মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্নোত্তর PDF

মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF

মাধ্যমিক ভূগোল ভূগোল অতিরিক্ত প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর PDF

নিচে মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।


মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF


মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF

Dear Students, Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF. প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous | TET  | Upper Primary  | Group D ইত্যাদি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। এই সমস্ত চাকরির পরীক্ষা ছাড়াও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সম্বন্ধে আপনার সাধারণ ধারণা থাকা দরকার, তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF যা আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে ধারণা গঠন করতে বিশেষ সাহায্য করবে। 



Google News এ আমাদের ফলো করুন


Gksolves Google News


মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF


ভূগোল অতিরিক্ত প্রশ্নোত্তর


1. আরোহন ও অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল কী?

উঃ পর্যায়ন।


2. মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলে?

উঃ ওয়াদি।


3. পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত?

উঃ ৩৪ শতাংশ।


4. বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে?

উঃ ১০০ শতাংশ।


5. কেন্দ্রাতিগ বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়?

উঃ গৌণ জোয়ার।


6. ল্যাণ্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি?

উঃ মিথেন।


7. বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য?

উঃ তামিলনাড়ু।


8. ভারতে কখন পশ্চিমিঝঞ্ঝার প্রভাব দেখা যায়?

উঃ শীতকালে।


9. ভারতের বৃহত্তম রেলইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে?

উঃ চিত্তরঞ্জন।


10. ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি?

উঃ NH-2 ।


11. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কত?

উঃ ৫৩ টি।


12. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তার নাম কী?

উঃ ISRO ।


13. অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কী নামে পরিচিত?

উঃ বার্খান।


14. প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে?

উঃ ওজোন স্তরকে।


15. নদীমোহনা কেমন আকৃতির হলে বানডাকার তীব্রতা প্রকট হয়?

উঃ ফানেল আকৃতির।


16. কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়?

উঃ পারদ।


17. ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী কাকে বলে?

উঃ ব্যাঙ্গালোর।


18. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা কত?

উঃ ৯৪৩ জন।


19. উপগ্রহচিত্রে বনভূমিকে কী রঙের দেখায়?

উঃ লাল।


20. ধারণ অববাহিকা নদীর কোন অংশে দেখা যায়?

উঃ উচ্চ বা পার্বত্য অংশে।


21. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার?

উঃ ১০১৩.২৫ মিলিবার।


22. কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসব সর্বনিম্ন?

উঃ নিরক্ষীয়।


23. গঙ্গা অ্যাকশন প্ল্যান কতসালে চালু হয়?

উঃ ১৯৮৬ সালে।


24. কোন ফলসকে তৃষ্ণার্ত ফসল বলে?

উঃ ধান ও ইক্ষুকে।


25. সরলবর্গীয় অরণ্যাঞ্চলের তলদেশের মাটিকে কী বলে?

উঃ পডজল।


26. ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কী?

উঃ কার্পাস বয়ন শিল্প।


27. সাদাকালো উপগ্রহ চিত্রকে কী বলে?

উঃ Grayscale ।


28. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কী?

উঃ পেডিমেণ্ট


29. কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যাওয়ার কারণ কী?

উঃ লা-নিনা।


30. কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না?

উঃ নিরক্ষীয় জলবায়ুতে।


31. ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম কী?

উঃ স্ক্র্যাবার।


32. ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কী?

উঃ ম্যাকমোহন লাইন।


33. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কী?

উঃ আঁধি।


34. ভারতের বৃহত্তম সঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়?

উঃ সালেম।


35. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কী?

উঃ বিহার।


36. উদীয়মান শিল্প বলতে কোন শিল্পকে বোঝায়?

উঃ পেট্ররসায়ন শিল্প।


37. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ কর্ণাটকের ব্যাঙ্গালোর।


38. 4R এর পুরো অর্থ কী?

উঃ Reduce, Reuse, Recycle and Refuse ।


39. R.F. শব্দের পুরো কথা কী?

উঃ Representative Fraction ।


40. ধানের খোসা পচে কোন গ্যাস নির্গত হয়?

উঃ মিথেন।


41. কোন বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে?

উঃ রায়পুর।


42. কোথায় ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত?

উঃ নাগপুর।


43. পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কী বলে?

উঃ বেট।


44. NASA এর পুরো অর্থ কী?

উঃ National Aeronautic and Space Administration ।


45. ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কী?

উঃ মিস্ট্রাল।


46. ভারতের বৃহত্তম সমভূমির নাম কী?

উঃ গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমি।


47. অসমে কোন কোন নদীর সমন্বয়ে ব্রহ্মপুত্র তৈরি হয়েছে?

