পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবনের নাম: Names Of Some Famous Buildings In The World

পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবনের নাম: Names Of Some Famous Buildings In The World

পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবনের নাম: Names Of Some Famous Buildings In The World


পৃথিবীর কয়েকটি বিখ্যাত ভবনের নাম: Names Of Some Famous Buildings In The World

 



❏ আনারকলি➨ পাকিস্তানের লাহােরে অবস্থিত বাণিজ্য কেন্দ্র।


❏ বঙ্গভবন➨ বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন।


❏ গণভবন➨ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।


❏ হােয়াইট হাউস➨ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সরকারি বাসভবন।


❏ ওয়ালস্ট্রীট➨ নিউ ইয়র্ক শহরের স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র।

 

❏ ক্রেমলিন➨ মস্কোর জার সম্রাটের প্রাসাদ, বর্তমানে রুশ সরকারের প্রধান কার্যালয়।


❏ ১০ নং ডাউনিং স্ট্রীট➨ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।


❏ লিক্➨ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগারে।


❏ এলিসি প্রসাদ➨ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।


❏ উইন্ডসাের হাউস/বাকিংহাম প্যালেস➨ ব্রিটেনের রাজপরিবারের বাসভবন।


❏ ব্লু হাউস➨ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন।


❏ শান্তির সাগর (Sea of Tranquility)➨ চাঁদে মানুষ যেখানে প্রথম পা রাখে।


❏ নিউ ক্যাসল➨ আমেরিকায় অবস্থিত, মােটার গাড়ির যন্ত্রাংশ তৈরির জন্য বিখ্যাত


❏ রেড স্কোয়ার➨ মস্কোয় অবস্থিত, রাজনৈতিক জনসভা ইত্যাদি অনুষ্ঠিত হয়, লেনিনের দেহ এখানেই রক্ষিত আছে।


❏ স্কটল্যান্ড ইয়ার্ড➨ লন্ডনের মেট্রোপলিটান পুলিশ এবং গােয়েন্দা কেন্দ্রের সদর দফতর। 


❏ স্ট্রাটফোর্ড অব অ্যাভন➨ ইংল্যান্ডে অবস্থিত, শেক্সপিয়রের জন্মস্থান


❏ নারায়ণহিতি প্যালেস➨ কাঠমান্ডু রাজবাড়ি


❏ ফ্লাশিং মিড়াে➨ আমেরিকায় অবস্থিত, টেনিস প্রতিযােগিতার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ 


❏ হাইড পার্ক➨ লন্ডনের বিখ্যাত পার্ক, জনসভা, বিবিধ অনুষ্ঠান ইত্যাদির জন্য প্রসিদ্ধ


❏ বিগ বেন➨ ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের চূড়ায় অবস্থিত ঘড়ি। 


❏ কর্সিকা সেনােটাফ➨ সম্রাট নেপােলিয়ানের জন্মভূমি লন্ডনে অবস্থিত স্মৃতিসৌধ, প্রথম বিশ্বযুদ্ধে নিহত শহিদদের স্মৃতিতে নির্মিত।


❏ কলােসিয়াম➨ রােমের প্রাচীন অ্যাম্ফিথিয়েটার


❏ ফ্লিট স্ট্রিট➨ লন্ডনের প্রধান সংবাদপত্রগুলির অফিস এখানে অবস্থিত।


❏ কিম্ব্যালি➨ হিরে বিক্রির জগদ্বিখ্যাত বাজার 


❏ কেপ কেনেডি➨ আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র


❏ ভ্যাটিকান➨ ইতালির রােম শহরে মহামান্য পােপের বাসস্থান।


❏ মক্কা➨ আরবে অবস্থিত মুসলিমদের পবিত্র ধর্মস্থান, মহম্মদের জন্মস্থান।


❏ লুম্বিনি➨ নেপালে অবস্থিত, গৌতম বুদ্ধের জন্মস্থান 


❏ নানকানা সাহিব➨ পাকিস্থানে অবস্থিত, গুরু নানকের জন্মস্থান।


❏ পার্ল হারবার➨ হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এটি দখল করে নেয়।


❏ পেন্টাগন➨ আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত, আমেরিকার সামরিক বাহিনীর বিভিন্ন অফিস এখানে অবস্থিত


❏ ডেট্রয়েট➨ আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর, ফোর্ড কোম্পানির মােটর গাড়ি কারখানার জন্য প্রসিদ্ধ


❏ হলিউড➨ আমেরিকার প্রসিদ্ধ চলচ্চিত্র নির্মাণকেন্দ্র 


❏ ওয়েম্বলি➨ লন্ডনের বিখ্যাত ক্রীড়াকেন্দ্র


❏ ওয়েস্টমিনিটার➨ লন্ডনে অবস্থিত, বহু বিখ্যাত অ্যাবি ব্রিটিশ ব্যক্তিত্বের সমাধিক্ষেত্র 


❏ ব্রান্ডেনবার্গ➨ এই দরজা পূবর্তন পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানিকে পৃথক করেছিল


❏ বৈকানুর➨ কাজাখস্তানে অবস্থিত রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র 


❏ বেথলেহেম➨ প্যালেস্তানে অবস্থিত, যিশুখ্রিষ্ট এবং কিং ডেভিড -এর জন্মস্থান হিসেবে প্রসিদ্ধ। 


❏ বাস্তিল➨ চৌদ্দ শতকে নির্মিত ফ্রান্সের বিখ্যাত দূর্গ, ফরাসি বিপ্লবের ফলে ১৭৮৯ সালের ১৪ জালুই এর পতন ঘটে।


❏ বাকু➨ প্রসিদ্ধ তৈল খনি (আজারবাই-জানের রাজাধানী)


❏ এম্পায়ার স্টেট➨ নিউ ইয়র্কে অবস্থিত, ১০২ তলা বিল্ডিং বাড়ি 


❏ গাজা➨ প্যালেস্তাইন এবং ইজরায়েলের মধ্যবর্তী বিতর্কিত ভূখন্ড

 

❏ আলেকজান্দ্রিয়া➨ আলেকজান্ডার নির্মিত মিশরের গুরুত্বপূর্ণ বন্দর-নগর।


❏ ল্যুভর➨ প্যারিসে অবস্থিত বিশ্ববিখ্যাত মিউজিয়াম


❏ লিক➨ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত আমেরিকার পর্যবেক্ষণাগার


❏ আয়রন লেডি অব প্যারিস➨ প্যারিসের আইফেল টাওয়ার।


❏ জিব্রাল্টার➨ স্পেন এবং আফ্রিকার মধ্যবর্তী ইউরােপের প্রবেশদ্বার 


❏ লিনিং টাওয়ার➨ ১৮১ ফুট উঁচু, ইতালির পিসাতে অবস্থিত


❏ মারডেকা প্যালেস➨ জাকার্তায় অবস্থিত, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সরকারি আবস্থল


❏ আঙ্কোরভাট➨ কম্বােডিয়ার ঐতিহাসিক শহর, এখানাকার বিষ্ণুমন্দির জগদ্বিখ্যাত।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.