বাংলা জেনারেল নলেজ - Bengali General Knowledge

বাংলা জেনারেল নলেজ - Bengali General Knowledge

বাংলা জেনারেল নলেজ - Bengali General Knowledge


বাংলা জেনারেল নলেজ - Bengali General Knowledge



১। কোন বিজ্ঞানী বসন্ত রােগের প্রতিষেধক টিকা আবিষ্কার করেন ?


উত্তর: এডওয়ার্ড জেনার। 


২। গমের রাষ্ট্র রােগ ঘটায় কোন ছত্রাক ?


উত্তর: পাকসিনিয়া গ্র্যামিনিজ। 


৩। পৃথিবীর সবথেকে বড় প্রাণীকোশের নাম কী ?


উত্তর: উটপাখির ডিম। 


৪। রবার্ট ব্রাউন, কোশের কোন অংশ আবিষ্কার করেন ?


উত্তর: নিউক্লিয়াস। 


৫। অ্যামাইনাে অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে বিভিন্ন প্রকার প্রােটিন তৈরি হয়, এদেরকে কী বলে ?


উত্তর: প্রােটিনয়েড। 


৬। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অথবা কোনাে সুনির্দিষ্ট জনুর পপুলেশনে প্রাপ্ত সামগ্রিক জিনসমূহকে কী বলে ?


উত্তর: জিন পুল।


৭৷ ‘ দ্রুতি ’ কী রাশি -?


উত্তর: স্কেলার রাশি। 


৮। বিভব পার্থক্যের ব্যবহারিক একক কী ?


উত্তর: ভােল্ট। 


৯। তরঙ্গ কয় প্রকার ও কী কী ?


উত্তর: প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গ।


১০। ' বালো চক্র ' কী নিয়মে কাজ করে ?


উত্তর: বামহন্ত নিয়ম।


১১। দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?


উত্তর: ল্যাকটোমিটার।


১২। গ্যাসের চাপ নির্ণয় করার যন্ত্রের নাম কী ?


উত্তর: ম্যানােমিটার।


১৩। সােডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয় ?


উত্তর: কার্বন-ডাই-অক্সাইড।


১৪। অ্যামােনিয়াম সালফেটের অণুতে ক’টি পরমাণু আছে ?


উত্তর: ১৫ টি।


১৫৷ ' হাইপো ' কী ?


উত্তর: সােডিয়াম থায়ােসালফেট।


১৬। প্ল্যাটিনাম, হাইড্রোজেনকে শুষে নিলে তাকে কী বলে ?


উত্তর: অন্তভৃতি।


১৭। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ?


উত্তর: লালা হরদয়াল (মার্কিন যুক্তরাষ্ট্রে)।


১৮। ' খানুয়ার যুদ্ধ ' কাদের মধ্যে হয়েছিল ?


উত্তর: বাবর ও রাণা সংগ্রাম সিংহ (১৫২৭ খ্রিস্টাব্দে)।


১৯। আলবিরুশী কখন ভারতে আসেন ?


উত্তর: সুলতান মামুদের ভারত আক্রমণকালে।


২০। গুপ্তযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন ?


উত্তর: ধন্বন্তরী।


২১। পাশ্চাত্য শিক্ষার উগ্র সমর্থক কে ছিলেন ?


উত্তর: টমাস মেকলে।


২২। কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে ?


উত্তর: সিপাহি বিদ্রোহ।


২৩। ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় ?


উত্তর: ১৮৫৮ সালে। 


২৪। মােহনদাস করমচাঁদ গান্ধীকে কে “ মিকি মাউস’আখ্যা দেন ?


উত্তর: সরােজিনী নাইডু। 


২৫। অ্যানি বেসান্ত ‘ হােমরুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন ?


উত্তর: মাদ্রাজ। 


২৬। আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে ?


উত্তর: পণ্ডিতা রমাবাঈ। 


২৭। আন্দামান দ্বীপপুঞ্জের বিখ্যাত কারাগারের নাম কী ?


উত্তর: সেলুলার 


২৮। ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে ?


উত্তর: শতদ্র। 


২৯। “ আহার ' নদী ভারতের কোন রাজ্যে আছে ?


উত্তর: রাজস্থান। 


৩০। ওড়িশার দামনজোড়ি কীজন্য বিখ্যাত ?


উত্তর: অ্যালুমিনিয়াম। 


৩১। মান্নার উপসাগরটি কোথায় আছে ?


উত্তর: তামিলনাড়ুর পূর্বে।


৩২। ইউরােপের রূঢ় উপত্যকায় প্রধান খনিজ সম্পদ কী ?


উত্তর: কয়লা।


৩৩। বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট ?


উত্তর: সেন্ট লরেন্স। 


৩৪। কোন দেশ টিউলিপ ফুলের জন্য বিখ্যাত ?


উত্তর: হল্যান্ড। 


৩৫। ' সিনাই পেনিনসুলা ' কোন আফ্রিকান দেশে আছে ?


উত্তর: মিশর। 


৩৬। ব্রাজিল মালভূমি ও আন্দিজ পর্বতের মধ্যে সংযােগরক্ষাকারী মালভূমির নাম কী ?


উত্তর: মতােগ্রাসাে।


৩৭। কে প্রথম বিরােধীদলনেতা হিসাবে লােকসভায় তার আসন পান ?


উত্তর: যশবন্তরাও বলবন্তরাও চবন।


৩৮। সবথেকে কম কত বছর বয়সে কোনাে ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন ?


উত্তর: ২৫ বছর।


৩৯। লােক আদালতের জনক কে ?


উত্তর: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পি.এন.ভগবতী।


৪০। লােকসভার জিরাে আওয়ারের মেয়াদকাল কতদিনের ?


উত্তর:  অনির্দিষ্ট।


৪১। রাষ্ট্রপতির বক্তৃতা কে তৈরি করেন ?


উত্তর: প্রধানমন্ত্রী ও তার ক্যাবিনেট।



কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.