WBCS History Question And Answer: ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

WBCS History Question And Answer: ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর

WBCS History Question And Answer: ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


WBCS History Question And Answer: ইতিহাস জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর



০১. দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? 


উত্তর: ঔরঙ্গজেবের আমলে


০২. রঙ্গিলা খান কে কি বলা হয়? 


উত্তর: দ্বিতীয় আকবর


০৩. পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? 


উত্তর: থানেশ্বর


০৪. পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন? 


উত্তর: ধর্মপাল ও দেবপাল দুজনেই


০৫. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? 


উত্তর: অপরাজিত বর্মন


০৬. আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 


উত্তর: ৭১২ সালে


০৭. ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? 


উত্তর: তুর্কি


০৮. তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে? 


উত্তর: ১১৯১ সালে


০৯. মিতাক্ষরা আইন কে রচনা করেন? 


উত্তর: বিজ্ঞানেশ্বর


১০. অদ্ভুত সাগর কে রচনা করেন? 


উত্তর: বল্লাল সেন


১১. ধীমান কে? 


উত্তর: পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী


১২. গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: প্রথম রাজেন্দ্র চোল


১৩. তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 


উত্তর: ১১৯২ সালে


১৪. মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে? 


উত্তর: ১৯০১ সালে


১৫. নাগানন্দ কে রচনা করেন? 


উত্তর: হর্ষবর্ধন


১৬. মালবিকাগ্নিমিত্রম কে লেখেন? 


উত্তর: কালিদাস


১৭. মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন? 


উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে


১৮. রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 


উত্তর: তৃতীয় গোবিন্দ


১৯. ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন? 


উত্তর: জাহাঙ্গীর


২০. মিলিন্দপঞ্হ কে লেখেন? 


উত্তর: নাগসেন


২১. ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে? 


উত্তর: কুষাণরা


২২. বজ্রসূচী কে রচনা করেন? 


উত্তর: অশ্বঘোষ


২৩. মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: প্রথম কুমার গুপ্ত


২৪. ফা হিয়েন কত বছর ভারতে ছিলেন? 


উত্তর: ১৫ বছর


২৫. অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে? 


উত্তর: কালিদাস


২৬. কুমারসম্ভব কে লেখেন? 


উত্তর: কালিদাস


২৭. গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? 


উত্তর: গুপ্ত যুগে


২৮. ইলোরার কৈলাসনাথ মন্দির কোন বংশের সৃষ্টি? 


উত্তর: রাষ্ট্রকূট


২৯. তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন? 


উত্তর: রাজরাজ


৩০. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? 


উত্তর: অনন্ত বর্মন


৩১. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৩২. ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? 


উত্তর: রাষ্ট্রকূট


৩৩. অদ্বৈতবাদের প্রবক্তা কে? 


উত্তর: শংকরাচার্য


৩৪. কিরাতার্জুনীয়ম কে রচনা করেন? 


উত্তর: ভারবি


৩৫. সিংহবিষ্নুর সভাকবি কে ছিলেন? 


উত্তর: ভারবি


৩৬. প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন? 


উত্তর: অতীশ দীপঙ্কর


৩৭. শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল? 


উত্তর: আদিনাথ চন্দ্রগর্ভ


৩৮. আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার? 


উত্তর: বিষ্ণু


৩৯. জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি? 


উত্তর: শৈলেন্দ্র রাজাদের


৪০. রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: দন্তিদুর্গ


৪১. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: বহুলুল লোদী


৪২. মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৪৩. কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: দ্বিতীয় তৈলপ


৪৪. নিস্ক ও মনা কোন যুগের মুদ্রা? 


উত্তর: বৈদিক


৪৫. বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল? 


উত্তর: ঘোড়া


৪৬. অকালি আন্দোলন কোথায় হয়েছিল? 


উত্তর: পাঞ্জাব


৪৭. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন? 


উত্তর: সৈয়দ আহমেদ


৪৮. ‘বেঙ্গল হরকরা’ প্রকাশিত হয় কবে? 


