গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর

গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর

গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর


গজনীর সুলতান মামুদ প্রশ্নোত্তর


1)আফগানিস্থানে গজনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?


Ans: আলপ্তগিন।(962 খ্রীঃ)


2) আলপ্তগীনের মৃত্যুর পর কে গজনীর সিংহাসনে বসেন?


Ans: সবুক্তগীন।


3) প্রথম ভারত আক্রমণ কারী তুর্কি সুলতানের নাম কি?


Ans: সবুক্তগীন।


4) সবুক্তগীনের ভারত আক্রমণের সময় পাঞ্জাবের রাজা কে ছিলেন?


Ans: শাহী বংশীয় রাজা জয়পাল।


5) সবুক্তগীনের মৃত্যুর পর কে গজনীর সিংহাসনে বসেন?


Ans: সুলতান মামুদ।


6) সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?


Ans: 17 বার


7)সুলতান মামুদ সর্বপ্রথম কবে ভারত আক্রমণ করেন?


Ans: 1001 খ্রীঃ।


8) সুলতান মামুদের নেতৃত্বে সর্বশেষ ভারত আক্রমণ কবে হয়েছিল?


Ans: 1027 খ্রীঃ।


9) সুলতান মামুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল?


Ans: ভারতের হিন্দু মঠ ও মন্দির গুলি থেকে ধনরত্ন লুণ্ঠন করা।


10) কোন ঐতিহাসিক সুলতান মামুদ "লুণ্ঠনকারী দস্যু বলে অভিহিত করেছেন?


Ans: ভিন সেন্ট স্মিথ।


11) সুলতান মামুদ কবে গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন করেন?


Ans: 1025খ্রীঃ।


12)"বাৎসিকান" কাকে বলা হয়?


Ans: সুলতান মাহমুদ কে।


13)"বাৎসিকান" শব্দের অর্থ কী?


Ans: মূর্তি ধ্বংসকারী।


14) সুলতান মাহমুদের রাজসভার দুজন ঐতিহাসিকের নাম লেখ?


Ans: ফিরদৌসি ও উৎবি।


15) "শাহনামা" গ্রন্থটি কার লেখা?


Ans: ফিরদৌসি।


16) আলবেরুনী কার সঙ্গে ভারতে এসেছিলেন?


Ans: সুলতান মাহমুদের সঙ্গে ভারত আক্রমণের সময়।


17) অলবেরুনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?


Ans: খোয়ারিজাম রাজ্যে।


18) আল বেরুনীর প্রকৃত নাম কি?


Ans: আবু রিহান।


19) ভারত ভ্রমণ সংক্রান্ত অলবেরুনির লেখা বই এর নাম কি?


Ans: তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ। )আরবী ভাষায় লেখা)


20)সুলতান মামুদের কবে কোথায় মৃত্যু হয়?


Ans: 1030 খ্রীঃ গজনীতে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.