উঃ ডিহং, ডিবং ও লোহিত।


48. ওজোন গ্যাসের ঘনত্ব মাপক একক কী?

উঃ ডবসন।


49. কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারাবছর স্বল্প বৃষ্টিপাত হয়?

উঃ ব্রিটিশ জলবায়ু অঞ্চলে।


50. ভারতে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় আছে?

উঃ পুসা।


51. ভিস হর্ণ পিরামিড চূড়া কোথায় অবস্থিত?

উঃ সুইজারল্যাণ্ডে।


52. বর্হিজাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি কে প্রভাব ফেলে?

উঃ নদী।


53. হিমবাহের ওপর অনেকগুলি সমান্তরাল ফাটলকে কী বলে?

উঃ ক্রেভাস।


54. পম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কী?

উঃ পম্পেরো।


55. মরা কোটাল কোন তিথিতে হয়?

উঃ শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে।


56. সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়ার পদ্ধতিকে কী বলে?

উঃ ল্যান্ডফিলিং।


57. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কী?

উঃ মালদ্বীপ।


58. গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কী বলে?

উঃ খাদার।


59. উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র কী নাম পরিচিত?

উঃ সাংপো।


60. ভারতের অধিকাংশ স্থান কোন মৃত্তিকা দ্বারা আবৃত?

উঃ পলি মাটি দ্বারা।


61. ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি?

উঃ অসম।


62. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?

উঃ NH-7


63. আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল কত?

উঃ ১:১০,০০,০০০


64. গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কী?

উঃ যমুনা।


65. মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির চেয়ে বেশি কী হয়?

উঃ উষ্ণ হয়।


66. মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে কোন জোয়ার হয়?

উঃ গৌণ জোয়ার।


67. অকেজো মোবাইল কোন বর্জ্যের উদাহরণ?

উঃ ই-বর্জ্যের।


68. হিমালয় পর্বতমালার নবীনতম অংশটি কি নামে পরিচিত?

উঃ শিবালিক।


69. ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি?

উঃ উত্তরপ্রদেশ।


70. কী পদ্ধতির দ্বারা বরফগলা জলকণা তুষার কণায় পরিণত হয়?

উঃ রেগেলেশন্‌।


71. সমুদ্রস্রোত কয় প্রকার ও কী কী?

উঃ দু-প্রকার। উষ্ণ স্রোত ও শীতল স্রোত।


72. ভারতের দুটি আগ্নেয়গিরির নাম উল্লেখ করো।

উঃ ব্যারেন ও নারকোন্ডাম।


73. কোন অরণ্য চিরগোধূলির অরণ্য নামে পরিচিত?

উঃ নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।


74. কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত?

উঃ কৃষ্ণ মৃত্তিকা।


75. ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কী?

উঃ ISRO


76. সমুদ্র জলতলের সাপেক্ষ ভূমির সম উচ্চতার সাধারণতল গঠনের প্রক্রিয়াকে কী বলে?

উঃ পর্যায়ন।


77. উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্রজলে মগ্ন হিমদ্রোনী গুলিকে কী বলে?

উঃ ফিয়র্ড।


78. কোন জলবায়ুতে ক্রান্তিয় শীতকাল দেখা যায়?

উঃ নিরক্ষীয় জলবায়ুতে।


79. জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও।

উঃ তুলো।


80. ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম কী?

উঃ গোয়া।


81. জাফরান চাষ কোন রাজ্যে হয়?

উঃ জম্মু ও কাশ্মীর।


82. উপকূল অঞ্চলে গড়ে ওঠা লৌহ-ইস্পাত কেন্দ্রটির নাম কী?

উঃ বিশাখাপত্তনম।


83. লু কখন প্রবাহিত হয়?

উঃ গ্রীষ্মকালের দুপুর বেলা।


84. একটি উষ্ণস্রোতের নাম লেখো।

উঃ ব্রাজিল স্রোত।


85. মিলিয়ন শিটের বিস্তৃতি কত?

উঃ 4 ডিগ্রি × 4 ডিগ্রি।


86. হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?

উঃ U আকৃতির।


87. ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে নদী বোঝাতে কী রঙ ব্যবহার করা হয়?

উঃ নীল।


88. একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের নাম লেখো।

উঃ স্পেনের এব্রো।


89. ISRO কথার পুরো নাম কী?

উঃ Indian Space Research Organisation ।


90. একটি শীতল মরুভূমির নাম লেখো।

উঃ গোবি।


91. একটি জৈব বর্জ্যের নাম লেখো।

উঃ শাকসব্জির খোসা।


92. ভারতের দীর্ঘতম সেচখালের নাম কী?

