বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf: Download Important Questions And Answers In Bengali Literature Pdf

বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর: Here, is the best place for you to download বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf. Gksolves give you All competitive exam Special free বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams, RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exam. বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf is very important for Preparation all examinations. You can also download GK, GI, Math, Question Paper, Current Affairs, etc Pdf format free of cost on our website. Visit this Gksolves.com to Download বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর. The direct link Of this বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর has been given below.




বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf: Download Important Questions And Answers In Bengali Literature Pdf




Dear Students,
Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। ই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf. নিচে বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।




সুতরাং, দেরি না করে এখনই বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন


বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর-Important Questions And Answers In Bengali Literature



১. মরীচিকা কার লেখা?

উত্তর :-যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

২. হিন্দুমেলার উপহারকোথায় পাঠ করা হয়?

উত্তর :- ১৮৭৫ খ্রিস্টাব্দে হিন্দু মেলায়।

৩.  রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটি  কোন কাব্য থেকে নেওয়া ?

উত্তর :- পত্রপুট

৪. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কী,কোন পত্রিকায় কত সালে প্রকাশিত হয়?

উত্তর :- মুক্তি।  ১৯২০ খৃষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পত্রিকায়।

৫. নির্ঝরের স্বপ্নভঙ্গকবিতাটি কোন কাব্যের?

উত্তর :- প্রভাত সঙ্গীত।

৬. মর্মবানী কার রচনা?

উত্তর :- বুদ্ধদেব বসু।

৭.  রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্যে বলুন।

উত্তর :- শেষ লেখা ও ছড়া।

৮. স্মরগরল কার লেখা?

উত্তর :- মোহিত লাল মজুমদার

৯. মানসী কাব্যের কতগুলো কবিতাকে রবীন্দ্রনাথ তাঁর সঞ্চয়িতা য় স্থান দিয়েছেন?

উত্তর :- ২০ টি কবিতা কে।

১০. স্বপন পসারী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- স্ত্রীকে।

১১. রবীন্দ্রনাথ ঠাকুর এর সর্বশেষ গদ্যরচনা কোনটি ?

উত্তর :- সভ্যতার সংকট প্রবন্ধ (১৯৪১)।

১২. মরুকবি নামে কে পরিচিত ছিলেন?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১৩. চামার খায় আম কার ছদ্মনাম নাম?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

১৪. বিপ্রতীপ গুপ্ত কার ছদ্মনাম?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১৫. রবীন্দ্রনাথ মানসী কাব্য কাকে উৎসর্গ করেন?

উত্তর :- মৃণালিনী দেবী।

১৬. গদ্য কবিতার সূচনা রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে?

উত্তর :- পুনশ্চ।

১৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত কে রবীন্দ্রযুগের প্রথম বিদ্রোহী কবি কে বলেছেন ?

উত্তর :- নারায়ণ গঙ্গোপাধ্যায়।

১৮. গীতাঞ্জলির ইংরেজী অনুবাদের পান্ডুলিপি রবীন্দ্রনাথ প্রথম কাকে দেখান?

উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।

১৯. প্রভাত সঙ্গীত কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ?

উত্তর :- ইন্দিরা দেবী কে।

২০. হাসু কার রচনা?

উত্তর :- জসীমউদ্দিনের রচনা।

২১. মরুমায়া কার লেখা ?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

২২. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :-শেষ লেখা (১৯৪১)।

২৩. রসকদম্ব-কার রচনা?

উত্তর :- কালিদাস রায়।

২৪. স্ত্রীর মৃত্যতে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন ?

উত্তর : স্মরণ কাব্য।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পূর্বে প্রকাশিত শেষকাব্য কোনটি?

উত্তর :- জন্মদিনে

২৬. ঐকতান রবীন্দ্রনাথের কোন কবিতা ?

উত্তর :-জন্মদিনে

২৭. গতিরাগের কাব্য বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে?

