1000+ GK Questions and Answers on Indian Geography: ভূগোলের MCQ প্রশ্ন ও উত্তর

1000+ GK Questions and Answers on Indian Geography: ভূগোলের MCQ প্রশ্ন ও উত্তর

1000+ GK Questions and Answers on Indian Geography: ভূগোলের MCQ প্রশ্ন ও উত্তর


1000+ GK Questions and Answers on Indian Geography: ভূগোলের MCQ প্রশ্ন ও উত্তর



1. ভারতের কোন শিল্পকে ' সব শিল্পের মূল ' (Fundamental of all industries) বলা হয় ? 


(A) লৌহ - ইস্পাত শিল্প 


(B) কৃষিজ শিল্প 


(C) বনজ সম্পদভিত্তিক শিল্প 


(D) প্রাণীজ সম্পদভিত্তিক শিল্প


উত্তর: (A) লৌহ-ইস্পাত শিল্প 


2. ভারতের বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোথায় ?


(A) জামসেদপুর 


(B) দুর্গাপুর 


(C) ভিলাই 


(D) রাউরকেল্লা 


উত্তর: (C) ভিলাই


3. কোন নদীর তীরে রাউরকেল্লা লৌহ-ইস্পাত কারখানা অবস্থিত ?


(A) মহানদী 


(B) নর্মদা 


(C) ব্রাহ্মণী 


(D) সুবর্ণরেখা


উত্তর:  (C) ব্রাহ্মণী 


4. উৎপাদন ক্ষমতা অনুসারে বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা কোনটি ?


(A) ভিলাই 


(B) বােকারাে 


(C) বিশ্বেশ্বরাইয়া 


(D) জামসেদপুর 


উত্তর: (B) বােকারাে 


5. ভারতের বৃহত্তম বেসরকারী লৌহ-ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি ?


(A) জামসেদপুর 


(B) ভদ্রাবতী 


(C) বিশাখাপত্তনম 


(D) বার্নপুর


উত্তর: (A) জামসেদপুর 


6. রাউরকেল্লা লৌহ-ইস্পাত কারখানাটি কোন কোম্পানির সহযােগিতায় স্থাপিত হয়েছে ?


(A) ইস্কো 


(B) টিস্কো 


(C) ইস্কন 


(D) ক্রুপস অ্যান্ড ডেমাগ


উত্তর:  (D) ক্রুপস অ্যান্ড ডেমাগ


7. ভারতের প্রথম লৌহ-ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয় ? 


(A) টাটানগর 


(B) ভদ্রাবতী 


(C) কুলটি 


(D) বার্নপুর


উত্তর: (C) কুলটি 


8. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?


(A) বজবজ


(B) রিষড়া


(C) টিটাগড় 


(D) হাওড়া


উত্তর: (B) রিষড়া


9. ' ভারতের রূঢ় ' কাকে বলে ?


(A) ভিলাই 


(B) রাউরকেল্লা 


(C) সালেম 


(D) দুর্গাপুর


উত্তর: (D) দুর্গাপুর


10. পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোনটি ?


(A) হুগলী (কলকাতা)


(B) ওসাকা (জাপান)


(C) ইয়াংসিকিয়াং অববাহিকা (চীন) 


(D) মিনেসােটা - ডাকোটা অঞ্চল (উঃ আমেরিকা) 


উত্তর: (A) হুগলী (কলকাতা)


11. ভারতের প্রথম কার্পাস বয়ন কলটি কোথায় গড়ে ওঠে ? 


(A) মুম্বাই 


(B) আমেদাবাদ 


(C) সুরাট 


(D) ফোর্ট গ্নস্টার 


উত্তর: (D) ফোর্ট গ্নস্টার 


12. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা কোথায় গড়ে ওঠে ?


(A) চেন্নাই 


(B) বিশাখাপত্তনম 


(C) মুম্বাই


(D) চণ্ডীগড়


উত্তরপ:- (B) বিশাখাপত্তনম 


13. ভারতের প্রথম বিমানশিল্প কারখানা কোথায় ? 


(A) কানপুর


(B) বিশাখাপত্তনম 


(C) ব্যাঙ্গালাের 


(D) কোচি


উত্তর:  (C) ব্যাঙ্গালাের 


14. Calico Textile - এর জন্য কোন শহর খ্যাত ছিল ?


(A) কলকাতা 


(B) কোজিকট


(C) কোচিন 


(D) সুরাট 


উত্তর: (B) কোজিকট


15. ন্যাশানাল মেটালার্জিকাল ল্যাবরেটরী ভারতে কোথায় ?


(A) দেরাদুন


(B) হায়দ্রাবাদ 


(C) দিল্লী 


(D) জামসেদপুর


উত্তর:  (D) জামসেদপুর


16. নীচের চারটির মধ্যে কোথায় একটি সার কারখানা আছে ?


(A) সিন্ধ্রী


(B) রাঁচি


(C) আমেদাবাদ


(D) কোচি


উত্তর:  (A) সিন্ধ্রী


17. নীচের কোন স্টিল প্লান্ট স্টেনলেস স্টিল (Stainless steel) উৎপাদনের জন্য বিখ্যাত ? 


