সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোওর: Questions Answer About Music And Dance

সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোওর: Questions Answer About Music And Dance

সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোওর: Questions Answer About Music And Dance

সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্নোওর: Questions Answer About Music And Dance

 


1. ড . সােনাল মান সিং কোন ক্ষেত্রে বিশ্ববিখ্যাত ? 


উত্তর:  ওড়িশি নাচে।


2. ' ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীত ও সংস্কৃতি বিকাশ সমিতি’র (SPICMACY) প্রতিষ্ঠাতা কে ?


উত্তর:  ড. কিরণ শেঠ।


3. কোন মার্গ সঙ্গীত শিল্পীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের নাম ' বৈঠকি রবি ' ?


উত্তর: ওস্তাদ রশিদ খান।


4. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা ' রবি ঠাকুরের গানে'র নাম বদলে কে প্রথম 'রবীন্দ্রসঙ্গীত’ শব্দবন্ধ চালু করেন ?


উত্তর: পঙ্কজকুমার মল্লিক (আকাশবাণী কলকাতায় রবীন্দ্রসঙ্গীত শেখানাের আসরে)। 


5. উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কী ?


উত্তর: পাখােয়াজ 


6. শ্রীলঙ্কার আনন্দ সমরকুনের লেখা ও রবীন্দ্রনাথ ঠাকরের সুরের 'শ্রীলঙ্কা মাতা’ কবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসাবে অনুমােদিত হয় ?


উত্তর: ১৯৫৩ সালে।


7. কোন দেশের জাতীয় সঙ্গীতের কিছু শব্দ সরকার বদলানােয় লেখক ক্ষোভে ও দুঃখে আত্মহত্যা করেন ?


উত্তর: শ্রীলঙ্কার (আনন্দ সমরকুন)।


8. কাজী নজরুল ইসলাম কোন বিখ্যাত উপন্যাসভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন ?


উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ গোরা '।


9. পরম্পরা গত ‘ ভরতনাট্যম ’ নাচের সপ্তম প্রজন্মের সেরা নৃত্যশিল্পী কে ছিলেন ?


উত্তর: বালাসরস্বতী।


10. ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক চলচ্চিত্র ‘ আলম আরা'য় কোন কোন সঙ্গীত ও নৃত্য শিল্পী ছিলেন ?


উত্তর:  জুবেদা, বিথাল, এলিজার, পৃথ্বীরাজ ও কাপুর ৭ জিল্লু।


11. কেরলের পরম্পরাগত সর্বাপেক্ষা জনপ্রিয় নৃত্যনাট্যের নাম কী ?


উত্তর:  কথাকলি।


12. কথাকলি নৃত্যনাট্যকে কে প্রথম আধুনিকীকরণ করে প্রাতিষ্ঠানিক রূপ দেন ?


উত্তর: পাটিকামতােড়ি রাভুন্নি মেনন।


13. শাস্ত্রীয় ও লােকসঙ্গীত, নাচ ও অভিনয়কে মিশিয়ে তামিল সাহিত্যে যে নতুন লিখন শৈলী তৈরি হয়েছিল তার নাম কী ?


উত্তর:  কুরাভঞ্জী।


14. সঙ্গীত শিল্পী হরিহরণের মা ও বাবার নাম কী ?


উত্তর: বিখ্যাত কণাটকী সঙ্গীত শিল্পী এইচ . এ.এস. মানি (বাবা) ও আলামেলু মানি (মা)।


15. বসন্তলক্ষ্মী কোন ক্ষেত্রের নাচে এখন বিখ্যাত ?


উত্তর: ভরতনাট্যম।


16. গীটার ও সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে কে ‘ মােহন বীণা ' তৈরি করেছেন ?


উত্তর: ‘ পদ্মশ্রী ’ ও ‘ গ্র্যামি পুরস্কার ' পাওয়া পন্ডিত বিশ্বমােহন ভাট।


17. " সঙ্গীত রত্নাকর ” বইটির রচয়িতা কে ?


