বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024 | Gksolves Daily Current Affairs 17th April 2024

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Gksolves Daily Current Affairs 17th April 2024 থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024. এটি সমস্ত WBPSC পরীক্ষা যেমন WBCS, PSC Clerkship, PSC বিবিধ, Food SI, ইত্যাদির জন্য এবং রেল, ব্যাঙ্ক, স্টাফ সিলেকশন কমিশন, IB, এবং LIC পরীক্ষার মতো অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024 | Gksolves Daily Current Affairs 17th April 2024

নিচে Gksolves Daily Current Affairs 17th April 2024 যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। gksolves.com সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্রদান করে সম্পূর্ণ বিনামূল্যে।


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স 17th এপ্রিল 2024 | Gksolves Daily Current Affairs 17th April 2024


1.উত্তর প্রদেশের চিত্রকূটে ভারতের প্রথম কাঁচের তৈরি Skywalk Bridge তৈরি করা হলো।

2.অরুণাচল প্রদেশের Nyishi সম্প্রদায় সম্প্রতি Longte উৎসব উদযাপন করলো।

3.সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন Lee Hsien Loong.

4.আন্তর্জাতিক মনেটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে Kristalina Georgieva কে পুনরায় নিযুক্ত করা হলো।

5.আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান 287 করে রেকর্ড গড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ।

6.Mortgage Guarantee-Backed হোম লোনের জন্য IMGC এবং ব্যাংক অফ ইন্ডিয়া জোটবদ্ধ হলো।

7.নেপালের বিভিন্ন সংস্থাকে 35 টি এম্বুলেন্স এবং 66 টি স্কুল বাস দান করলো ভারত।

8.রিনিউইবেল এনার্জি প্রজেক্টে 1200 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে Mahindra.

9.Zoho এর প্রতিষ্ঠাতা Sridhar Vembu কে UGC এর মেম্বার হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত করা হলো।

10.গণিতজ্ঞ Avi Wigderson সম্প্রতি 2023 ACM A.M.Turing আওয়ার্ড জিতলেন।

Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.