon Landau 63 বছর বয়সে প্রয়াত হলেন।

10.2024-2026 এর জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) এর সভাপতিত্বের দায়িত্ব নিলেন Elisa de Anda Madrazo.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.