উত্তর: শাঙ্গদেব।


18. কবি গানের ক’টি পর্যায় ও কী কী ?


উত্তর: উনবিংশ শতাব্দীতে বাংলার শহরাঞলে কবি গানের ৪ টি পর্যায় ছিল। যেমন — গুরুদেবের গীত, সখীসংবাদ, বিরহ ও খেউড়।


19. কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতেরজনক কে ?


উত্তর:  পুরন্দর দাস।


20 ‘ সিন্থেসাইজার ’ বাদ্যযন্ত্র কে আবিষ্কার করেন ? 


উত্তর: রবার্ট মুগ।


21. তানসেনের প্রকৃত নাম কী ? 


উত্তর: রামতনু মিশ্র।


22. নােরা জোন্স ২০০২ সালে কোন গানের অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পান ?


উত্তর: Come Away With Me .


23. সন্তুর বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: শিবকুমার শর্মা, (২) ভজন সােপােরি, (৩) তরুণ ভট্টাচার্য।


24. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান তিনটি গীতিনাট্যের নাম কী ?


উত্তর: বাল্মিকী প্রতিভা (১৮৮১), কালমৃগয়া (১৮৮২) ও মায়ার খেলা (১৮৮৯)।


25. অতুল প্রসাদের প্রিয় রাগ কোনটি ?


উত্তর: ভৈরবী।


26. নবদ্বীপ ব্রজবাসী সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: কীর্তন গানে।


27. কেশবচন্দ্র মিত্র কোন বাদ্যযন্ত্র বাজানােয় বিখ্যাত ?


উত্তর: পাখােয়াজ।


28. কোন নাট্য সাহিত্যিক ইউরােপীয় সঙ্গীতবিদ্যা শিখে ভারতীয় সঙ্গীতে তার সংমিশ্রণ ঘটান ?


উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়


29. কোন বৈশিষ্ট্যের জন্য রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদের গান ভিন্ন বলে মনে হয় ?


উত্তর:  ভাব ও সুরের তাভূতপূর্ব সংমিশ্রনের জন্য।


30. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কে কে ?


উত্তর:  (১) সুলতান খান, (২) সাবরি খান, (৩) রামনারায়ণ।


31. লুডত্বিক ভান বেটোফেনের জীবনীগ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?


উত্তর: রম্যা বলার লেখা " Beethoven, Les grandes epoques ere'atrices "


32. টুসু গান কোন অঞ্চলের গান ?


উত্তর:  রাঢ় অঙুলের লৌকিক শস্যোত্সব (সাধারণত বাংলা - বিহার সীমান্তে এই গান বেশি শােনা যায়। বীরঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়া, মালভূম, সিংক্স, বর্ধমান ও মেদিনীপুর জেলায় ১ পৌষ নবান্ন উৎসবকেলষ্মকরসূদেবীরপূজা ও টুসুগান হয়ে থাকে)।


33. আহির ভৈরোঁ (উষাকালের) রাগের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের কোনটির মিল আছে ?


উত্তর: অবাদ (Aubade)।


34. ' ক্যারােল ' কী ?


উত্তর: সমবেত খ্রিষ্ট্রিয় ধর্মীয় কণ্ঠসঙ্গীত।


35. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: (১) ভেলােরজি রামভদ্ৰল, (২) আয়ালপুরম কে শিবরমণ।


36. সানাই বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: (১) ওস্তাদ বিসমিল্লা খান, (২) বাগেশ্বরী গামার।


37. কায়েদ - এ - আজম মহম্মদ আলি জিন্নাহ’র প্রিয় ছিল পল রােবসনের কোন গান ?


উত্তর: The End .


38. ভারতে কে প্রথম ‘ জাজ মিউজিক’আনেন ?