উঃ ইন্দিরা গান্ধী খাল।


93. কুমায়ুন হিমালয়ের একটি তালের নাম লেখো।

উঃ নৈনিতাল।


94. মৌসুমী বায়ুর লীলাক্ষেত্র বলা হয় কোন দেশকে?

উঃ ভারতবর্ষকে।


95. নদী সংক্রান্ত আলোচনাকে কী বলে?

উঃ Potamology ।


96. কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়?

উঃ ওজোন স্তরকে।


97. একটি বিষহীন বর্জ্যের নাম লেখো।

উঃ খাবারের অবশিষ্টাংশ।


98. উন্নয়নের জীবনরেখা কাকে বলে?

উঃ জলপথ।


99. কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়?

উঃ ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের।


100. GIS এর পুরো নাম কী?

উঃ Geographical Information System


101. আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্রস্রোতের নাম লেখ।

উঃ উপসাগরীয় স্রোত।


102. কোন শিল্পকে শিল্পদানব বলে?

উঃ পেট্রোরসায়ন শিল্পকে।


103. বেতারতরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে?

উঃ আয়নোস্ফিয়ার।


104. প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো।

উঃ ক্যানারি স্রোত।


105. রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক ও উষ্ণবায়ু প্রভাহিত হয় তার নাম কী?

উঃ মিস্ট্রাল।


106. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত?

উঃ ২৪ ঘণ্টা ৫২ মিনিট।


107. জীবাণু দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে কী বলে?

উঃ কম্পোস্টিং।


108. অরুণাচলপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়?

উঃ ১৯৮৭ সালে।


109. ভারতের দীর্ঘতম গিরিপথের নাম কী?

উঃ খারদুংলা।


110. ভারতের দীর্ঘতম নদীবাঁধ গড়ে উঠেছে কোন নদীতে?

উঃ মহানদী-তে।


111. ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোন ঋতুতে?

উঃ শীতকালে।


112. ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক কোম্পানির নাম কী?

উঃ JSW স্টীল কোম্পানি।


113. মিলিয়ন সিটির নূন্যতম জনসংখ্যা কত হতে হবে?

উঃ ১০ লক্ষ।


114. ভারতে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে?

উঃ ISRO ।


115. ক্ষয় ও সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কী বলে?

উঃ পর্যায়ন।


116. দুটি সিফ্‌ বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চল কী নাম পরিচিত?

উঃ গাসি।


117. পাশাপাশি অণুর মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে কী বলে?

উঃ পরিবহন।


118. সেলুলোজ বর্জ্য কোন শিল্প থেকে নির্গত হয়?

উঃ ইক্ষু বা শর্করা।


119. কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়?

উঃ চিত্রকুট জলপ্রপাতকে।


120. কাকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়?

উঃ কানপুর।


121. হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্টি অতি গভীর ফাটলকে কী বলে?

উঃ বার্গশ্রুন্ড।


122. ITCZ এর পুরো নাম কী?

উঃ Inter Tropical Convergence Zone.


123. সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে?

উঃ ১৮০ ডিগ্রি।


124. দুটি e- বর্জ্যের উদাহরণ দাও?

উঃ ভাঙা কম্পিউটার ও মোবাইলের ব্যাটারি।


125. ভারতের কোন কোন রাজ্যের রাজধানী চণ্ডীগড়?

উঃ পাঞ্জাব ও হরিয়ানা।


126. কোন মাটির স্থানীয় নাম মোরাম?

উঃ ল্যাটেরাইট।


127. কিসের চাষকে ওলেরিকালচার বলা হয়?

উঃ শাকসব্জির চাষকে।


128. একটি চ্যুতিগঠিত জলপ্রপাতের নাম লেখো।

উঃ ভিক্টোরিয়া।


129. তুরস্কের মিয়েণ্ড্রেস নদীর নামানুসারে যে নদী গঠিত ভূমিরূপ বৈশিষ্ট্যের নামকরণ করা হয়েছে তা কী?

উঃ মিয়েণ্ডার বা নদীবাঁক।


130. ঝড়ের চক্ষু কোন ঘূর্ণবাতে দেখা যায়?

উঃ ক্রান্তীয় ঘূর্ণবাতে।


131. আটলান্টিক মহাসাগরে নিরক্ষরেখার উত্তরে প্রবাহিত একটি উষ্ণ স্রোতের নাম লেখো।

উঃ উত্তরাটলাণ্টিক স্রোত।


132. ইউট্রোফিকেশন কী?

উঃ জলজনিত পরিবেশ দূষণ।


133. মাইন বাউণ্ডারি ফল্ট কোথায় দেখা যায়?

