বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুলাই 2024 | Bengali Current Affairs 29th July 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুলাই 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Bengali Current Affairs 29th July 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুলাই 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুলাই 2024 | Bengali Current Affairs 29th July 2024

নিচে Bengali Current Affairs 29th July 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 29th জুলাই 2024 | Bengali Current Affairs 29th July 2024

1.প্রতি বছর 28 শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়, এবছরের থিম - 'It's Time for Action'.

2.প্যারিস অলিম্পিক 2024 -এ প্রথম ভারতীয় হিসেবে Manu Bhaker মহিলাদের 10 m এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ মেডেল জিতলেন।

3.প্রখ্যাত মারাঠি লেখক Father Francis D'Britto 81 বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন। 

4.ডিপার্টমেন্ট অফ এটমিক এনার্জির একটি ইউনিট কর্ণাটকের  Mandya এবং Yadgiri জেলায় লিথিয়ামের উৎস খুঁজে পেলো।

5.কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি ধানবাদে Vriksharopan Abhiyan 2024 লঞ্চ করলেন।

6.কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং এর মতে 2031-32 সালের মধ্যে ভারতের স্থাপিত নিউক্লিয় শক্তির ক্ষমতা 8,180 MW থেকে বেড়ে 22,480 MW হতে চলেছে।

7.রাষ্ট্রপতি ভবনের গুরুত্বপূর্ণ হল  'Durbar Hall’ এবং ‘Ashok Hall’ এর নাম পরিবর্তন করে ‘Ganatantra Mandap’ এবং ‘Ashok Mandap রাখা হলো।

8.আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) সদস্য হিসেবে দ্বিতীয়বারের জন্য নীতা আম্বানিকে পুনঃনির্বাচিত করা হলো।

9.এশিয়ার প্রথম Low-Carbon গ্রীন জিঙ্ক 'EcoZen' লঞ্চ করলো Hindustan Zinc.

10.হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু Dr. MK Shingari -এর আত্মীজীবনী প্রকাশ করলেন যার শিরোনাম 'Ek Refugee Scientist'.

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.