Indian Geography MCQ in Bengali: ভারতের ভূগোল বই

Indian Geography MCQ in Bengali: ভারতের ভূগোল বই

Indian Geography MCQ in Bengali: ভারতের ভূগোল বই

Indian Geography MCQ in Bengali: ভারতের ভূগোল বই



 1. ভারতের কোন শিল্পকে ' সব শিল্পের মূল ' (Fundamental of all industries) বলা হয় ? 


(A) লৌহ - ইস্পাত শিল্প 


(B) কৃষিজ শিল্প 


(C) বনজ সম্পদভিত্তিক শিল্প 


(D) প্রাণীজ সম্পদভিত্তিক শিল্প


উত্তর: (A) লৌহ - ইস্পাত শিল্প 


2. ভারতের বৃহত্তম লৌহ - ইস্পাত কারখানা কোথায় ?


(A) জামসেদপুর 


(B) দুর্গাপুর 


(C) ভিলাই 


(D) রাউরকেল্লা 


উত্তর: (C) ভিলাই


3. কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ - ইস্পাত কারখানা অবস্থিত ?


(A) মহানদী 


(B) নর্মদা 


(C) ব্রাহ্মণী 


(D) সুবর্ণরেখা


উত্তর:  (C) ব্রাহ্মণী 


4. উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ - ইস্পাত কারখানা কোনটি ?


(A) ভিলাই 


(B) বােকারাে 


(C) বিশ্বেশ্বরাইয়া 


(D) জামসেদপুর 


উত্তর: (B) বােকারাে 


5. ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ - ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ?


(A) জামসেদপুর 


(B) ভদ্রাবতী 


(C) বিশাখাপত্তনম 


(D) বার্নপুর


উত্তর: (A) জামসেদপুর 


6. রাউরকেল্লা লৌহ - ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযােগিতায় স্থাপিত হয়েছে ?


(A) ইস্কো 


(B) টিস্কো 


(C) ইস্কন 


(D) ক্রুপস অ্যান্ড ডেমাগ


উত্তর:-  (D) ক্রুপস অ্যান্ড ডেমাগ


7. ভারতের প্রথম লৌহ - ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ? 


(A) টাটানগর 


(B) ভদ্রাবতী 


(C) কুলটি 


(D) বার্নপুর


উত্তর: (C) কুলটি 


8. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?


(A) বজবজ


(B) রিষড়া


(C) টিটাগড় 


(D) হাওড়া


উত্তর: (B) রিষড়া


9. ' ভারতের রূঢ় ' কাকে বলে ?


(A) ভিলাই 


(B) রাউরকেল্লা 


(C) সালেম 


(D) দুর্গাপুর


উত্তর:- (D) দুর্গাপুর


10. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি ?


(A) হুগলী (কলকাতা)


(B) ওসাকা (জাপান)


(C) ইয়াংসিকিয়াং অববাহিকা (চীন) 


(D) মিনেসােটা - ডাকোটা অঞ্চল (উঃ আমেরিকা) 


উত্তর: (A) হুগলী (কলকাতা)


11. ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে ? 


(A) মুম্বাই 


(B) আমেদাবাদ 


(C) সুরাট 


(D) ফোর্ট গ্নস্টার 


উত্তর: (D) ফোর্ট গ্নস্টার 


12. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে ?


(A) চেন্নাই 


(B) বিশাখাপত্তনম 


(C) মুম্বাই


(D) চণ্ডীগড়


উত্তরপ:- (B) বিশাখাপত্তনম 


13. ভারতের প্রথম বিমানশিল্প কারখানা কোথায় ? 


(A) কানপুর


(B) বিশাখাপত্তনম 


(C) ব্যাঙ্গালাের 


(D) কোচি


উত্তর:  (C) ব্যাঙ্গালাের 


14. Calico Textile - এর জন্য কোন শহর খ্যাত ছিল ?


(A) কলকাতা 


(B) কোজিকট


(C) কোচিন 


(D) সুরাট 


উত্তর: (B) কোজিকট


15. ন্যাশানাল মেটালার্জিকাল ল্যাবরেটরী ভারতে কোথায় ?


(A) দেরাদুন


(B) হায়দ্রাবাদ 


(C) দিল্লী 


(D) জামসেদপুর


উত্তর:  (D) জামসেদপুর


16. নীচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে ?


