প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024 | Gksolves Current Affairs 8th June 2024

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 8th June 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024 | Gksolves Current Affairs 8th June 2024

নিচে Gksolves Current Affairs 8th June 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স 8th জুন 2024 | Gksolves Current Affairs 8th June 2024

1.দেশীয়ভাবে তৈরি এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম উদ্বোধন এবং Air-Pravah অ্যাপ লঞ্চ করলেন MeitY সেক্রেটারি S Krishnan.

2.সচেতনতা প্রমোট করার জন্য Universal Sompo 'Insure Today For a Safe Tomorrow' ক্যাম্পেইন লঞ্চ করলো।

3.2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ 7% নির্ধারণ করলো DBS ব্যাংক।

4.LNG সরবরাহের জন্য IOC লিমিটেড এবং কোরিয়া সাউথ-ইস্ট পাওয়ারের সাথে চুক্তি স্বাক্ষর করলো TotalEnergies.

5.সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DOT) সম্প্রতি UN's WSIS 2024 'Champion' আওয়ার্ড জিতলো।

6.সম্প্রতি বিহারের Nagi এবং Nakti পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হলো।

7.Employees’ State Insurance Corporation (ESIC) এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন Shri Kamal Kishore Soan.

8.Air India এবং Vistara -এর মার্জ হওয়ার অনুমোদন দিলো ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনাল (NCLT).

9.Safe, Trusted, Ethical AI এর উপর ওয়ার্কশপ হোস্ট করলো MeitY এবং UNESCO.

10.গ্রামীন মহিলা উদ্যোগকতাদের সশক্তিকরণের জন্য Muthoot Microfin এবং SBI জোটবদ্ধ হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.