সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য: Information On Photosynthesis And Respiration

সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য: Information On Photosynthesis And Respiration

সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য: Information On Photosynthesis And Respiration

সালোকসংশ্লেষ ও শ্বসন এর গুরুত্বপূর্ণ তথ্য: Information On Photosynthesis And Respiration



সালােকসংশ্লেষ (Photosynthesis)


1. 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সর্বপ্রথম ফটোসিন্থেসিস বা সালােকসংশ্লেষ কথাটি প্রবর্তন করেন।


2. পাতার মেসােফিল কলায় সালােকসংশ্লেষ ঘটে।


3. সালােকসংশ্লেষীয় একককে কোয়ান্টাজোম বলে।


4. কোয়ান্টাজোম  250 টি ক্লোরােফিল অণু নিয়ে গঠিত।


5. Mg ক্লোরােফিল গঠনে ব্যবহৃত হয়।


6. সালােকসংশ্লেষ বা আলােকদশায় শক্তির উৎস সূর্য এবং অঙ্গার আত্তীকরণে শক্তির উৎস ATP


7. ব্লাকম্যান সর্বপ্রথম প্রমাণ করে সালােকসংশ্লেষ আলােক এবং অন্ধকার দশার সমন্বয়ে গঠিত।


8. ফোটন কনা একপ্রকার বােসন কনা।


9.  ATP কে কোশের এনার্জি কারেন্সি বলে।


10. সালােকসংশ্লেষ একপ্রকার উপচিতি বিপাক।


11. সালােকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ অণুতে অক্সিজেনের উৎস CO2


12. সালােকসংশ্লেষে সক্ষম প্রাণি হল ইউপ্পিনা, ক্রাইসামিবা।


13. সালােকসংশ্লেষে অক্ষম উদ্ভিদ হল ছত্রাক এবং স্বর্ণলতা।


14. উদ্ভিদদেহে ডায়াস্টেজ উৎসেচক স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুত করে।


15. বিজ্ঞানী আরনন সর্বপ্রথম ফটোফসফোরাইলেশন পদ্ধতিটির বর্ণনা করেন।


16. বিজ্ঞানী রবিন হিল ফটোলাইসিস বর্ণনা করেন।


17.  বিজ্ঞানী রবিন হিল এর নামানুসারে ফটোলাইসিস কে হিল বিক্রিয়া বলে।


18. সালােকসংশ্লেীয় কার্যবর্ণালী হল নীল (400nm) এবং লাল (700nm) আলাে। যাতে সালােকসংশ্লেষ ভালাে হয়।


19. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনে জন্য 12 অণু জলের প্রয়ােজন হয়।


20. পরাশ্রয়ী উদ্ভিদের মূলে অবস্থিত ভেলামেন কলা বায়ু থেকে জলীয়বাষ্প শােষণ করে।


21. পাতায় আপতিত সৌরশক্তির 1-2 % সালােকসংশ্লেষে ব্যবহৃত হয়।


22. স্থলজ উদ্ভিদের সালােকসংশ্লেষের জন্য কৈশিক জল শােষণ করে।


23. এক অণু গ্লুকোজে 686 KCal সৌরশক্তি আবদ্ধ থাকে।


24. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন O2 এর উৎস হল H2O।


25. " NADI " কে হিল বিকারক বলে।


26. ' কোয়ান্টাজোম ’ কথাটি বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ব্যবহার করেন।


27. সালোকসংশ্লেষের হার সবচেয়ে বেশী ক্লোরেলা নামক এককোশী শৈবালে।


28. ব্যাকটেরিয়ার কোশের ক্রোমােটোফোর নামক কোশ  অঙ্গানুতে সালােকসংশ্লেষ সংঘটিত হয়।


29. সূর্যলােকের উপস্থিতিতে সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় ADP এর সাথে Pi যুক্ত হয়ে ATP উৎপন্ন হওয়ার পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বলে।


30. সালােকসংশ্লেষে সাহায্যকারী লৌহযুক্ত ইলেকট্রন বাহকটি হল সাইটোক্রোম।


31. 25 ° C থেকে 37 ° C উষ্মতায় সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয়।


32. পেলেসিয়াব ' ক্লোরােফিল ’ নামকরণ করেন।


33. ক্লোরােবিয়াম, রোডডাসিউডােমােনাস, রােভােস্পাইরিলাম সালােকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া।


34. মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশযানে ক্লোরেলা উদ্ভিদ রাখেন।


35. সালােকসংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বনডাইঅক্সাইড বিজারিত হয় , তাই ইহাকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে।


36. কোয়ান্টাম শক্তির পরিমাণ আইনস্টাইন এককে মাপা হয়।


37. বর্ণালীর সবুজ আলােতে (560nm) সালােকসংশ্লেষ খুব কম হয় এবং লাল আলােতে (700 nm) সালােকসংশ্লেষ সবচেয়ে ভালাে হয়।


38. সালােকসংশ্লেীয় রঙ্ক কণাগুলি দুটি রঞ্জকতন্ত্র দ্বারা গঠিত। সেগুলি হল PSI বা PSII


39. ফটোফসফোরাইলেশন দুই প্রকার— (i) চক্রাকার ফটোফসফোরাইলেশন। (ii) অচক্রাকার ফটোফসফোরাইলেশন।


40. CMU এবং, DCMU সালােকসংশ্লেষ প্রতিরােধী উপাদান।


41. PAN হিল বিক্রিয়ায় বাধা দিয়ে সালােকসংশ্লেষ ব্যাহত করে।


42. সূর্যালােকের অতি তীব্রতার প্রভাবে সালােকসংশ্লেষ বন্ধ হওয়াকে সােলারাইজেশন বলে।



শ্বসন (Respiration)



1. শ্বসন একটি তাপমােচী, অপচিতি বিপাক।


2. প্রােটিন শ্বসনবস্তু রূপে ব্যবহৃত হলে তাকে প্রােটোপ্লাজমিক শ্বসন বলে।


3. শর্করা এবং ফ্যাট শসনবস্তু রূপে ব্যবহৃত হলে তাকে ভাসমান শ্বসন বা ফ্লোটিং শ্বসন বলে।


4. গ্লুকোজ এবং ফ্রকটোজ পরিপাক ব্যতীরেকে সরাসরি শ্বসন বস্তু রূপে ব্যবহৃত হয়।


5. NAD+ হল সার্বজনীন হাইড্রোজেন গ্রাহক।


6. গ্লাইকোলাইসিসের শেষ উপাদান পাইরুভিক অ্যাসিড।


7. ক্রেবশচক্রের প্রথম স্থায়ী যৌগটি হল সাইট্রিক অ্যাসিড, তাই ইহাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলে।


8. শ্বসনে ব্যবহৃত ATP অণুর সংখ্যা 2।


9. অবাত শ্বসনের তুলনায় সবাত শ্বসনে 18 গুণ বেশী শক্তি উৎপন্ন হয়।


10. পেশী কোশ থেকে বিজ্ঞানী Lohman (1929) সর্বপ্রথম ATP পৃথক করেন।


11. Gay Lussac সর্বপ্রথম সন্ধান আবিষ্কার করেন।


12. সন্ধান প্রধানত তিন প্রকার। যথা— 1.] কোহল সন্ধান : Saccharomyces ' sp . 2.] ল্যাকটিক অ্যাসিড : Bacillus acidiloetic 3.] অ্যাসিটিক অ্যাসিড : Acetobacter ' acetici 


13. শ্বসনের হার মাপা হয় গ্যানং এর রেসপিরােস্কোপ যন্ত্রে সাহায্যে।


14. সারাদিন (24 ঘন্টা) যে সময়ে উদ্ভিদ CO2 অথবা O2 গ্রহণ করে না তাকে টুইলাইট (Twilight) সময় বলা হয়।


15. গ্লাইকোলাইসিসের অপর নাম EMP পথ।


16. এক অণু ATP থেকে 7.3 Kcal তাপশক্তি নির্গত হয়।


17. পেশীর ক্লান্তির ক্ষেত্রে পেশিকোশে অবাতশ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়।


18. বিজ্ঞানী ল্যাভসীয়াব সর্বপ্রথম রেসপিরেশন শব্দটি ব্যবহার করেন।


19. সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচকটির নাম জাইমেজ।


20. শ্বসন পদ্ধতিতে ATP উৎপাদনকে অক্সিডেটিফ ফসফোরাইলেশন বলে।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.