Current Affairs In Bengali 2nd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs In Bengali 2nd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs In Bengali 2nd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs In Bengali 2nd August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ হাঙ্গেরি গ্রান্ড প্রিক্স 2021 জিতলেন Alpine-Renault চালক Esteban Ocon

❏ নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে দীপক দাস কে নিযুক্ত করা হলো 

❏ ভারতীয় মহিলা টেনিস তারকা পি ভি সিন্ধু টোকিও অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতলেন

❏ ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল আগস্ট, 2021 এর সভাপতিত্বের দায়িত্ব নিলো ভারত, এর আগে দায়িত্বে ছিল ফ্রান্স 

❏ প্রতিবছর 'World Breastfeeding Week' 1 - 7 ই আগস্ট পালন করা হয়, এ বছরের থিম - Protect Breastfeeding : A Shared Responsibility


Also Read:


❏ শ্রীলঙ্কার বোলিং অল-রাউন্ডার ক্রিকেটার Isuru Udana আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলো 

❏ পৃথিবীর প্রথম কমার্শিয়াল রি-প্রোগ্রামেবল স্যাটেলাইট 'Eutetsat Quantum' লঞ্চ করলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA)

❏ জয়েন্ট সেক্রেটারি অফ কাউন্টার টেরোরিজম Mahaveer Singhvi ষষ্ঠ BRICS কাউন্টার-টেরোরিজম ওয়ার্কিং গ্রুপ মিটিং এর সভাপতিত্ব করলেন

❏ পেরুর নতুন প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন Guido Bellido

❏ ক্যাপ্টেন রমেশ বাবু নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'My Own Mazagon : The History of a Little Island in the Bombay Archipelago'


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.