প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024 | Daily Current Affairs 3rd June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs 3rd June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024 | Daily Current Affairs 3rd June 2024

নিচে Daily Current Affairs 3rd June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 3rd জুন 2024 | Daily Current Affairs 3rd June 2024


1.Tobacco Control এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুকে নিযুক্ত করা হলো।

2.TIME প্রকাশিত বিশ্বের 100 টি সবথেকে প্রভাবশালী কোম্পানির তালিকায় ভারতের রিলায়েন্স এবং টাটা গ্রুপ স্থান পেলো।

3.FEMA লঙ্ঘনের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক HSBC ব্যাংকের উপর 36.38 লক্ষ টাকা ফাইন চাপালো।

4.ভারতীয় শাখার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে গৌরব ব্যানার্জীকে নিযুক্ত করলো Sony.

5.NSE Indices ভারতের প্রথম EV ইনডেক্স 'Nifty EV and New Age Automative Index' লঞ্চ করলো।

6.Tata AIA লাইফ ইন্সুরেন্স এর সাথে ব্যাংক-ইন্সুরেন্স পার্টনারশিপ করলো ফেডারেল ব্যাংক।

7.কমন সার্ভিস সেন্টারের (CSC) মাধ্যমে eMigrate সার্ভিস প্রদান করতে MEA, MeitY এবং CSC eGovernance চুক্তি স্বাক্ষর করলো।

8.IIT কানপুর এবং DRDO যৌথভাবে ডিফেন্স টেকনোলজিতে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন করলো।

9.THE Asia ইউনিভার্সিটি সুচী 2024 অনুযায়ী চীনের Tsinghua বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অধিকার করলো, ভারতের IISc ব্যাঙ্গালোর 32 তম।

10.ফুড এবং অ্যাগ্রো ভিত্তিক শিল্পকে আর্থিক সাহায্য করতে ব্যাংক অফ মহারাষ্ট্র Maha Krishi Samrudhi Yojana চালু করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.