সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর || General Knowledge Questions and Answers

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর || General Knowledge Questions and Answers

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর || General Knowledge Questions and Answers


সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর || General Knowledge Questions and Answers


1)হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোয় বিখ্যাত?


Ans: বাঁশি।


2) গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?


Ans: উত্তরাখণ্ড।


3)হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?


Ans: দিল্লিতে।


4) সবুজ বিপ্লবের জনক নরম্যান আর্নেট বোরলগ কত সালে নোবেল পুরস্কার পান?


Ans: 1970 খ্রীঃ।


5)মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ধরে হয়েছিল?


Ans: 18 দিন।


6)কালিন্দি নদীর অপর নাম কী?


Ans: যমুনা।


7)নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?


Ans: বিদ্যাদেবী ভান্ডারি ।


8)ভারতের সংবিধানের কত নম্বর ধারায় Uniform Civil Code এর কথা বলা হয়েছে?


Ans: 44 নম্বর ।


9)আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?Ans: Ans: জর্জ ওয়াশিংটন ।


10)X-ray কে আবিষ্কার করেন?


Ans: রন্টজেন।


11)ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি?


Ans: রাকেশ শর্মা।


12)দুটি বায়োমের (বাস্তুতন্ত্রের) মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে কী বলে?


Ans: ইকোটন।


13)ইংরেজরা কাকে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিল?


Ans: মহাত্মা গান্ধী।


14)আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে?


Ans: সিকান্দার লোদি


15)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?


Ans: অ্যানি বেসান্ত।


16)ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?


Ans: সরোজিনী নাইডু।


17)অজন্তা গুহা কোথায় অবস্থিত?


Ans: মহারাষ্ট্রে।


18)পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?


Ans: ফর্মিক অ্যাসিড।


19)ভারতে বন সংরক্ষণ আইন কবে পাশ হয়?


Ans: 1980 খ্রীঃ।


20)ISRO এর সম্পূর্ণ রূপ লেখ ।


Ans: Indian Space Research Organisation.


21)মহাবোধি বৃক্ষ কোথায় অবস্থিত?


Ans: বুদ্ধ গয়া।


22)লালকেল্লা কে নির্মাণ করেন?


Ans: শাহজাহান ।


23)কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?


Ans: তামিলনাড়ু।


24)DVD এর সম্পূর্ণ রূপ লেখ?


Ans: Digital Versatile Disc.


25)ভারতের লৌহ মানব কাকে বলা হয়?


Ans: সর্দার বল্লভভাই প্যাটেল।


26)দাক্ষিণাত্য নীতির কারণে কোন মোগল সম্রাট পরিচিত?


Ans: ঔরঙ্গজেব।


27)স্বামী দয়ানন্দ সরস্বতী কার শিষ্য ছিলেন?


Ans: স্বামী বিরজানন্দ।


28)ডেসডিমোনা চরিত্রটি কোন নাটকের?


Ans: ওথেলো।


29)ভারতের বৃহত্তম হোসিয়ারি উৎপাদন কেন্দ্র হিসাবে কোন শহর পরিচিত?


Ans: লুধিয়ানা।


30)ভারতীয় সংবিধানে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের আদর্শে গৃহীত হয়েছে?


Ans: আয়ারল্যান্ড।


31) নাখোদা মসজিদ কোন শহরে অবস্থিত?


Ans: কলকাতা।


32)প্রথম বাঙালি মহিলা হিসেবে কে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?


Ans: আরতি সাহা।


33) ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?


Ans: 1950 খ্রীঃ।


34)বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?


Ans: হকি।


35)হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোথায় অবস্থিত?


Ans: ব্যাঙ্গালোর।


36) প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়?


Ans: 9ই জানুয়ারি।


37)বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা কাকে বলা হয়?


Ans: কাল মার্কস।


38) জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা কাকে বলা হয়?


Ans: জহরলাল নেহেরু।


39) বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়?


Ans: 3রা ডিসেম্বর।


40)অশোকের সমসাময়িক শ্রীলংকার রাজা কে ছিলেন?


Ans: তিষ্য।


41)পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?


Ans: শ্রীলংকার শ্রীমাভো বন্দরনায়েক।


42)ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোন রাষ্ট্র সর্বপ্রথম প্যালেস্টাইনকে সরকারিভাবে স্বীকৃতি দেয়?


Ans: সুইডেন।


43) পৃথিবীর নবীনতম রাষ্ট্রের নাম কী?


Ans: দক্ষিণ সুদান।


44)দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি?


Ans: জুবা।


45)কত সালে ভারতে সর্বপ্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল?


Ans: 1922 খ্রীঃ।


46)কবে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়?


Ans: 1971 খ্রীঃ, 16ই ডিসেম্বর।


47)ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে অর্থ কমিশন গঠন করা হয়?


Ans: 280 নম্বর।


48) আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?


Ans: 8ই মার্চ।


49) ডিনামাইট কে আবিষ্কার করেন?


Ans: আলফ্রেড নোবেল।


50)আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী ছিলেন?


উঃ সুইডেন।


51)সুইডেনের রাজধানীর নাম কি?


