উচ্চ মাধ্যমিক ভূগোল অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রশ্নোত্তর | HS Geography Economic Activities Question Answer

উচ্চ মাধ্যমিক ভূগোল "অর্থনৈতিক ক্রিয়াকলাপ" প্রশ্নোত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় HS Geography "Economic Activities" Question Answer PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক ভূগোল "অর্থনৈতিক ক্রিয়াকলাপ" প্রশ্নোত্তর PDF.

নিচে HS Geography "Economic Activities" Question Answer PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। উচ্চ মাধ্যমিক ভূগোল "অর্থনৈতিক ক্রিয়াকলাপ" প্রশ্নোত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

উচ্চ মাধ্যমিক ভূগোল "অর্থনৈতিক ক্রিয়াকলাপ" প্রশ্নোত্তর | HS Geography "Economic Activities" Question Answer

উচ্চ মাধ্যমিক ভূগোল "অর্থনৈতিক ক্রিয়াকলাপ" প্রশ্নোত্তর | HS Geography "Economic Activities" Question Answer


১)শিল্প কাকে বলে?


Ans: যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ শ্রম, বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে বিভিন্ন প্রাকৃতিক উপাদানকে কোন প্রতিষ্ঠানে পরিবহনের মাধ্যমে সংগ্রহ করে, মূলধন বিনিয়োগ করে এবং উন্নত শ্রমিক ও কলাকৌশল দ্বারা যন্ত্রের সাহায্যে অধিকতর ব্যবহারের উপযোগী দ্রব্যে পরিণত করে বাজারে মুনাফা লাভের উদ্দেশ্যে প্রেরণ করে, তাকে শিল্প বলে।


২)শিল্পপ্রতিষ্ঠান বা কারখানা কাকে বলে?


Ans: যে স্থানে প্রাথমিক ক্রিয়াকলাপে উৎপন্ন দ্রব্য সমূহকে উন্নততর ভোগ্য সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়, তাকে শিল্পকেন্দ্র বা শিল্পপ্রতিষ্ঠান বা কারখানা বলে।


৩)শ্রমশিল্প বা যন্ত্রশিল্প বলতে কী বোঝো?


Ans: বাণিজ্যের প্রয়োজনে বৃহৎ কলকারখানায় বিপুল সংখ্যক শ্রমিকের কায়িকশ্রম ও নানান যন্ত্রপাতির দ্বারা শিল্পজাত দ্রব্য উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে শ্রমশিল্প বা যন্ত্রশিল্প বলে।


৪)শিল্প কোন শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত?


Ans: দ্বিতীয় শ্রেণীর বা মাধ্যমিক শ্রেণির।


৫)শিল্প সংস্থার আয়তনের ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: তিন ভাগে, যথা-বৃহদায়তন শিল্প বা ভারী শিল্প, ক্ষুদ্রায়তন শিল্প বা হালকা শিল্প এবং কুটির শিল্প।


৬)কয়েকটি বৃহদায়তন শিল্প বা ভারী শিল্পের নাম লেখ।


Ans: লৌহ ইস্পাত শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, পাট শিল্প, কার্পাস বয়ন শিল্প, কাগজ শিল্প ইত্যাদি।


৭)কয়েকটি ক্ষুদ্রায়তন শিল্প বা হালকা শিল্পের নাম লেখ।


Ans: যন্ত্রাংশ নির্মাণ শিল্প, বৈদ্যুতিন শিল্প ইত্যাদি।


৮)কয়েকটি কুটির শিল্পের নাম লেখ।


Ans: তাঁত বস্ত্র বয়ন শিল্প, মৃৎশিল্প, জরি শিল্প ইত্যাদি।


৯)উৎপাদিত পণ্যের ব্যবহার অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: তিন ভাগে, যথা-ভোগ্য পণ্য উৎপাদন শিল্প, নির্মাণমুখী শিল্প এবং মূলধনী দ্রব্য উৎপাদন শিল্প।


১০)কয়েকটি ভোগ্যপণ্য নির্মাণ শিল্পের নাম লেখ।


Ans: চা শিল্প, চিনি শিল্প, ময়দা শিল্প, বস্ত্র বয়ন শিল্প, কাগজ শিল্প ইত্যাদি।


১১)কয়েকটি নির্মাণ শিল্পের নাম লেখ।


Ans: লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি।


১২)কয়েকটি মূলধনী দ্রব্য উৎপাদন শিল্পের নাম লেখ।


Ans: রাসায়নিক শিল্প, যন্ত্রপাতি নির্মাণশিল্প ইত্যাদি।


১৩)কাঁচামালের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: ছয় ভাগে, যথা-বনভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, প্রাণীভিত্তিক শিল্প, শিল্পসম্পদ ভিত্তিক শিল্প এবং পুনরাবর্তন শিল্প।


১৪)কয়েকটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখ।


Ans: কাগজ শিল্প, দেশলাই শিল্প, প্লাইউড শিল্প।


১৫)কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখ।


Ans: চা শিল্প, চিনি শিল্প, পাট শিল্প, তামাক শিল্প ইত্যাদি।


১৬)কয়েকটি খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখ।


Ans: লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি।


১৭)কয়েকটি প্রাণী ভিত্তিক শিল্পের নাম লেখ।


Ans: রেশম বয়ন শিল্প, পশম বয়ন শিল্প, দুগ্ধ শিল্প, মাংস প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি।


১৮)কয়েকটি শিল্প সম্পদ ভিত্তিক শিল্পের নাম লেখ।


Ans: ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প, পেট্রো রাসায়নিক শিল্প ইত্যাদি।


১৯)একটি পুনরাবর্তন শিল্পের নাম লেখ।


Ans: কাগজ শিল্প।


২০)সম্পদের তারতম্য অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: দুই ভাগে, যথা বস্তুগত সম্পদ শিল্প ও সাংস্কৃতিক সম্পদ শিল্প।


২১)কয়েকটি বস্তুগত সম্পদ শিল্পের নাম লেখ।


Ans: বস্ত্র বয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প।


২২)কয়েকটি সাংস্কৃতিক সম্পদ শিল্পের নাম লেখ।


Ans: তথ্যপ্রযুক্তি শিল্প, পর্যটন শিল্প, চলচ্চিত্র নির্মাণ শিল্প ইত্যাদি।


২৩)বস্তুগত উপাদানের ধর্ম অনুসারী শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?


Ans: দুই ভাগে, যথা-ধাতব শিল্প ও অধাতব শিল্প।


২৪)কয়েকটি ধাতব শিল্পের নাম লেখ।


Ans: লৌহ ও ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, তাম্র শিল্প ইত্যাদি।


২৫) কয়েকটি অধাতব শিল্পের নাম লেখ।


Ans: সিমেন্ট শিল্প, রাসায়নিক সার শিল্প, কার্পাস বয়ন শিল্প ইত্যাদি।


২৬)মালিকানার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?


Ans: চার ভাগে, যথা-ব্যক্তিগত বা বেসরকারি শিল্প, সরকারি শিল্প, যৌথ শিল্প ও সমবায় শিল্প।


২৭)ভারতের দুটি বেসরকারি শিল্প সংস্থার নাম লেখ।


Ans: বাজাজ অটো লিমিটেড, টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি।


২৮)ভারতের দুটি সরকারি শিল্প সংস্থার নাম লেখ।


Ans: দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড।


২৯)ভারতের দুটি যৌথ শিল্প সংস্থার নাম লেখ।


Ans: অয়েল ইন্ডিয়া লিমিটেড, গুজরাট অ্যালক্যালি লিমিটেড।


৩০)যে সমস্ত কাঁচামালের ওজন ও তা থেকে উৎপন্ন শিল্পজাত দ্রব্যের ওজন প্রায় সমান থাকে, তাকে কি বলে?


Ans: বিশুদ্ধ কাঁচামাল।


৩১) বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত?


Ans: 1 বা 1 এর কম।


৩২)কয়েকটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নাম লেখ।


Ans: কার্পাস বয়ন শিল্পের কার্পাস, পাটশল্পের পাট ইত্যাদি।


৩৩)বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্পগুলিকে কি বলা হয়?


Ans: শেকড় আলগা শিল্প বা শিথিল পদ শিল্প।


৩৪)যে সমস্ত কাঁচামালের ওজন অপেক্ষা শিল্পজাত দ্রব্যের ওজন কম হয়, তাদের কি বলে?


Ans: অবিশুদ্ধ কাঁচামাল।


৩৫) অবিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক কত?


Ans: 1এর বেশী।


৩৬)অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের ভিত্তিক শিল্পগুলিকে কি বলা হয়?


Ans: স্থানু শিল্প।


৩৭) কয়েকটি অবিশুদ্ধ কাঁচামালের নাম লেখ।


Ans: লৌহ ইস্পাত শিল্পের লৌহ আকরিক, অ্যালুমিনিয়াম শিল্পের বক্সাইট ইত্যাদি।


৩৮)পচনশীল কাঁচামাল বলতে কী বোঝো?


Ans: যে সমস্ত কাঁচামাল দ্রুত নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের পচনশীল কাঁচামাল বলে।


৩৯)কয়েকটি পচনশীল কাঁচামালের নাম লেখ।


Ans: দুগ্ধশিল্পের দুধ, ফল প্রক্রিয়াকরণ শিল্পের ফল, মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পের মৎস্য ইত্যাদি।


৪০)কি ধরনের জলবায়ু তে ময়দা শিল্প উন্নতি লাভ করে?


Ans: শুষ্ক জলবায়ু।


৪১) কি ধরনের জলবায়ুতে ফল ও সবজি প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করে?


Ans: নাতিশীতোষ্ণ জলবায়ু।


৪২)কি ধরনের জলবায়ু তে প্রথম বয়ন শিল্প উন্নতি লাভ করে?


Ans: শীতল জলবায়ু।


৪৩) কি ধরনের জলবায়ু তে রেফ্রিজারেটর নির্মাণ শিল্প উন্নতি লাভ করে?


Ans: উষ্ণ জলবায়ু।


৪৪)কি ধরনের জলবায়ুতে চলচ্চিত্র শিল্প উন্নতি লাভ করে?


Ans: ভূমধ্যসাগরীয় জলবায়ু।


৪৫) আউট সোর্সিং কি?


