বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th মে 2024 | Gksolves Current Affairs 8th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 8th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th মে 2024 | Gksolves Current Affairs 8th May 2024

নিচে Gksolves Current Affairs 8th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 8th মে 2024 | Gksolves Current Affairs 8th May 2024


1.মোহনবাগান সুপার জায়েন্ট কে হারিয়ে মুম্বাই সিটি এফসি দ্বিতীয়বার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) খেতাব জিতলো।

2.ভারত এবং নাইজেরিয়া সম্প্রতি লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম এগ্রিমেন্ট করলো।

3.ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ 2025 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি গ্রোথ বাড়িয়ে 7.1% নির্ধারণ করলো।

4.সঞ্জীব নটিয়াল কে ম্যানেজিং ডিরেক্টর (MD) এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত করলো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক।

5.পোল্যান্ডের Iga Swiatek এবং রাশিয়ার Andrey Rublev যথাক্রমে মহিলা এবং পুরুষ বিভাগে মাদ্রিদ ওপেন 2024 খেতাব জিতলেন।

6.লা লিগা 2023-24 সিজন খেতাব জিতলো স্প্যানিশ ফুটবল জায়েন্ট রিয়াল মাদ্রিদ।

7.গুজরাটের ঐতিহ্যবাহী টেক্সটাইল ক্রাফট SKutch Ajrakh সম্প্রতি GI ট্যাগ পেলো।

8.পানামা -এর রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন José Raúl Mulino.

9.প্রতিবছর 7 ই মে World Asthma Day পালন করা হয়, এবছরের থিম - 'Asthma Education Empowers'.

10.নবম ICC ওমেন'স টি-20 বিশ্বকাপ 2024 বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.