500+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর: WBCS Science Question

500+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর: WBCS Science Question

500+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর: WBCS Science Question


500+ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর: WBCS Science Question



1. ধুতুরা একটি সুষম ফুল।


2. একটি আদর্শ পাতার তিনটি অংশ।


3. রসুনে যে অংশ খাওয়া হয় - কন্দ।


4. গাজরে যে অংশ খাওয়া হয় - মূল।


5. পিঁয়াজের যে অংশ খাওয়া হয় - কন্দ।


6. হলুদের যে অংশ ব্যবহৃত হয় – গ্রন্থি কান্ড।


7. গােলমরিচে যে অংশ ব্যবহৃত হয় - ফল।


8. আলুর যে অংশ খাওয়া হয় - কান্ড।


9. রজন পাওয়া যায় - পাইন গাছের কান্ড।


10. হরিতকিতে যে রেচন পদার্থ পাওয়া যায় - ট্যানিন।


11. স্টিক নিন পাওয়া যায় যে গাছের বীজে - ন্যাক্স ভমিকা।


12. রানি ক্ষেত রােগটি ভাইরাস ঘটিত রােগ।


13. টাইটেনিয়া ইউরেনাসের উপগ্রহ।


14. প্রস্কিামা সেন্টাউরি - 4.22 আলােকবর্ষ দূরে আছে।


15. সূর্যের কেন্দ্রীয় তাপমাত্রা 15000 কোটি ° সেন্টিগ্রেড।


16. বিশ্বের শীতলতম স্থান অরিয়ন নেবুলা।


17. চাঁদের গর্তকে বলে - ক্লোভিয়াস।


18. চাঁদের রামধনু দেখা যায়না কেন– মেঘ নেই বলে।


19. সবচেয়ে জোরে হাওয়া হয় - নেপচুনে।


20. লাইকা কুকুরটি কোন দেশ থেকে মহাকাশে পাঠানাে হয়েছিল - রাশিয়া।


21. লাইকা কুকুরটিকে কোন মহাকাশ যান নিয়ে গিয়েছিলাে - স্পুটনিক -১।


22. মহাকাশের কক্ষপথে প্রথম যে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছিলাে - স্পুটনিক -১।


23. কোন ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে না - কপার / তামা।


24. গ্যালভানাইজেশন পদ্ধতি কোন ধাতুর দ্বারা হয় - জিঙ্ক।


25. রেড হেমাটাইট লােহার আকরিক।


26. সােডিয়াম হাইড্রোঅক্সাইড , ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইডের ক্ষার।


27. সব ক্ষারক জলে দ্রব্য নয় কিন্তু সব ক্ষার জলে দ্রব্য।


28. রান্না ঘরে যে ঝুল জমে তা হল - ভুসাকালি।


29. সাবান একটি লবণ জাতীয় জৈব যৌগ।


30. ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত হয় গ্লিসারল।


31. বেঞ্জিনের উৎস আলকাতরা।


32. ওজনস্তর নষ্ট করে দেয় CFC .


33. ইউরিয়া প্রথম তৈরি করেন ভিহলোর।


34. ডলােমাইট ম্যাগনেশিয়ামের আকরিক।


35. একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে ভরবেগ দ্বিগুণ হয়।


36. অপকেন্দ্রিক বলের অপর নাম অলিক।


37. একটি বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে নিয়ে গেলে তার অপকেন্দ্রিক বল বৃদ্ধি পায়।


38. পৃথিবীর দৈনিক গতির জন্য পার্থিব বস্তুর ওজন হ্রাস পায়।


39. অভিকেন্দ্রিক বল কেন্দ্রের দিকে কাজ করে।


40. সবচেয়ে বেশী আপেক্ষিক তাপ জলের।


41. জলের ধর্ম যদি অনন্য তরলের মতাে হতাে তবে নীচের জল আগে জমতাে।


42. কোনাে জলাশয়ের জল ঠান্ডায় জমে গেলে মাছ ও অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে কারণ নীচের অংশের জল জমেনা।


43. থার্মোষ্ট্যাটের কাজ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।


44. অভ্র হল তাপের সুপরিবাহী কিন্তু বিদ্যুতের কু - পরিবাহী।


45. একটি ধাতব টেবিলের ওপর রাখা গরম কফির কাপ পরিবহন , পরিচলন ও বিকিরণ প্রক্রিয়া তাপ বর্জন।