উত্তর :- বলাকা

২৮. সোনার তরী-কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর :- সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায়।।

২৯.  মোহিতলাল কোন কবিতার মধ্য দিয়ে শঙ্করাচার্যের দর্শনকে ধিক্কার জানান?

উত্তর :- মোহমুদগার।

৩০. রবীন্দ্রনাথ কাকে চিত্ররূপময়তার কবি বলেছেন ?

উত্তর :- জীবনানন্দ দাশের।

 ৩১. মুক্তক  ছন্দে রচিত কাব্য কোনটি?

উত্তর :-বলাকা

৩২. গীতাঞ্জলী র গদ্য ইংরেজি অনুবাদের নাম কি?

উত্তর :- Song offerings.

৩৩. সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা কবিতার ইংরেজি অনুবাদ করেন কে?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৪. গীতঞ্জলির ভুমিকা কে লেখেন ?

উত্তর :- ইয়েটস।

৩৫. সত্যেন্দ্রনাথ দত্তের অনুবাদ মুলক কাব্যের নাম বল।

উত্তর :- নিষ্ঠুরা সুন্দরী,তীর্থরেণু,তীর্থসলীল,মণিমঞ্জুষা প্রভৃতি।

৩৬. মোহিতলালের ছদ্মনাম কি?

উত্তর :- সত্যসুন্দর দাস।

৩৭. যতীন্দ্রনাথ সেনগুপ্ত পেশায় কি ছিলেন?

উত্তর :- ইঞ্জিনিয়ার।

৩৮. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কটি?

উত্তর :- ৬ টা কাব্য।

৩৯. মহা ভারতী কাব্য টি কার লেখা?

উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।

৪০. জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর :- নকশী কাঁথার মাঠ।

৪১. Song offerings রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- উইলিয়াম রোদেনস্টাইনকে।

৪২. যতীন্দ্রনাথের স্বনির্বাচিত কাব্য সংকলন কোনটি?

উত্তর :-অনুপূর্বা

৪৩. যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কি?

উত্তর :- বিপ্রতীপ গুপ্ত।

৪৪. Song offerings -এ কটি কবিতা আছে?

উত্তর :- ১৫৩ টি। 
                    
৪৫. লেখা কার রচনা?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

৪৬. সোজন বাদিয়ার ঘাট কার লেখা?

উত্তর :- জসীমউদ্দিনের লেখা।

৪৭. মোহিত লাল মজুমদারের প্রথম কাব্যের নাম কী ?

উত্তর :- দেবেন্দ্র মঙ্গল

৪৮. নজরুল ইসলামের কোন কোন গ্রন্থ ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল?

উত্তর :- যুগবাণী,প্রলয়শিখা,বিষের বাঁশী।

৪৯. কচি ডাবের কবি কে?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নারায়ণ গঙ্গোপাধ্যায় এই শিরোনামে একটা প্রবন্ধ লেখেন।

৫০. বলাকা কাব্য টি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করে?

উত্তর :- উইলি পিয়ারসনকে

৫২. আবোল তাবোল কার রচনা?

উত্তর :- সুকুমার রায়।

৫৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে কে ভূষিত করেন?

উত্তর :- গান্ধীজী।

৫৪. ক্ষুদ কুঁড়া কাব্য টি কার?

উত্তর :- কালিদাস রায়।

৫৫.  হেমন্ত গোধূলি কার লেখা ?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

৫৬. উৎসর্গ কাব্যের কবি কে?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর কে।

৫৭. জসীমউদ্দিনের কোন কাব্য রুশভাষায় অনূদিত হয়?

উত্তর :- মাটির কান্না

৫৮. মরীচিকা কাব্য টি কবি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৫৯. কিশলয় কার রচনা?

উত্তর :- কালিদাস রায়।

৬০. বিদায় আরতি-কার রচনা?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

৬১. বুদ্ধদেব বসুর শেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর :- মরচে পড়া পেরেকের গান।

৬২. দেবেন্দ্র মঙ্গল কার রচনা?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

৬৩.  কনিকা-কাকে উৎসর্গ করেন?