(A) সিন্ধ্রী


(B) রাঁচি


(C) আমেদাবাদ


(D) কোচি


উত্তর:  (A) সিন্ধ্রী


17. নীচের কোন স্টিল প্লান্ট স্টেনলেস স্টিল (Stainless steel) উৎপাদনের জন্য বিখ্যাত ? 


(A) সালেম 


(B) দুর্গাপুর 


(C) ভিলাই 


(D) রাউরকেল্লা


উত্তর: (A) সালেম 


18. ভারতের কোন শিল্পে সর্বাধিক লােক নিযুক্ত ?


(A) লােহা ও স্টিল 


(B) চা 


(C) বস্ত্র


(D) সিমেন্ট


উত্তর: (C) বস্ত্র


19. নীচের জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত ?


(A) রিহান্দ 


(B) হীরাকুদ 


(C) কংসাবতী 


(D) মাইথন


উত্তর: (A) রিহান্দ 


20. রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরী হয় ?


(A) চিত্তরঞ্জন 


(B) জামালপুর 


(C) পেরাম্বুর 


(D) বারাণসী


উত্তর: (C) পেরাম্বুর 


21. ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয় ?


(A) পাের্টব্লেয়ার 


(B) পুণা 


(C) পেমপ্রি 


(D) পাটনা 


উত্তর: (C) পেমপ্রি


22. কোঠাণ্ডদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় ?


(A) উত্তরাঞ্চল 


(B) অন্ধ্রপ্রদেশ 


(C) মধ্যপ্রদেশ 


(D) উত্তরপ্রদেশ


উত্তর:  (B) অন্ধ্রপ্রদেশ 


23. ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত ? 


(A) পাট 


(B) কাগজ 


(C) সিমেন্ট 


(D) সার 


উত্তর: (B) কাগজ 


24. হুগলী শিল্পাঞ্চলের কোথায় মােটরগাড়ি নির্মাণ কারখানা আছে ?


(A) বেলুড় 


(B) হিন্দমােটর 


(C) কল্যাণী 


(D) গার্ডেনরীচ


উত্তর:  (B) হিন্দমােটর 


25. কোন অঞ্চলকে ‘ ভারতের খনিজ ভাণ্ডার ' বলা হয় ? 


(A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 


(B) ডিগবয় - নাহারকাটিয়া অঞ্চলকে 


(C) পেঞ্চ - কানহা উপত্যকাকে 


(D) গুজরাটকে 


উত্তর: (A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 


26. করণপুরা কেন বিখ্যাত ? 


(A) তেল সংশােধনাগার 


(B) বিমান নির্মাণ কারখানা 


(C) কয়লা খনি 


(D) বস্ত্রশিল্প 


উত্তর: (C) কয়লা খনি


27. ছােটোনাগপুর মালভূমির বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারতবিখ্যাত ? 


(A) সেগুন কাঠ 


(B) রবার 


(D) লাক্ষা 


(C) সিল্ক


উত্তর: (D) লাক্ষা  


28. ছোটোনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় ?


(A) মোসাবনি


(B) যদুগােড়া 


(C) নােয়ামুণ্ডি 


(D) কোডার্মা 


উত্তর: (B) যদুগােড়া 


29. ছােটোনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কী ?


(A) সিন্ধ্রি


(B) লােহারড়াগা 


(C) চন্দ্রপুরা 


(D) তিলাইয়া


উত্তর: (A) সিন্ধ্রি


30. ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় ?


(A) বান্ধবগড় 


(B) সিমলিপাল 


(C) গীরি


(D) করবেট পার্ক 


উত্তর: (C) গীরি 


31. সবরমতী ও মাহী কোথায় পড়েছে ? 


(A) ভারত মহাসাগরে 


(B) খাম্বাত উপসাগরে 


(C) পক প্রণালীতে 


(D) বঙ্গোপসাগরে 


উত্তর: (B) খাম্বাত উপসাগরে


32. গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কী ? 


(A) গােরক্ষনাথ 


(B) গুরুশিখর 


(C) ধূপগড় 


(D) মণিপুর


উত্তর: (A) গােরক্ষনাথ


33. ভারতে পিগম্যালিয়ন পয়েন্ট কোথায় ? 


(A) কারাকোরাম পর্বত 


(B) চায়না পীক 


(C) কেরল 


(D) নিকোবর দ্বীপ 


উত্তর: (D) নিকোবর দ্বীপ 


34. আন্দামান - নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?