Ans: যে প্রক্রিয়ায় বর্তমানে বিশ্বায়নের যুগে বিভিন্ন বৃহৎ বহুজাতিক সংস্থা সস্তা, সুলভ ও দক্ষ শ্রমিকদের অধিক সুযোগ-সুবিধা দিয়ে অনুন্নত দেশগুলি থেকে শ্রমিক সংগ্রহ করে নিজেদের সংস্থায় নিয়োগ করে, তাকে আউটসোর্সিং বলে।


৪৬)ভারতের কোন শহরে চাবিতালা শিল্পের জন্য বিখ্যাত?


Ans: আলিগড়।


৪৭) ভারতের নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়?


Ans: 1991 খ্রীঃ।


৪৮)শিল্পের অবস্থান সংক্রান্ত “শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?


Ans: আলফ্রেড ওয়েবার।


৪৯)শিল্পের অবস্থান সংক্রান্ত “বাজারের আয়তন তত্ত্ব” বা “সর্বাধিক মুনাফা তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?


Ans: অগাস্ট ল্যশ।


৫০)শিল্পের অবস্থান সংক্রান্ত “আপেক্ষিক অবস্থান তত্ত্বে”র প্রবক্তা কাকে বলা হয়?


Ans: রিচার্ড হার্টশোন।


৫১)শিল্পের অবস্থান সংক্রান্ত “কেন্দ্রীয় স্থান তত্ত্বের” প্রবক্তা কাকে বলা হয়?


Ans: ওয়াল্টার ক্রিস্টালার।


৫২)“শিল্প প্রতিষ্ঠান অবস্থান তত্ত্ব ও অনুশীলন”- এর প্রবক্তা কে?


Ans: মেলভিন গ্রিনহার্ট।


৫৩)“অর্থনৈতিক কাজকর্মের অবস্থান সংক্রান্ত তথ্য”- এর প্রবক্তা কাকে বলা হয়?


Ans: এডগার হুভার।


৫৪)“নির্মাণ শিল্পের অবস্থান নীতি”-এর প্রবক্তা কাকে বলা?


Ans: জর্জ রেনার।


৫৫)“Uber den standort der Industrien" গ্রন্থটির রচয়িতা কে?


Ans: আলফ্রেডো ওয়েবার।


৫৬)আলফ্রেড ওয়েবার কবে তার শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্ব প্রকাশ করেন?


Ans: 1909 খ্রীঃ, তাঁর “Uber den standort der Industrien" গ্রন্থে।


৫৭) পণ্য সূচক কাকে বলে?


Ans: কোন শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পণ্য সূচক বা বস্তু সূচক বলা হয়।


৫৮)কেন্দ্রীভূত কাঁচামাল বলতে কী বোঝো?


Ans: যে সমস্ত কাঁচামাল কেবলমাত্র বিশেষ বিশেষ স্থানে পাওয়া যায়, তাদের কেন্দ্রীভূত বা সীমাবদ্ধ কাঁচামাল বলা হয়।যেমন-খনিজ সম্পদ।


৫৯) মজুরি সূচক বলতে কী বোঝো?


Ans: কোন শিল্পে উৎপাদিত পণ্যের একক প্রতি গড় মজুরিকে মজুরি সূচক বলা হয়।


৬০) শ্রম গুণক বলতে কী বোঝো?


Ans: কোন শিল্পে উৎপাদিত পণ্যের একক ওজন প্রতি শ্রমিকের গড় মজুরি এবং পরিবহন যোগ্য উৎপাদিত শিল্প পণ্য ও কাঁচামালের মিলিত ওজনের অনুপাতকে শ্রম গুণক বলা হয়।


৬১)আইসোটিম বলতে কী বোঝো?


Ans: ওয়েবারের শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্ব অনুসারে শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও শিল্পজাত পণ্যের সম পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে বৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাদের আইসোটিম বা সম পরিবহন ব্যয় রেখা বলে।


৬২)আইসোডোপেন বলতে কী বোঝো?


Ans: ওয়েবারের শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্ব অনুসারে শিল্পে ব্যবহৃত কাঁচামাল ও শিল্পজাত পণ্যের সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে উপবৃত্তাকার রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সম পরিবহন ব্যয় রেখা বা আইসোডোপেন বলে।


৬৩) ক্রিটিকাল আইসোডোপেন বলতে কী বোঝো?


Ans: ওয়েবারের শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্ব অনুসারে যে রেখা বরাবর শ্রমিকের মজুরি বাবদ ব্যয় লাঘবের পরিমাণ এবং কাঁচামাল ও উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয় সমান হয়, তাকে ক্রিটিকাল আইসোডোপেন বলে।


৬৪) অবস্থানিক ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেল কী?


Ans: ওয়েবারের শিল্প স্থানিকতার নুন্যতম ব্যয় তত্ত্বে পরস্পর থেকে সমদূরত্বে থাকা বুটি কাঁচামাল ও একটি বাজার-এই তিনটি বিন্দুকে তিনটি সম দৈর্ঘ্যের সরলরেখা দ্বারা যুক্ত করে যে সমবাহু ত্রিভুজের মাধ্যমে শিল্পের অবস্থান নির্ণয় করা হয়, তাকে অবস্থানিক ত্রিভুজ বা লোকেশনাল ট্রায়াঙ্গেল বলে।


৬৫)কোন কোন অর্থনীতিবীদ ওয়েবারের শিল্প স্থানিকতা নুন্যতম ব্যয় তত্ত্বের সমালোচনা করেছেন?


Ans: ওয়াল্টার আইজার্ড, মেলভিন গ্রিনহাট, উইলবার স্মিথ, অস্টিন রবিনসন প্রমুখ।


৬৬)“Die Raumliche Ordnung der Wirtsechaft” গ্রন্থটি কে রচনা করেন?


Ans: অগাস্ট ল্যশ।


৬৭)অগাস্ট ল্যশ “Die Raumliche Ordnung der Wirtsechaft” গ্রন্থটি কোন ভাষায় লেখা?


Ans: জার্মান।


৬৮)অগাস্ট ল্যশ রচিত “Die Raumliche Ordnung der Wirtsechaft” গ্রন্থটি কবে প্রকাশিত হয়?


Ans: 1940 খ্রীঃ।


৬৯)অগাস্ট ল্যশ রচিত “Die Raumliche Ordnung der Wirtsechaft” গ্রন্থটি কে এবং কবে ইংরেজিতে অনুবাদ করেন?


Ans: অধ্যাপক ওগলম, 1954 খ্রীঃ।


৭০) শিল্পের অবস্থান সংক্রান্ত কোন তত্ত্বে স্থানগত চাহিদা শঙ্কু বা স্প্যাশিয়াল ডিমান্ড কোণের ধারণা পাওয়া যায়?


Ans: অগাস্ট ল্যশের মুনাফা সর্বাধিকরণ তত্ত্বে।


৭১)ব্রেক অফ বাল্ক পয়েন্ট বা পরিবহনের বাধ্যতামূলক বিরতি বিন্দু বলতে কী বোঝো?


Ans: কোন পরিবহন মাধ্যমে পণ্যদ্রব্য কোন স্থানে নিয়ে যাওয়ার পর তা পরিবহনগত সুবিধার জন্য অন্য কোন ছোট ছোট পরিবহন মাধ্যমে প্রেরণ করা হয়। যে স্থানে এই ঘটনা ঘটে তাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বা পরিবহনের বাধ্যতামূলক বিরতি বিন্দু বলে। এক্ষেত্রে পণ্যদ্রব্য পরিবহনের সুবিধার জন্য বাধ্যতামূলকভাবে গাড়ি বদল বা পরিবহনের বিরতি ঘটানো হয়। যেমন-কলকাতা থেকে দার্জিলিং রেলপথে যেতে হলে নিউ জলপাইগুড়িতে রেল মাধ্যম ছেড়ে অন্য ছোট গাড়িতে যেতে হয়।


৭২) শিল্পাঞ্চল বলতে কী বোঝো?


Ans: যে ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন অনুকূল পরিবেশ বা সুযোগ সুবিধার ওপর ভিত্তি করে একটি বৃহৎ শিল্প বা একাধিক ছোট ও মাঝারি শিল্পের সমাবেশ ঘটে, তাকে শিল্পাঞ্চল বলে।


৭৩) টরেন্টো শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: কানাডা।


৭৪)মস্কো-গোর্কি-টুলা শিল্পাঞ্চল এবং কুজনেৎস্ক শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: রাশিয়া।


৭৫) মিডল্যান্ড শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: ইংল্যান্ড।


৭৬)রূঢ়-ওয়েস্টফেলিয়া শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: জার্মানি।


৭৭)পো অববাহিকা শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: ইতালি?


৭৮)টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চলের কোন দেশে অবস্থিত?


Ans: জাপান।


৭৯) কোন কোন শিল্পোন্নত দেশকে একত্রে ড্রাগন বলা হয়?


Ans: হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর।


৮০) কোন দেশ বর্তমানে পঞ্চম ড্রাগন হিসাবে আবির্ভূত হচ্ছে?


Ans: চীন দেশ।


৮১)হ্রদ শিল্পাঞ্চল কোন দেশে অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা।


৮২)পিটসবার্গ প্লাস নীতি কোন দেশ চালু করে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৮৩)হ্রদ অঞ্চলের প্রধান কয়েকটি শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, বাফেলো, মিলওয়াকি, ডুলুথ, ক্লিভল্যান্ড ইত্যাদি।


৮৪)পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।


৮৫)পৃথিবীর রবার রাজধানী কাকে বলা হয়?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাক্রণ।


৮৬)পৃথিবীর কসাইখানা কাকে বলা হয়?


Ans: শিকাগো।


৮৭)আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেয়ারি রাজ্য কাকে বলা হয়?


Ans: উইসকনসিন প্রদেশকে।


৮৮)আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শহর চর্ম শিল্পের জন্য বিখ্যাত?


Ans: মিলওয়াকি।


৮৯)আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন শহরে ময়দা শিল্পের জন্য প্রসিদ্ধ?


Ans: বাফেলো।


৯০) পৃথিবীর ব্যস্ততম বিমান বন্দরের নাম কি?


Ans: শিকাগো বিমানবন্দর।


৯১কোন কোন নদীর সংযোগস্থলে রূঢ় শিল্পাঞ্চল অবস্থিত?


Ans: রূঢ় ও লিপে নদীর সংযোগস্থলে।


৯২)রূঢ় অঞ্চলের রানী কাকে বলা হয়?