উত্তর :- প্রমথনাথ রায়চৌধুরী।

৬৭. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর : ঝরা পালক

৬৭. চক্র বাক-কার লেখা কাব্য ?

উত্তর :- কাজী নজরুল ইসলাম।

৬৮. নীহারিকা কার কাব্য?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৬৯.  নদী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- বরেন্দ্র নাথ ঠাকুরকে ।

৭০. ঝরা ফুল কাব্য টি কার?

উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।

৭১. শতদল কার রচনা?

উত্তর :- করুনানিধান ব্যন্দ্যপাধায়।

৭২. বাণী,কল্যানী কার রচনা?

উত্তর :- রজনী কান্ত সেন।

৭৩. রবীন্দ্রনাথ কাকে বিজয়া নাম দেন ?

উত্তর :- ভিক্টোরিয়া ওকাম্পো।

৭৪. রূপবতী কাব্য টি কার?

উত্তর :- জসীমউদ্দিনের।

৭৫. তারাশংকরের প্রথম প্রকাশিত গ্রন্থ কবিতার বই কোনটি?

উত্তর :- ত্রিপত্র।

৭৬. সোনার তরীতে কয়টি কবিতা আছে ?

উত্তর :- ১৪৫ টি।

৭৭. নজরুলের বিষের বাঁশি কাব্যের পূর্ব নাম কী ছিল?

উত্তর :- অগ্নিবীণা দ্বিতীয় খণ্ড।

৭৮. স্মরলগরল কাব্যটি কে,কাকে উৎসর্গ করেন?

উত্তর :- মোহিত লাল মজুমদার,সুশীল কুমার দেকে ।

৭৯. সেঁজুতি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- নীলরতন সরকার কে।

৮০. প্রেম বলে কিছু নাই...... চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই-কোন কবির কোন কাব্যের পংক্তি এটি?

উত্তর :- পংক্তিটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যের।

৮১. কালিদাস রায় কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান?

উত্তর :- পুর্নাহুতি ।

৮২. হসন্তিকা কাব্য টি কার?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

৮৩. নজরুলের বিখ্যাত মুক্তি কবিতার পূর্ব নাম কী ছিল?

উত্তর :- ক্ষমা।         

৮৪. নজরুল অগ্নিবীণা কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- বারীন্দ্রকুমার ঘোষ কে।

৮৫. চয়নিকা-কার কী জাতীয় গ্রন্থ?

উত্তর :- রবীন্দ্রনাথ। কবিতা সংকলন।

৮৬. কুসুমের মাস কার লেখা?

উত্তর :- অজিত দত্ত।

৮৭. রবীন্দ্রনথের প্রথম লেখা কাব্য কি ?

উত্তর :- বনফুল

৮৮. ধান দূর্ব্বা কাব্য টি কার?

উত্তর :- করুণানিধান বন্দ্যোপাধ্যায়।

৮৯. ধানক্ষেত রচনা কার?

উত্তর :- জসীমউদ্দিনের।

৯০. আরোগ্য কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সুরেন্দ্র নাথ ঠাকুর।

৯১. কড়ি ও কোমল কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সত্যেন্দ্রনাথ ঠাকুর।

৯২. অপারিজত  কার লেখা?

উত্তর :- যতীন্দ্র মোহন বাগচী।

৯৩. রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্য গ্রন্থ কোনটি?

উত্তর :- কবি কাহিনী

৯৪. কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর : কল্লোল পত্রিকা।

৯৫. রবীন্দ্রকাব্যের মূল সুর কি?

উত্তর :- আনন্দবাদ। জগৎ সুন্দর।

৯৬. রবীন্দ্রনাথের স্বনামে প্রকাশিত প্রথম কবিতা কোনটি?

উত্তর :- হিন্দু মেলার উপহার।

৯৭. আষাঢ়ে কার রচনা?

উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।

৯৮. রেণু কার রচনা?

উত্তর :- প্রিয়ংবদা দেবী।

৯৯.রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যটিকে অনুবিশ্ব বলা হয়?

