WBP Constable Math Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি মডেল সেট পর্ব-12

WBP Constable Math Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি মডেল সেট পর্ব-12

WBP Constable Math Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি মডেল সেট পর্ব-12



WBP Constable Math Practice Set - পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি মডেল সেট পর্ব-12


পার্ট A : জেনারেল অ্যাওয়ারনেস


1. পৃথিবীর লোক সবচেয়ে বেশি কোন্ ভাষায় কথা বলে ?

(a) ইংরাজি 

(c) স্প্যানিশ 

(b) ম্যান্ডারিন 

(d) হিন্দি 


2. পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি ? 

(a) গঙ্গাসাগর

(b) পৌষমেলা 

(c) রাসের মেলা 

(d) বিধাননগর হস্তশিল্প মেলা 


3. ব্রিগভি-লি নামটি কি জন্য বিখ্যাত ? 

(a) জলপথে প্রথম বিশ্বপরিভ্রমণকারী 

(b) আমেরিকার প্রথম রাষ্ট্রপতি 

(c) গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী 

(d) রাষ্ট্রসংঘের প্রথম সেক্রেটারী জেনারেল 


4. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ? 

(a) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

(b) লর্ড মাউন্টব্যাটেন 

(c) লর্ড ক্যানিং 

(d) চক্রবর্তী রাজা গোপালাচারী 


5. সিন্ধু সভ্যতার অন্যতম শহর চানদারো কে আবিষ্কার করেন ?

(a) এস. আর রাও 

(b) এম . জি . মজুমদার

(c) এ. ঘোষ

(d) ওয়াই-ডি-শর্মা 


6. ঋকবেদে মোট কতগুলি স্তোত্র বা মন্ত্র আছে ? 

(a) 1049

(b) 1028 

(c) 1130

(d) 5978 


7. কোন রাজবংশের রাজকীয় প্রতীক ছিল ‘ বাঘ’ ?

(a) বাতাপীর চালুক্য

(b) চের 

(c) পান্ড্য

(d) চোল 


8. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ? 

(a) লর্ড মাউন্টব্যাটেন 

(b) লর্ড ওয়াভেল

(c) লর্ড মিন্টো 

(d) ড. রাজেন্দ্র প্রসাদ


9. নিম্নলিখিত কোনটির নির্মাতা হলেন জাহাঙ্গীর ?

(a) শালিমার বাগ 

(b) লালকেল্লা 

(c) পাঁচমহল

(d) বুলন্দ দরওয়াজা


10. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটি হল-

(a) নেপাল 

(b) ভুটান 

(c) থাইল্যান্ড 

(d) মালদ্বীপ


11. ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সর্বাধিক ?

(a) মধ্যপ্রদেশ

(b) পশ্চিমবঙ্গ

(c) বিহার

(d) উত্তরপ্রদেশ


12. কোন নদীর তীরে দার্জিলিং শহরটি অবস্থিত ? 

(a) তিস্তা

(b) তোর্সা 

(c) জলঢাকা 

(d) কালিন্দী


13. ভারতের গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে ?

(a) 1946 সালের 9 ডিসেম্বর

(b) 1947 সালের 29 আগস্ট

(c) 1946 সালের 2 নভেম্বর

(d) 1950 সালের 24 জানুয়ারি


14. মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন ?

(a) রাষ্ট্রপতি 

(b) রাজ্যপাল

(c) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

(d) হাইকোর্টের প্রধান বিচারপতি


15. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে ?

(a) 42 তম 

(b) 44 তম

(c) 47 তম

(d) 54 তম


16. SI পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হল ?

(a) মিটার 

(b) ঘনমিটার

(c) বর্গমিটার

(d) জুল


17. মেধাপাটেকর নামটি কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

(a) চিপকো আন্দোলন 

(b) সাইলেন্টভ্যালি আন্দোলন 

(c) নর্মদা বাঁচাও আন্দোলন

(d) বিসই আন্দোলন


18. সেন বংশের প্রতিষ্ঠাতা কে ?

(a) হেমন্ত সেন 

(b) বিজয় সেন 

(c) বল্লাল সেন

(d) কেশব সেন


19. জাহাঙ্গীর কথার অর্থ হল-

(a) বিশ্বজয়ী 

(b) সৌভাগ্যবান 

(c) পৃথিবীর মালিক 

(d) ব্র্যাঘ্র 


20. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন ? 

(a) 2 

(b) 10 

(c) 12 

(d) 15


21. পশ্চিমবঙ্গের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত মহিলা হলেন ?