Ans: এসেনকে।


৯৩)রূঢ় শিল্পাঞ্চলেরর কয়েকটি শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: এসেন, বখুম, হেগেন, ডর্টমুন্ড, ডুইসবার্গ, ডুসেলডর্ফ ইত্যাদি।


৯৪)কোন দ্বীপে জাপানের টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চল বা কিহিন শিল্পাঞ্চল অবস্থিত?


Ans: হনসু দ্বীপে।


৯৫)কোন শিল্পাঞ্চলকে বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স দ্রব্য উৎপাদক অঞ্চল বলা হয়?


Ans: জাপানের টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চল।


৯৬) ভারতের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি?


Ans: মুম্বাই-পুনে শিল্পাঞ্চল।


৯৭)ভারতের কোন শহরকে টেক সিটি বলা হয়?


Ans: পুণে।


৯৮)ভারতের প্রাচীনতম ও দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল এর নাম কি?


Ans: হুগলি শিল্পাঞ্চল।


৯৯)কোন শিল্পাঞ্চলকে বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল বলা হয়?


Ans: হুগলি শিল্পাঞ্চল।


১০০) হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্পের নাম কি?


Ans: পাট শিল্প।


১০১)ভারতের কোথায় এবং কবে প্রথম পাটকল স্থাপিত হয়?


Ans: পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়াতে, 1855 খ্রীঃ।


১০২) কোন শহরকে ভারতের শেফিল্ড বলা হয়?


Ans: হাওড়া।


১০৩) কোন শহরকে ভারতের গ্লাসগো বলা হয়?


Ans: হাওড়া।


১০৪)ভারতের কোথায় এবং কবে প্রথম কাপড় কল স্থাপিত হয়েছিল?


Ans: পশ্চিমবঙ্গের ঘুসুড়িতে, 1818 খ্রীঃ।


১০৫)ভারতের কোথায় এবং কবে প্রথম কাগজ কল স্থাপিত হয়?


Ans: পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে, 1870 খ্রীঃ।


১০৬)পশ্চিমবঙ্গের কোথায় মোটর গাড়ি নির্মাণের কারখানা আছে?


Ans: হিন্দমোটর।


১০৭)পশ্চিমবঙ্গের কোথায় জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামতির কারখানা আছে?


Ans: গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজ।


১০৮)পশ্চিমবঙ্গের কোথায় রেলওয়ে কোচ নির্মাণের কারখানা আছে?


Ans: দমদম।


১০৯)পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন মেরামতির কারখানা আছে?


Ans: কাঁচরাপাড়া ও লিলুয়া।


১১০)পশ্চিমবঙ্গের কোথায় বাইসাইকেল নির্মাণের কারখানা আছে?


Ans: কল্যাণী ও আসানসোল।


১১১)পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আছে?


Ans: বর্ধমানের চিত্তরঞ্জন।


১১২)পশ্চিমবঙ্গের কোথায় অস্ত্র নির্মাণ কারখানা আছে?


Ans: ইছাপুর ও কাশিপুর।


১১৩)পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম শিল্প কেন্দ্র আছে?


Ans: বেলুড় ও অনুপ নগর।


১১৪)পশ্চিমবঙ্গের কোথায় টেলিফোনের তার নির্মাণের কারখানা আছে?


Ans: রূপনারায়ণপুর।


১১৫)পশ্চিমবঙ্গের কয়েকটি চর্ম শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: ট্যাংরা, তিলজলা, পাক সার্কাস ইত্যাদি।


১১৬)পশ্চিমবঙ্গের দুটি তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: সল্টলেক ও রাজারহাট।


১১৭)পশ্চিমবঙ্গের কোথায় বাটা ইন্ডিয়া লিমিটেডের জুতো তৈরীর কারখানা আছে?


Ans: বাটানগর।


১১৮) পশ্চিমবঙ্গের কোথায় রবার শিল্প কেন্দ্র আছে?


Ans: হুগলি জেলার ব্যান্ডেলের কাছে সাহাগঞ্জে “ডানলপ ইন্ডিয়া লিমিটেড”।


১১৯)খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: চীন।


১২০)খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আমেরিকা যুক্তরাষ্ট্র কত তম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


১২১)বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ব্যবহার ও রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২২)চকলেট, বিস্কুট, কর্নফ্লেক্স, পেস্ট্রি ও পোটাটো চিপস ব্যবহারে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২৩)আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংস্থার নাম লেখ।


Ans: পেপসিকো, নেসলে, টাইসন ফুড, ক্রাফট ফুড ইত্যাদি।


১২৪)গোমাংস উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২৫)শুকরের মাংস ও চর্বি রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২৬)পনির উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১২৭)দুধ ও চিজ উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১২৮)মাখন উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


১২৯)কোন দেশ সুরা উৎপাদনের জন্য পৃথিবী বিখ্যাত?


Ans: ফান্স।


১৩০)কোন দেশকে ইউরোপের শাশুড়িমাতা বলা হয়?


Ans: নেদারল্যান্ড।


১৩১)পৃথিবীর বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশের নাম কি?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১৩২)আঙুর থেকে সুরা উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়?


Ans: ভিটিকালচার।


১৩৩)হালকা পানীয় উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


১৩৪)কয়েকটি হালকা পানি এর নাম লেখ।


Ans: কোকাকোলা, পেপসি, স্প্রাইট, সেভেন আপ, ডক্টর পিপার ইত্যাদি


১৩৫)খাদ্য উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: চীন।


১৩৫)খাদ্য উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৩৬)খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


১৩৭)ভারতের বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম কি?


Ans: বিস্কুট উৎপাদন।


১৩৮)ভারতের কোন রাজ্যে চাল কলের সংখ্যা সবচেয়ে বেশি?


Ans: তামিলনাড়ু।


১৩৯) বিশ্বের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী দেশের নাম কি?


Ans: ভারত।


১৪০)ভারতের কয়েকটি দুধ উৎপাদনকারী সংস্থার নাম লেখ?


Ans: মাদার ডেয়ারি, আমূল, নন্দিনী, বিজয়, সারস ইত্যাদি।


১৪১)পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদনকারী সংস্থা নাম কি?


Ans: মাদার ডেয়ারি।


১৪২)পশ্চিমবঙ্গের কোথায় মাদার ডেয়ারির কারখানা আছে?


Ans: হরিণঘাটা, ডানকুনি ও শিলিগুড়ি।


১৪৩) গুজরাটের আনন্দ বিখ্যাত কেন?


Ans: দুগ্ধ শিল্প বা ডেয়ারি শিল্পের জন্য।


১৪৪)আমুল ডেয়ারি কারখানা কোথায় অবস্থিত?


Ans: গুজরাটের আনন্দ, মহসেনা ও ভাদোদারা।


১৪৫) নন্দিনী ডেয়ারি শিল্প সংস্থা কোথায় অবস্থিত?


Ans: কর্নাটকের বেঙ্গালুরু।


১৪৬)গোকুল ডেয়ারি শিল্প সংস্থা কোথায় অবস্থিত?


Ans: মহারাষ্ট্রের কোলাপুর।


১৪৭) বিজয় কোন রাজ্যের ডেয়ারি শিল্প সংস্থা?


Ans: অন্ধ্রপ্রদেশ।


১৪৮)ভারকা কোন রাজ্যে ডেয়ারি শিল্প সংস্থা?


Ans: পাঞ্জাব।


১৪৯) সারস কোন রাজ্যের ডেয়ারি শিল্প সংস্থা?


Ans: রাজস্থান।


১৫০)বিশ্বের কোন দেশে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক?


Ans: ভারত।


১৫১)ভারতের তৃতীয় বৃহত্তম খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের নাম কি?


Ans: হালকা পানীয় শিল্প।


১৫২)বিশ্বের তৃতীয় বৃহৎ অ্যালকোহল ভিত্তিক বানিয়ে বাজার আছে কোন দেশে?


Ans: ভারত।


১৫৩)পশ্চিমবঙ্গের কোন স্থান পোল্ট্রি শিল্পের জন্য বিখ্যাত?


Ans: আরামবাগ।


১৫৪)ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কত শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন আছে?


Ans: 100%।


১৫৫)মিলমা কোন রাজ্যের দুগ্ধ উৎপাদনকারী সংস্থা?


Ans: কেরালা।


১৫৬)পোল্ট্রি শিল্পে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: 17তম।


১৫৭)পোল্ট্রি মাংস উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: নবম।


১৫৮)ডিম উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


১৫৯)মোট মাছ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


১৬০)অন্তর্দেশীয় মাছ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৬১)মহিষ পালনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: ভারত।


১৬২)কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম কি?


Ans: কার্পাস তুলো।


১৬৩)কার্পাস বয়ন শিল্পে কোন কোন রাসায়নিক কাঁচামাল ব্যবহার করা হয়?


Ans: কস্টিক সোডা, ব্লিচিং পাউডার ইত্যাদি।


১৬৪)কার্পাসের গুটি থেকে আঁশ ও বীজ পৃথক করে তুলো সংগ্রহের পদ্ধতিকে কি বলে?


Ans: জিনিং।


১৬৫)যে প্রক্রিয়ায় কার্পাস তুলোর সমূহকে একমুখী করে পরস্পরের সমান্তরালে রাখা হয়, তাকে কি বলে?


Ans: কার্ডিং।


১৬৬)যে প্রক্রিয়ায় কার্পাসের গুটি থেকে আঁশ ছাড়ানোর পর আঁশগুলিকে পাক দিয়ে সুতো তৈরি করা হয়, তাকে কি বলে?


Ans: স্পিনিং।


১৬৬)যে প্রক্রিয়ায় পাকানো সুতো কে বহন করে বস্ত্র উৎপাদন করা হয়, তাকে কি বলে?


Ans: উইভিং।


১৬৫)যে প্রক্রিয়ায় বয়ন শিল্পে উৎপাদিত কার্পাস বস্ত্রকে রং ও ধোলাই করা হয়, তাকে কি বলে?


Ans: ডাইং ও ব্লিচিং।


১৬৬)আমেরিকা যুক্তরাষ্ট্র কার্পাস বয়ন শিল্পে বর্তমানে কততম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


১৬৭)আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বপ্রথম সুতি বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠেছিল?


Ans: রোড আইল্যান্ডের পটাকেটে, 1790 খ্রীঃ।


১৬৮)আমেরিকা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পটাকেটে কে সর্বপ্রথম সুতি বস্ত্র বয়ন শিল্প গড়ে তুলেছিলেন?