Ans: স্টকহোম।


52)জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?


Ans: 1961 খ্রীঃ, সার্বিয়ার বেলগ্রেড শহরে।


53)“Letters For a Nation” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: জহরলাল নেহেরু।


54)“The Story of My Life” কোন ভারতীয় রাজনীতিবিদের আত্মজীবনী?


Ans: মোরারজি দেশাই।


55)সম্মিলিত জাতিপুঞ্জ কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?


Ans: 1945 খ্রীঃ 24শে অক্টোবর, আমেরিকা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে।


56)ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা একাডেমি (Internal Security Academy of India) কোথায় অবস্থিত?


Ans: রাজস্থানের মাউন্ট আবু তে।


57)ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?


 Ans: কর্নাটকের ব্যাঙ্গালোরে,1987 খ্রীঃ।


58) ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়ের নাম কি?


Ans: ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি।


59)পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1954 খ্রীঃ 28শে এপ্রিল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর মধ্যে।


60)বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) কবে গঠিত হয়?


Ans: 1965 খ্রীঃ 1লা ডিসেম্বর।


61)1)চারমিনার কোথায় অবস্থিত?


Ans: হায়দ্রাবাদ।


62)"ওপেন" (Open) কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম?


Ans: আন্দ্রে আগাসি।


64)ধাপ নৃত্য (Dhap Dance) কোন রাজ্যের লোক নৃত্য?


Ans: উড়িষ্যা।


65)নাপথা ঝাকড়ি জলাধার কোন নদীর উপর অবস্থিত?


Ans: শতদ্রু।


66)ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত?


Ans: উত্তর প্রদেশ।


67)ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?


Ans: আকবর।


68)রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?


Ans: হায়দ্রাবাদ।


69)মইনুল হক স্টেডিয়াম কোথায় অবস্থিত?


Ans: বিহারের পাটনা।


70)"The Ministry of Utmost Happiness’ গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অরুন্ধতী রায়।


71) রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি?


Ans: বীরভূমি।


72)"চায়না ম্যান" পরিভাষাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?


Ans: ক্রিকেট।


73)"অক্টোপাস" কোন রাজ্যের সন্ত্রাসবিরোধী সংস্থা?


Ans: অন্ধ্রপ্রদেশ।


74) চিলির মুদ্রার নাম কি?


Ans: পেসো।


75) বাংলাদেশের পার্লামেন্টের নাম কি?


Ans: জাতীয় সংসদ।


78) সিকিমের শেষ রাজার নাম কি?


Ans: প্যালডেন থন্ডুপ নামগিয়াল।


79) সার্কের (SAARC) জনক কাকে বলা হয়?


Ans: জিয়াউর রহমান।


80)এম.এস. শুভলক্ষ্মী কোন বিষয়ের জন্য বিখ্যাত?


Ans: কণ্ঠসঙ্গীত।


81)গরবা নৃত্য ভারতবর্ষের কোন রাজ্যের বিশিষ্ট নৃত্য?


Ans: গুজরাট।


82)"স্লামডগ মিলিওনেয়ার" চলচ্চিত্রের পরিচালক কে?


Ans: ড্যানি বয়েল।


83)গোমো স্টেশনের বর্তমান নাম কি?


Ans: নেতাজি সুভাষচন্দ্র বসু জংশন।


84) চেরাপুঞ্জির বর্তমান নাম কি?


Ans: সোহরা।


85)গঙ্গুবাই হাঙ্গাল কোন ঘরানার শিল্পী ছিলেন?


Ans: কিরানা ঘরানা।


86) ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?


Ans: রাজেন্দ্র প্রসাদ।


87)আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?


Ans: হোয়াইট হাউস।


88) ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?


Ans: রাষ্ট্রপতি ভবন।


89) গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?


Ans: সংবাদমাধ্যম।


90)“রয়টার্স" কোন দেশের সংবাদ সংস্থা?


Ans: ব্রিটেন।


91) লিখিত সংবিধানের ধারণার জন্ম হয় কোন দেশে?


Ans: ব্রিটেন।


92)ভারতের মন্ত্রিসভার সদস্যরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে?


Ans: লোকসভা।


93) ইসরাইলের পার্লামেন্টের নাম কি?


Ans: নেসেট।


94)ভারতের কোন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালে একবারও সংসদের মুখোমুখি হননি?


Ans: চৌধুরী চরণ সিং।


95) পূর্ব তিমোরের রাজধানীর নাম কি?


Ans: ডিলি।


96)ভারতে জাতীয় পঞ্চায়েত দিবস কবে পালন করা হয়?


Ans: 24 শে এপ্রিল।


97) বাগডোগরা বিমানবন্দর কোথায় অবস্থিত?


Ans: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়।


98) ভারতের সেন্ট্রাল ভিজিলান্স কমিশন কবে গঠিত হয়?


Ans: 1964 খ্রীঃ।


99)ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি (চেয়ারম্যান) কে ছিলেন?


Ans: জহরলাল নেহেরু।


100)ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম সহ সভাপতি (ভাইস চেয়ারম্যান) কে ছিলেন?


Ans: গুলজারিলাল নন্দ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.