উত্তর :- মানসী।

১০০. অশীতিপর শর্মা কোন কবির ছদ্মনাম ?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১০১. কাজি নজরুল ইসলাম সম্পাদিত দুটি পত্রিকার নাম বলুন।

উত্তর :- ধূমকেতু,লাঙল।

১০২. রবীন্দ্রনাথের উর্বশী কবিতাটির প্যারোডি কে কী নামে রচনা করেন ?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত। সর্বশী নামে।

১০৩. নজরুল চিত্তরঞ্জন দাশ কে তাঁর কোন কাব্য টি উৎসর্গ করেন?

উত্তর :- চিত্ত নামা

১০৪. কাব্যসঞ্চয়ন কার কবিতা সংকলন?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১০৫. নাগকেশর’- কার রচনা?

উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী।

১০৬. বনতুলসী কার রচনা?

উত্তর :- কুমুদরঞ্জন মল্লিক।

১০৭. হাসির গান কাব্য টি কার?

উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়।

১০৮. জীবনানন্দ দাশের শিকার কবিতাটি কোন কাব্যের কবিতা?

উত্তর :- মহাপৃথিবী।

১০৯. রূপসী বাংলা কাব্যটি কে প্রকাশ করে ?

উত্তর :-অশোকানন্দ দাশ।

১১০. আকাশ প্রদীপ কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সুধীন্দ্রনাথ দত্ত।

১১১. সত্যেন্দ্রনাথের কাব্যসঞ্চয়ন এর নামকরণ কে করেন?

উত্তর :-রবীন্দ্রনাথ ঠাকুর।

১১২. বলাকা কাকে উৎসর্গ করেন?

উত্তর :- উইলি পিয়ারসন কে।

১১৩. কৃত্তিবাস ওঝা,সত্যসুন্দর দাশ কার ছদ্মনাম?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

১১৪. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম প্রকাশিত কবিতা কোনটি ?

উত্তর :-দেখিবে কি। সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।

১১৫. পদচারণা কার রচনা?

উত্তর :- প্রমথ চৌধুরী।

১১৬. সত্যেনের মত বিচিত্র ছন্দের স্রষ্টা বাংলায় খুব কম আছে। - মন্তব্যটি কার?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

১১৭. অম্বা কে রচনা করেন?

উত্তর :- কামিনী রায়

১১৮. রবীন্দ্রনাথের শেষ লেখা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর :- ১৯৪১ ।

১১৯. নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কী?

উত্তর :- মুক্তি।

১২০. রবীন্দ্রনাথ কথা কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- জগদীশ চন্দ্র বসুকে।

১২১. সত্যেন্দ্রনাথ দত্ত মেঘনাদ বধ কাব্যের প্যারোডি করেন কী নামে?

উত্তর :- অম্বল সম্বরা কাব্য।

১২২. উজানি কাব্যটি কার?

উত্তর :- কুমুদরঞ্জন মল্লিক।

১২৩. বিদ্রোহ কবিতাটি নজরুল ইসলাম কত সালে লেখেন?

উত্তর :- ১৯২২ সালে।

১২৪. পত্রপুট-রবীন্দ্রনাথ ঠাকুর আর পর্ণপুট কার লেখা?

উত্তর :- কালিদাস রায়।

১২৫. কুন্দ কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১২৬. গীতাঞ্জলী-রবীন্দ্রনাথ ঠাকুর আর গাথাঞ্জলী-কার লেখা?

উত্তর :- কালিদাস রায়।

১২৭. অন্ধবধূ কবিতাটি কার লেখা?

উত্তর :- যতীন্দ্রমোহন বাগচী

১২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম গাথা কাব্যের নাম কী?

উত্তর :- ভগ্ন হৃদয়

১২৯. কাব্য পরিমিতি কার রচনা?

উত্তর :- যতীন্দ্রনাথ সেনগুপ্ত।

১৩০.সত্যেন্দ্রনাথের রবীন্দ্র বিষয়ক কবিতা কোনগুলি?

