Current Affairs 1st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs 1st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Current Affairs 1st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


Current Affairs 1st August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলো

❏ সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ NatWest Group Earth Heroes আওয়ার্ড জিতলো

❏ রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্কিম (UDAN) এর অধীনে নতুন 780 টি এয়ার ট্রাফিক রুটের মান্যতা দিলো কেন্দ্রীয় সরকার 

❏ CBSE স্টুডেন্টদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী SAFAL অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করলেন 

❏ মনিপুর রাজ্যের মুখ্যমিন্ত্রী এন বীরেন সিং হেপাটাইটিস দিবসের দিনে দুটি মডেল হেপাটাইটিস-বি ট্রিটমেন্ট সেন্টার লঞ্চ করলেন 


Also Read:


❏ ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Axis ব্যাংকের উপর 5 কোটি টাকার ফাইন চাপালো

❏ ভারতীয় স্পেস রিসার্চ সংস্থা (ISRO) এই বছর ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং স্যাটেলাইট (EOS-03) লঞ্চ করতে চলেছে

❏ ভারতীয় নৌবাহিনীর ভাইস-চিফ পদের দায়িত্ব নিতে চলেছেন ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘোরমাদে

❏ Serum ইনস্টিটিউট এর চেয়ারম্যান Dr. Cyrus Poonawalla কে লোকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হবে

❏ Artillery এর ডিরেক্টর জেনারেল পদে লিউটেন্যান্ট জেনারেল তরুণ কুমার চাওলা কে নিযুক্ত করা হলো


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.