Ans: স্যামুয়েল স্লেটার।


১৬৯)আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলকে একসময় বিশ্বের বস্ত্র নগরী বলা হত?


Ans: নিউইংল্যান্ড অঞ্চল।


১৭০)ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি?


Ans: কার্পাস বয়ন শিল্প।


১৭১)কার্পাস বস্ত্র উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: ভারত।


১৭২)কার্পাস বস্ত্র রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৭৩)সুতো উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৭৪)ভারতের কোন শিল্পে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়?


Ans: কার্পাস বয়ন শিল্প।


১৭৫)ভারতের কোন শিল্পে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক নিযুক্ত আছেন?


Ans: কার্পাস বয়ন শিল্প।


১৭৬)কোন শহরকে ভারতের সুতি বয়ন রাজধানী বলা হয়?


Ans: মুম্বাই।


১৭৭)ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?


Ans: আমেদাবাদ।


১৭৮)উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?


Ans: কানপুর।


১৭৯) দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?


Ans: কোয়েম্বাটুর।


১৮০)কোন রাজ্য কার্পাস বস্ত্র উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে?


Ans: মহারাষ্ট্র।


১৮১)কোন রাজ্য কার্পাস বস্ত্র উৎপাদনে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: গুজরাট।


১৮২)কোন রাজ্য কার্পাস বস্ত্র উৎপাদনে ভারতের তৃতীয় স্থান অধিকার করেছে?


Ans: তামিলনাড়ু।


১৮৩)ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কার্পাস বস্ত্র বয়ন শিল্প কারখানা আছে?


Ans: তামিলনাড়ু।


১৮৪) পশ্চিমবঙ্গে বর্তমানে কার্পাস বয়ন শিল্প কারখানার সংখ্যা কয়টি?


Ans: 37টি।


১৮৫)পশ্চিমবঙ্গের কয়েকটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: হাওড়া, শ্রীরামপুর, শ্যামনগর, পানিহাটি, বেলঘড়িয়া, ফুলেশ্বর ইত্যাদি।


১৮৬)কার্পাস বস্ত্র রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: জাপান।


১৮৭) ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন বা জাতীয় বয়ন নিগম কবে গঠন করা হয়?


Ans: 1968 খ্রীঃ।


১৮৮)তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলতে কী বোঝো?


Ans: যে শিল্পে কাপড় থেকে বিভিন্ন ধরনের বস্ত্র তৈরি করা হয়, তাকে তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলে।


১৮৯)তৈরি পোশাক শিল্পে বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত কাঁচামাল কি ধরনের কাঁচামাল?


Ans: বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল।


১৯০) কোন দেশ তৈরি পোশাক শিল্পে বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: জাপান।


১৯১)রেডিমেট পোশাক উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে পৃরথমম স্থান অধিকার করেছে?


Ans: জাপান।


১৯২)রেডিমেট পোশাক উৎপাদন ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৯৩)ভারতের অতি সাম্প্রতিক ও দ্রুত ক্রমবিকাশশীল শিল্পের নাম কি?


Ans: তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি।


১৯৪)কোন শিল্পকে বর্তমানে ভারতের উদীয়মান শিল্প বলা হয়?


Ans: তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি।


১৯৫)তৈরি পোশাক শিল্পে বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: মহারাষ্ট্র।


১৯৬)তৈরি পোশাক শিল্পে বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোন রাজ্য ভারতে দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: গুজরাট।


১৯৭)তৈরি পোশাক শিল্পে বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


১৯৮)ভারতের কয়েকটি তৈরি পোশাক বা রেডিমেট গার্মেন্ট শিল্প সংস্থার নাম লেখ।


Ans: ফ্যাব ইন্ডিয়া, রেমন্ড গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ, উডল্যান্ড ইত্যাদি।


১৯৯)অন্ধ্রপ্রদেশের পাঞ্ছা, মহারাষ্ট্রের ধোতার ও দক্ষিণ ভারতের সারঙ্গ-এগুলি কিসের নাম?


Ans: ধুতি কাপড়।


২০০)মুন্ডুম নেরিয়াথুম কি?


Ans: দক্ষিণ ভারতের শাড়ি।


২০১) পাট্টু পাজাদাই কী?


Ans: দক্ষিণ ভারতের পোশাক।


২০২)পশ্চিমবঙ্গের কয়েকটি তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: হাওড়া, শ্যামনগর, কলকাতা, পানিহাটি, ফলতা, সোদপুর ইত্যাদি।


২০২)ভারতের একটি হস্তচালিত তৈরি পোশাক সংস্থার নাম লেখ।


Ans: খাদি গ্রামোদ্যোগ সংস্থা।


২০৩)তৈরি পোশাক উৎপাদনে চীন পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


২০৪)NIFT এর সম্পূর্ণ রূপ কি?


Ans: ন্যাশানাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজি।


২০৫)NIFT কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত?


Ans: তৈরি পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি।


২০৬)ভারত কোন কোন দেশে তৈরি পোশাক বা রেডিমেট গার্মেন্ট রপ্তানি করে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, আরব আমিরশাহী।


২০৭)তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: ষষ্ঠ।


২০৭)তৈরি পোশাক উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে?


Ans: চীন।


২০৮)তৈরি পোশাক উৎপাদনে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: চতুর্থ।


২০৯)তৈরি পোশাক উৎপাদনে রাশিয়া পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


২১০)বাংলাদেশের প্রধান শিল্পের নাম কি?


Ans: পাট শিল্প।


২১১)পাটজাত দ্রব্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


২১২)বাংলাদেশের মোট শিল্প শ্রমিকের কত শতাংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট শিল্পে নিযুক্ত আছেন?


Ans: 10 শতাংশ।


২১৩)বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন কবে গঠিত হয়?


Ans: 1972 খ্রীঃ।


২১৪)বাংলাদেশের দুটি বেসরকারি পাট শিল্প মালিক সংগঠনের নাম লেখ।


Ans: বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন।


২১৫)কোন বছরকে রাষ্ট্র সংঘ স্বাভাবিক বা প্রাকৃতিক তন্তু উৎপাদনের আন্তর্জাতিক বর্ষ (International Year of Natural Fibres) বলে ঘোষণা করে?


Ans: 2009 খ্রীঃ।


২১৬) বাংলাদেশে বর্তমানে কতগুলি পাটকল আছে?


Ans: 205টি (চালু পাটকল 129 টি)।


২১৭) বাংলাদেশের বৃহত্তম পাট শিল্পাঞ্চলেরর নাম কি?


Ans: নারায়ণগঞ্জ।


২১৮)বাংলাদেশের বৃহত্তম পাটকলের নাম কি?


Ans: আদমজি জুট মিল।


২১৯)বাংলাদেশের কয়েকটি পাট শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: নারায়ণগঞ্জের রাজশাহী, হাবিবপুর, সিরাজগঞ্জ, তেজগাঁও; খুলনার যশোর, মাগুরা, খুলনা, খালিশপুর, অভয়নগর; চট্টগ্রামের বাঁশবেড়িয়া, কুমিল্লা, কর্ণফুলী, সেলিমপুর ইত্যাদি।


২২০)পাটজাত দ্রব্য রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: বাংলাদেশ।


২২১)বাংলাদেশের পাটকল গুলিতে কোন কোন দ্রব্য তৈরি হয়?


Ans: চট, থলে, দড়ি, বস্তা, পাটবস্ত্র, টেবিল ম্যাট,কার্পেট, ত্রিপল ইত্যাদি।


২২২)বাংলাদেশ তার পাটজাত দ্রব্য কোন কোন দেশে রপ্তানি করে?


Ans: চীন, কোরিয়া, থাইল্যান্ড, জাপান, জার্মানি, ইতালি, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া, মিশর, তুরস্ক, জর্ডন, মেক্সিকো ইত্যাদি।


২২৩)বাংলাদেশ সরকারের পাটমন্ত্রক ‘জুট ডিভিশন’ কবে স্থাপিত হয়?


Ans: 1976 খ্রীঃ।


২২৪) ভারতের দ্বিতীয় বৃহত্তম শ্রম শিল্পের নাম কি?


Ans: পাট শিল্প।


২২৫)ভারতের কোথায় এবং কবে প্রথম পাটকল স্থাপিত হয়?


Ans: হুগলি জেলার রিষড়ায়, 1855 খ্রীঃ।


২২৫) হুগলি জেলার রিষড়ায় কে প্রথম পাটকল স্থাপন করেন?


Ans: জর্জ অকল্যান্ড বাঙালি ব্যবসায়ী বিশ্বম্ভর সেনের সহযোগিতায়।


২২৬) পাট শিল্প কি ধরনের শিল্প?


Ans: বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের নির্ভর কৃষিভিত্তিক শিল্প।


২২৭)বর্তমানে ভারতে কতগুলি পাটকল আছে?


Ans: 110টি(89 টি চালু পাটকল আছে)।


২২৮)ভারতের অধিকাংশ পাটকল কোন অঞ্চলে কেন্দ্রীভূত হয়েছে?


Ans: পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরবর্তী হুগলি শিল্পাঞ্চলে।


২২৯)পশ্চিমবঙ্গের কয়েকটি পাট শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: রিষড়া, টিটাগর, বালি, বজবজ, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, বাঁশবেড়িয়া, কাকিনাঁড়া, উলুবেরিয়া, নৈহাটি, বৈদ্যবাটি, বিড়লাপুর, কামারহাটি, সাঁকরাইল, আগরপাড়া, জগদ্দল ইত্যাদি।


২৩০)ভারতের কোন রাজ্য পাট শিল্পে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: পশ্চিমবঙ্গ।


২৩১)ভারতের কোন রাজ্য পাটশিল্পে দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: অন্ধ্রপ্রদেশ।


২৩২)অন্ধ্রপ্রদেশের কোন কোন স্থানে পাট শিল্প গড়ে উঠেছে?


Ans: এলুরু, গুন্টুর, ওঙ্গোল, বিশাখাপত্তনম, নেল্লিমারালা, চেল্লিভেলা।


২৩৩)উত্তর প্রদেশের কোন কোন খানে পাটকল গড়ে উঠেছে?


Ans: কানপুর, গোরক্ষপুর ও শাহজাহানপুর।


২৩৪)বিহারের কোন কোন স্থানে পাট শিল্প গড়ে উঠেছে?