(A) সালেম 


(B) দুর্গাপুর 


(C) ভিলাই 


(D) রাউরকেল্লা


উত্তর: (A) সালেম 


18. ভারতের কোন শিল্পে সর্বাধিক লােক নিযুক্ত ?


(A) লােহা ও স্টিল 


(B) চা 


(C) বস্ত্র


(D) সিমেন্ট


উত্তর: (C) বস্ত্র


19. নীচের জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত ?


(A) রিহান্দ 


(B) হীরাকুদ 


(C) কংসাবতী 


(D) মাইথন


উত্তর: (A) রিহান্দ 


20. রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় তৈরী হয় ?


(A) চিত্তরঞ্জন 


(B) জামালপুর 


(C) পেরাম্বুর 


(D) বারাণসী


উত্তর: (C) পেরাম্বুর 


21. ভারতের পেনিসিলিন ওষুধ কোথায় প্রস্তুত হয় ?


(A) পাের্টব্লেয়ার 


(B) পুণা 


(C) পেমপ্রি 


(D) পাটনা 


উত্তর: (C) পেমপ্রি


22. কোঠাণ্ডদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় ?


(A) উত্তরাঞ্চল 


(B) অন্ধ্রপ্রদেশ 


(C) মধ্যপ্রদেশ 


(D) উত্তরপ্রদেশ


উত্তর:  (B) অন্ধ্রপ্রদেশ 


23. ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত ? 


(A) পাট 


(B) কাগজ 


(C) সিমেন্ট 


(D) সার 


উত্তর: (B) কাগজ 


24. হুগলী শিল্পাঞ্চলের কোথায় মােটরগাড়ি নির্মাণ কারখানা আছে ?


(A) বেলুড় 


(B) হিন্দমােটর 


(C) কল্যাণী 


(D) গার্ডেনরীচ


উত্তর:  (B) হিন্দমােটর 


25. কোন অঞ্চলকে ‘ ভারতের খনিজ ভাণ্ডার ' বলা হয় ? 


(A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 


(B) ডিগবয় - নাহারকাটিয়া অঞ্চলকে 


(C) পেঞ্চ - কানহা উপত্যকাকে 


(D) গুজরাটকে 


উত্তর: (A) ছােটোনাগপুর মালভূমি অঞ্চলকে 


26. করণপুরা কেন বিখ্যাত ? 


(A) তেল সংশােধনাগার 


(B) বিমান নির্মাণ কারখানা 


(C) কয়লা খনি 


(D) বস্ত্রশিল্প 


উত্তর: (C) কয়লা খনি


27. ছােটোনাগপুর মালভূমির বনাঞ্চল কি উৎপাদনের জন্য ভারতবিখ্যাত ? 


(A) সেগুন কাঠ 


(B) রবার 


(D) লাক্ষা 


(C) সিল্ক


উত্তর: (D) লাক্ষা  


28. ছোটোনাগপুর মালভূমির কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় ?


(A) মোসাবনি


(B) যদুগােড়া 


(C) নােয়ামুণ্ডি 


(D) কোডার্মা 


উত্তর: (B) যদুগােড়া 


29. ছােটোনাগপুর অঞ্চলের বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কী ?


(A) সিন্ধ্রি


(B) লােহারড়াগা 


(C) চন্দ্রপুরা 


(D) তিলাইয়া


উত্তর: (A) সিন্ধ্রি


30. ভারতের একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় ?


(A) বান্ধবগড় 


(B) সিমলিপাল 


(C) গীরি


(D) করবেট পার্ক 


উত্তর: (C) গীরি 


31. সবরমতী ও মাহী কোথায় পড়েছে ? 


(A) ভারত মহাসাগরে 


(B) খাম্বাত উপসাগরে 


(C) পক প্রণালীতে 


(D) বঙ্গোপসাগরে 


উত্তর: (B) খাম্বাত উপসাগরে


32. গুজরাটের সর্বোচ্চ গিরিশৃঙ্গের নাম কী ? 


(A) গােরক্ষনাথ 


(B) গুরুশিখর 


(C) ধূপগড় 


(D) মণিপুর


উত্তর: (A) গােরক্ষনাথ


33. ভারতে পিগম্যালিয়ন পয়েন্ট কোথায় ? 


(A) কারাকোরাম পর্বত 


(B) চায়না পীক 


(C) কেরল 


(D) নিকোবর দ্বীপ 


উত্তর: (D) নিকোবর দ্বীপ 


34. আন্দামান - নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?


(A) ইন্দিরা পয়েন্ট 


(B) নরকোণ্ডাম 


(C) ব্যারেন 


(D) স্যাডেল পিক 


উত্তর: (D) স্যাডেল পিক 


35. দাক্ষিণাত্য লাভা অঞ্চল কী জাতীয় শিলা দিয়ে গঠিত ?


(A) গ্রানাইট 


(B) স্যাণ্ডস্টোন 


(C) ব্যাসল্ট 


(D) ডলেরাইট


উত্তর: (C) ব্যাসল্ট 


36. ‘ ওঙ্গী ’ উপজাতি গােষ্ঠী ভারতে কোথায় দেখা যায় ?