উঃ মধ্য ও প্রধান হিমালয়ের মাঝে।


134. ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী?

উঃ চিল্কা।


135. রেগুর কোথায় দেখা যায়?

উঃ দাক্ষিণাত্য মালভূমিতে।


136. একটি বাগিচা ফসলের নাম লেখো।

উঃ চা ও কফি।


137. উপগ্রহচিত্রে কোন রঙের ব্যবহার করা হয়?

উঃ FCC.


138. বৈষম্যমূলক ক্ষয়ের ফলে সৃষ্ট ধাপযুক্ত অতিসুদৃশ্য জলপ্রপাতকে কী বলে?

উঃ কাসকেড।


139. নিরক্ষীয় অঞ্চলের তুলনায় উপমেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা কেমন হবে?

উঃ কম।


140. পার্বত্য উপত্যকায় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হারের ব্যতিক্রমকে কী বলে?

উঃ বৈপরীত্য উত্তাপ।


141. সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ আনাইমুদি।


142. কোনো অঞ্চলে মোট কার্যকরী জমির সাপেক্ষে সেই অঞ্চলে যত সংখ্যক কর্মক্ষম মানুষ বসবাস করে, তাকে কী বলে?

উঃ মানুষ জমি অনুপাত।


143. থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কী নামে পরিচিত?

উঃ ধ্রিয়ান।


144. বায়ু শিশিরাঙ্ক উষ্ণতায় উপনীত হলে তার আপেক্ষিক আর্দ্রতার মান কত হবে?

উঃ ১০০ শতাংশ।


145. ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত?

উঃ উত্তর সরকার উপকূল।


146. কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন ধরণের প্রজাতি সংরক্ষণের জন্য বিখ্যাত?

উঃ একশৃঙ্গ গণ্ডার।


147. ভাকরা নাঙ্গাল প্রকল্পটি কোন নদীর উপর গঠিত?

উঃ শতদ্রু নদীতে।


148. টোপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবহ নদী কী রঙ দ্বারা দেখানো হয়?

উঃ কালো রঙ।


149. প্লাবনভূমি, ব-দ্বীপ প্রভৃতি ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে?

উঃ আরোহন।


150. উপত্যকা হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলে?

উঃ ক্রেভাস।


151. সাহারার প্রস্তরময় মরুভূমিকে কী বলে?

উঃ হামাদা।


152. মেরুজ্যোতি কোথায় দেখা যায়?

উঃ থার্মোস্ফিয়ার –এ।


153. রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে কী বলে?

উঃ ফন।


154. স্ক্র্যাবার যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয়?

উঃ বায়ু দূষণ নিয়ন্ত্রণে।


155. ঋতু অনুযায়ী সমুদ্রস্রোতের দিক পরিবর্তন কোথায় দেখা যায়?

উঃ ভারত মহাসাগরে।


156. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উঃ গডউইন অস্টিন বা K2


157. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটির নাম কী?

উঃ কৃষ্ণ মৃত্তিকা।


158. ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলে?

উঃ রেলপথ


159. কাবেরী নদীর ডানতীরের উপনদীর নাম কী?

উঃ অমরাবতী।


160. সু-স্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশনের নাম কী?

উঃ ব্রুন্ট ল্যান্ড।


161. উৎস অঞ্চলে নদী অববাহিকাকে কী বলে?

উঃ ধারণ অববাহিকা।


162. উষ্ণতারেখা উত্তল আকৃতির হলে কোন গোলার্ধ নির্দেশ করে?

উঃ উত্তর গোলার্ধ।


163. জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কী ত্যাগ করে?

উঃ লীন তাপ।


164. উত্তর গোলার্ধে পশ্চিমাবায়ু কোন দিকে থেকে প্রবাহিত হয়?

উঃ দক্ষিণ-পশ্চিম দিকে থেকে।


165. ক্লোরোফ্লুরোকার্বন নির্গমনের ফলে কী ঘটে?

উঃ বিশ্ব উষ্ণায়ন।


166. কর্ণাটকে অম্লবৃষ্টি কী নামে পরিচিত?

উঃ কফি বৃষ্টি।


167. RADAR কী?

উঃ সক্রিয় সেন্সার।


168. ‘গ্রেড’ শব্দটি কে প্রথম ব্যবহার করে?

উঃ গিল বার্ট।


169. মহাদেশীয় হিমবাহের বরফ মুক্ত শৃঙ্গটিকে কী বলা হয়?

উঃ নুনাটকস।


170. একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের নাম লেখো।

উঃ ইউরেনিয়াম। ।


171. বায়ুমণ্ডলের ওজোনের পরিমান কত?