Ans: কাটিহার, পূর্ণিয়া, সমস্তিপুর, গয়া।


২৩৫)ছত্রিশগড়ের কোন কোন স্থানে পাট শিল্প গড়ে উঠেছে?


Ans: বিলাসপুর ও রায়গড়।


২৩৬) উড়িষ্যার কোথায় পাটকল গড়ে উঠেছে?


Ans: কটকের ধানমন্ডল।


২৩৭)অসমের কোন কোন স্থানে পাট শিল্প গড়ে উঠেছে?


Ans: শিলঘাট ও গোপীনাথ নগর।


২৩৮)ত্রিপুরার কোথায় পাট শিল্প গড়ে উঠেছে?


Ans: অরুন্ধতী নগর।


২৩৯)পাটজাত দ্রব্য উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: প্রথম।


২৪০)পাটজাত দ্রব্য রপ্তানিতে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


২৪১)ভারত কোন কোন দেশে পাটজাত দ্রব্য রপ্তানি করে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, সুদান, কিউবা,ইন্দোনেশিয়া, মায়ানমার, কানাডা, সিঙ্গাপুর ইত্যাদি।


২৪২)ভারতীয় পাট নিগম কবে গঠিত হয়?


Ans: 1971 খ্রীঃ।


২৪৩)“National Center for Jute Diversification”কবে গঠিত হয়?


Ans: 1995 খ্রীঃ।


২৪৪)ভারতে কবে “জুট টেকনোলজি মিশন” প্রকল্প গ্রহণ করা হয়?


Ans: 2006 খ্রীঃ।


২৪৫)ভারতে কবে প্যাকেজিং মেটেরিয়াল অ্যাক্ট পাস হয়?


Ans: 1987 খ্রীঃ।


২৪৬)সোনালী তন্তু কাকে বলা হয়?


Ans: পাটকে।


২৪৭)SCGDTT এর সম্পূর্ণ রূপ কি?


Ans: Steering Committee for Growth and Development of Technical Textile.


২৪৮)SCGDTT পাট থেকে কয় ধরনের বস্তু উৎপাদনের ওপর জোর দিয়েছে?


Ans: সাত ধরনের(অ্যাগ্রোটেক, বিল্ডটেক, জিয়োটেক, ওয়িকোটেক, প্যাকটেক, প্রোটেক, ইন্ডাটেক)।


২৪৯) কাগজ শিল্প কী ধরনের শিল্প?


Ans: অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর অরন্য ভিত্তিক শিল্প।


২৫০)কোন শিল্পকে আধুনিক শিক্ষা সংস্কৃতির ধারক ও বাহক বলা হয়?


Ans: শিল্প।


২৫১)কোন অঞ্চলে পৃথিবীর অধিকাংশ কাগজ শিল্পের কেন্দ্রীভবনের ঘটেছে?


Ans: উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ মন্ডলীয়। দেশগুলিতে।


২৫২)কাগজ শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয়?


Ans: কাগজ শিল্পে পাইন, ফার, স্প্রুস, হেমলক, বালসাম ইত্যাদি সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ; বাঁশ, ইউক্যালিপটাস ও ওয়াটল গাছের কাঠ; সবাই ঘাস মঞ্জু ঘাস; ছেঁড়া কাগজ, আখের ছিবড়ে, ছেঁড়া কাপড়, পাটের তন্তু ইত্যাদি তন্তুজ ও বনজ কাঁচামাল এবং কস্টিক সোডা, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক অ্যালুমিনা, সালফিউরিক অ্যাসিড, ব্লিচিং পাউডার, সিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্লোরিন, ট্যাল্ক, চিনামাটির, গন্ধক ইত্যাদি রাসায়নিক কাঁচামাল ব্যবহার করা হয়।


২৫৩)এক টন কাগজ উৎপাদনের জন্য কি পরিমান স্বচ্ছ জলের প্রয়োজন হয়?


Ans: 250-300 ঘনমিটার।


২৫৪)নিউজপ্রিন্ট বা খবরের কাগজ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: কানাডা।


২৫৫)নিউজপ্রিন্ট রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: কানাডা।


২৫৬)কানাডার প্রথম কাগজ কল কোথায় এবং কবে স্থাপিত হয়?


Ans: কুইবেক প্রদেশের আর্জেন্টিল কাউন্টিতে সেন্ট অ্যান্ড্রুজ নামক স্থানে, 1803-05 খ্রীঃ।


২৫৭)কানাডায় কারা প্রথম কাগজ কল স্থাপন করেছিলেন?


Ans: ওয়াল্টার ওয়্যার এবং বেনজামিন ওয়েলস।


২৫৮)কানাডার দ্বিতীয় কাগজ কলটি কবে এবং কোথায় স্থাপিত হয়?


Ans: কুইবেক প্রদেশের পোর্টনুফ কাউন্টিতে।


২৫৯)কানাডার দ্বিতীয় কাগজ কলটি কে স্থাপন করেন?


Ans: আর্টিমাস জ্যাকসন।


২৬০)বর্তমানে কানাডায় মোট কতগুলি কাগজ কল আছে?


Ans: 130 টি।


২৬১)কানাডার কাগজ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: অন্টারিও প্রদেশের এস পানোলা, রেড রক, থান্ডার বে, টেরাস বে, সেন্ট মেরি; কুইবেক প্রদেশের টরেন্টো, মন্ট্রিওল, ক্লিয়ার মন্ট, অটোয়া,থ্রি রিভার্স; নিউফাউন্ডল্যান্ড প্রদেশের কর্নার ব্রুক ইত্যাদি।


২৬২)পৃথিবীর কাষ্ঠমন্ড ও কাগজ রাজধানী কাকে বলা হয়?


Ans: কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভার্সকে।


২৬৩)পৃথিবীর বৃহত্তম কাগজ কল টি কোথায় অবস্থিত?


Ans: কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের কর্নার ব্রুকে।


২৬৪)কাগজ ও বোর্ড উৎপাদনে কানাডা পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


২৬৫)কাগজ ও কান্ঠমন্ড রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: কানাডা।


২৬৬)কোন দেশ কাগজ শিল্পে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: চীন।


২৬৭)কোন দেশ কাগজ শিল্পে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


২৬৮)কোন দেশ কাগজ শিল্পে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে?


Ans: জাপান।


২৬৯)কানাডায় কবে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট অ্যাক্ট চালু হয়?


Ans: 1995 খ্রীঃ।


২৭০)কোন দেশে প্রথম কাগজ আবিষ্কার হয়?


Ans: চীন।


২৭১)এক মেট্রিক টন কাগজ উৎপাদনের জন্য কি পরিমান স্বচ্ছ জলের প্রয়োজন হয়?


Ans: প্রায় এক লক্ষ গ্যালন।


২৭২)এক মেট্রিক টন কাগজ উৎপাদনের জন্য কি পরিমান বিদ্যুতের প্রয়োজন হয়?


Ans: প্রায় 2000 কিলোওয়াট ঘন্টা।


২৭৩)নিউজপ্রিন্ট উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দশম স্থান।


২৭৪)ভারতের কোথায় এবং কবে সর্বপ্রথম কাগজ কল স্থাপিত হয়?


Ans: পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর, 1840 খ্রীঃ।


২৭৫)পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর কার উদ্যোগে ভারতের প্রথম কাগজ কলটি স্থাপিত হয়?


Ans: উইলিয়াম কেরি।


২৭৬)রয়েল বেঙ্গল পেপার মিল কবে এবং কোথায় স্থাপিত হয়?


Ans: 1867 খ্রীঃ, বালিতে।


২৭৭) বর্তমানে ভারতে কতগুলি কাগজ কল আছে?


Ans: প্রায় 860টি।


২৭৮)ভারতে কাগজ উৎপাদনের জন্য কোন কোন তন্তুজ ও কাঁচামাল ব্যবহার করা হয়?


Ans: বাঁশ, সবাই ঘাস, আখের ছিবড়ে, বর্জ্য কাগজ, কাষ্ঠ ও কাষ্ঠ ও কাষ্ঠমন্ড ইত্যাদি।


২৭৯)কাগজ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?


Ans: মহারাষ্ট্র।


২৮০)কাগজ উৎপাদনে ভারতের কোন রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: অন্ধ্রপ্রদেশ।


২৮১)কাগজ উৎপাদনে ভারতের কোন রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছে?


Ans: গুজরাট।


২৮২)কাগজ উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


২৮৩)পশ্চিমবঙ্গের কয়েকটি কাগজ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: শ্রীরামপুর, বালি, টিটাগর, কাঁকিনাড়া, হালিশহর, নৈহাটি, ত্রিবেণী ইত্যাদি।


২৮৪)পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু পেপার তৈরি হয়?


Ans: ত্রিবেণী।


২৮৫)ভারতের বৃহত্তম কাগজ কলটি কোথায় অবস্থিত?


Ans: মহারাষ্ট্রের বল্লারপুর।


২৮৬)ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক কাগজ কল আছে?


Ans: উত্তরপ্রদেশ (73টি)


২৮৭)ভারতের কয়েকটি নিউজ প্রিন্ট উৎপাদন কেন্দ্রের নাম লেখ।


Ans: মধ্যপ্রদেশের নেপানগর, মহারাষ্ট্রের বল্লারপুর ও সাঙ্গলি, তামিলনাড়ুর কারুর ও পুগালুরো, কর্নাটকের ভদ্রাবতী ও মহীশূর, কেরলের নিউজপ্রিন্ট নগর, গুজরাটের ওলপাদ।


২৮৮)ভারতের প্রাচীনতম নিউজপ্রিন্ট উৎপাদন কারখানাটি কোথায় অবস্থিত?


Ans: মধ্যপ্রদেশের নেপানগর।


২৮৯)ভারতের বৃহত্তম নিউজপ্রিন্ট উৎপাদন কারখানাটি কোথায় অবস্থিত?


Ans: মধ্যপ্রদেশের নেপানগর।


২৯০)ভারতের কোথায় টাকা ও দলিলের কাগজ উৎপাদন কারখানা আছে?


Ans: মধ্যপ্রদেশের হোসেঙ্গাবাদ।


২৯১) ভারতের কয়েকটি বোর্ড উৎপাদন কেন্দ্রের নাম লেখ।


Ans: মহারাষ্ট্রের গোরেগাঁও, কল্যাণ, ভিখরোলি; উত্তরপ্রদেশের সাহারানপুর, মিরাট, মোদিনগর, এলাহাবাদ।


২৯৩)মধ্যপ্রদেশের নেপানগরে কবে নিউজপ্রিন্ট কারখানা স্থাপিত হয়?