(A) ইন্দিরা পয়েন্ট 


(B) নরকোণ্ডাম 


(C) ব্যারেন 


(D) স্যাডেল পিক 


উত্তর: (D) স্যাডেল পিক 


35. দাক্ষিণাত্য লাভা অঞ্চল কী জাতীয় শিলা দিয়ে গঠিত ?


(A) গ্রানাইট 


(B) স্যাণ্ডস্টোন 


(C) ব্যাসল্ট 


(D) ডলেরাইট


উত্তর: (C) ব্যাসল্ট 


36. ‘ ওঙ্গী ’ উপজাতি গােষ্ঠী ভারতে কোথায় দেখা যায় ?


(A) আন্দামান - নিকোবর দ্বীপ 


(B) মধ্যপ্রদেশ 


(C) নাগাল্যাণ্ড 


(D) লাক্ষাদ্বীপ


উত্তর: (A) আন্দামান - নিকোবর দ্বীপ 


37. চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ? 


(A) মহারাষ্ট্র 


(B) পশ্চিমবঙ্গ 


(C) পাঞ্জাব 


(D) গুজরাট 


উত্তর: (D) গুজরাট 


38. কত সাল পর্যন্ত কোলকাতা সারা ভারতের রাজধানী ছিল ?


(A) 1905 সাল


(B) 1911 সাল


(C) 1942 সাল


(D) 1947 সাল


উত্তর: (B) 1911 সাল


39. কাকে কোলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে ?


(A) জোব চার্নক 


(B) সাবর্ণ চৌধুরী 


(C) সিরাজদৌল্লা 


(D) রবার্ট ক্লাইভ


উত্তর: (A) জোব চার্নক 


40. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ? 


(A) কোপাই 


(B) তিস্তা 


(C) রূপনারায়ণ 


(D)  জলঙ্গী 


উত্তর: (D)  জলঙ্গী 


41. ভারতের বৃহত্তম সুইশ গেট কোন নদীতে অবস্থিত ? 


(A) গঙ্গা 


(B) দামােদর 


(C) তিস্তা


(D) ব্রহ্মপুত্র


উত্তর: (B) দামােদর 


42. জওহরলাল নেহেরু ভারতের কোন শহরকে ‘ মিনিয়েচার ইন্ডিয়া ’ বলেছিলেন ?


(A) মুম্বাই 


(B) কলকাতা 


(C) খড়গপুর


(D) দিল্লী


উত্তর: (C) খড়গপুর


43. নীচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য কোনটি নবীনতম নয় ?


(A) ঝাড়খণ্ড 


(B) উত্তরাঞ্চল 


(C) ছত্তিশগড় 


(D) গােয়া 


উত্তর: (D) গােয়া 


44. নীচের রাজ্যগুলাের মধ্যে কোনটিকে ‘ মশলার বাগান ’ বলা হয় ?


(A) কেরল 


(B) তামিলনাড়ু 


(C) পাঞ্জাব


(D) মহারাষ্ট্র


উত্তর: (A) কেরল 


45. ভারতের জাতীয় সড়ক নং 2 (National Highway No. 2) কোন দুটি শহরকে যুক্ত করেছে ? 


(A) কলকাতা ও অমৃতসর 


(B) দিল্লী ও মুম্বাই 


(C) চেন্নাই ও নিউ দিল্লী 


(D) শ্রীনগর ও ত্রিবান্দ্রম 


উত্তর: (A) কলকাতা ও অমৃতসর 


46. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত ?


(A) র্যাডক্লিফ রেখা


(B) ম্যাকমােহন রেখা 


(C) 38th parallel


(D) ডুরান্ড রেখা 


উত্তর: (C) 38th parallel


46. কালাহারি মরুভূমি কোথায় ?


(A) জিম্বাবােয়ে 


(B) বৎসােয়ানা 


(C) ব্রাজিল 


(D) মধ্য এশিয়া 


উত্তর: (B) বৎসােয়ানা 


47. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 


(A) ওড়িশা 


(B) মহারাষ্ট্র 


(C) মেঘালয় 


(D) ত্রিপুরা 


উত্তর: (A) ওড়িশা 


48. ভারতের কোন রাজ্যের পুরােনাে নাম NEFA ?


(A) অসম 


(B) অরুণাচল প্রদেশ


(C) মণিপুর 


(D) উত্তরাঞ্চল


উত্তর: (B) অরুণাচল প্রদেশ


49. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত ? 