46. খনিগর্ভে জলের ফুটনাঙ্ক বাড়ে।


47. অসদ বিম্বকে পর্দায় ধরা যায় না , কিন্তু ছবি তােলা যায়।


48. সূর্য অত যাবার পরে সূর্যকে দেখা যায় কারণ বায়ুমণ্ডলের প্রতিসরণের জন্য।


49. মৌলের ক্ষুদ্রতম কণা পরমাণু।


50. যৌগের ক্ষুদ্রতম কণা অণু।


51. যে সমস্ত গ্যাস PV = NRT এই নিয়মটি মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস।


52. ব্রাউন হেমাটাইট লােহার আকরিক।


53. স্টিলের সঙ্গে 14 % ক্রোমিয়াম মিশিয়ে স্টেইলনেস স্টিল তৈরি করা হয়।


54. বেকিং পাউডার তৈরিতে সােডিয়াম কার্বোনেট ব্যবহৃত হয়।


55. ন্যাপথালিন আবিষ্কার করেন বিজ্ঞানী গার্ডেন।


56. প্রথম ক্লোরােরিন প্রস্তুত করেন বিজ্ঞানী শীলি।


57. সবাত শ্বসন ঘটে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে।


58. সালােকসংশ্লেষ একটি উপচিতিমূলক প্রক্রিয়া।


59. ধমণীর মধ্যে কপাটিকা থাকে না।


60. ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু।


61. ভাইরাসে নিউক্লিয়াস থাকে না।


62. অর্ধবৃত্তাকার নালী অন্তঃকর্ণে অবস্থিত।


63. হরমােন একটি প্রােটিনধর্মী রাসায়নিক যৌগ।


64. গ্যাসট্রিন হরমােনের উৎস পাকস্থলীর মিউকাস পর্দা।


65. শাল গাছের বিজ্ঞানসম্মত নাম সােরিয়া রােবাস্টা।


66. ট্রিপসিন থাকে অগ্নাশয় রসে।


67. পাতার আদিকলার নাম মেসােফিল।


68. ক্ষুদ্রতম কোষীয় জীব মাইকোপ্লাজমা।


69. কার্বোন বায়ুর সংস্পর্শে পােড়ালে তাপন শােষণ হয়।


70. C.G.S. পদ্ধতিতে বলের একক ডাইন।


71. M.K.S. পদ্ধতিতে বলের একক নিউটন।


72. F.P.S. পদ্ধতিতে বলের একক পাউন্ডাল / ফুট পাউন্ডাল।


73. ক্ষরিত পদার্থের ভান্ডার গলগি বডিকে বলা হয়।


74. ঘুমন্ত অবস্থায় মানুষের রক্তচাপ বাড়ে কমে।


75. টাইফয়েড রােগ হয় অন্ত্রে।


76. জেনেটিক্স শব্দটির প্রবক্তা বেটসন।


77. ক্যাসেটের ফিতেতে আয়রন অক্সাইড থাকে।


78. গ্যামাক্সিন হল বেঞ্জিন হেক্সাক্লোরাইড ইথেন।


79. সবচেয়ে বেশী ক্যালরী পাওয়া যায় ফ্যাট থেকে।


80. AB শ্রেণীর রক্তে কোনও অ্যান্টিবডি থাকে না।


81. কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম ফেনল।


82. প্রানীদের স্নায়ুকোষ বিভাজিত হয় না।


83. ভিটামিন B Complex থেকে Co enzyme পাওয়া যায়।


84. হলুদ জ্বর হয় এডিস মশার কারণে।


85. মানুযের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপােথ্যালামাস।


86. কার্বন মৌলের জৈব সংখ্যা সর্বাধিক।


87. কাগজের প্রধান উপাদান সেলুলােজ।


88. বায়ােটিনকে বলা হয় ভিটামিন H ।


89. বাদুড় রাত্রে উড়তে পারে আন্ট্রাসােনিক তরঙ্গের জন্য।


90. ডলােমাইট ম্যাগনেসিয়ামের আকরিক।


91. রেডিও কার্বন ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে জীবাশ্মের বয়স জানা যায়।


92. বৃহত্তম এককোষী শৈবাল - অ্যাসিটা বুলেরিয়া।


93. Z- প্লেন কোন নীতি মেনে চলে ? —কৌণিক ভরবেগ।


94. উজ্জ্বলতম কৃত্রিম আলাের উৎস কি ? - লেসার।


95. ড্যানিয়েল কোষে তড়িৎচালক বল কত ? - 1.12 ভােল্ট।


96. G- এর মান সর্বাধিক হয় মেরুতে।


97. পাহাড়ে উঠতে কষ্ট হয় কারণ পৃথিবীর আকর্ষণ।


98. ভরবেগ হলো একটি ভেক্টর রাশি।


99. মেরুভূমিতে সৃষ্ট মিরীচিকা হলো  - অসদ বিম্ব ।


100. ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.