উত্তর :- নমস্কার,শ্রদ্ধাহোম অভ্যুদায়িক।

১৩১. বিস্মরণী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- করুণা নিধান বন্দ্যোপাধ্যায়।

১৩২. কালিদাস রায় কোন কাব্যের জন্য রবীন্দ্র পুরস্কার পান?

উত্তর :- পূর্ণাহুতি

১৩৩. সিন্ধু হিন্দোল কার রচনা?

উত্তর :- নজরুল ইসলাম।

১৩৪. পত্রপুট কাকে উৎসর্গ করেন?

উত্তর :- শ্রীমান কৃষ্ণ কৃপালিনী ও নন্দিনীকে।

১৩৫. He was a fiery Nationalist, almost a revolutionary - কে,কার সম্পর্কে বলেছেন ?

উত্তর :- রামানন্দ চট্টোপাধ্যায় সত্যেন্দ্রনাথ সম্পর্কে।

১৩৬. নজরুল ইসলামকে স্বভাব কবি কে বলেছেন?

উত্তর :- বুদ্ধদেব বসু।

১৩৭. মোহিতলাল পেশায় কী  ছিলেন?

উত্তর :- অধ্যাপক।

১৩৮. সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র অনূদিত উপন্যাস কোনটি?

উত্তর :- জন্ম-দুঃখী।

১৩৯. বেলা অবেলা কালবেলা কার রচনা?

উত্তর :- জীবনানন্দ দাশ।

১৪০. মোহিতলালের প্রথম কাব্য কি?

উত্তর :- দেবেন্দ্র মঙ্গল

১৪১. রক্তরাগ কার লেখা?

উত্তর :- গোলাম মোস্তফা।

১৪২. কবি কাহিনী -রবীন্দ্রনাথ ঠাকুর আর কাব্যকাহিনী কার লেখা?

উত্তর :- গোলাম মোস্তাফা।

১৪৩. রবীন্দ্রনাথের প্রথম কবিতা?

উত্তর :- অভিলাষ

 ১৪৪. পৌরাণিক কাহিনি অবলম্বনে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কিছু রূপক কবিতার নাম বলুন ?

উত্তর :- কয়াধু,ভীমজননী,অরুন্ধতী,গিরিরাণী ।

১৪৫.  নৈবেদ্য কাকে উৎসর্গ করেন?

উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর (পিতা)।

১৪৬. কবর যে খুশী বলে বলুক তোমায় / আমি জানি তুমি মন্দির- কার কবিতা?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১৪৭. তীর্থরেণু-সত্যেন্দ্রনাথ দত্ত, আর ব্রজরেণু কার লেখা?

উত্তর :- কালিদাস রায়।

১৪৭. প্রান্তিক কার রচনা?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

১৪৮. মেঘ ও ময়ূর কার লেখা প্রথম কবিতা?

উত্তর :- কালিদাস রায়।

১৪৯. কঙ্কাবতী কার রচনা?

উত্তর :- বুদ্ধদেব বসু।

১৫০. নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যটি  কাকে উৎসর্গ করেন?

উত্তর :- বারীন্দ্র ঘোষ কে।

১৫১. সত্যেন্দ্রনাথ নাথের মৃত্যুতে রবীন্দ্রনাথ কোন কবিতা লেখেন?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত / পূরবী কাব্য।

১৫২. সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদুঃখী উপন্যাসটি কোন গ্রন্থের অনুবাদ ?

উত্তর :- নরওয়ের ঔপন্যাসিক Jonas Lie রচিত Lives- Laven.

১৫৩. সত্যেন্দ্রনাথ বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে কোন কাব্য লেখেন ?

উত্তর :- সাগর তর্পণ। সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় / তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়

১৫৪. সত্যেন্দ্রনাথ জগদীশচন্দ্র বসুর সংবর্ধনা উপলক্ষ্যে কোন কবিতা লেখেন?