Ans: 1955 খ্রীঃ।


২৯৪) কাগজ উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: পঞ্চম।


২৯৫)বন্য রবারের বিজ্ঞানসম্মত নাম কি?


Ans: হিভিয়া ব্রাসিলিনসিস।


২৯৬)তরল রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করার পদ্ধতিকে কি বলে?


Ans: ভ্যালকানাইজেশন।


২৯৭)ভ্যালকানাইজেশন প্রক্রিয়া কি এবং কবে আবিষ্কার করেন?


Ans: চার্লস গুডইয়ার, 1839 খ্রীঃ।


২৯৮)ভ্যালকানাইজেশন প্রক্রিয়া তরল রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করার পর যে কঠিন রবার পাওয়া যায়, তাকে কি বলে?


Ans: ইবোনাইট।


২৯৯) কৃত্রিম রাবার কাকে বলে?


Ans: খনিজ তেলের উপজাত দ্রব্য থেকে প্রস্তুত বিশেষ ধরনের কৃত্রিম রাবার বলা হয়।


৩০০)সর্বপ্রথম কৃত্রিম রবার কে এবং কবে আবিষ্কার করেন?


Ans: রুশ রসায়নবিদ কোনডাকভ, 1901 খ্রীঃ।


৩০১)কোন রাসায়নিক পদার্থ থেকে সর্ব প্রথম কৃত্রিম রাবার তৈরি করা হয়েছিল?


Ans: ডাইমিথাইল বুটাডাইন।


৩০২) ল্যাটেক্স কি?


Ans: বন্য রবার গাছের ঘন তরল জৈব রসকে ল্যাটেক্স বলা হয়।


৩০৩) বোলাচা কি?


Ans: বিদেশে রপ্তানিযোগ্য বন্য রবারের শক্ত পিণ্ড বা দলাকে ব্রাজিলে বলাচা বলা হয়।


৩০৪)রবার শিল্পে কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?


Ans: সলফার বা গন্ধক এবং অ্যাসেটিক অ্যাসিড।


৩০৫)রবার উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: থাইল্যান্ড।


৩০৬)রবার উৎপাদনে কোন দেশ পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে?


Ans: ইন্দোনেশিয়া।


৩০৭)রবার উৎপাদনে কোন দেশ পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করেছে


Ans: ভিয়েতনাম।


৩০৮)রবার উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: চতুর্থ।


৩০৯)ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার বাগিচা আছে?


Ans: কেরালা।


৩১০)মালয়েশিয়ায় কে এবং কবে প্রথম রবার বাগিচা পত্তন করেন?


Ans: হেনরি উইকহ্যাম, 1877 খ্রীঃ।


৩১১)মালয়েশিয়ার কয়েকটি রবার বাগিচা কেন্দ্রের নাম লেখ?


Ans: কেডা, জর্জ টাউন, কুয়ালালামপুর, কেলান্টান, কুনাই, নেগারি, মুকাই, কুচিং, লুপার, বাটাং, সাবেক ইত্যাদি।


৩১২)মালয়েশিয়ার সর্ব প্রধান রবার বাগিচা কেন্দ্রের নাম কি?


Ans: কেলান্টান।


৩১৩)তুন আবদুল রাজাক গবেষণা কেন্দ্র (রবার গবেষণা কেন্দ্র) কোথায় অবস্থিত?


Ans: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।


৩১৪) প্রাকৃতিক রবার উৎপাদনে মালয়েশিয়া বর্তমানে পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: ষষ্ঠ স্থান।


৩১৫)রবার গ্লাসভ, ক্যাথিটার ও ল্যাটেক্স সুতা উৎপাদনের মালয়েশিয়া পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: প্রথম।


৩১৬)রবার ও রবার জাত দ্রব্য উৎপাদনে মালয়েশিয়া পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


৩১৭)ব্রাজিলের কয়েকটি রাবার উৎপাদন কেন্দ্রের নাম লেখ।


Ans: আমাজন নদী অববাহিকার জাপুরা, মাকুরা, সান্টা মারিয়া, আমাপা, পারা, ওবিডস কেমেটা এবং ব্রাসিলিয়া, মাদিরা, সাওপাওলো, সালভাদর ইত্যাদি।


৩১৮)বন্য রবার উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: ব্রাজিল।


৩১৯)বন্য রবার রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: ব্রাজিল।


৩২০)ব্রাজিল সরকার কবে কমার্শিয়াল প্লান্টিং এন্ড রিকুপারেশন অফ ফরেস্ট প্রকল্প গ্রহণ করে?


Ans: 2002 খ্রীঃ।


৩২১)ব্রাজিল সরকার কবে এগ্রিকালচার প্রোগ্রাম ফর লোয়ার কার্বন প্রকল্প গ্রহণ করে?


Ans: 2010-2011 খ্রীঃ।


৩২২)ব্রাজিলের আমাজন অরণ্যে রবার সংগ্রাহকদের কি বলা হয়?


Ans: সেরিংগুয়েরো।


৩২৩) কোন শিল্পকে সকল শিল্পের মেরুদন্ড বলা হয়?


Ans: লৌহ ও ইস্পাত শিল্প।


৩২৩)কোন শিল্পকে আধুনিক যন্ত্রসভ্যতার মেরুদন্ড বলা হয়?


Ans: লৌহ ও ইস্পাত শিল্প।


৩২৪)লৌহ ও ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি?


Ans: লৌহ আকরিক, স্ক্র্যাপ লোহা, কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট ইত্যাদি।


৩২৫)লৌহ ও ইস্পাত শিল্পে বিগালক হিসাবে কোন কোন খনিজ পদার্থ ব্যবহৃত হয়?


Ans: চুনাপাথর ও ডলোমাইট।


৩২৬)লৌহ ও ইস্পাত শিল্পে কোন কোন লৌহ সংকর ধাতু ব্যবহার করা হয়?


Ans: ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন, কোবাল্ট, টিন, দস্তা, মলিবডেনাম, ভ্যানাডিয়াম ইত্যাদি।


৩২৭) লৌহ ইস্পাত শিল্প কি ধরনের শিল্প?


Ans: অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল নির্ভর স্থানু শিল্প।


৩২৮)ভারতের একটি কাঠ কয়লা কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: কর্নাটকের ভদ্রাবতী।


৩২৯)পৃথিবীর কয়েকটি কয়লা খনি কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: জার্মানির রূঢ়, ইউক্রেনের ডোনেৎস, যুক্তরাজ্যের মিডলবরো, আমেরিকা যুক্তরাষ্ট্রের পিটসবার্গ-হুইলিং-ইয়ংসটাউন।


৩৩০)ভারতের একটি কয়লা খনি কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুর।


৩৩১)পৃথিবীর কয়েকটি আকরিক লৌহ খনি কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: ফ্রান্সের লোরেন, ইউক্রেনের ক্রিভয়রগ, আমেরিকা যুক্তরাষ্ট্রের বুলুর ও শিকাগো।


৩৩২)ভারতের দুটি আকরিক লৌহ খনি কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: কর্নাটকের ভদ্রাবতী, ছত্রিশগড়ের ভিলাই, উড়িষ্যা রাউরকেল্লা।


৩৩৩)পৃথিবীর কয়েকটি আকরিক লৌহ ও কয়লা মধ্যবর্তী স্থানে গড়ে ওঠা লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের বাফেলো, ডেট্রয়েট, ক্লিভল্যান্ড এবং রাশিয়ার রোস্তভ, ঝাপোরঝি।


৩৩৪)ভারতের একটি লৌহ আকরিক ও কয়লা মধ্যবর্তী স্থানে গড়ে ওঠা লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: জামশেদপুর।


৩৩৫)পৃথিবীর কয়েকটি বাজারকেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো-গ্যারি, জাপানের টোকিও-ইয়াকোহামা।


৩৩৬)ভারতের একটি বাজার কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: ছত্রিশগড়ের ভিলাই।


৩৩৭)পৃথিবীর কয়েকটি বন্দর কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো, ডেট্রোয়েট, জাপানের টোকিও, ইয়াকোহামা ইত্যাদি।


৩৩৮)ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।


৩৩৯) কোন দেশ লৌহ ও ইস্পাত শিল্পে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


৩৪০)চীন।


৩৪১)চীনের সর্ববৃহৎ লৌহ ইস্পাত উৎপাদনকারী সংস্থার নাম কি?


Ans: হেবেই আয়রণ অ্যান্ড স্টিল।


৩৪২)পৃথিবীর তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত উৎপাদনকারী সংস্থার নাম কি?


Ans: হেবেই আয়রণ অ্যান্ড স্টিল।


৩৪৩) চীনের বৃহত্তম ইস্পাত শিল্পাঞ্চলের নাম কি?


Ans: মাঞ্চুরিয়া অঞ্চল।


৩৪৪)চীনের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: আনসান।


৩৪৫) চীনের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: আনসান।


৩৪৬) চীনের ইস্পাত নগরী কাকে বলা হয়?


Ans: আনসান।


৩৪৭)এশিয়ার দ্বিতীয় বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: আনসান।


৩৪৮)চীনের দ্বিতীয় বৃহত্তম লৌহ ও ইস্পাত উৎপাদক অঞ্চলের নাম কি?


Ans: শানসি অঞ্চল।


৩৪৯)চীনের প্রাচীনতম ইস্পাত শিল্পাঞ্চলের নাম কি?


Ans: ইয়াংসি উপত্যকা।


৩৫০)চীনের কয়েকটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: আনশান, সাংহাই, পেনকি, উহান, ইয়ানচুয়ান, মুকডেন, তাইয়ুয়ান ইত্যাদি।


৩৫১)লৌহ পিণ্ড, ইস্পাত পিন্ড ও সংকর ইস্পাত উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: চীন।


৩৫২)লৌহ ও ইস্পাত রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: চীন।


৩৫৩)জাপানের সর্ব প্রধান শিল্পের নাম কি?


Ans: লৌহ ও ইস্পাত শিল্প।


৩৫৪)লৌহ ও ইস্পাত শিল্পে জাপান পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


৩৫৫)জাপানের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?


Ans: নিপ্পন স্টিল।


৩৫৬)পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?


Ans: নিপ্পন স্টিল।


৩৫৭)জাপানের কোথায় এবং কবে সর্বপ্রথম ইস্পাত কারখানা গড়ে উঠেছিল?