উঃ ০.০০০০০৮ শতাংশ।


172. ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?

উঃ কাণ্ডালা।


173. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উঃ করমণ্ডল উপকূলে।


174. আন্তর্জাতিক বাণিজ্যে সবচেয়ে সস্তা পরিবহনের মাধ্যম কোনটি?

উঃ জলপথ।


175. ‘বল উইভিল’ পোকা কোন শস্য উৎপাদনের সঙ্গে যুক্ত?

উঃ তুলো।


176. প্যাটারনস্টার হ্রদ সৃষ্টি হয় কোথায়?

উঃ হিমসিঁড়ি-তে।


177. ’১২ মাসের তাপমাত্রা ১২’ – এই সূত্রটি দ্বারা কী বোঝানো হয়?

উঃ বার্ষিক গড় তাপমাত্রা।


178. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয়?

উঃ পর্বতের প্রতিবাত ঢালে।


179. রেগুর মৃত্তিকায় কোন উদ্ভিদ জন্মায়?

উঃ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী।


180. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি?

উঃ ভিলাই।


181. ভারতের পূর্ব-পশ্চিম করিডরটি পূর্বে শিলচর থেকে পশ্চিমে কোথা পর্যন্ত বিস্তৃত?

উঃ পোরবন্দর।


182. উপগ্রহ চিত্রে লাল রঙ দ্বারা কাকে বোঝানো হয়?

উঃ বনভূমিকে।


183. মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করে কী সৃষ্টি করে?

উঃ জিউগেন।


184. সমুদ্রজলের অনুভূমিক প্রবাহকে কী বলে?

উঃ সমুদ্রস্রোত।


185. ভারতে প্রথম রেলপথ পরিবহনের সূচনা হয় কত সালে?

উঃ ১৮৫৩ সালে।


186. শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণীঝড় সৃষ্টি হয় তাকে কী বলে?

উঃ আশ্বিনের ঝড়।


187. হিমালয় পর্বতমালা কোন পর্বতগ্রন্থি থেকে সৃষ্টি হয়েছে?

উঃ পামীর গ্রন্থি থেকে।


188. কোন নদীর বদ্বীপকে ‘দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার’ বলা হয়?

উঃ কাবেরী নদীর বদ্বীপকে।


189. ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ভারতের মাটিকে কয়ভাগে ভাগ করেছে?

উঃ ৮ ভাগে।


190. ভারতের প্রধানতম কৃষিভিত্তিক শিল্প কোনটি?

উঃ কার্পাস বয়ন শিল্প।


191. ব্রাজিল স্রোত, জাপান স্রোত, আগুলহাস স্রোত এগুলি কোন ধরণের সমুদ্র স্রোতের উদাহরণ?

উঃ উষ্ণ স্রোত।


192. ডোলড্রাম কোথায় অবস্থিত?

উঃ নিরক্ষীয় অঞ্চলে।


193. ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম কী?

উঃ হ্যারিকেন।


194. এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে?

উঃ প্রশান্ত মহাসাগরে।


195. কচ্ছের রাণে পতিত নদীর নাম কী?

উঃ লুনি।


196. সোনালি তন্তু নাম পরিচিত কে?

উঃ পাট।


197. মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তার নাম কী?

উঃ প্ল্যাটফর্ম।


198. কোন গতিতে নদী পার্শ্বক্ষয় ও সঞ্চয় উভয়ই করে?

উঃ নিম্নগতিতে।


199. কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সর্বাধিক আছে?

উঃ নাইট্রোজেন।


200. কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত ঘটে?

উঃ নিরক্ষীয় অঞ্চলে।


201. শিল্পে নির্গত গ্যাস শোধনে কোন স্ক্র্যাবার ব্যবহার করা হয়?

উঃ আর্দ্র স্ক্র্যাবার।


202. ইলেকট্রনিক্স বর্জ্যকে সংক্ষেপে কী বলে?

উঃ ই- বর্জ্য।


203. হিমবাহের সঞ্চয়কার্যে ওলটানো নৌকার মতো ভূমিরূপটির নাম কী?

উঃ ড্রামলিন।


204. মরুভূমির শুষ্ক নদীখাত কী নামে পরিচিত?

উঃ ওয়াদি।


205. পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীগুলিতে প্রবল বান ডাকে?

উঃ হুগলী।


206. দুটি শিল্পের নাম লেখো যেখানে দূষিত গরমজল নির্গত হয়?

উঃ পেট্রোরাসায়নিক শিল্প ও লৌহ ইস্পাত শিল্প।


207. WHO এর পুরো নাম কী?

উঃ World Health Organisation


208. টোপোগ্রাফিক্যাল ডিগ্রি শিটের স্কেল কত?

