সৌরজগতের গ্রহদের পরিচয় - Identity Of The Solar System Planets

সৌরজগতের গ্রহদের পরিচয় - Identity Of The Solar System Planets

সৌরজগতের গ্রহদের পরিচয় - Identity Of The Solar System Planets

সৌরজগতের গ্রহদের পরিচয় - Identity Of The Solar System Planets

 



বুধ (Mercury):


❏ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। (৫.৮ কোটি কিমি)


❏ ধূসর রং -এর গ্রহের গায়ে প্রচুর গর্ত।


❏ যে দিকটা সূর্যের দিকে থাকে তার উয়তা ৪৩০ সেন্টিগ্রেড। 


❏ আবর্তন : ৫৮ দিন ১৭ ঘণ্টা। 


❏ পরিক্রমণ : ৮৮ দিন। 



শুক্র (Venus) :


❏ পৃথিবীর সবথেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের।


❏ সূর্য থেকে দূরত্ব ১০.৭ কোটি কিমি। 


❏ আবর্তন : ২৪৩ দিন। 


❏ পরিক্ৰমণ : ২২৫ দিন। 


❏ সৌরজগতের উন্নতম গ্রহ (৪৬৫ ° সেন্টিগ্রেড)। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উন্নতা এত বেশি।



পৃথিবী (Earth):


❏ সূর্য থেকে দুরত্ব ১৫ কোটি কিমি। 


❏ গড় তাপমাত্রা ১৫ ° সেন্টিগ্রেড। 


❏ সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে। 


❏ আবর্তন : ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড। 


❏ পরিক্রমণ : ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেন্টিগ্রেড। 


❏ পৃথিবী নীল গ্রহ : মহাকাশ থেকে নীল রং -এর দেখায়।



মঙ্গল (Mars):


❏ সূর্য থেকে দূরত্ব ২২.৮ নেলটি কিমি। 


❏ মাটিতে প্রচুর ফোরাস অক্সাইড (লােহা) থাকায় দেখতে লাল। তাই লালাগ্রহ


❏ তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রানের খোঁজ চলছে তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল।


❏ আবর্তন : ২৪ ঘন্টা ৩৭ মিনিট। 


❏ পরিক্রমণ : ৬৮৭ দিন। 



বৃহস্পতি (Jupiter):


❏ সবচেয়ে বড়াে গ্রহ।


❏ মাধ্যাকর্ষণ সবথেকে বেশি। 


❏ সূর্য থেকে দূরত্ব ৭৭.৮ কোটি কিমি। 


❏ তাপমাত্রা : ১৫০ ° সেন্টিগ্রেড।


❏ আবর্তন : ৯ ঘন্টা ৫০ মিনিট। 


❏ পরিক্রমণ : ১২ বছর 



শনি (Saturn): 


❏ সূর্য থেকে দূরত্ব ১৪২.৭ কোটি কিমি।


❏ তাপমাত্রা : –১৮৪ ° সেন্টিগ্রেড।


❏ আবর্তন : ১0 ঘন্টা প্রায়।


❏ পরিক্রম : ২৯ বছর ৬ মাস।


❏ ঘনত্ব জলের থেকেও কম


❏ ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল ৭ টা বন্যায় আছে।



ইউরেনাস (Uranus):


❏ সূর্য থেকে দূরত্ব ২৮৭ কোটি কিমি।


❏ মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।


❏ তাপমাত্রা : -২১৬ ° সেন্টিগ্রেড, শীতলতম গ্রহ।


❏ আবর্তন : প্রায় ১৭ ঘন্টা।


❏ পরিক্রমণ : প্রায় ৮৪ বছর।



নেপচুন (Neptune):


❏ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল।


❏ সূর্য থেকে দূরত্ব ৪৪৯.৭ কোটি কিমি। 


❏ তাপমাত্রা : -২১৪ ° সেন্টিগ্রেড। 


❏ আবর্তন : প্রায় ১৬ ঘন্টা। 


❏ পরিক্রমণ : ১৬৫ বছর।



বামন গ্রহ (Pluto):


একসময় প্লুটোকে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ধরা হতাে। কিন্তু ২০০৬ সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ (Dwarf Planet) অ্যাখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনাে মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছােটো প্লটো, সূর্যকে পরিক্রমণ। করে ২৪৮ বছরে।


উপগ্রহ:


যে জ্যোতিষ্কগুলাে নিজের আলাে ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘােরে তাদের উপগ্রহ (Satellite) বলে।


চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে এর দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার কিমি। পৃথিবীর আয়তনের চার ভাগের এক ভাগের সমান চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনাে জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর ১/৬ ভাগ। অর্থাৎ একই শক্তি প্রয়ােগ করে চাঁদে পৃথিবীর চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাফানাে যায়। চাঁদ তার আবর্তন (নিজ অক্ষের চারিদিকে ঘােরা) আর পরিক্রমণ (পৃথিবীর চারদিকে ঘােরা) শেষ করে প্রায় একই সময়ে (২৭ দিন ৮ ঘণ্টায়)। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই।


❏ গ্রহ: পৃথিবী


❏ উপগ্রহের সংখ্যা: 1


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: চাঁদ



❏ গ্রহ: মঙ্গল


❏ উপগ্রহের সংখ্যা: 2


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: ডাইমোস ও ফোবোস



❏ গ্রহ: বৃহস্পতি


❏ উপগ্রহের সংখ্যা: 67


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: গ্যানিমিড, ইউরোপা



❏ গ্রহ: শনি


❏ উপগ্রহের সংখ্যা: 53


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: টাইটান (বৃহত্তম)



❏ গ্রহ: ইউরেনাস


❏ উপগ্রহের সংখ্যা: 27


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: মিরান্ডা



❏ গ্রহ: নেপচুন


❏ উপগ্রহের সংখ্যা: 13


❏ বিশেষ বিশেষ উপগ্রহ: ট্রাইটন


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.