Ans: ইয়াওয়াটাতে, 1901 খ্রীঃ।


৩৫৮)জাপানের প্রাচীনতম লৌহ ইস্পাত ও শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: ইয়াওয়াটা।


৩৫৯)জাপানের বৃহত্তম লৌহ ইস্পাত ও শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: ইয়াওয়াটা।


৩৬০)এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত ও শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: ইয়াওয়াটা।


৩৬১)জাপানের কয়েকটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: ইয়াওয়াটা, নাগাসাকি, টোবাটা, কোকুরা, ফুকুওয়া, ওয়াকামাৎসু, টোকিও, ইয়াকোহামা, কাওয়াসাকি, আশাকাগির, চিবা ইত্যাদি।


৩৬২)জাপানের হোক্কাইডো দ্বীপের কোথায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে?


Ans: মুরোরান।


৩৬৩)লৌহ পিণ্ড, ইস্পাত পিন্ড ও সংকর ইস্পাত উৎপাদনে জাপান পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: তৃতীয়।


৩৬৪)লৌহ ও ইস্পাত রপ্তানিতে জাপান পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয়।


৩৬৫)ভারতের কোথায় এবং কবে প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?


Ans: তামিলনাড়ুর পোর্টনোভাতে, 1838 খ্রীঃ।


৩৬৬)পশ্চিমবঙ্গের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?


Ans: কুলটি।


৩৬৭)কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর, ছত্রিশগড়ের ভিলাই ও ওড়িশার রাউরকেল্লা লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?


Ans: দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।


৩৬৮)কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঝাড়খণ্ডের বোকারোতে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?


Ans: তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।


৩৬৮)কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তামিলনাড়ু সালেম, বিজয়নগর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?


Ans: চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা।


৩৬৯)কোন কোম্পানির উদ্যোগে পশ্চিমবঙ্গের শালবনিতে লৌহ ইস্পাত শিল্প স্থাপনের কাজ চলছে?


Ans: জিন্দাল গোষ্ঠী।


৩৭০)ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: ছত্রিশগড়ের ভিলাই স্টিল প্লান্ট।


৩৭১)ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলির পরিচালনাকারী সংস্থার নাম কি?


Ans: SAIL.


৩৭২)SAIL এর দপ্তর কোথায় অবস্থিত?


Ans: নিউ দিল্লি।


৩৭৩)স্পঞ্জ আয়রন উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: ভারত।


৩৭৪)ভারতের প্রাচীনতম ও বৃহত্তম স্পঞ্জ আয়রন উৎপাদন কেন্দ্রের নাম কি?


Ans: অন্ধপ্রদেশের কোট্টাগুডেম।


৩৭৫)ভারতের কোথায় প্রথম গ্যাসভিত্তিক স্পঞ্জ আয়রন উৎপাদন স্থাপিত হয়?


Ans: গুজরাটের হাজিরা।


৩৭৬)কোন সংস্থার অধীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ছত্রিশগড়ের ভিলাই, উড়িষ্যার রাউলকেল্লা এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়?


Ans: হিন্দুস্থান স্টিল লিমিটেড।


৩৭৭)ঝাড়খন্ডের জামশেদপুরে টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি কোন নদীর তীরে গড়ে উঠেছে?


Ans: সুবর্ণরেখা ও খরকাই নদীর সংযোগস্থল।


৩৭৮)রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে?


Ans: ব্রাহ্মণী নদী।


৩৭৯)ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: ছত্রিশগড়ের ভিলাই স্টিল প্লান্ট।


৩৮০)দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন নদীর তীরে গড়ে উঠেছে?


Ans: দামোদর নদ।


৩৮১) ভারতের রূঢ় কাকে বলা হয়?


Ans: দুর্গাপুর কে।


৩৮২)জামশেদপুরে কবে এবং কার উদ্যোগে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র স্থাপিত হয়?


Ans: জামসেদজী টাটার উদ্যোগে,1907 খ্রিস্টাব্দে।


৩৮৩)ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটির নাম কি?


Ans: ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত টাটা স্টিল লিমিটেড।


৩৮৪)ভারতের কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ডিমনা জলাধারের জল ব্যবহার করে?


Ans: জামশেদপুরের টাটা স্টিল লিমিটেড।


৩৮৫)দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (DSP) কোথায় অবস্থিত?


Ans: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুর।


৩৮৬)কোন দেশের সহায়তায় দূর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে?


Ans: ব্রিটিশ যুক্তরাজ্য।


৩৮৭)কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দুর্গাপুর ব্যারেজের জল ব্যবহার করে?


Ans: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট।


৩৮৮)ভারতের বৃহত্তম সংকর ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম কি?


Ans: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দুর্গাপুরে অবস্থিত অ্যালয় স্টিল প্লান্ট।


৩৮৯) কোন দেশের সহযোগিতায় ভিলাই স্টিল প্লান্ট গড়ে ওঠে?


Ans: পূর্বতন সোভিয়েত ইউনিয়ন


৩৯০)ভিলাই স্টিল প্লান্ট কোন নদীর জল ব্যবহার করে?


Ans: মহানদী।


৩৯১)রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে?


Ans: জার্মানি(ক্রুপস অ্যান্ড ডেমাগ কোম্পানি)।


৩৯২)কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্লান্ট গড়ে উঠেছিল?


Ans: পূর্বতন সোভিয়েত রাশিয়া।


৩৯৩)লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র তেনুঘাট জলাধারের জল ব্যবহার করে?


Ans: বোকারো স্টিল প্লান্ট।


৩৯৪) ভারতের কয়েকটি সংকর ইস্পাত উৎপাদন কেন্দ্রের নাম লেখ।


Ans: দুর্গাপুর, সালেম ও ভদ্রাবতী।


৩৯৫)ভারতের কোথায় ফেরো অ্যালয় স্টিল প্লান্ট অবস্থিত?


Ans: মহারাষ্ট্রের চন্দ্রপুর।


৩৯৬)ভারতের বেশিরভাগ লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন অঞ্চলে অবস্থিত?


Ans: পূর্ব-মধ্য ভারতে।


৩৯৭)তুঙ্গভদ্রা জলাধারের জল কোন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র ব্যবহার করে?


Ans: বিশাখাপত্তনম স্টিল প্লান্ট।


৩৯৮)লৌহ ইস্পাত উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?


Ans: দ্বিতীয় স্থান (চীনের পর)।


৩৯৯)কোন দেশের সহযোগিতায় বিশাখাপত্তনম স্টিল প্লান্ট গড়ে উঠেছে?


Ans: পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।


৪০০)কোন সংস্থার অধীনে কর্নাটকের ভদ্রাবতী লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে?


Ans: বিশ্বেশ্বরায়া আয়রন এন্ড স্টিল লিমিটেড।


৪০১)কোন সংস্থার অধীনে বিশাখাপত্তনমের লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে?


Ans: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড।


৪০২) পেট্রো রাসায়নিক শিল্প কাকে বলে?


Ans: যে শিল্পে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে অনুসারী শিল্পের কাঁচামাল ও নানান ভোগ্য পণ্য উৎপাদন করা হয়, তাকে পেট্রো রাসায়নিক শিল্প বলে।


৪০৩)কোন শিল্পকে ভারতের উদীয়মান শিল্প বা সূর্যোদয়ের শিল্প বলা হয়?


Ans: পেট্রো রাসায়নিক শিল্প।


৪০৪) কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়?


Ans: পেট্রো রাসায়নিক শিল্প।


৪০৫)পেট্রো রাসায়নিক শিল্পের প্রধান কাঁচামালের নাম কি?


Ans: ন্যাপথা।


৪০৬)কোন দেশ পেট্রো রাসায়নিক শিল্পে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪০৭)ভারতের কোথায় প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল?


Ans: মহারাষ্ট্রের ট্রম্বেতে (1966 খ্রিস্টাব্দে)।


৪০৮)কোন সংস্থার উদ্যোগে মহারাষ্ট্র ট্রম্বেতে ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছিল?


Ans: ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড।


৪০৯)ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?


Ans: গুজরাটের জামনগর।


৪১০)কোন সংস্থার উদ্যোগে গুজরাটের জামনগরে ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্পটি গড়ে ওঠে?


Ans: রিলায়েন্স পেট্রোকেমিক্যালস।


৪১১)পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে উঠেছে?


Ans: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়।


৪১২)কোন সংস্থার উদ্যোগে পশ্চিমবঙ্গের হলদিয়ায় পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে?


Ans: হলদিয়া পেট্রোকেমিক্যালস।


৪১৩) "ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল" কোথায় অবস্থিত?


Ans: মহারাষ্ট্রের থানে-বেলাপুর।


৪১৪)"ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন"কোথায় অবস্থিত?


Ans: গুজরাটের ভাদোদরা।


৪১৫) "বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল" কোথায় অবস্থিত?


Ans: অসমের বঙ্গাইগাঁও।


৪১৬)কোথায় ভারত তথা এশিয়ার বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র স্থাপনের কাজ চলছে?


Ans: গুজরাটের দাহেজে।


৪১৭)গুজরাটের দাহেজে কোন সংস্থার উদ্যোগে ভারত তথা এশিয়ার বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্র স্থাপনের কাজ চলছে?


Ans: OPaL(ONGC Petro Additions Ltd).


৪১৮)এশিয়ার তৃতীয় বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম কি?


Ans: ছত্রিশগড়ের ভিলাই এ অবস্থিত হিন্দুস্থান স্টিল লিমিটেড।


৪১৯)বিশ্বেশ্বরা আয়রন এন্ড স্টিল লিমিটেড কোথায় অবস্থিত?


Ans: কর্নাটকের শিমোগা জেলার ভদ্রাবতীতে।


৪২০)বিশ্বেশ্বরা আয়রন এন্ড স্টিল লিমিটেড কোন নদীর তীরে অবস্থিত?


Ans: ভদ্রা নদীর তীরে।


৪২১)বিশ্বেশ্বরা আয়রন এন্ড স্টিল লিমিটেডের পূর্ব নাম কি ছিল?


Ans: মহীশূর আয়রন এন্ড ষ্টীল কোম্পানি।


৪২২)বিশ্বেশ্বরা আয়রন এন্ড স্টিল লিমিটেড কোন কোম্পানির সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়?


Ans: মার্কিন পেরি এন্ড মার্শাল কোম্পানি।


৪২৩)সালেম স্টিল প্লান্ট কোন নদীর তীরে অবস্থিত?