উঃ ১ : ২,৫০,০০০


209. নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহনক্ষমতা কতগুণ বৃদ্ধি পায়?

উঃ ৬৪ গুণ।


210. বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কী?

উঃ পেডিমেণ্ট।


211. জেট বায়ু প্রবাহিত হয় কোন স্তর দিয়ে?

উঃ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার।


212. সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় কোথায়?

উঃ নিরক্ষরেখায়।


213. ‘ব্ল্যাকফুট রোগ’ কোন ধাতুর প্রভাবে হয়?

উঃ আর্সেনিক।


214. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ দেরাদুন।


215. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত?

উঃ বারাণসী থেকে কন্যাকুমারী।


216. ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ ব্যাঙ্গালোর।


217. ভারতের গড় জনঘনত্ব কত?

উঃ ৩৮২ জন প্রতি বর্গ কিমিতে।


218. জিওস্টেশনারী উপগ্রহ কোথায় আবর্তিত হয়?

উঃ নিরক্ষরেখা বরাবর পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্বে।


219. ভারতের প্রমাণ দ্রাঘিমা কত?

উঃ ৮২ ডিগ্রি ৩০ মিনিট পূর্ব।


220. উচ্চ অক্ষাংশে সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ উপত্যকাকে কী বলে?

উঃ ফিয়র্ড।


221. তরাই অঞ্চলের মৃত্তিকার অপর নাম কী?

উঃ ভাবর।


222. জোয়ার, বাজরা ও রাগী এই তিন ক্ষুদ্র দানা শস্যকে কী বলে?

উঃ মিলেট।


223. কাকে ভারতের প্রবেশদ্বার বলে?

উঃ মুম্বাই।


224. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উঃ ভিলাই।


225. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত?

উঃ ১০০ শতাংশ।


226. বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কী বলে?

উঃ বার্খান।


227. পৃথিবী-চাঁদ-সূর্যের সরলরৈখিক অবস্থান কী নামে পরিচিত?

উঃ সিজিগি।


228. কোন শহরকে গোলাপী শহর বলে?

উঃ জয়পুর।


229. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উঃ আনাইমুদি।


230. শিলাময় মরুভূমিকে কী বলে?

উঃ হামাদা।


231. ঊর্ধ্বাকাশে বায়ুমণ্ডলের বিস্তৃতি কত দূর পর্যন্ত?

উঃ ১০০০০ কিমি।


232. বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক কী?

উঃ নট্‌।


233. পৃথিবীর কোনো স্থানে দিনে কতবার জোয়ার হয়?

উঃ ২ বার।


234. বানডাকা কোন নদীতে দেখা যায়?

উঃ হগলী নদীতে।


235. Fly Ash উৎপন্ন হয় কোথা থেকে?

উঃ তাপবিদ্যুৎ থেকে।


236. শিবালিক ও হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে কী বলে?

উঃ দুন।


237. গঙ্গান ডান তীরের একটি উপনদীর নাম লেখো।

উঃ যমুনা।


238. গ্রীষ্মকালে উত্তরভারতে যে প্রবল তাপপ্রবাহ চলে তাকে কী বলে?

উঃ লু।


239. মরু অঞ্চলে মাটির স্থানীয় নাম কী?

উঃ সিরোজেম।


240. ‘রেটুন প্রথা’ কোন চাষের সঙ্গে যুক্ত?

উঃ আখ চাষ।


241. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলে?

উঃ আয়ন বায়ুকে।


242. আসামে কালবৈশাখী কী নামে পরিচিত?

উঃ বরদৈছলা।


243. মালনাদ কী?

উঃ কর্ণাটক মালভূমির পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের পাদদেশে অবস্থিত ব্যবচ্ছিন্ন মালভূমি।


244. ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি?

উঃ অন্ধপ্রদেশ।


245. উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে কী বলে?

উঃ পিক্সেল।


246. Mushroom Rock নামে পরিচিত কোন ভূমিরূপটি?

উঃ গৌর।


247. ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি?

উঃ নিরক্ষীয় জলবায়ু।


248. ভাঙা মনিটর কিসের উদাহরণ?

উঃ ই-বর্জ্য।


249. ছদ্মরঙে উপস্থাপিত উপগ্রহ চিত্রে বনভূমির রঙ কী?

উঃ লাল।


250. শিবালিক পর্বতমালা-এর পাদদেশে নুড়ি, পলি ও বালি দ্বারা গঠিত মৃত্তিকাকে কী বলে?

উঃ ভাবর।


251. বর্তমানে ভারতের অরণ্যাবৃত ভূমির মোট পরিমাণ কত?

