মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF - Irrigation System of India Question Answers

মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক ভূগোল Irrigation System of India Question Answers PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF

মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF - Irrigation System of India Question Answers

নিচে মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF - Irrigation System of India Question Answers


মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF

Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET  | Upper Primary  | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে। 



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF - Irrigation System of India Question Answers


ভারতের জলসেচ ব্যবস্থা


1. ভারতে কটি শস্য-ঋতু দেখা যায় ও কী কী?

উঃ দুটি। খারিফ শস্য এবং রবি শস্য।


2. খারিফ শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ গ্রীষ্মকালে, বর্ষার শুরুতেই অর্থাৎ দক্ষি-পশ্চিম মৌসুমী বায়ু আগমণের সময় যেসব ফসলের চাষ আরম্ভ হয় এবং হেমন্তকালে সংগ্রহ করা হয়, সেগুলিকে বলে খারিফ শস্য। যেমন-ধান, তুলো, পাট, আখ, ভুট্টা, জোয়ার ,বাজরা, রাগী প্রভৃতি।


3. রবি শস্য কাকে বলে? উদাহরণ দাও।

উঃ শীতের শুরুতেই যেসব ফসলের চাষ শুরু হয় এবং গ্রীষ্মের প্রারম্ভেই সংগ্রহ করা হয় তাদের বলে রবি শস্য। যেমন-গম, যব, আলু প্রভৃতি।


4. দুটি খারিফ শস্যের নাম লেখ।

উঃ ধান, তুলো।


5. দুটি রবি শস্যের নাম লেখ।

উঃ গম, যব।


6. খারিফ শস্য কোন সময়ে চাষ করা হয়?

উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় অর্থাৎ বর্ষার শুরুতে।


7. রবি শস্য কোন সময়ে চাষ করা হয়?

উঃ শীতের শুরুতে।


8. কয়েকটি বাগিচা ফসলের নাম লেখ।

উঃ চা, কফি, রবার।


9. অর্থকরী ফসল বলতে কী বোঝ?

উঃ যেসব ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জুন করা হয় তাদের অর্থকরী ফসল বলে। যেমন পাট, তুলো, আখ, তামাক।


10. ভারতের দুটি প্রধান অর্থকরী ফসলের নাম লেখ।

উঃ তুলো, পাট।


11. দক্ষিণ ভারতের একটি অর্থকরী ফসলের নাম লেখ।

উঃ আখ।


12. বাণিজ্য ফসল কাকে বলে?

উঃ প্রধানত রপ্তানি বা বাণিজ্যের জন্য যেসব ফসল উৎপাদন করা হয় সেগুলিকে বাণিজ্য ফসল বলে।


13. ভারতে বিঘাপ্রতি ফলন কোন রাজ্যের সর্বোচ্চ?

উঃ তামিলনাড়ুতে।


14. ভারতের প্রধান খাদ্যশস্য কী?

উঃ ধান।


15. ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কী?

উঃ দ্বিতীয় (চীনের পরে)।


16. কী ধরণের মাটি ধান চাষের পক্ষে উপযোগী?

উঃ উর্বর দোঁয়াশ মাটি এবং নদী উপত্যকার পলিমাটি।


17. ধান চাষ কোন জলবায়ুতে ভালো হয়?

উঃ মৌসুমি জলবায়ুতে।


18. ধান চাষের জন্য কত সেমি বৃষ্টিপাতের প্রয়োজন?

উঃ ১০০ সেমি থেকে ২০০ সেমি।


19. কত ডিগ্রী তাপমাত্রা ধান চাষের পক্ষে উপযোগী?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।


20. আমন ধান কোন সময়ে ভারতে চাষ হয়?

উঃ বর্ষাকালে লাগানো হয় ও শীতকালে কাটা হয়।


21. আমন ধানকে ‘আঘায়নি’ বলা হয় কেন?

উঃ অগ্রহায়ণ মাসে কাটা হয় বলে।


22. আউশ ধান ভারতে কোন সময়ে চাষ করা হয়?