উত্তর: কেন ম্যাক (১৯২০ সালে)


39. ভারতীয় সঙ্গীত শিল্পী মিকি কোরিয়া কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন ? 


উত্তর: স্যাক্সোফোন।


40. গােয়া রাজ্যে কী কী লােকনৃত্য আছে ? 


উত্তর: ঢালাে, ফুগড়ি, মান্ডাে ও কোরিডিনহাে।


41. জন লেনন সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: বটল গায়ক।


42. সঙ্গীতে পুলিৎজার পুরস্কার কবে শুরু হয় ?


উত্তর: ১৯৪৩ সালে।


43. বালমুরলি কৃয়ণ কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: কর্ণাটকি ঘরাণার কণ্ঠসঙ্গীত শিল্পী।


44. ‘ সরস্বতী কল্যাণ ’ রাগকার সৃষ্ট ?


উত্তর: আমজাদআলি খান।


45. পদ্মা তলােয়ারকর কোন ঘরানার কণ্ঠসঙ্গীত শিল্পী ?


উত্তর: জয়পুর ঘরানার।


46. গুজরাটে নবরাত্রি উৎসবে কোন নাচ হয় ?


উত্তর: গর্বা।


47. ' ফাগ নাচ ’ কোন রাজ্যের লােকনৃত্য ?


উত্তর: হরিয়ানা।


48. ‘ গম্ভীরা ' গান গাওয়া হয় কোন দেবতার নামে ?


উত্তর:  শিব।


49. ' ঝুমুর ' গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয় ?


উত্তর : - পুরুলিয়া জেলায়।


50. ' রণসিংহ ’, ‘ কানা ’, তুর’ও ‘ কিল্ডারি’বাদ্য যন্ত্র কোন রাজ্যের লােকনৃত্যের সঙ্গে ব্যবহৃত হয় ?


উত্তর: হিমাচল প্রদেশ।


51. ' বায়ালাটা ’ কোন রাজ্যের লােকনাট্য ?


উত্তর: কর্ণাটক।


52. ‘ বাঁশের নৃত্য ' আদিকাল থেকে আছে কোন রাজ্যে ?


উত্তর: মিজোরাম।


53. ' ভাঙরা ’ ছাড়া পাঞ্জাবের আর কী কী লােকনৃত্য আছে ?


উত্তর: গিদ্দা, ঝুমার, লুদ্দি, জুলি, ডাকারা, ধামাল, সাম্মি, জাগাে ও কিকলি।


54. কোন রাজ্যের গুম্ফাতে লামাদের মুখােশ নৃত্য আজো বিখ্যাত ?


উত্তর: সিকিম।


55. কোন রাজ্যের মন্দিরে ভরতনাট্টম নাচের উদ্ভব ?


উত্তর: তামিলনাড়ু।


56. ' বিজু ’ নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য ?


উত্তর: ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের।


57. ‘ ঘােরিয়া’ নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য ?


উত্তর: দাদরা ও নগর হাভেলির ' ডুবল ' উপজাতিদের।


58. ওয়াঞো উপজাতিদের ওয়াঞো ওরিয়া নৃত্যোৎসব হয় কোন রাজ্যে ?


উত্তর: অরুণাচল প্রদেশে।


59. ' কীর্তন ’ কোন রাজ্যের নিজস্ব সম্পদ ?


উত্তর: পশ্চিমবঙ্গ (ও বাংলাদেশের) |


60. অতুলপ্রসাদ সেন কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: সঙ্গীত ও কবিতা।


61. উস্তাদ রশিদ খান কোন ঘরানার মার্গ সঙ্গীত গায়ক ?


উত্তর: রামপুর ঘরানা।


62. ভক্তিগীতির গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায় কী নামে সেকালে পরিচিত ছিলেন ?


উত্তর: দাদাজি।


63. সারা ভারতের জনপ্রিয় ব্যান্ড গায়ক - গায়িকাদের নিয়ে ভারতের কোথায় সুবিখ্যাত ‘ রক উৎসব’ হয় ?