উঃ ২১.৪৫ শতাংশ।


252. ভারতের ‘সিলিকন ভ্যালি’ নামে পরিচিত কোন শহরটি?

উঃ বেঙ্গালুরু।


253. ক্রান্তীয় ঘূর্ণিঝড় চিনসাগরে কী নামে পরিচিত?

উঃ টাইফুন।


254. কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়?

উঃ এম এস স্বামীনাথন।


255. কোন শিল্পকে বলা হয় ‘শিল্পের শিল্প’?

উঃ লৌহ ইস্পাত শিল্পকে।


256. দুটি স্থানের মধ্যে তথ্যের আদানপ্রদানকে কী বলে?

উঃ যোগাযোগ।


257. ভারতের বৃহত্তম সেচখাল কোনটি?

উঃ সারদা খাল।


258. কৃষ্ণমৃত্তিকার অপর নাম কী?

উঃ রেগুর।


259. ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়?

উঃ ঘুষুড়িতে।


260. ভারতের একটি নদী বন্দরের নাম লেখো।

উঃ কলকাতা।


261. সার্ভে অফ ইণ্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত?

উঃ দেরাদুন।


262. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কী?

উঃ হুবার্ড (আলাস্কা) ।


263. পূর্ণিমার দিন পৃথিবীর দুই দিকে চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কী বলে?

উঃ প্রতিযোগ।


264. ২০১১ সালের আদমসুমারী অনুসারে ভারতের সাক্ষরতার হার কত?

উঃ ৭৪.০৬ শতাংশ।


265. ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো।

উঃ কলকাতা।


266. IRS প্রথম উৎক্ষেপণ হয় কত সালে?

উঃ ১৯৮৮ সালের মার্চ মাসে।


267. কোন দেশকে ফিয়র্ডের দেশ বলে?

উঃ নরওয়েওকে।


268. কোন তিথিতে জোয়ারের মাত্রা সর্বাধিক হয়?

উঃ অমাবস্যা তিথিতে।


269. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত?

উঃ কাবেরী।


270. কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে?

উঃ লৌহ ইস্পাত শিল্পকে।


271. উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে?

উঃ শ্রীনগর থেকে কন্যাকুমারিকা।


272. সোনালি চতুর্ভুজ সড়কপথের মোট দৈর্ঘ্য কত?

উঃ ৮৫৪৬ কিমি।


273. 73F ভূ-বৈচিত্র্য সূচক মানচিত্রের R.F কত?

উঃ ১:২,৫০,০০০ ।


274. হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় কোথায়?

উঃ মেরু অঞ্চলে।


275. বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কী বলে?

উঃ লোয়েস।


276. সমুদ্রস্রোতের দিক বিক্ষেপের কারণ কী?

উঃ কোরিওলিস বল।


277. কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কত ডিগ্রি কোণে হয়?

উঃ ৯০ ডিগ্রি কোণে।


278. ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে?

উঃ এলাহাবাদ।


279. ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় কী?

উঃ পরেশনাথ।


280. পশ্চিমী ঝঞ্ঝা ভারতে কোন সময়ে প্রবেশ করে?

উঃ শীতকালে।


281. কোন রাজ্যেকে ভারতের চিনির বাটি বলে?

উঃ উত্তরপ্রদেশ।


282. বেসরকারী উদ্যোগে স্থাপিত একটি ইস্পাত কেন্দ্রের নাম লেখ।

উঃ টাটা (জামশেদপুর) ।


283. ভারতের জরিপ বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উঃ দেরাদুন-এ।


284. বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে?

উঃ নুনাটকস্‌।


285. গ্রীষ্মকালে কোন বায়ু হিমালয়ের উত্তরে সরে গেলে ভারতে মৌসুমী বায়ুর আগমন ঘটে?

উঃ ক্রান্তীয় পূবালী।


286. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে?

উঃ ৫ই জুন।


287. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলে?

উঃ কম্পোস্টিং।


288. বাসন্তী গম চাষ হয় কোন জলবায়ু অঞ্চলে?

উঃ নাতিশীতোষ্ণ অঞ্চলে।


289. কোন স্কেল একক বিহীন হয়?

উঃ R.F স্কেল।


290. বায়ুমণ্ডলের রক্ষাকবচ কাকে বলা হয়?

উঃ ওজোন স্তর।


291. পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে কী বলে?

উঃ প্রতিযোগ।


292. আদমসুমারি (২০১১) অনুযায়ী নগর হতে গেলে কত জনসংখ্যা প্রয়োজন?