উঃ গ্রীষ্মকালে কালবৈশাখীর বৃষ্টিতে লাগানো হয় এবং ভাদ্র-আশ্বিন মাসে কাটা হয়।


23. বোরো ধান কোন সময়ে কাটা হয়?

উঃ গ্রীষ্মকালে।


24. ধান উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে?

উঃ পশ্চিমবঙ্গ।


25. ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন কত?

উঃ হেক্টর প্রতি ১,৯২১ কিগ্রা।


26. ভারতে ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ উড়িষ্যার কটকে।


27. আন্তর্জাতিক ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলায়।


28. কয়েকটি উচ্চ ফলনশীল বীজের নাম লেখ।

উঃ IR-8, IR-20, TN-1, জয়া, রত্না, তাইচুং, বিজয়া, গোবিন্দ প্রভৃতি।


29. ভারতের দ্বিতীয় প্রধান খাদ্যশস্যের নাম কী?

উঃ গম।


30. ভারতে কোন ঋতুতে গম চাষ করা হয়?

উঃ প্রধানত শীত ঋতুতে।


31. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ উত্তরপ্রদেশ।


32. হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম?

উঃ পাঞ্জাব।


33. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ দ্বিতীয় (চীনের পরে)।


34. ভারতের গম গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ দিল্লীর কাছে পুষায়।


35. আন্তর্জাতিক গম গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে।


36. কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখ।

উঃ সোনালিকা, সোনা-২২৭, কল্যাণ-সোনা, লারমা রাজো, সফেদ লারমা ইত্যাদি। ।


37. গম উৎপাদনের জন্য কী পরিমাণ উত্তাপ প্রয়োজন?

উঃ গড়ে ১৬ ডিগ্রি সেলসিয়াস।


38. গম উৎপাদনের জন্য কী পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ৫০ সেমি থেকে ১০০ সেমি।


39. কী ধরণের মাটিতে গম চাষ ভাল হয়?

উঃ উর্বর দোঁয়াশ মাটি।


40. ভারতের প্রধান পানীয় ফসল কোনটি?

উঃ চা।


41. পৃথিবীতে কত প্রকার চা ব্যবহৃত হয়?

উঃ চার প্রকার। যথা-সবুজ চা, ইষ্টক চা, কালো চা ও ওলং চা।


42. চা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ প্রথম


43. চা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম?

উঃ আসাম।


44. হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ তামিলনাড়ু।


45. কোথাকার উৎপাদিত চা পৃথিবী বিখ্যাত?

উঃ দার্জিলিং-এর চা (স্বাদ ও সুগন্ধের জন্য)।


46. ভারতের চা গবেষণাগার কোথায় আছে?

উঃ আসামের জোড়হাটে।


47. চা চাষের জন্য কী পরিমাণ উষ্ণতার প্রয়োজন?

উঃ ২৭ ডিগ্রি সেলসিয়াস।


48. কী পরিমাণ বৃষ্টিপাত চা চাষের উপযোগী?

উঃ ১৫০সেমি থেকে ২৫০ সেমি।


49. ভারত কোন কোন দেশে চা রপ্তানি করে?

উঃ রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ইরাক, ইরাণ প্রভৃতি দেশে।


50. ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানি হয়?

উঃ কলকাতা বন্দরের মাধ্যমে।


51. চা রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ চতুর্থ।


52. ভারতের দ্বিতীয় প্রধান পানীয় ফসল কোনটি?

উঃ কফি।


53. কফি গাছের উৎপত্তি কোথায়?

উঃ ইথিওপিয়ার কাফা নামক স্থানে।


54. কফি চাষের জন্য কী পরিমাণ উষ্ণতা ও বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং ১৫০ সেমি থেকে ২০০ সেমি বৃষ্টিপাত।


55. কফি চাষের জন্য কোন ধরণের মাটি আদর্শ?

উঃ লাভা সৃষ্ট উর্বর মাটি বা লাল মাটি বা ল্যাটেরাইট মাটি।


56. পৃথিবীতে কত প্রকার কফি ব্যবহৃত হয়?

