প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024 | Gksolves Current Affairs 4th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024 | Gksolves Current Affairs 4th June 2024

নিচে Gksolves Current Affairs 4th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 4th জুন 2024 | Gksolves Current Affairs 4th June 2024


1.সুপ্রিম কোর্ট সম্প্রতি Gender Sensitisation and Internal Complaints কমিটি পুনরায় গঠন করলো।

2.আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হিসেবে Halla Tomasdottir কে নির্বাচিত করা হলো।

3.প্রতি বছর 3 রা জুন বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়।

4.ভারতের লিজেন্ড ক্রিকেটার দীনেশ কার্তিক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন।

5.মুকেশ আম্বানিকে অতিক্রম করে এশিয়ার ধনীতম ব্যক্তির খেতাব অর্জন করলেন গৌতম আদানি।

6.15 তম UEFA চ্যাম্পিয়ন্স লীগ খেতাব জিতলো রিয়াল মাদ্রিদ।

7.ভারত সম্প্রতি কেরলে 46 তম আন্টার্কটিকা ট্রিটি কন্সাল্টেটিভ মিটিং এবং এনভায়রনমেন্ট প্রোটেকশনের উপর 26 তম কমিটি হোস্ট করলো।

8.FSSAI এবং APEDA যৌথভাবে 'Unified India Organic' লোগো তৈরি করলো।

9.পারস্পরিক সহযোগিতা বাড়াতে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (WMO) এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (FAO) চুক্তি স্বাক্ষর করলো।

10.ডিজিটাল ব্যাংকিং এর জন্য জিও ফিনান্সিয়াল সার্ভিস বিটা মোডে 'JioFinance' অ্যাপ লঞ্চ করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.