বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মে 2024 | Daily Current Affairs 3rd May 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মে 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Daily Current Affairs 3rd May 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মে 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মে 2024 | Daily Current Affairs 3rd May 2024

নিচে Daily Current Affairs 3rd May 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 3rd মে 2024 | Daily Current Affairs 3rd May 2024


1.প্রখ্যাত লেখক Paul Auster সম্প্রতি 77 বছর বয়সে প্রয়াত হলেন।

2.পুনেতে ভারতের প্রথম কনষ্টিটিউশন পার্ক গড়ে তুলতে ভারতীয় সেনাবাহিনী এবং Punit Balan Group জোটবদ্ধ হলো।

3.ভারতে 1 গিগাওয়াট রিনউইবেল এনার্জি তৈরি করতে 5215 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC).

4.কোচি তে 46 তম আন্টার্কটিক ট্রিটি কন্সাল্টেটিভ মিটিং হোস্ট করতে চলেছে ভারত।

5.বিশ্বের 'unhealthy air' শহরের তালিকায় কাঠমান্ডু শীর্ষ স্থান অধিকার করলো।

6.প্রতিবছর 2 রা মে World Tuna Day পালিত হয়।

7.কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি তে অসামান্য অবদানের জন্য Dr. Bina Modi কে সম্মানিত করা হলো।

8.জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এর MD এবং CEO পদে Hitesh Sethia কে নিযুক্ত করার মান্যতা দিলো MCA.

9.ভারতের নেতৃত্বে নিউইয়র্কে DPI (Digital Public Infrastructure) এর উপর UN এর প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হলো।

10.Waste-to-Green এনার্জি প্লান্ট স্থাপনের জন্য TUECO এবং উত্তরাখণ্ডের নগর নিগম হরিদ্বার চুক্তি স্বাক্ষর করলো।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.