উত্তর: ১৭৯৮ সালে


৪৯. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? 


উত্তর: শিশির কুমার ঘোষ


৫০. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? 


উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ


Also Read:


৫১. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? 


উত্তর: দেবপাল


৫২. সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: বিজয় সেন


৫৩. বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? 


উত্তর: বল্লাল সেন


৫৪. দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? 


উত্তর: বল্লাল সেন


৫৫. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 


উত্তর: বল্লাল সেন


৫৬. গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? 


উত্তর: জয়দেব


৫৭. ‘পবন দূত’ এর রচয়িতা কে? 


উত্তর: ধোয়ী


৫৮. চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? 


উত্তর: দ্বিতীয় পুলকেশী


৫৯. বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? 


উত্তর: দ্বিতীয় কীর্তিবর্মন


৬০. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: দন্তীদুর্গ


৬১. রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? 


উত্তর: তৃতীয় গোবিন্দ


৬২. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৬৩. পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? 


উত্তর: রাজা অপরাজিত পল্লব


৬৪. বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৬৫. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? 


উত্তর: কারিকল


৬৬. স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? 


উত্তর: আদিত্য (১ম)


৬৭. চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? 


উত্তর: বীর রাজেন্দ্র চোল দেব


৬৮. চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 


উত্তর: বিজয়ালয়


৬৯. ‘গঙ্গইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ করেন? 


উত্তর: প্রথম রাজেন্দ্র চোল


৭০. কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত? 


উত্তর: তাঞ্জোর


৭১. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? 


উত্তর: রাজরাজ চোল


৭২. বিলহন রচিত গ্রন্থের নাম কি? 


উত্তর: বিক্রমাংকদেব চরিত


৭৩. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? 


উত্তর: প্রথম নরসিংহ বর্মন


৭৪. কম্বোজের ‘বেয়ন’ মন্দিরটি কোন দেবতার মন্দির? 


উত্তর: শিবের মন্দির


৭৫. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? 


উত্তর: প্রথম কৃষ্ণ


৭৬. পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে? 


উত্তর: বরবুদুরের স্তুপকে


৭৭. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? 


উত্তর: আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির


৭৮. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত? 


উত্তর: ভোপাল


৭৯. চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? 


উত্তর: পাল যুগে


৮০. অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? 


উত্তর: বিক্রমশিলা বিহার এর


৮১. ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? 


উত্তর: তক্ষশীলা


৮২. প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল? 


উত্তর: চোল


৮৩. এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি? 


উত্তর: চালুক্য


৮৪. পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? 


উত্তর: অনন্ত বর্মন


৮৫. উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? 


উত্তর: কোনারকের সূর্য মন্দির কে


৮৬. অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? 


উত্তর: জাতক


৮৭. সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন? 


উত্তর: সতের বার


৮৮. অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? 


উত্তর: সুলতান মামুদ


৮৯. সোমনাথ মন্দির কে লুন্ঠন করেন? 


উত্তর: সুলতান মামুদ


৯০. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 


উত্তর: ১১৯২ সালে


৯১. তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? 


উত্তর: মোহাম্মদ ঘোরী


৯২. ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? 


উত্তর: আনন্দপাল


৯৩. ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? 


উত্তর: আরবরা


৯৪. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? 


উত্তর: কুতুবউদ্দিন আইবক


৯৫. মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? 


উত্তর: ইলতুৎমিস


৯৬. কোন সুলতান ‘চাহেলগান’ বা ‘চল্লিশ চক্র’ গঠন করেছিলেন? 


উত্তর: ইলতুৎমিস


৯৭. দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন? 


উত্তর: কুতুবউদ্দিন আইবক


৯৮. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোঙ্গল নেতা ভারত আক্রমণ করেন? 


উত্তর: চেঙ্গিস খাঁ


৯৯. মোহাম্মদ ঘোরীর প্রকৃত নাম কি ছিল? 


উত্তর: মুইজউদ্দিন


১০০. খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? 


উত্তর: জালালউদ্দিন খলজি


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.