(A) আন্দামান - নিকোবর দ্বীপ 


(B) মধ্যপ্রদেশ 


(C) নাগাল্যাণ্ড 


(D) লাক্ষাদ্বীপ


উত্তর: (A) আন্দামান - নিকোবর দ্বীপ 


37. চীনাবাদাম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ? 


(A) মহারাষ্ট্র 


(B) পশ্চিমবঙ্গ 


(C) পাঞ্জাব 


(D) গুজরাট 


উত্তর: (D) গুজরাট 


38. কত সাল পর্যন্ত কোলকাতা সারা ভারতের রাজধানী ছিল ?


(A) 1905 সাল


(B) 1911 সাল


(C) 1942 সাল


(D) 1947 সাল


উত্তর: (B) 1911 সাল


39. কাকে কোলকাতার প্রতিষ্ঠাতা বলা হচ্ছে ?


(A) জোব চার্নক 


(B) সাবর্ণ চৌধুরী 


(C) সিরাজদৌল্লা 


(D) রবার্ট ক্লাইভ


উত্তর: (A) জোব চার্নক 


40. কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ? 


(A) কোপাই 


(B) তিস্তা 


(C) রূপনারায়ণ 


(D)  জলঙ্গী 


উত্তর: (D)  জলঙ্গী 


41. ভারতের বৃহত্তম সুইশ গেট কোন নদীতে অবস্থিত ? 


(A) গঙ্গা 


(B) দামােদর 


(C) তিস্তা


(D) ব্রহ্মপুত্র


উত্তর: (B) দামােদর 


42. জওহরলাল নেহেরু ভারতের কোন শহরকে ‘ মিনিয়েচার ইন্ডিয়া ’ বলেছিলেন ?


(A) মুম্বাই 


(B) কলকাতা 


(C) খড়গপুর


(D) দিল্লী


উত্তর: (C) খড়গপুর


43. নীচের চারটির মধ্যে তিনটি রাজ্য ভারতের নবীনতম রাজ্য কোনটি নবীনতম নয় ?


(A) ঝাড়খণ্ড 


(B) উত্তরাঞ্চল 


(C) ছত্তিশগড় 


(D) গােয়া 


উত্তর: (D) গােয়া 


44. নীচের রাজ্যগুলাের মধ্যে কোনটিকে ‘ মশলার বাগান ’ বলা হয় ?


(A) কেরল 


(B) তামিলনাড়ু 


(C) পাঞ্জাব


(D) মহারাষ্ট্র


উত্তর: (A) কেরল 


45. ভারতের জাতীয় সড়ক নং 2 (National Highway No. 2) কোন দুটি শহরকে যুক্ত করেছে ? 


(A) কলকাতা ও অমৃতসর 


(B) দিল্লী ও মুম্বাই 


(C) চেন্নাই ও নিউ দিল্লী 


(D) শ্রীনগর ও ত্রিবান্দ্রম 


উত্তর: (A) কলকাতা ও অমৃতসর 


46. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা রেখা কি নামে পরিচিত ?


(A) র্যাডক্লিফ রেখা


(B) ম্যাকমােহন রেখা 


(C) 38th parallel


(D) ডুরান্ড রেখা 


উত্তর: (C) 38th parallel


46. কালাহারি মরুভূমি কোথায় ?


(A) জিম্বাবােয়ে 


(B) বৎসােয়ানা 


(C) ব্রাজিল 


(D) মধ্য এশিয়া 


উত্তর: (B) বৎসােয়ানা 


47. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ? 


(A) ওড়িশা 


(B) মহারাষ্ট্র 


(C) মেঘালয় 


(D) ত্রিপুরা 


উত্তর: (A) ওড়িশা 


48. ভারতের কোন রাজ্যের পুরােনাে নাম NEFA ?


(A) অসম 


(B) অরুণাচল প্রদেশ


(C) মণিপুর 


(D) উত্তরাঞ্চল


উত্তর: (B) অরুণাচল প্রদেশ


49. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত ? 


(A) মহারাষ্ট্র 


(B) ওড়িশা 


(C) মধ্যপ্রদেশ 


(D) গুজরাট


উত্তর: (A) মহারাষ্ট্র 


50. নীচের কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত ? 


(A) জলদাপাড়া 


(B) পেরিয়ার 


(C) কানহা 


(D) কাজিরাঙা


উত্তর:  (B) পেরিয়ার


51. অসমে নীচে কোনটি সবচেয়ে বেশী উৎপন্ন হয় ?


(A) গম 


(B) ধান 


(C) চা


(D) পাট


উত্তর:  (C) চা


52. কোন রাজ্যে সবচেয়ে বেশী গম উৎপাদন হয় ?


(A) বিহার 


(B) উত্তরপ্রদেশ 


(C) পাঞ্জাব 


(D) মধ্যপ্রদেশ


উত্তর:  (B) উত্তরপ্রদেশ 


53. ভারতের কোন রাজ্য জাফরান উৎপন্ন করে ?


(A) হিমাচল প্রদেশ 


(B) রাজস্থান 


(C) সিকিম 


(D) জম্মু ও কাশ্মীর


উত্তর:  (D) জম্মু ও কাশ্মীর


54. সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোথায় ?


