সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর - হরপ্পা সভ্যতা প্রশ্ন ও উত্তর - Indus Civilization Questions and Answers

সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর - হরপ্পা সভ্যতা প্রশ্ন ও উত্তর - Indus Civilization Questions and Answers

সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর - হরপ্পা সভ্যতা প্রশ্ন ও উত্তর - Indus Civilization Questions and Answers


Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


সিন্ধু সভ্যতা প্রশ্ন ও উত্তর - হরপ্পা সভ্যতা প্রশ্ন ও উত্তর - Indus Civilization Questions and Answers


১. মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল?


উত্তরঃ 1974 সালে


২. মেহেরগড় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি কি কি?


উত্তরঃ মেহেরগড়, কিলে গুলমহম্মদ, কোট দিজি


৩. মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত গবেষনা নিবন্ধ সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?


উত্তরঃ সায়েন্টিক আমেরিকান


৪. কোন সভ্যতার মানুষ প্রথম তুলো বা কার্পাসের চাষ শুরু করেছিল?


উত্তরঃ মেহেরগড় সভ্যতার মানুষ


৫. মহেঞ্জোদারোর নিদর্শন কে আবিষ্কার করেছিলেন?


উত্তরঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় (1922 সালে)


৬. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যাবহার জানত না?


উত্তরঃ ঘোড়া


৭. সিন্ধু সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কি ছিল?


উত্তরঃ কৃষিকাজ এবং পশুপালন


৮. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর ব্যাবহার জানত না?


উত্তরঃ লোহা


৯. ‘হরপ্পা’ কথাটির অর্থ কি?


উত্তরঃ পশুপতির খাদ্য


১০. ‘মহেঞ্জোদারো’ কথাটির অর্থ কি?


উত্তরঃ মৃতের স্তুপ  


১১. হরপ্পা সভতার কোন স্থানটি রাজস্থানে অবস্থিত?


উত্তরঃ কালিবঙ্গান


১২. সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কালিবঙ্গান কোথায় অবস্থিত?


উত্তরঃ রাজস্থান রাজ্যের হনুমানগড় জেলায়


১৩. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কাঠের তৈরি লাঙ্গল ব্যাবহারের নিদর্শন পাওয়া গিয়েছে?


উত্তরঃ কালিবঙ্গানে


১৪. বৃহৎ স্নানাগারটি কোন প্রত্নক্ষেত্র থেকে আবিষ্কৃত হয়েছিল?


উত্তরঃ মহেঞ্জোদারো


১৫. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গিয়েছে?


উত্তরঃ মহেঞ্জোদারো থেকে


১৬. কোন দেশের সঙ্গে হরপ্পার লোকেরা বানিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল?


উত্তরঃ সুমের


১৭. সিন্ধুবাসীরা কোন খেলাটি জানত?


উত্তরঃ পাশা


১৮. ‘পশুপতি মহাদেব’- সীল কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গিয়েছে?


উত্তরঃ মহেঞ্জোদারো


১৯. হরপ্পার কোন স্থানের সঙ্গে ধান চাষের সংযোগ রয়েছে?


উত্তরঃ লোথাল (গুজরাট)


২০. হরপ্পা সভ্যতার প্রধান বানিজ্যিক বন্দর কোনটি ছিল?


উত্তরঃ লোথাল (গুজরাট)  


২১ হরপ্পা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?


উত্তরঃ ইরাবতী বা রাভী নদীর তীরে


২২. হরপ্পার নিদর্শন কে আবিষ্কার করেছিলেন?


উত্তরঃ দয়ারাম সাহানী (1932 সালে)


২৩. মহেঞ্জোদারো কোন নদীর তীরে গড়ে উঠেছিল?


উত্তরঃ সিন্ধু নদীর তীরে 


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.