(A) মহারাষ্ট্র 


(B) ওড়িশা 


(C) মধ্যপ্রদেশ 


(D) গুজরাট


উত্তর: (A) মহারাষ্ট্র 


50. নীচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত ? 


(A) জলদাপাড়া 


(B) পেরিয়ার 


(C) কানহা 


(D) কাজিরাঙা


উত্তর:  (B) পেরিয়ার


51. অসমে নীচে কোনটি সবচেয়ে বেশী উৎপন্ন হয় ?


(A) গম 


(B) ধান 


(C) চা


(D) পাট


উত্তর:  (C) চা


52. কোন রাজ্যে সবচেয়ে বেশী গম উৎপাদন হয় ?


(A) বিহার 


(B) উত্তরপ্রদেশ 


(C) পাঞ্জাব 


(D) মধ্যপ্রদেশ


উত্তর:  (B) উত্তরপ্রদেশ 


53. ভারতের কোন রাজ্য জাফরান উৎপন্ন করে ?


(A) হিমাচল প্রদেশ 


(B) রাজস্থান 


(C) সিকিম 


(D) জম্মু ও কাশ্মীর


উত্তর:  (D) জম্মু ও কাশ্মীর


54. সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় ?


(A) ওড়িশা 


(B) মধ্যপ্রদেশ 


(C) বিহার 


(D) ঝাড়খণ্ড 


উত্তর: (A) ওড়িশা


55. ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়  ?


(A) যােধপুর


(B) শ্রীনগর


(C) বিকানীর 


(D) লে


উত্তর: (A) যােধপুর


56. ' ক্ষেত্রী ' কীসের জন্য বিখ্যাত ? 


(A) কয়লা


(B) তামা 


(C) গম 


(D) সােনা


উত্তর: (B) তামা 


57. কাজিরাঙ্গা ন্যাশানাল পার্ক কীসের জন্য বিখ্যাত ?


(A) বাঘ 


(B) কুমীর 


(C) গণ্ডার 


(D) পাখি 


উত্তর: (C) গণ্ডার


58. গঙ্গানদী বাংলাদেশে প্রবেশ করে কী নাম নিয়েছে ?


(A) যমুনা 


(B) পদ্মা 


(C) মেঘনা 


(D) জলঙ্গী 


উত্তর: (B) পদ্মা 


59. ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ? 


(A) কয়লা 


(B) লােহা 


(C) তামা 


(D) অভ্র


উত্তর: (D) অভ্র


 60. কোন অঞ্চলকে ' ভারতের চিনির বাটি ' — এই আখ্যা দেওয়া হয়েছে ?


(A) উত্তরপ্রদেশ 


(B) মহারাষ্ট্র 


(C) মধ্যপ্রদেশ 


(D) পাঞ্জাব 


উত্তর: (A) উত্তরপ্রদেশ 


61. কোন রাজ্যে সবচেয়ে বেশী অংশ জুড়ে অরণ্য রয়েছে ?


(A) মধ্যপ্রদেশ


(B) অসম 


(C) ওড়িশা 


(D) উত্তরপ্রদেশ 


উত্তর: (A) মধ্যপ্রদেশ


62. চারমিনার কোথায় অবস্থিত ?


(A) নাগপুর


(B) আজমীর 


(C) পুনে 


(D) হায়দ্রাবাদ


উত্তর: (D) হায়দ্রাবাদ 


63. ‘ কন্যাকুমারী ’ কোন রাজ্যে অবস্থিত ? 


(A) তামিলনাড়ু 


(B) কেরল 


(C) আন্দামান 


(D) অন্ধ্রপ্রদেশ 


উত্তর: (A) তামিলনাড়ু 


64. ‘ উডাকামণ্ডলম ’ কোন স্থানের নতুন নাম ?


(A) উটি


(B) ত্রিবান্দ্রম 


(C) কোডাইকানাল 


(D) তুতিকোরিন


উত্তর: (A) উটি


65. নীচের কোন জোড়াটি সঠিক নয় ?


(A) শিলং - অসম 


(B) কোডাইকানাল - তামিলনাড়ু 


(C) পাঁচমারি - মধ্যপ্রদেশ


(D) মাউন্ট আবু - রাজস্থান 


উত্তর: (A) শিলং - অসম 


66. নীচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি ?