(A) ওড়িশা 


(B) মধ্যপ্রদেশ 


(C) বিহার 


(D) ঝাড়খণ্ড 


উত্তর: (A) ওড়িশা


55. ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়  ?


(A) যােধপুর


(B) শ্রীনগর


(C) বিকানীর 


(D) লে


উত্তর: (A) যােধপুর


56. ' ক্ষেত্রী ' কীসের জন্য বিখ্যাত ? 


(A) কয়লা


(B) তামা 


(C) গম 


(D) সােনা


উত্তর: (B) তামা 


57. কাজিরাঙ্গা ন্যাশানাল পার্ক কীসের জন্য বিখ্যাত ?


(A) বাঘ 


(B) কুমীর 


(C) গণ্ডার 


(D) পাখি 


উত্তর: (C) গণ্ডার


58. গঙ্গানদী বাংলাদেশে প্রবেশ করে কী নাম নিয়েছে ?


(A) যমুনা 


(B) পদ্মা 


(C) মেঘনা 


(D) জলঙ্গী 


উত্তর: (B) পদ্মা 


59. ভারত কোন খনিজ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে ? 


(A) কয়লা 


(B) লােহা 


(C) তামা 


(D) অভ্র


উত্তর: (D) অভ্র


60. কোন অঞ্চলকে ' ভারতের চিনির বাটি ' — এই আখ্যা দেওয়া হয়েছে ?


(A) উত্তরপ্রদেশ 


(B) মহারাষ্ট্র 


(C) মধ্যপ্রদেশ 


(D) পাঞ্জাব 


উত্তর: (A) উত্তরপ্রদেশ 


61. কোন রাজ্যে সবচেয়ে বেশী অংশ জুড়ে অরণ্য রয়েছে ?


(A) মধ্যপ্রদেশ


(B) অসম 


(C) ওড়িশা 


(D) উত্তরপ্রদেশ 


উত্তর: (A) মধ্যপ্রদেশ


62. চারমিনার কোথায় অবস্থিত ?


(A) নাগপুর


(B) আজমীর 


(C) পুনে 


(D) হায়দ্রাবাদ


উত্তর: (D) হায়দ্রাবাদ 


63. ‘ কন্যাকুমারী ’ কোন রাজ্যে অবস্থিত ? 


(A) তামিলনাড়ু 


(B) কেরল 


(C) আন্দামান 


(D) অন্ধ্রপ্রদেশ 


উত্তর: (A) তামিলনাড়ু 


64. ‘ উডাকামণ্ডলম ’ কোন স্থানের নতুন নাম ?


(A) উটি


(B) ত্রিবান্দ্রম 


(C) কোডাইকানাল 


(D) তুতিকোরিন


উত্তর: (A) উটি


65. নীচের কোন জোড়াটি সঠিক নয় ?


(A) শিলং - অসম 


(B) কোডাইকানাল - তামিলনাড়ু 


(C) পাঁচমারি - মধ্যপ্রদেশ


(D) মাউন্ট আবু - রাজস্থান 


উত্তর: (A) শিলং - অসম 


66. নীচের নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি ?


(A) কৃষ্ণা


(B) তাপ্তী 


(C) গােদাবরী 


(D) কাবেরী


উত্তর: (B) তাপ্তী 


67. ত্রিবেণী (গঙ্গা , যমুনা ও সরস্বতী মিলিত প্রবাহ) কোথায় ?


(A) বারাণসী 


(B) অযােধ্যা 


(C) এলাহাবাদ 


(D) হরিদ্বার 


উত্তর: (C) এলাহাবাদ 


68. নীচের কোন নদীটি গঙ্গানদীর শাখানদী নয় ?


(A) গােমতী 


(B) বিপাশা 


(C) ঘর্ঘর


(D) গণ্ডক 


উত্তর: (B) বিপাশা 


69. ভারতের কোথায় সবচেয়ে বেশী কাজুবাদাম উৎপন্ন হয় ?


(A) কেরল 


(B) গুজরাট 


(C) কর্ণাটক 


(D) জম্মু ও কাশ্মীর


উত্তর: (C) কর্ণাটক 


70. ' চুখা উপত্যকা প্রকল্প ' — কোন দেশে করা হয়েছে ? 


(A) শ্রীলঙ্কা 


(B) বাংলাদেশ 


(C) ভুটান 


(D) নেপাল 


উত্তর: (C) ভুটান


71. শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশী বৃষ্টিপাত হয় ? 


(A) হিমাচল প্রদেশ 


(B) মেঘালয় 


(C) তামিলনাড়ু 


(D) কেরল 


উত্তর: (C) তামিলনাড়ু 


72. কোন দেশে চা চাষের উপযুক্ত জমি সবচেয়ে বেশী রয়েছে ? 


(A) শ্রীলঙ্কা 


(B) চীন


(C) ব্রাজিল 


(D) ভারত


উত্তর: (D) ভারত


73. বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনী রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে ?


(A) ওজোনস্তর


(B) মেসােস্ফিয়ার


(C) আয়নােস্ফিয়ার 


(D) এক্সোস্ফিয়ার


উত্তর: (A) ওজোনস্তর


74. ' ইগলু ' কী ? 