উত্তর: ব্যাঙ্গালােরে |


64. প্রথম অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রভিনেতা ?


উত্তর: এপ্রিল জ্যানিংস (১৯২৮ সালে)।


65. ‘ ঢপ ’ কোন শ্রেণির সঙ্গীত ?


উত্তর: কবিগান 


66. ‘ শিবাঞ্জলী ’ রাগটি কার সৃষ্টি ?


উত্তর — সরােদ শিল্পী আমজাদ আলি খান।


67. ' হরি দিন তাে গেল সন্ধ্যা হল ’ গানটি কার নামে প্রচলিত ?


উত্তর: কাঙাল ফকিরচাঁদ।


68. ‘ পাঁচালী ' গানের সূচনা পশ্চিমবঙ্গে কবে হয় ?


উত্তর: পঞ্চদশ শতাব্দীতে।


69. বাংলায় শেষ শক্তিশালী ‘ পাঁচালী ’ কবিগান রচয়িতা কে ছিলেন ?


উত্তর: দাশরথি রায়।


70. ব্রজেন্দ্রকুমার দে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন ?


উত্তর: যাত্রার পালাকার।


71. কোন সুরকার যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়ােগ করেন ?


উত্তর: ভূতনাথ দাস।


72. কেলিকাতার বিখ্যাত যাত্রাদল নট্ট কোম্পানির প্রতিষ্ঠাতা কে ?


উত্তর: বৈকুণ্ঠনাথ নট্ট (১৯১৪ সালে)।


73. ‘ হুলাবিলা ’ গানের অ্যালবামটি কোন বাংলা ব্যান্ডের ?


উত্তর - চন্দ্রবিন্দু।


74. পরীক্ষিবালা ও সনজিৎ মন্ডল কোন ধরনের গানে জনপ্রিয় ?


উত্তর: লােকগীতি।


75. মলয়ালামভাষী কোন দুই সঙ্গীতশিল্পী রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত ?


উত্তর: মনােজ মুরলী নায়ার ও মণীষা মুরলী নায়ার।


76. কবিয়াল গানে জনপ্রিয় কারা ছিলেন ?


উত্তর:  ভোলা, ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গী, ভবানী বেনে, রাসু, নিতাই বৈরাগী, রাম বসু, হরণ ঠাকুর, নৃসিংহ।


77. পটের গায়করা হিন্দু দেব - দেবীদের নিয়ে গান গাইলেও কোন ধর্মীয় সম্প্রদায়ের ?


উত্তর: মুসলিম।


78. টুসু গান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শােনা যায় ?


উত্তর: পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান ও বীরভূমে।


79. অরুণাচল প্রদেশের আদিবাসীদের কী কী লােকনৃত্য আছে ?


উত্তর: রােঞ্জি, আজি লামু, হীরী খানী, চালো, সিংহ ও ময়ূর নাচ, পােনাঙ্গ, পােপির, পাসি কোঙ্কি ও রেখম পড়া।


80. বিহু ছাড়া অসমের আর কী কী লােকনৃত্য আছে ?


উত্তর: সাত্রিয়া, ওজাপালি, ঘােষা, ধেমালি ও বাগারূম্বা।


81. রাজেন্দ্র গঙ্গানি ও ফতে সিং গঙ্গানি সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: পাখােয়াজ বাজানােয়।


82. কিষাণ মহারাজ কোন ঘরাণার তবলা বাদক ছিলেন ?


উত্তর: তিহাই ঘরাণ।


83. মার্গ সঙ্গীতে বেনারস ঘরাণার প্রতিষ্ঠাতা ছিলেন ?


উত্তর: পন্ডিত রাম শাহী।


84. ঊষা গাঙ্গুলী কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: হিন্দি নাটক, অভিনয় ও নির্দেশনায়।


85. রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার কোন নৃত্যের কোরিওগ্রাফি তার লেখা নৃত্যনাটয়ে আনেন ?