(a) মহাশ্বেতা দেবী 

(b) চন্দ্রমুখী বসু 

(c) আশাপূর্ণা দেবী 

(d) মৈত্রেয়ী দেবী 


22. কুশ ভগত নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত ? 

(a) দাবা 

(b) ব্যাডমিন্টন 

(c) টেনিস 

(d) রেসলিং 


23. সম্প্রতি বহুল ব্যবহৃত ‘ 4G ' এর G কথার অর্থ কী ?

(a) Genetics 

(b) Generation 

(c) Gentle 

(d) General 


24. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ? 

(a) কানপুর 

(b) জামশেদপুর 

(c) কটক 

(d) পাতিয়ালা 


25. জনসংখ্যার বিচারে পৃথিবীর কোন শহর প্রথম ? 

(a) টোকিও 

(b) ওয়েনচুয়ান 

(c) দিল্লী 

(d) সাংহাই 


Also Read:


26. বিখ্যাত মাদাম তুসো মিউজিয়াম কোথায় অবস্থিত ? 

(a) আমেরিকা 

(b) ফ্রান্স

 (c) জাপান

 (d) ইংল্যান্ড 


27. কার সমাধিস্থল ‘ বীরভূমি ’ নামে পরিচিত ? 

(a) মোরাইজি দেশাই 

(b) রাজীব গান্ধী 

(c) ইন্দিরা গান্ধী

(d) জওহরলাল নেহেরু 


28. চৈতন্য চরিতামৃত - র রচয়িতা কে ? 

(a) লোচন দাস 

(b) বৃন্দাবন দাস

(c) কৃষদাস কবিরাজ

(d) বিজয়কৃয়


29. ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?

(a) প্রীতিলতা ওয়াদ্দেদার

(b) মাদাম ভিকাজি রুস্তম কামা

(c) অ্যানি বেসান্ত 

(d) মাতঙ্গিনী হাজরা 


30. ভারতে ডাক টিকিট কে প্রবর্তন করেন ? 

(a) লর্ড ক্যানিং 

(b) লর্ড মিন্টো 

(c) লর্ড রিপন 

(d) লর্ড ডালহৌসি 


31. ভারতের কোন রাজ্যে কোল উপজাতি বাস করে ? 

(a) নীলগিরি পর্বতে 

(b) অসম 

(c) কেরল 

(d) মধ্যপ্রদেশ 


32. হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে ?

(a) চীন 

(b) জাপান 

(c) ভারত 

(d) ভিয়েতনাম 


33. চাঁদ থেকে পৃথিবীকে কী রং- এর দেখতে লাগে ?

(a) সাদা ও ফিকে লাল 

(b) সাদা ও ফিকে বেগুনী 

(c) হাল্কা কালো 

(d) সাদা ও ফিকে নীল 


34. ‘ ইণ্ডিয়া হোমরুল সোসাইটি ’ কে প্রতিষ্ঠা করেন ?

(a) শ্যামাজী কৃষ্ণবর্মা

(b) ম্যাডাম শর্মা

(c) রাসবিহারী বসু

(d) তারকনাথ দাস 


35. এ্যাটার্নি জেনারেলকে কে নিয়োগ করেন ?

(a) স্পিকার

(b) উপরাষ্ট্রপতি

(c) রাষ্ট্রপতি

(d) অ্যাডভোকেট জেনারেল


36. ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশের সংবিধানের অনুকরণে ?

(a) রাশিয়া 

(b) আমেরিকা 

(c) কানাডা 

(d) ইংল্যাণ্ড


37. সংবিধানের কোন সংশোধনের ফলে ভোটারদের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় ?

(a) 60 তম 

(b) 61 তম 

(c) 63 তম 

(d) 65 তম 


38. মূল সংবিধানে স্বীকৃত সরকারী ভাষার সংখ্যা কতগুলি ছিল ?

(a) 16 টি 

(b) 15 টি

(c) 14 টি 

(d) 18 টি


39. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিল্পক্ষেত্রের বৃদ্ধি সবচেয়ে বেশী হয়েছিল ?

(a) প্রথম 

(c) পঞ্চম 

(b) দ্বিতীয় 

(d) তৃতীয়


40. 11 জুলাই দিনটি কোন দিবস হিসাবে পালিত করা হয় ?

(a) বিশ্ব ঐতিহ্য দিবস 

(b) বিশ্ব মানবাধিকার দিবস 

(c) বিশ্ব জনসংখ্যা দিবস 

(d) বিশ্ব অঙ্ক দিবস 


41. ভারতের বিসমার্ক কে ?