উঃ চার প্রকার। যথা-রোবাস্টা, আরবীয়, ব্লু মাউন্টেন ও লাইবেরিয়ান।


57. ভারতে কত ধরণের কফি উৎপন্ন হয় ও কী কী?

উঃ দুই ধরণের। যথা আরবীয় কফি ও রোবাস্টা কফি।


58. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?

উঃ কর্ণাটক।


59. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ পঞ্চম।


60. ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ কর্নাটকের চিকমাগালু শহরে।


61. ভারত কোন কোন দেশে কফি রপ্তানি করে?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র, ফান্স, জার্মানি, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে।


62. ভারতের দুটি প্রধান তন্তুশস্যের নাম লেখ।

উঃ তুলো, পাট।


63. ভারতের প্রধান তন্তু ফসলের নাম কী?

উঃ কার্পাস বা তুলা।


64. কার্পাস বা তুলা কোন জলবায়ুতে ভালো হয়?

উঃ ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুতে।


65. কার্পাস বা তুলা গাছে কী পোকা দেখা যায়?

উঃ বল উইভিল পোকা।


66. কোন জাতীয় মাটিতে তুলা চাষ ভাল হয়?

উঃ চুন মেশানো উর্বর দোঁয়াশ মাটি বা কৃষ্ণ মৃত্তিকায়।


67. কী পরিমাণ উত্তাপ তুলো চাষের পক্ষে আদর্শ?

উঃ ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।


68. তুলো চাষের জন্য কত বৃষ্টিপাত প্রয়োজন?

উঃ ৫০ সেমি থেকে ১০০ সেমি।


69. কার্পাস বা তুলা উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম?

উঃ গুজরাত।


70. কার্পাস বা তুলা উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত?

উঃ তৃতীয়।


71. ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ মহারাষ্ট্রের নাগপুরে।


72. ভারত কোন কোন দেশে তুলো রপ্তানি করে?

উঃ জাপান, জার্মানি প্রভৃতি দেশে।


73. কয়েকটি উচ্চ-ফলনশীল তুলোবীজের নাম লেখ?

উঃ সুজাতা, MCU-4, MCU-5 প্রভৃতি।


74. ভারতের দ্বিতীয় প্রধান তন্তু ফসলের নাম কী?

উঃ পাট।


75. ভারতে কত প্রকার পাট পাওয়া যায়?

উঃ দুই প্রকার। যথা-সাদা পাট ও তোষা পাট।


76. সোনালী আঁশ কাকে বলে?

উঃ পাটকে।


77. কোন জলবায়ুতে পাট চাষ ভালো হয়?

উঃ উষ্ণ-আর্দ্র মৌসুমি জলবায়ুতে।


78. পাট চাষের জন্য কী পরিমাণ উষ্ণতা প্রয়োজন?

উঃ ২৫ ডিগ্রি সেলসিয়াস।


79. পাট চাষের জন্য কী পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন?

উঃ ১৫০ সেমি থেকে ২০০ সেমি।


80. পৃথিবীর মধ্যে কোথায় সবচেয়ে ভাল পাট চাষ হয়?

উঃ গঙ্গা ব্রহ্মপুত্রের ব-দ্বীপ অঞ্চলে।


81. পাট উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?

উঃ প্রথম।


82. ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উঃ পশ্চিমবঙ্গ।


83. ভারতের পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে।


84. কয়েকটি উচ্চ ফলনশীল পাট বীজের নাম লেখ।

উঃ JCR-212, JCR-321, JRO-620, JRO-753 ইত্যাদি।


85. কী ধরণের বৃষ্টিপাত এবং উষ্ণতা আখ চাষের উপযোগী?

উঃ গড়ে ১৫০ সেমি বৃষ্টিপাত এবং ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন।


86. কী ধরণের ভূমিতে আখ চাষ ভাল হয়?

উঃ উত্তম জলনিকাশী ব্যবস্থাযুক্ত সমতলভূমিতে।


87. আখ উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ উত্তরপ্রদেশ।


88. আখ উৎপাদনে ভারত পৃথিবীতে কোন স্থান অধিকার করে?

