Ads Area

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 4th September 2024

Top Post Ad

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th সেপ্টেম্বর 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 4th September 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th সেপ্টেম্বর 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 4th September 2024

নিচে Bengali Current Affairs 4th September 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th সেপ্টেম্বর 2024 | Bengali Current Affairs 4th September 2024

1.IT এবং IT enabled service হাবের জন্য 33,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে উত্তর প্রদেশ সরকার।

2.বার্ষিক রেভিনিউ 10 লক্ষ কোটি টাকা অতিক্রম করে যাওয়া প্রথম ভারতীয় কোম্পানির তকমা পেলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

3.125 টি ইন্ডিক ভাষায় Google DeepMind এর Morni AI লঞ্চ হতে চলেছে।

4.পশ্চিমবঙ্গের বিধানসভায় ঐতিহাসিক অ্যান্টি-রেপ 'Aparajita' বিল পাশ হলো।

5.2025 অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথ বাড়িয়ে 7% নির্ধারণ করলো বিশ্ব ব্যাঙ্ক।

6.ইম্প্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য Bisleri এবং গোয়া সরকার জোটবদ্ধ হলো।

7.Bharath Sesha কে ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো Philips.

8.ফাইনালে মোহন বাগান সুপার জায়ান্ট কে হারিয়ে ডুরান্ড কাপ খেতাব জিতলো নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব।

9.প্যারালিম্পিক 2024 -এ শীতল দেবী ও রাকেশ কুমার জুটি মিক্সড আর্চারি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলো।

10.প্যারালিম্পিক 2024 এ সুমিত আন্তিল জ্যাভলিন নিক্ষেপে এবং ব্যাডমিন্টনে নীতেশ কুমার গোল্ড মেডেল জিতলেন।

Also Read:


Bottom Post Ad

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Ads Area