(a) বল্লভভাই প্যাটেল

(b) মহাত্মা গান্ধী 

(c) নানা ফড়নবিশ 

(d) বাসুদেব বলবন্ত ফাড়কে 


42. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রঙ কালো, বাদামী বা নীল হয় ?

(a) পিউপিল 

(b) আইরিস 

(c) কর্ণিয়া

(d) কোরয়েড


43. ত্বরণের একক কী ?

(a) মিটার/একক 

(b) মিটার-সেকেণ্ড

(c) মিটার/সেকেণ্ড2

(d) কোনটিই নয়


44. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কীসের তৈরী ?

(a) টাংস্টেন 

(b) গ্রাফাইট

(c) প্লাটিনাম

(d) তামা


45. নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত 

(a) মিথেন 

(b) বিউটেন

(c) হিলিয়াম 

(d) ইথিলিন


Also Read:


46. ভিনিগারে উপস্থিত অ্যাসিডটি কি ?

(a) ফরমিক অ্যাসিড

(b) অ্যাসিটিক অ্যাসিড

(c) সালফিউরিক অ্যাসিড

(d) নাইট্রিক অ্যাসিড


47. ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?

(a) অ্যাসিটিলিন

(b) অ্যামোনিয়া

(c) প্রোপেন

(d) ইথিলিন


48. কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয় ?

(a) ম্যালেরিয়া 

(b) টাইফয়েড

(c) কলেরা

(d) পীতাম্বর


49. মানবদেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত ?

(a) 44 

(b) 48 

(c) 46

(d) 23


50. কোনও পরীক্ষায় রাম 30 % নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে ও মােহন 40 % নম্বর পাওয়ায়পাস নম্বরের থেকে 35 বেশি পায় । ওই পরীক্ষায় পাস করার জন্য কত নম্বর পেতে হবে ?

(a) 40 % 

(b) 38 % 

(c) 33 % 

(d) 43 % 


51. A- এর আয় B- এর আয়ের 2/5 অংশের 40 % । B- এর আয় যদি 4000 টাকা 5 হয় তবে A- এর আয় কত ?

(a) 640 

(b) 540 

(c) 740 

(d) 950


52. যদি P- এর 50 % = Q- এর 25 % হয় তাহলে P = Q- এর x % হলে, x = ?

(a) 0.5 

(b) 2 

(c) 5 

(d) 50 


53. 80 লিটার দুধ ও জলের মিশ্রণে, দুধ ও জলের অনুপাত হল 3 : 1। যদি দুধ ও জলের মিশ্রণ 2 : 3 হয় । কত পরিমাণ জল পরে মেশানাে হয়েছে ?

(a) 70 

(b) 80 

(c) 100 

(d) 140 


54. যদি 10 জন লােক 8 দিনে 20 একর জমি চাষ করতে পারে, 10 দিনে 100 একর জমি কত লােক চাষ করবে ?

(a) 30 

(b) 40 

(c) 50 

(d) 60 


55. 36 টি বই - এর ক্রয়মূল্য 30 টি বইয়ের বিক্রয়মূল্যের সমান হলে কত শতাংশ লাভ হয় ? 

(a) 20 % 

(b) 16 % 

(c) 18 % 

(d) 8 % 


56. এক ব্যক্তি 5000 টাকার কিছু অংশ 6 % সুদের হারে ও বাকি অংশ 9 % সুদের হার জমা রাখলে একবছর পর 390 টাকা সুদ পাওয়া যায় । ব্যক্তিটি কী অনুপাতে টাকাটি ভাগ করেছেন ? 

(a) 1 : 1 

(b) 3 : 2 

(c) 2 : 3 

(d) 1 : 2


57. কিছু মূলধন সুদে আসলে 10 বছরে হয় 1000 এবং 15 বছরে হয় 1250 টাকা । মূলধনের পরিমাণ হল :

(a) 750 

(b) 400 

(c) 600 

(d) 500 


58. এক ব্যক্তি তার আয়ের 20 % দেন তার বড় পুত্রকে, বাকি অর্থের 30 % ছােট পুত্রকে, বাকি অর্থের 10 % তিনি আশ্রমে দান করেন । 10080 টাকা রেখে তিনি মারা যান । তার আয় ছিল ?

