Ads Area

দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | WB HS History Model Paper 2024

দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় WB HS History Model Paper 2024 PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF.

নিচে WB HS History Model Paper 2024 PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | WB HS History Model Paper 2024

দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন উত্তর | WB HS History Model Paper 2024

১)সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?


Ans: বাংলাদেশর ঢাকা, 1985 খ্রীঃ।


২)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়?


Ans: 21শে ফেব্রুয়ারি।


৩)হিদেকি তোজো কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?


Ans: জাপান।


৪)হো চি মিন কোন দেশে রাষ্ট্রনেতা ছিলেন?


Ans: ভিয়েতনাম।


৫)চৌ এন লাই কোন দেশের রাষ্ট্রনেতা ছিলেন?


Ans: চীন।


৬)ভারতীয় যোজনা কমিশন / পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?


Ans: 1950 খ্রিস্টাব্দের 15 ই মার্চ।


৭)বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলা হয়?


Ans: থুকিডিডিস।


৮)‘মার্কেন্টাইলবাদ’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?


Ans: অ্যাডাম স্মিথ।


৯)চিনে কে মুক্তদ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন?


Ans: জন হে।


১০)বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans: 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজীরাও এর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির।


১১) ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?


Ans: 1800 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি।


১২) রামমোহন রায় "তুহাফৎ-ই-মুয়াহিদিন" গ্রন্থটি কোন ভাষায় রচনা করেন?


Ans: ফার্সি ভাষায়।


১৩)মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম লেখ।


Ans: বেঞ্জামিন ব্রাডলি ও ফিলিপ স্প্রাট।


১৪)অধীনতামূলক মিত্রতা নীতি কে কবে প্রবর্তন করেন?


Ans: লর্ড ওয়েলেসলি, 1798 খ্রিস্টাব্দে।


১৫)পঞ্চাশের মন্বন্তর কবে হয়েছিল?


Ans: 1943 খ্রিস্টাব্দে।


১৬)"করেঙ্গে ইয়া মরেঙ্গে" কোন আন্দোলনের রণধ্বনি ছিল?


Ans: ভারত ছাড়ো আন্দোলনের।


১৭)নেতাজি সুভাষচন্দ্র বসু কোন দুটি দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ?


Ans: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের।


১৮) হ্যারি ট্রুম্যান কে ছিলেন?


Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।


১৯)জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?


Ans: যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে (1961 খ্রিস্টাব্দে)।


২০)বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে?


Ans: 1971 খ্রিস্টাব্দের 16 ই ডিসেম্বর।


২১)"ইন্ডিয়া টুডে" গ্রন্থের লেখক কে?


Ans: রজনীপাম দত্ত।


২২)নতুন বিশ্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন?


Ans: আমেরিগো ভেসপুচি।


২৩)পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো?


Ans: গোলমরিচ।


২৪)শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়?


Ans: উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড।


২৫)পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত কে করেন?


Ans: লর্ড ডালহৌসি।


২৬)ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়েছিল?


Ans: 1717 খ্রিস্টাব্দে।


২৭)পিটের ভারত শাসন আইন কবে পাস হয়?


Ans: 1784 খ্রিস্টাব্দে।


২৮)রেগুলেটিং আইন কবে পাস হয়?


Ans: 1773 খ্রিস্টাব্দে।


২৯)ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করেন?


Ans: 1765 খ্রিস্টাব্দে।


৩০)"ইন্ডিয়ান মিরর" পত্রিকার সম্পাদক কে ছিলেন?


Ans: কেশব চন্দ্র সেন।


৩১)কঙ্গো ফ্রি স্টেট এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল?


Ans: বেলজিয়াম।


৩২)দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়ে কারা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল?


Ans: পোর্তুগিজরা।


৩৩)কোন দেশ মুক্ত বাণিজ্যের প্রবক্তা হিসেবে পরিচিত?


Ans: ইংল্যান্ড।


৩৪)আমেরিকা মহাদেশের আদিম অধিবাসীদের কি বলা হত?


Ans: রেড ইন্ডিয়ান।


৩৫)উত্তমাশা অন্তরীর সর্বপ্রথম কে প্রদক্ষিণ করেন?


Ans: বার্থোলোমিউ দিয়াজ‌

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

Ads Area