(A) আলাস্কার জেলেদের নৌকা


(B) এস্কিমােদের তৈরী বরফের ছােট ছােট ঘর


(C) উষ্ণ স্রোতের মাছ 


(D) কালাহারির উপজাতিদের ব্যবহার্য অস্ত্র


উত্তর: (B) এস্কিমােদের তৈরী বরফের ছােট ছােট ঘর


75. কোন গ্রহ সূর্যকে একবার পরিক্রমণ করতে প্রায় 12 বছর সময় নেয় ?


(A) বৃহস্পতি 


(B) মঙ্গল 


(C) বুধ 


(D) শনি


উত্তর: (A) বৃহস্পতি


76. মালাক্কা প্রণালী কোথায় আছে ?


(A) মালয়েশিয়া ও বাের্নিওর মধ্যে


(B) জাভা ও বাের্নিওর মধ্যে


(C) ভারত ও শ্রীলঙ্কার মধ্যে


(D) আন্দামান ও নিকোবর দ্বীপের মধ্যে


উত্তর:  (B) জাভা ও বাের্নিওর মধ্যে


77. দাক্ষিণাত্যের পূর্ববাহিনী নদীগুলির মধ্যে কোনটি দ্বিতীয় দীর্ঘতম ?


(A) মহানদী


(B) গােদাবরী 


(C) কৃষ্ণা 


(D) কাবেরী 


উত্তর: (C) কৃষ্ণা 


78. সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি ?


(A) বিটুমিনাস কয়লা 


(B) লিগনাইট 


(C) কোকিং কোল 


(D) অ্যানথ্রাসাইট


উত্তর: (D) অ্যানথ্রাসাইট


79. ভারতের কোন রাজ্যে ডােগরি ভাষা বলা হয় ? 


(A) জম্মু ও কাশ্মীর


(B) বিহার 


(C) রাজস্থান


(D) হিমাচল


উত্তর:  (A) জম্মু ও কাশ্মীর


80. সুবর্ণরেখা নদীর তীরে কোন ইস্পাত নগরী অবস্থিত ?


(A) দুর্গাপুর


(B) বার্নপুর


(C) জামসেদপুর 


(D) রাউরকেল্লা


উত্তর:  (C) জামসেদপুর 


81. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত ? 


(A) 2688 কিমি 


(B) 2242 কিমি 


(C) 2112 কিমি 


(D) 1842 কিমি


উত্তর: (A) 2688 কিমি 


82. নীচের কোনটি গঙ্গানদীর দৈর্ঘ্য ?


(A) 2718 কিমি 


(B) 2640 কিমি 


(C) 2215 কিমি 


(D) 3022 কিমি 


উত্তর: (B) 2640 কিমি 


83. শ্বেত ভল্লুক নীচের কোন দেশে পাওয়া যায় ?


(A) পােল্যাণ্ডে


(B) উত্তরমেরু প্রদেশে 


(C) থাইল্যাণ্ডে 


(D) জাম্বিয়ায়


উত্তর: (B) উত্তরমেরু প্রদেশে


84. 2000 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারতে এক নতুন রাজ্য গঠিত হয়েছিল তার নাম কী ?


(A) ঝাড়খণ্ড


(B) অরুণাচল 


(C) ছত্তিশগড় 


(D) উত্তরাঞ্চল 


উত্তর: (C) ছত্তিশগড় 


85. 2000 খ্রিস্টাব্দের ৪ নভেম্বর ভারতে যে নতুন রাজ্য গঠিত হয়েছে সেটির নাম কী ?


(A) ঝাড়খণ্ড 


(B) উত্তরাঞ্চল 


(C) অরুণাচল


(D) মেঘালয় 


উত্তর: (B) উত্তরাঞ্চল 


86. ভারতের 2000 খ্রিস্টাব্দের 15 নভেম্বর ভারতে একটি নতুন রাজ্য গঠন করা হয়। রাজ্যটির নাম কী ?


(A) গােয়া 


(B) অরুণাচল


(C) মেঘালয়


(D) ঝাড়খণ্ড


উত্তর: (D) ঝাড়খণ্ড


87. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি ?


(A) হীরাকুদ বাঁধ 


(B) ভাকরা বাঁধ 


(C) দামােদর বাঁধ


(D) কানাডা বাঁধ


উত্তর: (B) ভাকরা বাঁধ


88. ভারতের কানাডা বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?


(A) শতদ্র নদী


(B) কাবেরী নদী


(C) দামােদর


(D) ময়ূরাক্ষী 


উত্তর: (D) ময়ূরাক্ষী 


89. ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত ?


(A) শতদ্রু নদী 


(B) কাবেরী নদী 


(C) বিপাশা নদী 


(D) গঙ্গানদী


উত্তর:  (A) শতদ্রু নদী 


90. পৃথিবীর সবচেয়ে ছােট মহাদেশের নাম কী ?


(A) ইউরােপ 


(B) দক্ষিণ আমেরিকা 


(C) অস্ট্রেলিয়া 


(D) এশিয়া 


উত্তর: (C) অস্ট্রেলিয়া 


91. ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম দেরাদুন ?


