Gk Current Affairs 15th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gk Current Affairs 15th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gk Current Affairs 15th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs

Gk Current Affairs 15th August 2021 - আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্স #Gksolves Current Affairs


❏ ভারতের 75 তম স্বাধীনতা দিবস 'Azadi ka Amrit Mahotsav' হিসেবে পালন করা হলো

❏ কোভিড-19 পরিস্থিতি আরো ভালোভাবে সামাল দিতে ন্যাশনাল হেল্থ অর্থরিটি (NHA) আইআইটি দিল্লী - এর সাথে চুক্তি স্বাক্ষর করলো

❏ সম্প্রতি ভারতীয় স্পেস রিসার্চ সংস্থা (ISRO) এর GSLV F-10 রকেট EOS-03 (Eath Observation Satellite) স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হলো

❏ ফোরাম অফ দি ইলেকশন ম্যানেজমেন্ট বডি অফ সাউথ এশিয়া (FEMBoSA) এর 11 তম বার্ষিক মিটিংয়ের উদ্বোধন করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, এই মিটিংয়ের থিম - Use of Technology in Elections

❏ শহরাঞ্চলের সেল্ফ হেল্প গ্রুপ (SHGs) এর তৈরি পণ্য মার্কেটিংয়ের জন্য মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স (MoHUA) 'SonChiraiya' নামক ব্র্যান্ড এবং লোগো লঞ্চ করলো


Also Read:


❏ মহারাষ্ট্র রাজ্য সরকার 'e-Crop সার্ভে' ইনিশিয়েটিভ লঞ্চ করলো

❏ গুজরাট সরকার এবং মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে কতৃক আয়োজিত Investor Summit এর সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

❏ সম্প্রতি প্রাক্তন পুরুষ হকি খেলোয়াড় Gopal Bhengra প্রয়াত হলেন

❏ বাইক প্রস্তুতকারক সংস্থা Royal Enfield এর চিফ এক্সিকিউটিভ অফিসার বিনোদ কে দেশারী সম্প্রতি পদত্যাগ করলেন

❏ উত্তরাখন্ড মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী মহিলা হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া কে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের আম্বাসাডর পদে নিযুক্ত করলো


Also Read:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.