Ans: তামিলনাড়ুর কাবেরী নদীর তীরে।


৪২৪) ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম কি?


Ans: JSW Group.


৪২৫)SAIL কবে স্থাপিত হয়?


Ans: 1954 খ্রীঃ।


৪২৬) ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প সংস্থার নাম কি?


Ans: রিলায়েন্স গোষ্ঠী।


৪২৭)ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে?


Ans: যে শিল্পের লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, রবার, রং ইত্যাদি ব্যবহার করে উন্নত প্রযুক্তি বিদ্যার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ভারী ও হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ করা হয়, তাকে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প বলে।


৪২৮)কয়েকটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখ?


Ans: মোটর গাড়ি, রেল ইঞ্জিন, জাহাজ, ট্রাক্টর, হারভেস্টার, এরোপ্লেন, মনি যন্ত্রপাতি নির্মাণ ইত্যাদি।


৪২৯) কয়েকটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম লেখ?


Ans: রেডিও, টেলিভিশন, ক্যামেরা, সাইকেল, ঘড়ি,পাখা ইত্যাদি।


৪৩০) ইঞ্জিনিয়ারিং শিল্পে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪৩১)আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: সিনসিনাটি।


৪৩২)কৃষি যন্ত্রপাতি নির্মাণে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪৩৩)কয়েকটি কৃষি যন্ত্রপাতি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: চিকাগো, মিলওয়াকি, উইনিপেগ, পিটসবার্গ, বাল্টিমোর, রিচমন্ড ইত্যাদি।


৪৩৪) রেল ইঞ্জিন, রেলের বগি ও রেল ওয়াগন নির্মাণে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪৩৫)আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: ওহায়োর লিমা, স্ক্র্যানটন, পিটসবার্গ, এডিস্টোন, বিলোয়িট, ল্যাগরেঞ্জ।


৪৩৬)আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি রেল বগি ও রেল ওয়াগন নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: ম্যাকিস রকস্, অ্যালটুনা, বালটার, বারউইক, চিকাগো, পুলম্যান, মিশিগান সিটি।


৪৩৭)পৃথিবীর বৃহত্তম রেল বগি নির্মাণ শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্রের পুলম্যান শহরে।


৪৩৮)বিমান নির্মাণ শিল্পে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪৩৯)আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমান নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: সান্টা মণিকা,লং বিচ,সান দিয়াগো, লস এঞ্জেলেস, ফোর্ট ওয়ার্থ, কানসাস সিটি।


৪৪০)কোন দেশ জাহাজ নির্মাণ শিল্পে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?


Ans: আমেরিকা যুক্তরাষ্ট্র।


৪৪১)আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়েকটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: গ্রোনটন, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, চিকাগো, ক্লিভল্যান্ড, মিলওয়াকি, বাফেলো ইত্যাদি‌।


৪৪২) কোন শহরকে কানাডার বার্মিংহাম বলা হয়?


Ans: হ্যামিলটন।


৪৪৩)পৃথিবীর একটি বিখ্যাত ছুরি-কাঁচি উৎপাদন শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: যুক্তরাজ্যের শেফিল্ড।


৪৪৪) ভারতের কোথায় লৌহ ইস্পাত শিল্পের যন্ত্রপাতি নির্মাণ করা হয়?


Ans: ঝাড়খণ্ডের রাঁচি (হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন)।


৪৪৫) ভারতের কোন সংস্থা পেট্রো রাসায়নিক শিল্প, তৈল শোধনাগার ও রাসায়নিক সার শিল্প কেন্দ্রের যন্ত্রপাতি নির্মাণ করে?


Ans: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত Bharat Heavy Plates and Vesal Limited.


৪৪৬)পশ্চিমবঙ্গের কোথায় কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি নির্মাণ করা হয়?


Ans: বেলঘড়িয়া (Texmaco).


৪৪৭)ভারতের কয়েকটি ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণশিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: মধ্যপ্রদেশের ভূপাল (বৈদ্যুতিক মোটর), তামিলনাড়ুর তিরুচিরাপল্লী (ট্রান্সফর্মার), উত্তরাখণ্ডের হরিদ্বার (টারবাইন), অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুর (জেনারেটর) ইত্যাদি।


৪৪৮) ভারতের কয়েকটি কৃষি যন্ত্রপাতি নির্মাণশিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: হরিয়ানার পিঞ্জোর (ট্রাক্টর ও হারভেস্টার), রাজস্থানের আজমির (পাম্প মেশিন), তেলেঙ্গানার হায়দ্রাবাদ (পাওয়ার টিলার)।


৪৪৯)ভারত একটি ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প সংস্থার নাম লেখ?


Ans: Bharat Heavy Electricals Ltd.


৪৫০)ভারতের একটি কৃষি যন্ত্রপাতি নির্মাণশিল্প সংস্থার নাম লেখ।


Ans: HINDUSTAN MACHINE AND TOOLS.


৪৫১)ভারতের একটি খনি যন্ত্রপাতি নির্মাণ শিল্প সংস্থার নাম লেখ।


Ans: পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত Mining and Allied Machinery Corporation.


৪৫২) ভারতের কয়েকটি জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ?


Ans: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের কলকাতা, মহারাষ্ট্রের মুম্বাই, কেরালা কোচি।


৪৫২)ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি?


উ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম।


৪৫৩)ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ শিল্প সংস্থার নাম কি?


Ans: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত Hindustan Shipyard Ltd.


৪৫৪)ভারতের কোথায় ছাপাখানার যন্ত্রপাতি নির্মাণশিল্প গড়ে উঠেছে?


Ans: কেরালার কালামাশেরী(H.M.T)।


৪৫৫) ভারতের বৃহত্তম হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প সংস্থা বা পূর্ত শিল্প সংস্থার নাম কি?


Ans: H.M.T।


৪৫৬)HMT ঘুড়ি তৈরির কারখানা কোথায় অবস্থিত?


Ans: কর্নাটকের বেঙ্গালুরু ও জম্মু ও কাশ্মীরের শ্রীনগর।


৪৫৭)গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোথায় অবস্থিত?


Ans: পশ্চিমবঙ্গের কলকাতা।


৪৫৮) মাজগাঁও ডক কোথায় অবস্থিত?


Ans: মহারাষ্ট্রের মুম্বাই।


৪৫৯)কোচি শিপইয়ার্ড লিমিটেড কোথায় অবস্থিত?


Ans: কেরালা কোচি।


৪৬০)ভারতের বৃহত্তম বিমানপোত নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: কর্নাটকের বেঙ্গালুরু।


৪৬১) ভারতের বৃহত্তম বিমানপোত নির্মাণ সংস্থার নাম কি?


Ans: কর্নাটকের বেঙ্গালুরু অবস্থিত হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড।


৪৬২)ভারতের কয়েকটি বিমানপোত নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: কর্নাটকের বেঙ্গালুরু, উত্তরপ্রদেশের কানপুর, উড়িষ্যার কোরাপুট, মহারাষ্ট্রের নাসিক, তেলেঙ্গানার হায়দ্রাবাদ।


৪৬৩)ভারতের কোথায় অ্যাভ্রো-74 বিমান তৈরি করা হয়?


Ans: মহারাষ্ট্রের নাসিক।


৪৬৪) ভারতের কোথায় মিগ বিমান তৈরি করা হয়?


Ans: তেলেঙ্গানার হায়দ্রাবাদ।


৪৬৫)Tata Engineering and Locomotive Corporation (TELCO) কোথায় অবস্থিত?


Ans: ঝাড়খণ্ডের জামশেদপুর।


৪৬৬)ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?


Ans: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চিত্তরঞ্জন।


৪৬৭)ভারতের বৃহত্তম ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?


Ans: উত্তরপ্রদেশের বাড়ানোর।


৪৬৮)ভারতের কয়েকটি রেল বগি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: তামিলনাড়ুর পেরাম্বুর, কর্নাটকের ম্যাঙ্গালোর, পাঞ্জাবের কাপুরথালা, পশ্চিমবঙ্গের দমদম।


৪৬৯)ভারতের বৃহত্তম রেল বগি নির্মাণ শিল্প কেন্দ্রের নাম কি?


Ans: তামিলনাড়ুর পেরাম্বুর।


৪৭০)ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (Intregal Coach Factory) কোথায় অবস্থিত?


Ans: তামিলনাড়ুর পেরাম্বুর।


৪৭১)ভারতের কোথায় Earth Moves রেল বগি নির্মাণ শিল্প কেন্দ্র অবস্থিত?


Ans: কর্নাটকের ম্যাঙ্গালোর।


৪৭২)পশ্চিমবঙ্গের কোথায় Jeshop and Company Ltd এর রেল কোচ ফ্যাক্টরি অবস্থিত?


Ans: পশ্চিমবঙ্গের দমদম।


৪৭৩)ভারতের কয়েকটি রেল ওয়াগন নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: পশ্চিমবঙ্গের দমদম, বিহারের মজঃফরপুর, রাজস্থানের ভরতপুর।


৪৭৪)ভারত ওয়াগন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (Bharat Wagon and Engineering) কোথায় অবস্থিত?


Ans: রাজস্থানের ভরতপুর।


৪৭৫)পশ্চিমবঙ্গের কোথায় জরিপ যন্ত্রপাতি নির্মাণের কারখানা আছে?


Ans: মাধবপুর।


৪৭৬)"ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড" কোথায় অবস্থিত?


Ans: তেলেঙ্গানার হায়দ্রাবাদ।


৪৭৭)ভারতের একটি রেডিও ও টেলিভিশন নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: তেলেঙ্গানার হায়দ্রাবাদ।


৪৭৮)ভারতের একটি কম্পিউটার নির্মাণ শিল্প কেন্দ্রের নাম লেখ।


Ans: তেলেঙ্গানার হায়দ্রাবাদ।


৪৭৯)মোটরগাড়ি নির্মাণ শিল্প বলতে কী বোঝো?


Ans: যে ভারী পূর্তশিল্পে নানান যন্ত্রাংশ ও উপকরণ জোড়া লাগিয়ে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণ করা হয়, তাকে মোটরগাড়ি নির্মাণ শিল্প বলে।


৪৮০)পেট্রো রাসায়নিক শিল্প ছাড়া ভারতের অপর একটি উদীয়মান শিল্পের নাম লেখ।


Ans: মোটর গাড়ি নির্মাণ শিল্প।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.