(a) 50000 

(b) 40000 

(c) 30000 

(d) 20000 


59. রাহুল ও রােশনীর বয়সের অনুপাত 2 : 1, 30 বছর পর এদের বয়সের অনুপাত হাবে 7 : 6, রাহুলের বর্তমান বয়স :

(a) 6 

(b) 10 

(c) 12

(d) 20


60. 400 gm সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5 : 3 | কত পরিমাণ তামা যােগ করলে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত হবে 5 : 4 ? 

(a) 72 gm 

(b) 200 gm 

(c) 50 gm 

(d) 66 gm 


61. 120 জন ছাত্রের গড় নম্বর 35। যদি সফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 39 এবং বিফল ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর হয় 15, তবে সেই পরীক্ষায় কতজন ছাত্র সফল হয়েছিল ?

(a) 100 

(b) 110

(c) 120 

(d) 80 


62. একটি বাগিচায় 10 টি গাছ লাগানাে হয়েছে প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, তবে দুই প্রান্তের দু’টি গাছের মধ্যে দূরত্ব কত ?

(a) 40 মিটার 

(b) 44 মিটার 

(c) 20 মিটার 

(d) 36 মিটার 


63. 2 × 8 = 4, 7 x 35 = 5 এবং 9 x 27 = 3 হলে 4 x 20 = কত ?

(a) 2 

(b) 7 

(c) 5 

(d) 10 


64. সাত জনের গড় ওজন 3 kg বৃদ্ধি পায়, যদি 50 kg ওজনের কোনাে লােকের পরিবর্তে নতুন কোনাে লােক আসে । তবে নতুন লােকটির ওজন কত ?

(a) 70 kg 

(b) 73 kg 

(c) 71 kg 

(d) 75 kg


64. 2431 -এর বৃহত্তম মৌলিক উৎপাদক বের করো ?

(a) 13

(b) 17

(c) 187

(d) 221


66. 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত ?

(a) 12.5 

(b) 11.5 

(c) 9.5 

(d) 10.5


67. 5 টি সংখ্যার প্রথম 4 টির গড় 26, শেষ 4 টির গড় 25 হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত ?

(a) 5 

(b) 4 

(c) 9

(d) 10


68. একটি পাইপ 12 মিনিটে ট্যাঙ্ক পূর্ণ করে । আবার, অন্য পাইপ 18 মিনিটে ভরা ট্যাঙ্ক খালি করে । যদি পাইপ দুটি একসঙ্গে খােলা হয়, তবে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে ? 

(a) 35 মিনিটে

(b) 34 মিনিটে 

(c) 36 মিনিটে 

(d) 37 মিনিটে 


69. রহিম একটি কাজ 10 দিনে করে, মােহন কাজটি 20 দিনে করে । আবার মিঠু কাজটি 30 দিনে করে । একত্রে তারা কতদিনে কাজটি শেষ করবে ?

(a) 6/10 দিনে 

(b) 5 5/11 দিনে 

(c) 40 দিনে 

(d) 20 দিনে


70. A ও B একটি কাজ 30 দিনে, B ও C ওই কাজ 40 দিনে এবং C একা 60 দিনে করে, তবে A কতদিনে একা কাজটি শেষ করবে ?

(a) 30 দিনে

(b) 50 দিনে 

(c) 40 দিনে

(d) 70 দিনে


71. A- এর আয়, B- এর আয় অপেক্ষা 20 % বেশী হলে, B- এর আয় A- এর আয় অপেক্ষা কত কম ? 

(a) 20 % 

(b) 10 % 

(c) 16 2/3 % 

(d) 40 % 


72. P- এর আয় Q- এর আয় থেকে 25 % বেশী । Q- এর আয় R- এর থেকে 20 % বেশী । P এর আয় R- এর আয় থেকে কত বেশী ?

(a) 20 % 

(b) 10 % 

(C) 40 % 

(d) 50 %


73. কোনো শ্রেণীতে 50 জন ছাত্রের মধ্যে 25 জন বাংলা ও 16 জন হিন্দি নেয় | 12 জন ছাত্র কোনো ভাষাই রাখেনি | কতজন ছাত্র উভয় ভাষাই রেখেছে ?

(a) 9

(b) 4

(c) 3

(d) 13


74. A, B, C যথাক্রমে 10,000 টাকা 14,000 টাকা ও 12,000 টাকা কোনো ব্যবসায় নিয়োজিত করে | তারা বছরের শেষে 5,400 টাকা লাভ করে মূলধনের অনুপাতে লভ্যাংশ পেলে B এর লভ্যাংশ কত টাকা ?

