বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মে 2024 | Gksolves Current Affairs 4th May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Current Affairs 4th May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মে 2024 | Gksolves Current Affairs 4th May 2024

নিচে Gksolves Current Affairs 4th May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 4th মে 2024 | Gksolves Current Affairs 4th May 2024


1.সোলার প্রজেক্টের জন্য $400 মিলিয়ন ফাইন্যান্স নিশ্চিত করলো আদানি গ্রীন এনার্জি।

2.UPI এর মত ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম তৈরির জন্য ব্যাংক অফ নামিবিয়া এর সাথে জোটবদ্ধ হলো NPCI.

3.BharatPe এর প্রাক্তন COO Dhruv Dhanraj Bahl সম্প্রতি Eternal Capital VC ফান্ড লঞ্চ করলেন।

4.টি-20 বিশ্বকাপ 2024 এ USA এবং দক্ষিণ আফ্রিকার লীড স্পনসর হলো Amul.

5.প্রতিবছর 3 রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম দিবস পালন করা হয়, এবছরের থিম - 'A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis'.

6.অ্যান্টি-করাপশন নীতি লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার Devon Thomas কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করলো ICC.

7.গুয়াহাটিতে 2025 BWF ওয়ার্ল্ড জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করতে চলেছে ভারত।

8.বিশিষ্ট রাজনীতিবিদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী V. Srinivas 76 বছর বয়সে প্রয়াত হলেন।

9.Jeremiah Manele কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলো Solomon Islands.

10.ডিপার্টমেন্ট অফ পার্সোনেল এন্ড ট্রেনিং (DPIIT) এর ডিরেক্টর হিসেবে প্রতিমা সিংকে নিযুক্ত করা হলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.