(A) উত্তরাঞ্চল 


(B) বনাঞ্চল 


(C) হরিয়ানা 


(D) ছত্তিশগড়


উত্তর: (A) উত্তরাঞ্চল 


92. ভারতের কোন রাজ্যের রাজধানীর নাম ইটানগর ?


(A) অসম 


(B) ত্রিপুরা 


(C) অরুণাচল প্রদেশ 


(D) গুজরাট


উত্তর: (C) অরুণাচল প্রদেশ 


93. পৃথিবীর সবচেয়ে ছােট মহাদেশ হল অস্ট্রেলিয়া। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি ?


(A) শ্রীলঙ্কা 


(B) গ্রীনল্যান্ড


(C) নিউফাইণ্ডল্যাণ্ড 


(D) বাের্নিও 


উত্তর: (B) গ্রীনল্যান্ড


94. গান্ধী সাগর বাঁধ কোথায় অবস্থিত ?


(A) সবরমতী নদীর ওপর 


(B) কৃষ্ণা নদীর ওপর


(C) গােদাবরী নদীর ওপর 


(D) চম্বল নদীর ওপর


উত্তর: (D) চম্বল নদীর ওপর


95. লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত ?


(A) শােন 


(B) লুনী 


(C) শতদ্রু 


(D) বিপাশা 


উত্তর: (C) শতদ্রু


96. উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?


(A) কৃষ্ণা


(B) গঙ্গা 


(C) শতদ্রু


(D) বিপাশা


উত্তর: (C) শতদ্রু 


97. ভারতের কোন শহরের আরেক নাম ‘ সবুজ নগর ’ ? 


(A) দিল্লী


(B) দেরাদুন 


(C) চেন্নাই 


(D) ভূপাল


উত্তর: (C) চেন্নাই 


98. সুরাট কোন নদীর তীরে অবস্থিত ?


(A) নর্মদা


(B) তাপ্তি 


(C) সবরমতী 


(D) শিপ্রা 


উত্তর: (C) সবরমতী


99. পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত ?


(A) রাজস্থান


(B) ওড়িশা 


(C) আন্দামান 


(D) মহারাষ্ট্র


উত্তর: (B) ওড়িশা 


100. ‘ যােগ ’ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 


(A) কর্ণাটক 


(B) তামিলনাড়ু 


(C) মণিপুর 


(D) ঝাড়খণ্ড


উত্তর:  (A) কর্ণাটক


101. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কী ? 


(A) পুষ্পগিরি


(B) ধবলগিরি


(C) ডোডাবেট্টা


(D) আনাইমুদি 


উত্তর: (C) ডোডাবেট্টা


102. পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল প্রায় _____ ?


(A) 360 মিলিয়ন বর্গ কিমি 


(B) 252 মিলিয়ন বর্গ কিমি 


(C) 14৪ মিলিয়ন বর্গ কিমি 


(D) 125 মিলিয়ন বর্গ কিমি 


উত্তর: (C) 14৪ মিলিয়ন বর্গ কিমি 


103. ব্যুফোট (Beatafort) স্কেল কি পরিমাপ করার জন্য পরিচিত ? 


(A) বায়ুর গতিবেগ 


(B) সমুদ্রস্রোতের উষ্ণতা 


(C) ভূমিকম্পের তীব্রতা 


(D) বৃষ্টিপাতের পরিমাণ 


উত্তর: (A) বায়ুর গতিবেগ 


104. নিম্নলিখিতের মধ্যে কোনটি ভূতত্ত্ব অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন ? 


(A) হিমালয় পর্বতশ্রেণী 


(B) গাঙ্গেয় ব্ৰহ্মপুত্ৰ উপত্যকা 


(C) দাক্ষিণাত্যের মালভূমি 


(D) উপকূলীয় সমভূমি 


উত্তর: (C) দাক্ষিণাত্যের মালভূমি 


105. পঞ্চনদীর দেশ কাকে বলে ? 


(A) কেরল 


(B) পাঞ্জাব 


(C) তামিলনাড়ু 


(D) মধ্যপ্রদেশ 


উত্তর: (B) পাঞ্জাব 


106. পৃথিবীতে গভীরতম হ্রদ কোনটি ? 


(A) সুপিরিয়র 


(B) ডাল হ্রদ 


(C) বৈকাল হ্রদ 


(D) মানস সরােবর 


উত্তর: (C) বৈকাল হ্রদ  


107. নীচের কোন নদীটি পূর্বদিকে প্রবাহিত নয় ? 


(A) কৃষ্ণা 


(B) নর্মদা 


(C) মহানদী 


(D) কাবেরী 


উত্তর:  (B) নর্মদা 


108. পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্যালােক দেখা যায় ? 


(A) জাপান 


(B) নরওয়ে 


(C) মিশর 


(D) থাইল্যাণ্ড 


উত্তর: (B) নরওয়ে  


109. হিমালয় পর্বতের একটি শৃঙ্গ K 2 অপর কি নামেও পরিচিত ? 