(a) 1500

(b) 2100

(c) 1800

(d) 1550


রিজনিং


75. যদি JUNE কে NXPF এই কোডে লেখা হয় । তাহলে STAY কে কী কোডে লেখা হবে । 

(a) WWCZ 

(b) WVCZ 

(c) WWDB 

(d) WVZC 


76. যদি APPROACH কে CHOAPRAP এই কোডে লেখা হয় তাহলে RESTRICT কে কী কোডে লেখা হয় ? 

 (a) CTRISTER 

 (b) ERTSIRTC 

 (c) CTRISTRE 

 (d) TCIRSTRE 


77. BARK → 0735, DIRT → 4927, WAGE 4086, এবং RISK → 5718 এই কোডে লেখা হয় তাহলে R এর জন্য কী কোড হবে ? 

 (a) 2 

 (b) 7 

 (c) 5 

 (d) 0


78. কোনো একটি কোড় ভাষায় ' pe sa de mi ' বলতে বোঝায় yes well no mean এবং ' pe Imi sa de ' বলতে বোঝায় । sell meal well no , তাহলে ' yes ' শব্দের কোড় কী ? 

 (a) de 

 (b) pe 

 (c) mi 

 (d) sa


79. যদি mud বলতে water, water বলতে heat, heat বলতে gas, gas বলতে air, air বলতে fire, তাহলে মাছ বা fish কোথায় সাঁতার কাটে ? 

 (a) water 

 (b) air 

 (c) heat 

 (d) fire 


80. TEACHER কে ' 152031858 ' কোড লেখা যায় । তবে COLLEGE কে কী কোডে লেখা হবে ? 

 (a) 1215312575 

 (b) 12150312575 

 (c) 1512312575 

 (d) None of these 


81. যদি OUT কে 152120 হিসেবে লেখা হয় তাহলে IN কে কী কোডে লেখা হবে ?

 (a) 1015 

 (b) 819 

 (c) 1813 

 (d) 914 


82. যদি BAD শব্দটির কোড 514 হয় GIVE শব্দটির কোড 3068 হয়, FOR শব্দটির কোড 729 হয় । তাহলে VIDEO শব্দটির কোড কী হবে ?

 (a) 03482 

 (b) 30214 

 (c) 60482 

 (d) 60487 


83. পাখা : গ্রীষ্ম : : কম্বল 

 (a) গরম 

 (b) বর্ষা

 (c) হেমন্ত 

 (d) শীত


84. Bell : Sound :: Lamp : 

 (a) flame 

 (b) light 

 (c) wick 

 (d) oil 


85. নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ? 

 (a) ডেনমার্ক 

 (b) ভিয়েতনাম 

 (c) নরওয়ে 

 (d) সুইডেন 


86. নিচের কোন শব্দটি সমগোত্রীয় নয় ? 

 (a) Harmonium 

 (b) Flute 

 (c) Piano 

 (d) Gramophone 


Also Read:


87. 2, 8, 18, 32 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত ? 

 (a) 35 

 (b) 37 

 (c) 39 

 (d) 50


88. 840, 120, 20, 4, 1, ?

জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?

 (a) 1/4

 (b) 1/3

 (c) 1/5

 (d) 2/3


89. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে ?

13 20 27 ? 41 

 (a) 37

 (b) 33

 (c) 34 

 (d) 28  


90. যদি CARROM –কে লেখা হয় DBSSPN, তবে HOUSE –কে কী লেখা হবে ?

 (a) FNSRC

 (b) INVRF

 (c) GNTRD

 (d) IPVTF


91. যদি PLAY = 8123 এবং RHYME = 49367, তবে MALE = ?

 (a) 6217

 (b) 6285

 (c) 6198

 (d) 6395


92. জিজ্ঞাসা চিহ্নিত স্থানে কত নম্বর হবে ? 

583 : 293 :: 488 ? 

 (a) 291 

 (b) 378 

 (c) 487 

 (d) 581


93. C, F, L, U, ?

 (a) J

 (b) G

 (c) H 

 (d) I


94. যদি দুটি বিমান একই বিমানবন্দর বেলা ১ টায় ত্যাগ করে, তাহলে তারা 3 টেয় পরস্পর থেকে কত দূরে অবস্থান করবে যদি প্রথম টি ঘন্টায় 150 মাইল বেগে ঠিক উত্তরে ও অন্যাটি 200 মাইল বেগে ঠিক পশ্চিমে যায় ? 

