অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2024 | Bengali Current Affairs 8th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 8th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2024 | Bengali Current Affairs 8th July 2024

নিচে Bengali Current Affairs 8th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুলাই 2024 | Bengali Current Affairs 8th July 2024


1.কলকাতা, কোকড়াঝাড়, জামশেদপুর এবং শিলং 133 তম ডুরান্ড কাপ হোস্ট করতে চলেছে।

2.গত 6 ই জুলাই International Day of Cooperatives পালিত হলো, এবছরের থিম - 'Cooperatives Building a Better Future for All'.

3.প্যারিস অলিম্পিক 2024 এ ভারতের 28 জন এথলিট দলের নেতৃত্ব দিতে চলেছেন নীরাজ চোপড়া।

4.ভারত-মঙ্গোলিয়া যৌথ মিলিটারি অনুশীলন 'Nomadic Elephant 2024' মেঘালয়ে শুরু হলো।

5.আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য প্রিপেড Sapphiro Forex Card লঞ্চ করল ICICI ব্যাংক।

6.Kallingal Plantation এর Sopna Kallingal সম্প্রতি স্পাইস (Spice) আওয়ার্ড 2024 জিতলেন।

7.সিদ্ধার্থ মোহান্তি কে পুনরায় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে বহাল রাখলো LIC.

8.13 তম ভারত-থাইল্যান্ড মিলিটারি অনুশীলন 'MAITREE' থাইল্যান্ডে শুরু হলো।

9.বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতি বিশ্বাস 100 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন।

10.RRB -এর জন্য জন সুরক্ষা স্কিম ডিজিটালাইজ করতে NABARD এবং Online PSB Loans Limited জোটবদ্ধ হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.