উত্তর :- মনীষীমঙ্গল।

১৫৫. সত্যেন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে কোন কবিতা লেখেন?

উত্তর :- ইজ্জতের জন্য।

১৫৬. চম্পা কবিতার ইংরাজি অনুবাদ কে করেন ?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর।

১৫৭. কালিদাসের প্রথম কাব্য নাম কী ?

উত্তর :- কুন্দ

১৫৮. কবিগুরুর মৃত্যুতে নজরুল ইসলাম কোন কবিতাটি লেখেন?

উত্তর :-রবিহারা কবিতা।

১৫৯. নক্সীকাথার মাঠ এর ইংরাজি অনুবাদের নাম কী?

উত্তর :- The Field of Embroidered Quite.

১৬০. জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর :- রাখালী (১৯২৭) ।

১৬১. বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া-কোন কবিতা? কার লেখা?

উত্তর :- আমার কবিতা,সত্যেন্দ্রনাথ দত্তের লেখা।

১৬২. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থের সংখ্যা কয়টি?

উত্তর :- ৭ টি।

১৬৩. বেলা শেষের গান - কার কাব্যগ্রন্থ ?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১৬৪. বুদ্ধদেব বসুর মতে রবীন্দ্রনাথ ঠাকুরের পর প্রথম মৌলিক কবি কে?

উত্তর :- নজরুল ইসলাম।

১৬৫. সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পর প্রকাশিত দুটি কাব্যের নাম বলুন ?

উত্তর :- বেলা শেষের গান (১৯২৩), বিদায় আরতী (১৯২৪)

১৬৬. অভ্র আবীর কার রচনা?

উত্তর :- সত্যেন্দ্রনাথ দত্ত।

১৬৭. যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যের বিবর্তন কোন কাব্য থেকে?

উত্তর :- সায়ম ।

১৬৮. পূরবী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- ভিক্টোরিয়া ওকাম্পোকে / বিজয়া।

১৬৯. স্মরণ কাব্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?

উত্তর :- স্ত্রী মৃণালিনী দেবীকে।

১৭০. জাপানি তানকা ছন্দে রচিত সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা কোনটি?

উত্তর :- বৈকালী কবিতা।

১৭১. খেয়া কাকে উৎসর্গ করেন?

উত্তর :- জগদীশ চন্দ্র বসু।

১৭২. সংস্কৃত বিদ্যুন্মালা ছন্দে রচিত সত্যেন্দ্রনাথের কবিতা কোনটি?

উত্তর :- পিয়ানোর গান

১৭৩. রবীন্দ্রনাথ প্রথম কাব্য বনফুল কাকে উৎসর্গ করেন?

উত্তর :- কাদম্বরী দেবী কে।

১৭৪. ক্ষনিকা কাব্যটি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- লোকেন্দ্র পালিত কে।

১৭৫. সত্যেন্দ্রনাথের মন ছিল চোখ দুইটির একেবারে পিছনেই এবং কানও ছিল অতিশয় প্রখর। এজন্য আমরা তাঁহার কবিতায় দুইটি জিনিস নানা ভঙ্গিতে প্রকাশ পাইতে দেখি -দেখার আনন্দ ও শোনার আনন্দ- মন্তব্যটি কার ?

উত্তর :- মোহিত লাল মজুমদার।

১৭৬. রবীন্দ্রনাথ রুদ্রচন্ড কাব্য টি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

১৭৭. জ্যোতিরিন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি ?

উত্তর :- নিশান্তিকা

১৭৮. উৎসর্গ কাব্যটি কাকে উৎসর্গ করেন?

উত্তর :- সি এফ্ এন্ড্রুজ কে।

১৭৯. শ্যামলী কাকে উৎসর্গ করেন?

উত্তর :- রানী মহলানবিশ কে।

Download বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর Pdf-Important Questions And Answers In Bengali Literature



File Details:-

File Name:- বাংলা সাহিত্যের গুরত্বপূর্ণ প্রশ্নোত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:-  2 Mb
File Location:- Google Drive

Download: Click Here to Download





Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.