Bengali General Knowledge 2021: জেনারেল নলেজ প্রশ্নোত্তর

Bengali General Knowledge 2021: জেনারেল নলেজ প্রশ্নোত্তর

 

Bengali General Knowledge 2021: জেনারেল নলেজ প্রশ্নোত্তর

Bengali General Knowledge 2021: জেনারেল নলেজ প্রশ্নোত্তর



❏ দক্ষিন ভারতের কালো মাটির অপর নাম কী - রেগুর


❏ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি - গ্রেট ব্যারিয়ার রিফ


❏ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি - ৯টি


❏ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী - কিউসেক


❏ গঙ্গোইকোন্ড উপাধী নেন কে - প্রথম রাজেন্দ্র চোল


❏ পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী - পামীর মালভূমি


❏ সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি - মঙ্গল গ্রহ


❏ মহামল্ল উপাধী নেন কে - প্রথম নরসিংহবর্মন


❏ ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী - ফ্ল্যাজেলা


❏ কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় - ধান


❏ পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় - স্টকহোম


❏ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় - আলেকজান্ডার কানিংহাম


❏ জেরপথ্যালমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় - ভিটামিন ‘এ’


❏ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত - জেনেভা


❏ ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন - লর্ড লিনলিথগো


❏ কোন গ্রহের অপর নাম লুসিফার - শুক্র গ্রহক যন্ত্রের নাম কি - হাইগ্রোমিটার


❏ বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন - সত্যেন্দ্রনাথ বসু (১৯৪৮)


❏ অলিম্পিকের বলয় গুলির রং কী কী - নীল, হলুদ, কালো, সবুজ ও লাল


❏ ভারতে আসার সমুদ্র পথ কে আবিস্কার করেছিলেন - ভাস্কো দা গামা


❏ স্যার টমাস রো ভারতে আসেন কার আমলে - জাহাঙ্গীরের আমলে


❏ আল্ট্রাসোনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী - বাদুড়


❏ মানব ফুসফুসের আবরণীর নাম কী - প্লুরা


❏ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের কোন রোগ হয় - ক্রেটিনিজম


Also Read:


❏ গ্রাফাইট ও হীরা কোন পদার্থের রূপভেদ - কার্বন


❏ আলেকজান্দ্রিয়া কোন নদীর তীরে অবস্থিত - নীল নদ


❏ পোল্ডারভূমি কোথায় দেখা যায় - নেদারল্যান্ড


❏ কোন দেশকে ‘প্রভাত শান্তির দেশ’ বলা হয় - কোরিয়া


❏ বাসন্তী দেবী ও সুনীতি দেবী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – অসহযোগ আন্দোলন


❏ ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয় - প্রস্তাবনা অংশটিকে


❏ শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন - অগাস্ত ব্লাংকি (১৮৩৮)


❏ সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল - কৃষিকাৰ্য


❏ ওলিয়ামের রাসায়নিক নাম কী - পাইরো সালফিউরিক অ্যাসিড


❏ বিদ্যাসাগর সারা বাংলায় কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন - ৩৫টি


❏ ভারতের কোন রাজ্যের পুরানো নাম নেফা - অরুনাচলপ্রদেশ


❏ ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে - ইন্দিরা গান্ধী


❏ সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কী - কুইপার বেল্ট


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.