বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024 | Recent Current Affairs 22nd April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Recent Current Affairs 22nd April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024 | Recent Current Affairs 22nd April 2024

নিচে Recent Current Affairs 22nd April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 22nd এপ্রিল 2024 | Recent Current Affairs 22nd April 2024


1.প্রতিবছর 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়।

2.প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে লতা দীননাথ মঙ্গেশকর আওয়ার্ড -এ সম্মানিত করা হতে চলেছে।

3.SPACE India এর ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে Sanjana Sanghi কে নিযুক্ত করা হলো।

4.ইংল্যান্ডের স্পিন লেজেন্ড Derek Underwood 78 বছর বয়সে প্রয়াত হলেন।

5.ট্যাক্স চুক্তির সংশোধন করতে ভারত এবং মরিশাস চুক্তি স্বাক্ষর করলো।

6.CBI এর জয়েন্ট ডিরেক্টর পদে IPS অফিসার অনুরাগ কুমারকে নিযুক্ত করা হলো।

7.সম্প্রতি তেলেঙ্গানাতে তিনটি আর্কিওলজিক্যাল সাইটের সন্ধান পাওয়া গেলো।

8.নতুন দিল্লিতে বৃহৎ রিসার্চ ল্যাব অপারেট করতে রাশিয়া এবং ভারত চুক্তি স্বাক্ষর করলো।

9.Skytrax ওয়ার্ল্ড এয়ারপোর্ট আওয়ার্ড 2024 এ শ্রেষ্ঠ এয়ারপোর্ট -এর সম্মান পেলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ দোহা।

10.NPCI এর সাথে জোটবদ্ধ হয়ে এয়ারটেল পেমেন্টস ব্যাংক NCMC ডেবিট এবং প্রি-পেড কার্ড লঞ্চ করলো।


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.