Indian History Gk In Bengali Language: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর

Indian History Gk In Bengali Language: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর

Indian History Gk In Bengali Language: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর


Indian History Gk In Bengali Language: ইতিহাসের MCQ প্রশ্নোত্তর



❏ কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?


উত্তর: 1784খ্রিঃ


❏ কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়?


উত্তর: 1793খ্রিঃ


❏ কবে মহাবিদ্রোহ শুরু হয়?


উত্তর: 1857খ্রিঃ


❏ ভাগনাডিহর সূচনা হয় ?


উত্তর: সাঁওতাল বিদ্রোহ


❏ ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?


উত্তর: হাজী শরিয়ত উল্লাহ


❏ বারাসাত বিদ্রোহ এর নেতা কে?


উত্তর: তিতুমির


❏ আমিনি কমিশন কে গঠন করে?


উত্তর: ওয়ারেন হেস্টিং


❏ সাঁওতাল বিদ্রোহের নেতা কে?


উত্তর: সিধু, কানু ইত্যাদি


❏ বরাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?


উত্তর: রাজা রামমোহন রায়


❏ লোকহিতবাদী কে ছিলেন?


উত্তর: গোপালহরি দেশমুখ


❏ শদ্ধিপ্রথা কে প্রবর্তন করেন ?


উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী


❏ প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?


উত্তর: আত্মরাম পান্ডুরঙ্গ 


❏ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন ?


উত্তর: দয়ানন্দ সরস্বতী


❏ শকাব্দ কে প্রচলন করেন ?


উত্তর: কনিষ্ক


❏ কনিষ্কের রাজ্যের রাজধানীর নাম কি ?


উত্তর: পুরুষপুর


❏ তরিপিটক কোন ভাষায় লেখা আছে ?


উত্তর: পালি ভাষা


❏ জৈনদের দুই সম্প্রদায়ের নাম কি ?


উত্তর: দিগম্বর ও শ্বেতাম্বর


❏ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?


উত্তর: সমুদ্রগুপ্ত


❏ কোন রাজা শিলাদিত্য উপাধি নেন?


উত্তর: হর্ষবর্ধন


❏ হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন ?


উত্তর: বাণভট্ট


Also Read:

❏ বিখ্যাত বাংলা চলচিত্র ও পরিচালকের নামের তালিকা

❏ বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্ন ও উত্তর

❏ বাংলা সাহিত্যে বিখ্যাত সাহিত্যিক ও তাদের সৃষ্টি

❏ প্রাবন্ধিক প্রমথ চৌধুরী

❏ ডাউনলোড বাংলা প্রতিবেদন রচনা

❏ অনুবাদ লিখন বাংলা থেকে ইংরাজি Pdf

❏ বাংলা সাহিত্যের MCQ প্রশ্নোত্তর Pdf

❏ বাংলা ও বিশ্ব সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্ঠা Pdf

❏ বাংলা সাহিত্যের বিভিন্ন চরিত্র ও তার স্রষ্টা Pdf

❏ বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf


❏ কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় ?


উত্তর: নানা ফড়নবিশ


❏ কাকে 'মহীশূর শার্দুল' বলা হয় ?


উত্তর: টিপু সুলতান


❏ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


উত্তর: লর্ড কর্নওয়ালিস


❏ তিতুমীরের প্রকৃত নাম কি ?


উত্তর: মীর নিশার আলি


❏ "বর্তমান ভারত "কার রচনা ?


উত্তর: স্বামী বিবেকানন্দ


❏ নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ?


উত্তর: ওয়াটালুর যুদ্ধ


❏ কোন ফরাসি সম্রাট বলেছিলেন "আমিই রাষ্ট্র" ?


উত্তর: সম্রাট চতুর্দশ লুই


❏ বঙ্গভঙ্গ কবে কার্যকারি হয়েছিল?


উত্তর: 1905খ্রিঃ


❏ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ?


উত্তর: জর্জ ওয়াশিংটন


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.