(A) কৈলাশ পর্বত 


(B) নাঙ্গা পর্বত 


(C) গডউইন অস্টিন 


(D) কাঞ্চনজঙ্ঘা 


উত্তর: (C) গডউইন অস্টিন  


110. ভারতে কোন হ্রদের জল সর্বাপেক্ষা লবণাক্ত ? 


(A) সম্বর হ্রদ 


(B) চিল্কা 


(C) উলার হ্রদ 


(D) পেরিয়ার হ্রদ 


উত্তর: (A) সম্বর হ্রদ  


111. লােকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? 


(A) অসম 


(B) অরুণাচল প্রদেশ 


(C) হিমাচল প্রদেশ 


(D) মণিপুর 


উত্তর: (D) মণিপুর 


112. লিথােস্ফিয়ার (Lithosphere) নীচের কোটিকে বােঝায় ? 


(A) পৃথিবীর কেন্দ্রস্থল 


(B) ভূত্বক 


(C) মেরুপ্রদেশের আবহাওয়া 


(D) সামুদ্রিক প্রাণীজগৎ 


উত্তর: (B) ভূত্বক 


113. আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্র কোনটি ? 


(A) ব্যারােমিটার 


(B) হাইড্রোমিটার 


(C) হাইগ্রোমিটার 


(D) রেনগজ 


উত্তর: (C) হাইগ্রোমিটার  


114. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত ? 


(A) 12,757 কিমি 


(B) 6,368 কিমি 


(C) 14,900 কিমি


(D) 10,500 কিমি 


উত্তর: (A) 12,757 কিমি


115. আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘােরে ? 


(A) পশ্চিমদিক থেকে পূর্বদিকে 


(B) পূর্বদিক থেকে পশ্চিমদিকে 


(C) উত্তরদিক থেকে দক্ষিণ দিকে 


(D) দক্ষিণদিক থেকে উত্তরদিকে


উত্তর: (A) পশ্চিমদিক থেকে পূর্বদিকে 


116. ফেরেলের সূত্র নীচের কোনটির সাথে সম্পর্কিত ? 


(A) উচ্চতার তারতম্যে বায়ুচাপের তারতম্য 


(B) দ্রাঘিমাংশ নির্ণয় 


(C) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ 


(D) ওপরের কোনটিই নয় 


উত্তর: (C) বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ 


117. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে ? 


(A) 30 দিন 


(B) 27 1/3 দিন 


(C) 14 1/2 দিন


(D) কোনটিই নয় 


উত্তর: (B) 27 1/3 দিন  


118. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত ? 


(A) প্রায় 15 কোটি কিলােমিটার 


(B) 3 লক্ষ 85 হাজার কিলােমিটার 


(C) প্রায় 51 কোটি কিলােমিটার 


(D) 1 কোটি 28 লক্ষ কিলােমিটার। 


উত্তর: (A) প্রায় 15 কোটি কিলােমিটার 


119. সূর্যের আয়তন পৃথিবীর আয়তন থেকে কতগুণ বেশী ? 


(A) দশগুণ 


(B) একশাে চল্লিশ গুণ 


(C) প্রায় 13 হাজার গুণ 


(D) প্রায় 13 লক্ষ গুণ 


উত্তর: (C) প্রায় 13 হাজার গুণ 


120. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ? 


(A) বুধ


(B) শুক্র 


(C) মঙ্গল 


(D) বৃহস্পতি 


উত্তর: (B) শুক্র 


121. ভারতের প্রাচীনতম পর্বতটির নাম  ?


(A) হিমালয় 


(B) সাতপুরা 


(C) আরাবল্লী 


(D) বিন্ধ্য 


উত্তর: (C) আরাবল্লী 


122. ভারতের ব্যারেন দ্বীপে -_____________ পর্বত দেখা যায়।


(A) সঞ্চয়জাত 


(B) ক্ষয়জাত 


(C) ভঙ্গিল 


(D) স্তূপ পর্বত দেখা যায় 


উত্তর: (A) সঞ্চয়জাত 


123. ইউরােপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হল —


(A) আল্পস 


(B) সিয়েরা নেভাদা 


(C) ভােজ 


(D) ব্ল্যাক ফরেস্ট 


উত্তর: (A) আল্পস 


124. পাঁচমারি শৈলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ? 


(A) বিন্ধ্য 


(B) সাতপুরা 


(C) আরাবল্লী 


(D) নীলগিরি 


উত্তর: (B) সাতপুরা  


125. উত্তর ভারতের সমভূমি থেকে কাশ্মীর উপত্যকা যাওয়ার জন্য কোন গিরিপথ প্রধান প্রবেশদ্বার ?


(A) নাথুলা 


(B) জেলেপ লা 


(C) বানিহাল 


(D) রােটাং 


উত্তর: (C) বানিহাল 


126. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ? 


(A) কারাকোরাম 


(B) লাডাক 


(C) পির পাঞ্জাল 


(D) জাস্কর 


উত্তর: (A) কারাকোরাম 


127. কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির ? 