উঃ ১ লক্ষ বা তার বেশি।


293. PIN এর পুরো নাম কী?

উঃ Postal Index Number ।


294. মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে কী বলে?

উঃ প্লায়া।


295. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উঃ হ্যারিকেন।


296. কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়?

উঃ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।


297. মগ্নচড়া সৃষ্টি হয় কী ভাবে?

উঃ উষ্ণ ও শীতল স্রোতের মিলনে।


298. উড়িষ্যার সুবর্ণরেখা থেকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ব-দ্বীপ অঞ্চলটি কোন উপকূল?

উঃ উত্তর সরকার উপকূল।


299. লুনি কোথায় পতিত হয়েছে?

উঃ কচ্ছের রণ-এ।


300. ভারতের আবহাওয়া অফিস মৌসম ভবন কোথায় অবস্থিত?

উঃ নিউ দিল্লী।


301. Black Cotton Soil নামে কে পরিচিত?

উঃ কৃষ্ণ মৃত্তিকা।


302. ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?

উঃ বিহার।


303. শাকসব্জি, ফল ও ফুলের বাণিজ্যিক উৎপাদনকে কী বলে?

উঃ উদ্যান কৃষি বা হর্টিকালচার।


304. NASA কোন দেশের মহাকাশ সংস্থা?

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের।


305. কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে?

উঃ মহাদেশীয় হিমবাহ থেকে।


306. প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?

উঃ মৌসুমি বায়ু।


307. দুটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো।

উঃ ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ ও ব্যবহৃত ব্যাণ্ডেজ।


308. এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি?

উঃ চিল্কা।


309. ধান উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?

উঃ দ্বিতীয়।


310. ভারতের বৃহত্তম মোটরগাড়ি তৈরির কারখানা কোনটি?

উঃ গুরগাঁও।


311. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরটি কোথায় অবস্থিত?

উঃ দিল্লীতে।


312. ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র প্রথম কোথায় গড়ে উঠেছিল?

উঃ ঘুষুড়িতে।


313. GPS কী?

উঃ Golbal Positioning System ।


314. উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় কোন প্রক্রিয়ায়?

উঃ নগ্নীভবন।


315. হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে কী বলে?

উঃ প্যাটারনস্টার হ্রদ।


316. চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে কী বলে?

উঃ টাইফুন।


317. সোমালি স্রোত কোন সাগরে দেখা যায়?

উঃ ভারত মহাসাগরে।


318. ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা কোথায় অবস্থিত?

উঃ দুর্গাপুর।


319. ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত?

উঃ লক্ষৌ।


320. ব্যাসল্ট শিলা থেকে কোন মৃত্তিকা সৃষ্টি হয়?

উঃ কৃষ্ণ মৃত্তিকা।


321. ধুঁয়াধার জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত?

উঃ নর্মদা।


322. স্পেনীয় শব্দ ‘এল নিনো’ এর বাংলা অর্থ কী?

উঃ শিশু খ্রীষ্ট।


323. উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা না কমে বেড়ে যাওয়ার অবস্থাকে কী বলে?

উঃ বৈপরীত্য উত্তাপ।


324. প্রাকৃতিকভাবে জৈব বর্জ্যের বিয়োজককে কী বলে?

উঃ কম্পোস্টিং।


325. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বাধিক?

উঃ কেরালা।


326. ‘The land of Fyords’ বলা হয় কোন স্থানকে?

উঃ নরওয়েকে।


327. ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?

উঃ লাডাক মালভূমি।


328. সবুজ বিপ্লবের সূচনা হয় কী চাষের মাধ্যমে?

উঃ গম।


329. ‘হীরক চতুর্ভুজ’ কথাটি কার সঙ্গে যুক্ত?

উঃ ভারতীয় রেলপথের সঙ্গে।


330. দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কী বলে?

উঃ মহানগর।


331. 64D সূচক ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের R.F কত?

উঃ ১ : ২৫,০০০


Download মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর PDF


File Details:-

File Name:- মাধ্যমিক ভূগোল অতিরিক্ত প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:-PDF
Quality:- High
File Size:-  5 Mb
File Location:- Google Drive

Click Here to Download


আরও পড়ুন:




Others Important Link

Syllabus Link: Click Here

Questions Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here


ঘোষণা: বিনামূল্যে আমাদের দেওয়া নোটস, সাজেশান, প্রশ্ন উত্তর ইত্যাদি স্টাডি ম্যাটেরিয়াল PDF এবং ভিডিও ক্লাস ভালো লাগলে, আমাদের এই পোস্টের লিংক আপনার বন্ধুদের ফেসবুকWhatsApp এ শেয়ার করে তাদের পড়ার সুযোগ করে দিন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.