উত্তর: কান্ড্যন নৃত্য ও মুখােশ নৃত্য।


86. ' নাগাস্বরম ’ কী ?


উত্তর: দক্ষিণ ভারতের যন্ত্র সঙ্গীত।


87. সারেঙ্গীতে কটি পিতলের তার থাকে ?


উত্তর: ১১ টি।


88. তানপুরাতে কতগুলি তার থাকে ?


উত্তর: ৪ টি।


89. হার্মোনিয়ামে গান গাওয়ার আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির বই বাংলায় কে প্রথম লেখেন ?


উত্তর : — জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।


90. হিন্দি টপ্পা গানের মূল তাল ও ভাব অক্ষুগ্ন রেখে কে প্রথম বাংলা টপ্পা গান লেখেন ?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।


91. আব্বাসউদ্দীন আহমেদ কোন ক্ষেত্রে বিখ্যাত ?


উত্তর: বাংলার পল্লী সঞ্জীতে।


92. ঝুমুর মূলত কোন অঞ্চলের গান ?


উত্তর: বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, সিংভূম।


93. ভাটিয়ালী গান কবে কোথায় প্রথম প্রচলিত হয় ?


উত্তর: পঞ্চদশ শতাব্দীতে বাংলা, মিথিলা ও আসামে।


94. ' সরােদ ' বাদ্যযন্ত্রে ক’টি তার থাকে ?


উত্তর: প্রধান তার ৮ টি, ২ টি চিকারি ও তরবের ৯-১৫টি।


95. গীটার বাজানাের বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: বরুণ পাল, সুনীল গাঙ্গুলী ও বিশ্বমােহন ভাট।


96. সন্তুর বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: শিবকুমার শর্মা, ভজন সােপােরি ও তরুণ ভট্টাচার্য।


97. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৪ সালে কলম্বাে ও জাফনার কোন নৃত্যনাট্যে অভিনয় করেন ?


উত্তর: শাপমােচন।


98. সুরাবাহার বাদ্যযন্ত্র বাজানােয়বিখ্যাত শিল্পী কে ?


উত্তর: অন্নপূর্ণা দেবী (আলাদ্দীন খানের মেয়ে ও রবিশঙ্করের প্রথম স্ত্রী)।


99. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কে কে ?


উত্তর: সুলতান খান, সাবরি খান ও রামনারায়ণ।


100. চন্দ্রসারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন ?


উত্তর: উত্তাদ আলাউদ্দীন খাঁ।


101. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: ভেল্লোর জি . রামভদ্রন ও উমায়ালপুরম কে, শিবরমণ।


102. ‘ ল্যুট ’ কী ?


উত্তর: পাশ্চাত্য সঙ্গীতে ম্যান্ডােলিনের মতাে এক প্রকার জন্তুর তন্তু দিয়ে গঠিত বাদ্যযন্ত্র।


103. সানাই বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: ওস্তাদ বিসমিল্লা খাল ও বাগেশ্বরী গামার।


104. ‘ জাইলােফোন ’ কী ?


উত্তর: কাঠের তালবাদ্য যন্ত্রসঙ্গীত।


105. বাঁশী বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘােষ ও টি.আর.মহালিঞ্জাম।


106. ‘ সাক্সোফোন ’ কী ?


উত্তর: আদলফে সাক্সের সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশী।


107. পাখােয়াজ বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?


উত্তর: গােপালদাস পানসে ও ছত্রপতি সিং।


108. ভারতে ' সেতার ’ কেপ্রবর্তন করেন ?


উত্তর: আমীর খসরু।


109. কেনি জি কোন সঙ্গীত যন্ত্র বাজানাের জন্য বিশ্বখ্যাত?


উত্তর:  স্যাক্সোফোন।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.