WBCS Current Affairs In Bengali 17th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

WBCS Current Affairs In Bengali 17th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

WBCS Current Affairs In Bengali 17th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

WBCS Current Affairs In Bengali 17th September 2021 - সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ প্রাক্তন ভারতীয় তথা মোহনবাগান ফুটবলার ভবানী রায় প্রয়াত হলেন, এছাড়া বিখ্যাত কাশ্মীরি লেখক আজিজ হাজিনি প্রয়াত হলেন 

❏ মহারাষ্ট্রের 12 বছর বয়সী পরিবেশকর্মী Ayaan Shankta কে '2021 ইন্টারন্যাশনাল ইয়ং ইকো-হিরো' সম্মানে সম্মানিত করা হলো 

❏ ভারতীয় রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের চিফ টেকনোলজি অফিসার (CTO) পদের দায়িত্ব নিলেন অমিত সাক্সেনা 

❏ প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা কে দিল্লী এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (DDCA) ওমবাডসম্যান পদে নিযুক্ত করা হলো 

❏ জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 'One Gram Panchayat - One DIGI-Pay Sakhi' নামক নতুন মিশন লঞ্চ করলেন 


Also Read:


❏ অটো-কম্পনেন্টস এবং ড্রোন ইন্ডাস্ট্রিজের জন্য কেন্দ্রীয় সরকার 26,058 কোটি টাকার প্রোডাকশন লিংকড ইনসেন্টিভ (PLI) স্কিমের সম্মতি দিলো 

❏ প্রতিরক্ষা মন্ত্রক NCC সংস্থার পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলো, যার চেয়ারপার্সন হলেন বয়জন্ত পান্ডা, সদস্য হিসেবে আনন্দ মাহিন্দ্রা, এম এস ধোনিও থাকবেন 

❏ প্রতিবছর 17 ই সেপ্টেম্বর 'World Patient Safety' দিবস পালন করা হয়, এ বছরের থিম - Safe maternal and newborn care 

❏ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ অটোমেটিক রুটের অধীনে টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগের সীমা (FDI) 49% থেকে বাড়িয়ে 100% করলো

❏ কেন্দ্রীয় শক্তি প্রতিমন্ত্রী কৃষান পাল গুর্জার 15 তম ইস্ট এশিয়া সামিট এনার্জি মিনিস্টার্স মিটিং এ অংশগ্রহণ করলেন, এই মিটিংয়ের থিম - We Care, We Prepare, We Prosper


Also Read:



Others Important Link

Syllabus Link: Click Here

Question Paper Link: Click Here

Admit Card Link: Click Here

Result Link: Click Here

Latest Job: Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.