এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021 - Airport Authority of India Recruitment 2021 - Apply Now

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021: Airport Authority of India Recruitment 2021 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।



এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021 - Airport Authority of India Recruitment 2021 - Apply Now




এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021

Airport Authority of India Recruitment Vacancies 2021

Gksolves চাকরির খবর

চাকরির বিবরণ

  • পদের নাম: সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস), সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স), সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)
  • চাকুরির স্থান: কলকাতা, বাগডোগরা, ভুবনেশ্বর, গয়া, পাটনা, রাইপুর ও রাঁচি
  • শূন্যপদ সংখ্যা: 29
  • আবেদন পদ্ধতি: অনলাইন/অফলাইন

      গুরুত্বপূর্ণ তারিখ

      • আবেদন শেষ: 30/09/2021
      • পরীক্ষার তারিখ: শীঘ্রই আসছে
      • এডমিট প্রকাশের তারিখ: পরীক্ষার 10 দিন আগে

            আবেদন ফি

            • জেনারেল/ ওবিসি: Nill
            • এসসি / এসটি / P.W.D. & Ex-serviceman: Nill


            [ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]

                বয়স সীমা (30/06/2021 অনুযায়ী)

                • সর্বনিম্ন বয়স: 18 Years
                • সর্বোচ্চ বয়স: 50 Years

                [সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য]

                  যোগ্যতা

                  • পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস)।
                  • শিক্ষাগত যোগ্যতা- স্নাতক হতে হবে। হালকা গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে ডিপ্লোমা করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।


                  • পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স)।
                  • শিক্ষাগত যোগ্যতা- B.Com. পাস করে থাকতে হবে। 3 থেকে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


                  • পদের নাম- সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)।
                  • শিক্ষাগত যোগ্যতা- Electronic/ Telecomunication বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

                  শূন্যপদের বিবরণ

                  পদের নাম

                  মোট

                  সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস), সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স), সিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)

                  29

                  প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

                  গুরুত্বপূর্ণ লিঙ্ক

                  আবেদনের লিঙ্ক

                  ক্লিক করুন

                  অফিসিয়াল নোটিশ

                  ক্লিক করুন

                  অফিসিয়াল ওয়েবসাইট

                  ক্লিক করুন



                  এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021 - Airport Authority of India Recruitment 2021 - Apply Now



                  এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া Recruitment 2021 - Airport Authority of India Recruitment 2021 - Apply Now


                  এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বেতন (প্রতি মাসে)


                  • বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 36,000/- থেকে 1,10,000/- টাকা।


                    প্রয়োজনীয় নথিপত্রগুলি-


                    1) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
                    2) কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট
                    3) জাতিগত শংসাপত্র
                    4) সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে


                      এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ


                      • আবেদনের শেষ তারিখ: 30/09/2021
                      • পরীক্ষার তারিখ: পরে আপডেট 
                      • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের 10 দিন আগে।


                      এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?


                      • অফিসিয়াল ওয়েবসাইট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) পোর্টাল দেখুন।
                      • নিয়োগ বিভাগে যান এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) Recruitment লিঙ্কে ক্লিক করুন।
                      • আপনার ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
                      • এখন সাবধানে আবেদন ফর্ম পূরণ করুন।
                      • প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
                      • আবেদনের শেষ তারিখের আগে অনলাইনে/অফলাইনে আবেদন ফি জমা করুন।
                      • অবশেষে আপনি এই অ্যাপ্লিকেশনটির একটি হার্ড কপি ডাউনলোড এবং প্রিন্টআউট নিতে সক্ষম হবেন।



                      এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) পরীক্ষার এডমিট প্রকাশের তারিখ


                      • এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) পরীক্ষার এডমিট পরীক্ষার 10-15 দিন আগে পাওয়া যাবে।
                      • প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority of India) পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের এডমিট ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ঠিকানায় কোনো এডমিট পাঠানো হবে না।
                      • অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীদের জন্ম তারিখ এবং সঠিক নিবন্ধন আইডি ব্যবহার করতে হবে।
                      • পরীক্ষার হলে অবশ্যই এডমিট নিয়ে প্রবেশ করতে হবে 

                      [বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]



                      Others Important Link

                      Syllabus Link: Click Here

                      Question Paper Link: Click Here

                      Admit Card Link: Click Here

                      Result Link: Click Here

                      Latest Job: Click Here

                      Post a Comment

                      0 Comments
                      * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.