বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024 | Speedy Current Affairs 16th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Speedy Current Affairs 16th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024 | Speedy Current Affairs 16th April 2024

নিচে Speedy Current Affairs 16th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 16th এপ্রিল 2024 | Speedy Current Affairs 16th April 2024


1.রশ্মি কুমারী সম্প্রতি তার 12 তম ন্যাশনাল ওমেন'স ক্যারাম খেতাব জিতলেন।

2.হাভার্ড বিশ্ববিদ্যালয় ভারতীয়-আমেরিকান অভিনেত্রী Avantika Vandanapu কে সাউথ এশিয়ান পার্সন অফ দি ইয়ার সম্মানে সম্মানিত করলো।

3.ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি Jack Clarke 70 বছর বয়সে প্রয়াত হলেন।

4.সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর জয়েন্ট ডিরেক্টর পদে সিনিয়র আইপিএস অফিসার অনুরাগ কুমারকে নিযুক্ত করা হলো।

5.ওয়াশিংটন ডিসিতে ইউএস, জাপান এবং ফিলিপিন্স এর মধ্যে প্রথম ত্রিপাক্ষিক সামিট মিটিং সম্পন্ন হলো।

6.প্রখ্যাত লেখক সালমান রুশদী সম্প্রতি তার স্মৃতিকথা প্রকাশ করলেন যার শিরোনাম "Knife": A Harrowing Tale of Resilience and the Fight for Free Speech.

7.ন্যাশনাল জুডিশিয়াল একাডেমীর ডিরেক্টর পদে বিচারপতি অনিরুদ্ধ বোসকে নিযুক্ত করা হলো।

8.Double Taxation Avoidance এগ্রিমেন্টে ভারত এবং মরিশাস সম্প্রতি একটি সংশোধনী চুক্তি স্বাক্ষর করলো।

9.প্রতি বছর 15 ই এপ্রিল বিশ্ব কলা দিবস (World Art Day) পালন করা হয়।

10.ডিপার্টমেন্ট অফ পোস্ট এর সেক্রেটারি পদে Vandita Kaul কে নিযুক্ত করা হলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.