সাধারণ বিজ্ঞান MCQ GK প্রশ্নোত্তর: Science Gk in Bengali

সাধারণ বিজ্ঞান MCQ GK প্রশ্নোত্তর: Science Gk in Bengali

সাধারণ বিজ্ঞান MCQ GK প্রশ্নোত্তর: Science Gk in Bengali

সাধারণ বিজ্ঞান MCQ GK প্রশ্নোত্তর: Science Gk in Bengali



❏ রক্ত সংবহন তন্ত্র আবিস্কার করেন ➨ উইলিয়াম হার্ভে।


❏ রক্তের গ্রুপ আবিস্কার করেন ➨ ল্যান্ড স্টীনার 


❏ রক্তের সার্বজনীন গ্রহীতা ➨ ‘AB’ গ্রুপ।


❏ রক্তের সার্বজনীন দাতা ➨ ‘O’ গ্রুপ।


❏ রক্তে হিমোগ্লোবিন কমে গেলে ➨ রক্ত শুন্যতা সৃষ্টি হয়।


❏ ডায়াবেটিস রোগ হয় ➨ ইনসুলিনের অভাবে।


❏ মানুষের ক্রোমোজোম সংখ্যা ➨ ২৩ জোড়া বা ৪৬ টি।


❏ মানবদেহে মোট কশেরুকা ➨ ৩৩ টি।


❏ মানবদেহে হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা ➨ ৪ টি


❏ ভিটামিন এ এর অভাবে ➨ রাতকানা রোগ হয়


❏ ডায়াবেটিস রোগির রক্তে বৃদ্ধি পায় ➨ গ্লুকোজ।


❏ ক্লোনিং পদ্ধতিতে প্রথম জন্মগ্রহণকারী প্রাণীর নাম ➨ ডলি।


❏ পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ➨ রেনিন।


❏ ঝিনুকের প্রদাহের ফল ➨ মুক্তা।


❏ মস্তিষ্কের রক্তক্ষরণ ও রক্ত বাঁধাকে বলে ➨ স্ট্রোক


❏ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয় ➨ ধমণীর মধ্য দিয়ে


❏ সর্বাধিক স্নেহজাতীয় খাদ্য পাওয়া যায় ➨ দুধে।


❏ ব্যকটেরিয় কর্তৃক সৃষ্ট রোগ ➨ কলেরা, টায়ফয়েড, যক্ষা।


❏ এইডস একটি ➨ ভাইরাস ঘটিত রোগ।


❏ শব্দ দুষনের ফলে সৃষ্টি হয় ➨ উচ্চ রক্তচাপ।


❏ ব্যাকটেরিয়া কোষ বিভাজন ঘটায় ➨ মাইটোসিস প্রক্রিয়ায়।


মানবদেহের সবচেয়ে ছোট ও বড় 



❏ সবচেয়ে বড় অস্থি ➨ ফিমার


❏ সবচেয়ে ছোট অস্থি ➨ স্টেপিস


❏ সবচেয়ে বড় পেশি ➨ সারটোরিয়াস


❏ সবচেয়ে ছোট পেশি ➨ স্টেপিডিয়াস


❏ সবচেয়ে বড় গ্রন্থি ➨ যকৃত


❏ সবচেয়ে ছোট গ্রন্থি ➨ পিট্যুইটারি


❏ সবচেয়ে বড় কোষ ➨ নিউরণ


❏ আকারে সবচেয়ে বড় রক্তকণিকা ➨ শ্বেত রক্তকণিকা


❏ সবচেয়ে ছোট রক্তকণিকা ➨ অণুচক্রিকা


❏ সবচেয়ে বড় করোটিক স্নায়ু ➨ট্রাইজেমিনাল


❏ সবচেয়ে ছোট করোটিক স্নায়ু ➨অলফ্যাক্টরি


❏ সবচেয়ে বিস্তৃত করোটিক স্নায়ু ➨ ভ্যাগাস


❏ ক্ষুধার্ত স্নায়ু ➨ ভ্যাগাস


❏ সিমপ্যাথেটিক স্নায়ু ➨ থোরাসিক লাম্বার নার্ভ


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.