বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার PDF: প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় Various Alloys And Their Use PDF থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার PDF. নিচে Various Alloys And Their Use PDF টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার PDF টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার PDF - Various Alloys And Their Use PDF
| সংকর ধাতু ও ব্যবহার |
|---|
| সংকর ধাতু | উপাদান | ব্যবহার |
|---|---|---|
| ব্রোঞ্জ | তামা ও টিন | মুদ্রা, মূর্তি, থালা, ভারী যন্ত্রপাতি, সরঞ্জাম, ইলেকট্রিক যন্ত্রপাতি প্রভৃতি |
| পিতল | তামা ও জিঙ্ক | বাসনপত্র, টেলিস্কোপ, ব্যারোমিটার, জলের কল, কমদামী অলঙ্কার |
| ম্যাগনেলিয়াম | অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম | উড়োজাহাজের ফ্রেম ও তুলাদণ্ড প্রভৃতি প্রস্তুতিতে |
| ডুরালুমিন | অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেশিয়াম ও ম্যাঙ্গানিজ | বিমান, মোটরগাড়ির নানা অংশ, নৌকা, কল লাইনের পাত, উচ্চক্ষমতা সম্পন্ন ক্ষয় প্রতিরোধকে |
| কাঁসা বা বেল মেটাল | তামা ও টিন | মূর্তি, ঘণ্টা, ঘটি, বাটি প্রভৃতি জিনিসপত্র তৈরিতে |
| স্টেনলেস স্টিল | লোহা, ক্রোমিয়াম, কার্বন ও নিকেল | বাসনপত্র, মোটর ও মোটরসাইকেলের যন্ত্রাংশ প্রস্তুতিতে |
| নিকেল স্টিল | লোহা ও নিকেল | বিমানের প্রপেলার, রেল, বর্ম প্রস্তুতিতে |
| ম্যাঙ্গানিজ স্টিল | লোহা ও ম্যাঙ্গানিজ | রেললাইন, ট্রামলাইন, হেলমেট, সিন্দুক প্রভৃতি তৈরিতে |
| টাইপ মেটাল | সীসা, এন্টিমনি ও টিন | ছাপার অক্ষর তৈরি করতে |
| গান মেটাল | গান মেটাল | মূর্তি, বন্দুকন্দু ও ইঞ্জিনিয়ারিং কাজে |
| মোনেল মেটাল | নিকেল, তামা,লোহা ও ম্যাঙ্গানিজ | পাম্প, পরীক্ষাগারে ব্যবহৃত যন্ত্রপাতি ও বিমানের দেহাংশ তৈরিতে |
| ডাচ মেটাল | তামা ও জিঙ্ক | ইমিটেশনের গহনা প্রস্তুত করতে |
| ইলেকট্রন | ম্যাগনেশিয়াম ও জিঙ্ক | মোটরগাড়ি ও বিমানের দেহাংশ তৈরিতে |
| ইনভার | লোহা ও নিকেল | বাটখারা ও পরিমাপ যন্ত্র প্রস্তুতিতে |
| অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ | তামা ও অ্যালুমিনিয়াম | মূর্তি,ফটোফ্রেম, থালা ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে |
| সোনার পারদ সংকর | সোনা ও পারদ | দাঁতের ফাঁক বন্ধ করতে ব্যবহৃত হয় |
| জার্মান সিলভার | তামা, জিঙ্ক ও নিকেল | ফুলদানি, বাসনপত্র ও নানারকম সৌখিন দ্রব্য প্রস্ততিতে |
| ক্রোম স্টিল | লোহা ও ক্রোমিয়াম | বল বিয়ারিং, পেষণকারী যন্ত্রে ব্যবহৃত হয় |
| রোল্ড গোল্ড | তামা ও নিকেল | সস্তার অলঙ্কার প্রস্তুতিতে |
| রাংঝাল বা সোলডার | সীসা ও টিন | ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় |
Download বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার PDF - Various Alloys And Their Use PDF
File Details:-
File Name:- বিভিন্ন সংকর ধাতু ও তাদের ব্যবহার [www.gksolves.com]
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
File Format:- Pdf
Quality:- High
File Size:- 3 Mb
File Location:- Google Drive
Download: Click Here to Download (Coming Soon)
Also Read:
Others Important Link
Syllabus Link: Click Here
Question Paper Link: Click Here
Admit Card Link: Click Here
Result Link: Click Here
Latest Job: Click Here
Age Calculator: Click Here




Please do not share any spam link in the comment box