উঃ দ্বিতীয় (ব্রাজিলের পরে)।


89. ভারতে কোন রাজ্য হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?

উঃ তামিলনাড়ু।


90. ভারতে কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ উত্তরপ্রদেশের লক্ষনৌতে।


91. তেলবীজ কাকে বলে?

উঃ যেসব বীজ থেকে তেল নিষ্কাষণ করা হয় সেগুলিকে বলে তেলবীজ


92. তেলবীজ কত ধরণের ও কী কী?

উঃ দুই ধরণের। যথা –ভক্ষ্য তেলবীজ এবং অভক্ষ্য তেলবীজ।


93. কয়েকটি ভক্ষ্য তেলবীজের উদাহরণ দাও।

উঃ সরষে, তিল, চিনাবাদাম, নারিকেল।


94. দুটি অভক্ষ্য তেলবীজের উদাহরণ দাও।

উঃ তিসি এবং রেড়ি।


95. মিলেটস কী?

উঃ জোয়ার, বাজরা, রাগী প্রভৃতি দানা শস্যকে মিলেটস বলে।


96. জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ মহারাষ্ট্র।


97. বাজরা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ রাজস্থান।


98. রাগী উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?

উঃ কর্নাটক।


99. ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়?

উঃ তিনটি পদ্ধতিতে। যথা-কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচখাল।


100. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত ভাগে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ১৫ ভাগ।


101. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত শতাংশে কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ৩৮ ভাগ।


102. ভারতের সেচ-সেবিত কৃষিজমির কত ভাগে সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়?

উঃ ৪০ ভাগ।


103. সেচখাল কত ধরণের ও কী কী?

উঃ দুই ধরণের। যথা প্লাবন খাল ও নিত্যবহ খাল।


104. প্লাবন খাল বলতে কী বোঝ?

উঃ যেসব নদী কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় ক্ষীণকায়া সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।


105. নিত্যবহ খাল কাকে বলে?

উঃ যেসব নদীতে সাআবছর জল থাকে সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল।


106. দুটি নিত্যবহ খালের উদাহরণ দাও?

উঃ উত্তরপ্রদেশের উচ্চগঙ্গা খাল এবং পূর্ব সমুনা খাল।


107. ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ বেশি প্রচলিত?

উঃ গঙ্গা সমভূমি অঞ্চলে ও পাঞ্জাব ও হরিয়ানায়।


108. বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী?

উঃ বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, মাছচাষ, পানীয় জল সরবরাহ।


109. একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম লেখ।

উঃ দামোদর উপত্যকা পরিকল্পনা।


110. দামোদর নদ অন্য কী নামে পরিচিত?

উঃ দুঃখের নদ।


111. কত সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়?

উঃ ১৯৪৮ সালে।


112. ভারতে কোন রাজ্যের কৃষিজমিতে জলসেচের সর্বাধিক সুবিধা আছে?

উঃ পাঞ্জাব রাজ্যের।


113. ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম কী?

উঃ ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।


114. উত্তর ভারতের একটি জলসেচ প্রকল্পের নাম কর।

উঃ ভাকরা-নাঙ্গাল বা কংসাবতী প্রকল্প।


115. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?

উঃ হিমাচল প্রদেশের শতদ্রু নদীর ওপর নির্মিত ভাকরা বাঁধ। (২২৬ মিটার)।


116. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?

উঃ কর্নাটক।


117. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম কর।

উঃ মেদিনীপুর খাল।


118. ভারতের কোন রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন?

উঃ ত্রিপুরা রাজ্যে।


Download মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর PDF


File Details:-

File Name:- মাধ্যমিক ভূগোল ভারতের জলসেচ ব্যবস্থা প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:-PDF
Quality:- High
File Size:-  5 Mb
File Location:- Google Drive

Click Here to Download


আরও পড়ুন:




Others Important Link

Syllabus Link: Click Here

Questions Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.