2011 সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য
2011 সালের আদমশুমারি সংক্রান্ত তথ্য
1)ভারতের মোট জনসংখ্যা: 121 কোটি 1 লক্ষ 93 হাজার 422 জন।
2) ভারতের জনঘনত্ব: 382 জন/বর্গকিমি।
3)ভারতের বৃহত্তম রাজ্য( আয়তনের বিচারে): রাজস্থান।
4)ভারতের ক্ষুদ্রতম রাজ্য )আয়তনের বিচারে): গোয়া।
5)সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য: বিহার(1102 জন/বর্গকিমি।
6)সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য: অরুণাচল প্রদেশ 17 জন/ বর্গকিমি)
7)দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্য: পশ্চিমবঙ্গ 1029 জন/বর্গকিমি।
8)সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য: উত্তর প্রদেশ( 19 কোটি 95 লাখ 81 হাজার 477 জন)।
9)সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য: সিকিম (60 লক্ষ 7 হাজার 688 জন)
10)ভারতের লিঙ্গানুপাত/নারী-পুরুষের অনুপাত: 1000:940।
11)সর্বাধিক লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য: কেরালা(1000:1084)
12)সর্বনিম্ন লিঙ্গানুপাত বিশিষ্ট রাজ্য: হরিয়ানা(1000:877)।
13)পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত: 1000:950।
14) ভারতের সাক্ষরতার হার: 74.04%
15)ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য: কেরালা(93.91%)
16)ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্য: বিহার(61.80%)।
17)পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার: 76.30%
18) ভারতে পুরুষ সাক্ষরতার হার: 82.14%
19) ভারতে নারী সাক্ষরতার হার: 65.46%
20) ভারতে জনসংখ্যা বৃদ্ধির গড় হার: 17.84%।
21)কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক: মেঘালয়(27.8%)
22)কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন: নাগাল্যান্ড(ঋণাত্মক বৃদ্ধি)।
Please do not share any spam link in the comment box