(A) কৃষ্ণা


(B) তাপ্তী 


(C) গােদাবরী 


(D) কাবেরী


উত্তর: (B) তাপ্তী 


67. ত্রিবেণী (গঙ্গা , যমুনা ও সরস্বতী মিলিত প্রবাহ) কোথায় ?


(A) বারাণসী 


(B) অযােধ্যা 


(C) এলাহাবাদ 


(D) হরিদ্বার 


উত্তর: (C) এলাহাবাদ 


68. নীচের কোন নদীটি গঙ্গানদীর শাখানদী নয় ?


(A) গােমতী 


(B) বিপাশা 


(C) ঘর্ঘর


(D) গণ্ডক 


উত্তর: (B) বিপাশা 


69. ভারতের কোথায় সবচেয়ে বেশী কাজুবাদাম উৎপন্ন হয় ?


(A) কেরল 


(B) গুজরাট 


(C) কর্ণাটক 


(D) জম্মু ও কাশ্মীর


উত্তর: (C) কর্ণাটক 


70. ‘ চুখা উপত্যকা প্রকল্প ' — কোন দেশে করা হয়েছে ? 


(A) শ্রীলঙ্কা 


(B) বাংলাদেশ 


(C) ভুটান 


(D) নেপাল 


উত্তর: (C) ভুটান


71. শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হয় ? 


(A) হিমাচল প্রদেশ 


(B) মেঘালয় 


(C) তামিলনাড়ু 


(D) কেরল 


উত্তর: (C) তামিলনাড়ু 


72. কোন দেশে চা চাষের উপযুক্ত জমি সবচেয়ে বেশী রয়েছে ? 


(A) শ্রীলঙ্কা 


(B) চীন


(C) ব্রাজিল 


(D) ভারত


উত্তর: (D) ভারত


73. বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে ?


(A) ওজোনস্তর


(B) মেসােস্ফিয়ার


(C) আয়নােস্ফিয়ার 


(D) এক্সোস্ফিয়ার


উত্তর: (A) ওজোনস্তর


74. ' ইগলু ' কী ? 


(A) আলাস্কার জেলেদের নৌকা


(B) এস্কিমােদের তৈরী বরফের ছােট ছােট ঘর


(C) উষ্ণ স্রোতের মাছ 


(D) কালাহারির উপজাতিদের ব্যবহার্য অস্ত্র


উত্তর: (B) এস্কিমােদের তৈরী বরফের ছােট ছােট ঘর


75. কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় নেয় ?


(A) বৃহস্পতি 


(B) মঙ্গল 


(C) বুধ 


(D) শনি


উত্তর: (A) বৃহস্পতি


76. মালাক্কা প্রণালী কোথায় আছে ?


(A) মালয়েশিয়া ও বাের্নিওর মধ্যে


(B) জাভা ও বাের্নিওর মধ্যে


(C) ভারত ও শ্রীলঙ্কার মধ্যে


(D) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে


উত্তর:  (B) জাভা ও বাের্নিওর মধ্যে


77. দাক্ষিণাত্যের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে কোনটি দ্বিতীয় দীর্ঘতম ?


(A) মহানদী


(B) গােদাবরী 


(C) কৃষ্ণা 


(D) কাবেরী 


উত্তর: (C) কৃষ্ণা 


78. সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি ?


(A) বিটুমিনাস কয়লা 


(B) লিগনাইট 


(C) কোকিং কোল 


(D) অ্যানথ্রাসাইট


উত্তর: (D) অ্যানথ্রাসাইট


79. ভারতের কোন রাজ্যে ডােগরি ভাষা বলা হয় ? 


(A) জম্মু ও কাশ্মীর


(B) বিহার 


(C) রাজস্থান


(D) হিমাচল


উত্তর:  (A) জম্মু ও কাশ্মীর


80. সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত ?


(A) দুর্গাপুর


(B) বার্নপুর


(C) জামসেদপুর 


(D) রাউরকেল্লা


উত্তর:  (C) জামসেদপুর 


81. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত ? 


(A) 2688 কিমি 


(B) 2242 কিমি 


(C) 2112 কিমি 


(D) 1842 কিমি


উত্তর: (A) 2688 কিমি 


82. নীচের কোনটি গঙ্গানদীর দৈর্ঘ্য ?


(A) 2718 কিমি 


(B) 2640 কিমি 


(C) 2215 কিমি 


(D) 3022 কিমি 


উত্তর: (B) 2640 কিমি 


83. শ্বেত ভল্লুক নীচের কোন দেশে পাওয়া যায় ?


