অর্ডিনারি আইটির পোস্ট নোটিফিকেশন


ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর | Geography of India GK Question and Answer

ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Geography of India GK Question and Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর PDF. নিচে Geography of India GK Question and Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর | Geography of India GK Question and Answer
 Geography of India GK Question and Answer 

Dear Students,


         আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি জেনারেল নলেজের (Geography of India GK) কিছু প্রশ্নোওর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভারতের ভূগোল থেকে প্রচুর জেনারেল নলেজ প্রশ্ন আসে। তাই আমরা ভূগোলের কয়েকটি রাজার শাসনকাল থেকে কিছু বাছাই করা পশ্নোত্তর নিয়ে এসেছি। নিচে Geography of India GK সেটটি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।


ভারতের ভূগোল জিকে প্রশ্নোত্তর | Geography of India GK Question and Answer


Geography of India GK Question and Answer:

1.পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী কী কী- পারানা ও উরুগুয়ে।
2. নীলনদের দান কোন দেশকে বলা হয়- মিশর।
3. পম্পাসের আদিম অধিবাসীরা কী নামে পরিচিত- গৌচ।
4. উৎসব নগরী কাকে বলা হয়- মাদুরাই ( ভারত )।
5. ভারতের দুধের বালতি  কোন রাজ্যকে বলে- হরিয়ানা।
6. আইসল্যান্ডের মুদ্রার নাম কী- ক্রোনা।
7. কোন রাজ্য সারা বিশ্বে গুম্ফার দেশ নামে পরিচিত- সিকিম।
8. দক্ষিণের রানি কাকে বলে- সিডনি অস্ট্রেলিয়া।
9. লবণের দ্বীপ কাকে বলা হয়- জঞ্জিবার।
10. পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে- তিস্তা।
11.  ভারতের পর্বতের রানি কাকে বলা হয়- নেতারহাট।
12.  হিমালয়ের রানি কাকে বলা হয়- মসুরি ( মুসৌরি )।
13. ম্যাপলের দেশ  কাকে বলে- কানাডা।
14. ‘এশিয়ার ডিমের ঝুড়ি’ কোন ভারতীয় রাজ্যকে বলা হয়- আন্ধ্রা প্রদেশ।
15. আজারবাইজান'এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- বাজারদুজু।
16. ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়- কেরালা ( ভারত )।
17. ভারতের তালাচাবির শহর কাকে বলে- আলিগড়।
18. পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়- শিকাগো।
19. প্রাচ্যের লিভারপুল কাকে বলে- সিঙ্গাপুর।
20. পম্পাস অঞ্চলের পশুচারণ ক্ষেত্রের নাম কী- এস্টেনশিয়া।
21. পান্নার দ্বীপ  কাকে বলে- আয়ারল্যান্ড।
22. আর্জেন্তিনার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- অ্যাকানকাগুয়া।
23. ইংল্যান্ডের বাগান  কাকে বলে- কেন্ট।
24. লরেন্সীয় মালভূমি কী নামে পরিচিত- কানাডিয়ান শিন্ড।
25. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- মাউন্ট কোসিয়াস্ক।
26. পঞ্চনদের দেশ কাকে বলে- পঞ্জাব।
27. অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী- ক্যানবেরা।
28. দক্ষিণের ব্রিটেন কাকে বলে- নিউজিল্যান্ড।
29. আইসল্যান্ডের রাজধানীর নাম কী- রেইকভিক।
30. অস্ট্রেলিয়ার মুদ্রার নাম কী- অস্ট্রেলিয়ান ডলার।
31. অ্যাঙ্গোলা দেশটি কোন মহাদেশের অন্তর্গত- আফ্রিকা মহাদেশের।
32. অস্ট্রেলিয়ার প্রধান নদী কী কী- মারে, ডার্লিং, ল্যাচল্যান, ফিটজরয়।
33.  চিনের দুঃখ কাকে বলে- হোয়াংহো  নদীকে।
34. পশম উৎপাদনে সারা বিশ্বে অস্ট্রেলিয়া কোন স্থানে আছে- প্রথম স্থানে।
35. পশম উৎপাদনের জন্য অস্ট্রেলিয়ায় কোন কোন ধরণের মেষ পালন করা হয়- মেরিনো , মার্স ও লিংকন।
36. অ্যাঙ্গোলার রাজধানীর নাম কী- লুয়ান্ডা।
37. অ্যাঙ্গোলার প্রধান ভাষা কী- পর্তুগিজ।
38. অ্যাঙ্গোলার বেশিরভাগ মানুষ কোন ধর্মাবলম্বী- খ্রিষ্টান।
39. ইসরায়েলের সর্বোচচ শৃঙ্গ কোনটি- হারমেরন।
40. অ্যাঙ্গোলার প্রধান নদী কী কী- কুনেন, কুয়াঞ্জ, কুয়ান্ডো।
41. অ্যাঙ্গোলার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি- সোরেমাকো।
42. অস্ট্রেলিয়ার বিখ্যাত দুটি প্রাণী কী কী- প্লাটিপাস ও ক্যাঙারু।
43. অ্যাঙ্গোলার প্রধান অর্থকরী ফসল কী কী- কফি তুলো ও মিসাল।
44. আইসল্যান্ডের প্রধান ভাষা কী- আইসল্যাণ্ডিয়।
45. আইসল্যান্ডের মুদ্রার নাম কী- ক্রোনা।
46. আইসল্যান্ডে শিক্ষিতের হার শতকরা কত ভাগ- ১০০%
47. হান্নাডালাশুকুর কী- আইসল্যাণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ।
48. আজারবাইজান’এর রাজধানীর নাম কী- বাকু।
49. আজারবাইজান’এর প্রধান প্রাকৃতিক সম্পদ কী- খনিজ তেল।
50. আজারবাইজান'এর প্রধান নদী কী কী- কুরা ও আরাকা।
51. দীপ মহাদেশ কাকে বলে- অস্ট্রেলিয়া।
52. ইসরায়েলের রাজধানী কী- জেরুজালেম।
53. ইসরায়েলের নদনদীর নাম কী কী- জর্ডন ও বিশন।
54. পৃথিবীর বিখ্যাত জলপ্রপাত এঞ্জেলের উচ্চতা- ৯৭৯ মিটার।
55. টিউগেলা জলপ্রপাত কোন দেশে অবস্থিত- দঃ আফ্রিকা।


Download Geography of India GK Question and Answer


File Details:-

File Name:- Geography of India GK Question and Answer [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.