 (a) 50 মাইল 

 (b) 100 মাইল 

 (c) 400 মাইল 

 (d) 500 মাইল


95. বিবৃতি: I কিছু গাছ হল বন ।

Ii. কিছু বন হল বাড়ি ।

Iii. কিছু বাড়ি হল তাঁবু ।

সিদ্ধান্ত: I. কিছু তবু হল বন ।

Ii. কিছু বাড়ি হল গাছ ।

(A) শুধুমাত্র সিদ্ধান্ত I সত্য 

(B) শুধুমাত্র সিদ্ধান্ত Ii সত্য

(C) সিদ্ধান্ত I অথবা সিদ্ধান্ত Ii সত্য

(D) সিদ্ধান্ত I ও Ii কোনটিই সত্য নয়


96. একটি বিদায় সংবর্ধনায় ৫০ জন ছাত্র উপস্থিত ছিল । প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে করমর্দন করলে এর মোট সংখ্যা কত হবে ?

(A) ২৫০০ 

(B) ২৪৫০ 

(C) ১২২৫ 

(D) ১০০


 97. X, Y এর চেয়ে শক্তিশালী এবং Y, Z এর চেয়ে শক্তিশালী । P, Q এর চেয়ে শক্তিশালী কিন্তু Y এর তুলনায় দুর্বল । Q Z এর চেয়ে শক্তিশালী । এদের মধ্যে সবচেয়ে দুর্বল কে ? 

(A) X

(B) Z 

(C) Q 

(D) P


98. সমান দূরত্ব অন্তর A, B, C, D ও E পাঁচটি বাসস্টপ অবস্থিত । A ও E টার্মিনাস স্টপ নয় । C আবার উভয় প্রান্তের সমদূরত্বের বাসস্টপ নয় । যাওয়ার পথে B- এর একটি পরে A অবস্থিত । D র্ণ স্টপেজ থামার দুটি স্পট পূর্বে C স্পপটি আসে । আবার, ফেরার সময়ে D স্পটটি হল প্রথম স্টপ । তবে ফেরার পথে তৃতীয় স্টপ কোনটি ?

(A) E 

(B) C 

(C) A 

(D) B 


99. ভদ্রলোক অপর এক ভদ্রলোককে বলেছিলেন, তোর বাবার ছেলে হল আমার ছোট ভাই এবং আমার পিসির দাদার ছোট তুই । তবে দুই ভদ্রলোকের সম্পর্ক কী ?

(A) বাবা-ছেলে 

(B) ভাই-ভাই 

(C) মামা-ভাগ্নে

(D) কোনোটিই নয় 


99. 7 : 56 :: 9 : ?

(A) 63

(B) 81

(C) 90

(D) 99


100. একটি সাংকেতিক পদ্ধতি অনুযায়ী ' Sister ' শব্দটির সাংকেতিক নম্বর 88 হলে, ওই একই পদ্ধতিতে ' Joyful ' কথাটির সাংকেতিক নম্বর কত ?

(A) 95 

(B) 93 

(C) 89 

(D) 87 



WB Police Practice Set PDF: Download Now


উত্তরমালা

1. (b) 2. (a) 3. (d) 4. (a) 5. (b) 6. (b) 7. (d) 8. (a) 9. (a) 10. (d)11. (d) 12. (a) 13. (a) 14. (b) 15. (b)16. (c) 17. (c) 18. (a) 19. (c) 20. (c) 21. (c) 22. (a) 23. (b) 24. (a) 25. (a) 26. (d) 27. (d) 28. (c) 29. (b) 30. (d) 31. (d) 32. (b) 33. (d) 34. (a) 35. (c) 36. (b) 37. (b) 38. (c) 39. (c) 40. (c) 41. (a) 42. (b) 43. (c) 44. (a) 45. (d) 46. (b) 47. (a) 48. (b) 49. (c) 50. (c) 50. (c) 51. (a) 52. (d) 53. (a) 54. (b) 55. (a) 56. (c) 57. (d) 58. (d) 59. (c) 60. (c) 61. (a) 62. (d) 63. (c) 64. (c) 65. (b) 66. (d) 67. (b) 68. (c) 69. (b) 70. (c) 71. (c) 72. (d)  73. (c) 74. (b) 81. (b) 82. (a) 83. (c) 84. (c) 85. (b) 86. (c) 87. (d) 88. (d) 89. (d) 90. (b) 91. (a) 92. (b) 93. (a) 94. (a) 95. (d) 96. (a) 97. (b) 98. (b) 99. (a) 100. (a)


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.