(A) পােল্যাণ্ডে


(B) উত্তরমেরু প্রদেশে 


(C) থাইল্যাণ্ডে 


(D) জাম্বিয়ায়


উত্তর: (B) উত্তরমেরু প্রদেশে


84. 2000 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল তার নাম কী ?


(A) ঝাড়খণ্ড


(B) অরুণাচল 


(C) ছত্তিশগড় 


(D) উত্তরাঞ্চল 


উত্তর: (C) ছত্তিশগড় 


85. 2000 খ্রিস্টাব্দের ৪ নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয়েছে সেটির নাম কী ?


(A) ঝাড়খণ্ড 


(B) উত্তরাঞ্চল 


(C) অরুণাচল


(D) মেঘালয় 


উত্তর: (B) উত্তরাঞ্চল 


86. ভারতের 2000 খ্রিস্টাব্দের 15 নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠন করা হয় । রাজ্যটির নাম কী ?


(A) গােয়া 


(B) অরুণাচল


(C) মেঘালয়


(D) ঝাড়খণ্ড


উত্তর: (D) ঝাড়খণ্ড


87. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ?


(A) হীরাকুদ বাঁধ 


(B) ভাকরা বাঁধ 


(C) দামােদর বাঁধ


(D) কানাডা বাঁধ


উত্তর: (B) ভাকরা বাঁধ


88. ভারতের কানাডা বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?


(A) শতদ্র নদী


(B) কাবেরী নদী


(C) দামােদর


(D) ময়ূরাক্ষী 


উত্তর: (D) ময়ূরাক্ষী 


89. ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?


(A) শতদ্রু নদী 


(B) কাবেরী নদী 


(C) বিপাশা নদী 


(D) গঙ্গানদী


উত্তর:  (A) শতদ্রু নদী 


90. পৃথিবীর সবচেয়ে ছােট মহাদেশের নাম কী ?


(A) ইউরােপ 


(B) দক্ষিণ আমেরিকা 


(C) অস্ট্রেলিয়া 


(D) এশিয়া 


উত্তর: (C) অস্ট্রেলিয়া 


91. ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম দেরাদুন ?


(A) উত্তরাঞ্চল 


(B) বনাঞ্চল 


(C) হরিয়ানা 


(D) ছত্তিশগড়


উত্তর: (A) উত্তরাঞ্চল 


92. ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইটানগর ?


(A) অসম 


(B) ত্রিপুরা 


(C) অরুণাচল প্রদেশ 


(D) গুজরাট


উত্তর: (C) অরুণাচল প্রদেশ 


93. পৃথিবীর সবচেয়ে ছােট মহাদেশ হল অস্ট্রেলিয়া । পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?


(A) শ্রীলঙ্কা 


(B) গ্রীনল্যান্ড


(C) নিউফাইণ্ডল্যাণ্ড 


(D) বাের্নিও 


উত্তর: (B) গ্রীনল্যান্ড


94. গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত ?


(A) সবরমতী নদীর ওপর 


(B) কৃষ্ণা নদীর ওপর


(C) গােদাবরী নদীর ওপর 


(D) চম্বল নদীর ওপর


উত্তর: (D) চম্বল নদীর ওপর


95. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?


(A) শােন 


(B) লুনী 


(C) শতদ্রু 


(D) বিপাশা 


উত্তর: (C) শতদ্রু


96. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?


(A) কৃষ্ণা


(B) গঙ্গা 


(C) শতদ্রু


(D) বিপাশা


উত্তর: (C) শতদ্রু 


97. ভারতের কোন শহরের আরেক নাম ‘ সবুজ নগর ’ ? 


(A) দিল্লী


(B) দেরাদুন 


(C) চেন্নাই 


(D) ভূপাল


উত্তর: (C) চেন্নাই 


98. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?


(A) নর্মদা


(B) তাপ্তি 


(C) সবরমতী 


(D) শিপ্রা 


উত্তর: (C) সবরমতী


99. পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত ?


(A) রাজস্থান


(B) ওড়িশা 


(C) আন্দামান 


(D) মহারাষ্ট্র


উত্তর: (B) ওড়িশা 


100. ‘ যােগ ’ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 


(A) কর্ণাটক 


(B) তামিলনাড়ু 


(C) মণিপুর 


(D) ঝাড়খণ্ড


উত্তর:  (A) কর্ণাটক


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.