ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF

ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Indian Constitution Answer Question PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF

নিচে Indian Constitution Answer Question PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF



ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর PDF - Indian Constitution Answer Question



1. ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কী ?

উত্তর- রাজ্যসভা ।


2. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম ?

উত্তর- লোকসভা ।


3. রাজ্যসভার সদস্য হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ?

উত্তর- ৩০ বছর ।


4. চেয়ারম্যান কাকে কারা হয় ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতিকে 


5. রাজ্যসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?

উত্তর- উপরাষ্ট্রপতি ।


6. ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি ।


7. কোন বিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না ?

উত্তর- অর্থ বিল 


8. ভারতীয় সংবিধানে লোকসভার মেয়াদ সাধারণত কত বছর ?

উত্তর- ৫ বছর ।


9. রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নির্বাচিত করেন ?

উত্তর- রাজ্যপাল ।


10.লোকসভার প্রার্থী পদের সর্বনিম্ন বয়স কত ?

উত্তর- ২৫ বছর ।


11. কারা লোকসভার স্পিকার নির্বাচন করেন ?

উত্তর- লোকসভার নির্বাচিত সদস্যরা লোকসভার স্পিকার নির্বাচন করেন ।


12. লোকসভায় সভাপতিত্ব কে করেন ?

উত্তর- লোকসভার স্পিকার ।


13. রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারী কে ?

উত্তর- রাজ্যপাল ।


14. কখন রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ?

উত্তর- রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে রাজ্যপাল স্বাধীনভাবে রাজ্যের শাসনকার্য চালাতে পারে ।


15. রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান শাসক কে ?

উত্তর- মুখ্যমন্ত্রী ।


16. বিধানসভার স্পিকার কাদের দ্বারা নির্বাচিত হন ?

উত্তর- রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা বিধানসভার স্পিকার নির্বাচিত হন ।


17. কোন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ?

উত্তর- রাজ্য বিধানসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে পাশ হলে রাজ্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় ।


18. কোনো বিল আইনে পরিণত করতে হলে কার সম্মতির প্রয়োজন ?

উত্তর- রাষ্ট্রপতির ।


19. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয় ?

উত্তর- ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে ।


20. স্বাধীন ভারতবর্ষের প্রথম কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তর- জে. বি. কৃপালিনী ।


21. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর- লর্ড ক্যানিং ।


22. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটন ।


23. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।


24. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর- চক্রবর্তী রাজাগোপাল আচারী ।


25. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর- ডঃ বি.আর.আম্বেদকর ।


26. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর- ডঃ বি.আর.আম্বেদকরের ।


27. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন ?

উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুর ।


28. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী ।


29. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর- লর্ড মাউন্টব্যাটেন ।


30. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর- ডঃ রাজেন্দ্র প্রসাদ ।


31. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর- পন্ডিত জওহরলাল নেহরু ।


32. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর- ১৮ বছর ।


33. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর- চক্রবর্তী রাজাগোপাল আচারী ।


34. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর- রাষ্ট্রপতি ।


35. কোন বিশেষ ধরণের বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন না ?

উত্তর- অর্থ বিলকে ।


36. ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন ?

উত্তর- ভারতীয় সংসদের উভয় কক্ষের যুক্ত অধিবেশনে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ।


37. স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী ?

উত্তর- ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।


38.ভারতে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর- বর্তমানে ২৮টি ।


39. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর- রাষ্ট্রপতি ।


40. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ।


41. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর- সুপ্রিমকোর্ট ।


42. সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর- রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন ।


Also Read:


Download ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর


File Details:-

File Name:- ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive


Download: Click Here to Download


Also Read:





Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Age Calculator: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.