(A) পামির 


(B) কুনলুন 


(C) কারাকোরাম 


(D) হিন্দুকুশ 


উত্তর: (D) হিন্দুকুশ 


128. রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয় — 


(A) ধ্রিয়ান


(B) কয়াল 


(C) ধান্ধ 


(D) টেরিস


উত্তর: (A) ধ্রিয়ান 


129. জোজিলা গিরিপথ — 


(A) শিবালিক 


(B) হিমাচল 


(C) হিমাদ্রি 


(D) ট্রান্স হিমালয়ে অবস্থিত


উত্তর: (C) হিমাদ্রি 


130. অ্যাপালেশিয়ান পর্বত কোথায় অবস্থিত ? 


(A) ইন্দোনেশিয়া 


(B) ফ্রান্স 


(C) স্পেন 


(D) মার্কিন যুক্তরাষ্ট্র


উত্তর: (D) মার্কিন যুক্তরাষ্ট্র


131. ভারতের কোন শৈলশহরের নামের অর্থ বজ্ৰাস্ত্রের স্থান (Place of Thunderbolt) ? 


(A) শিলং 


(B) নৈনীতাল 


(C) দার্জিলিং


(D) গ্যাংটক 


উত্তর: (C) দার্জিলিং


132. নীচের পর্বতগুলির মধ্যে কোন‌টি আগ্নেয় পর্বত নয় ? 


(A) ভিসুভিয়াস 


(B) সিয়েরা নেভা 


(C) ফুজিয়ামা 


(D) কাসকেড


উত্তর: (B) সিয়েরা নেভা 


133. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?


(A) আনাইমুদি 


(B) ডােডাবেট্টা 


(C) কালসুরাই 


(D) মাকুরতি 


উত্তর: (A) আনাইমুদি 


134. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ? 


(A) গঙ্গোত্রী 


(B) বাতুরা 


(C) হিপার 


(D) সিয়াচেন 


উত্তর: (D) সিয়াচেন 


135. মাউসমাই ভারতের একটি বিখ্যাত _________ 


(A) গিরিপথ 


(B) জলপ্রপাত 


(C) গিরিশৃঙ্গ 


(D) হিমবাহ 


উত্তর: (B) জলপ্রপাত


136. 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে ? 


(A) ব্যারেন 


(B) নারকোড়াম 


(C) লাক্ষাদ্বীপ 


(D) কার নিকোবর 


উত্তর: (A) ব্যারেন 


137. পালঘাট গিরিপথ কোন পর্বতমালার  ? 


(A পশ্চিমঘাট 


(B) পূর্বঘাট 


(C) হিমাদ্রি হিমালয় 


(D) পীর পঞ্জাল পূর্বতশ্রেণী 


উত্তর: (A পশ্চিমঘাট 


138. কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারা ? 


(A) অস্ট্রেলিয়া 


(B) উত্তর আমেরিকা 


(C) দক্ষিণ আমেরিকা 


(D) আফ্রিকা 


উত্তর: (D) আফ্রিকা 


139. বিশ্বের উষ্ণতম স্থানের নাম কোনটি ?


(A) জয়শলমীর 


(B) আল আজিজিয়া 


(C) কায়রাে 


(D) তেহেরান 


উত্তর: (B) আল আজিজিয়া 


140. আম বিখ্যাত কোন জেলায় ? 


(A) দার্জিলিং 


(B) বীরভূম 


(C) মালদা 


(D) বর্ধমান 


উত্তর: (C) মালদা  


141. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হল ? 


(A) 8848 মিটার 


(B) 8598 মিটার 


(C) 8958 মিটার 


(D) 8611 মিটার 


উত্তর: (A) 8848 মিটার 


142. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হল— 


(A) টাইগার হিল 


(B) ফালুট 


(C) সান্দাকফু 


(D) জলাপাহাড় 


উত্তর: (C) সান্দাকফু 


143. পৃথিবীর শীতলতম স্থান (বসবাসকারী) হল— 


(A) লাড়ার্ক 


(B) ভূস্টক 


(C) ভারখয়ানস্ক 


(D) গ্রীনল্যাণ্ড 


উত্তর: (C) ভারখয়ানস্ক 


144. বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তুত আছে। এক সময়ে সেখানেই ছিল— 


(A) আঙ্গারল্যাণ্ড 


(B) টেথিস সাগর 


(C) লরেসিয়াল্যাণ্ড 


(D) গণ্ডোয়ানাল্যাণ্ড


উত্তর: (B) টেথিস সাগর 


145. পাত-গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযােজ্য ? 


(A) গ্রস্ত-উপত্যকা গঠনে 


(B) ভঙ্গিল পর্বত গঠনে 


(C) সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি 


(D) সমভূমির সৃষ্টি 


উত্তর: (B) ভঙ্গিল পর্বত গঠনে 


146. পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড় ? 


(A) ক্ষয়জাত 


(B) ভঙ্গিল 


(C) স্তূপ 


(D) সঞ্চয়জাত 


উত্তর: (A) ক্ষয়জাত 


147. পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত ___________


(A) v - আকৃতির 


(B) U - আকৃতির 


(C) I - আকৃতির 


(D) L - আকৃতির হয় 


উত্তর: (A) v - আকৃতির 


148. ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপের নাম কী ?


(A) সাগর 


(B) মাজুলী 


(C) পূর্বাশা 


(D) সুন্দরবন 


উত্তর: (B) মাজুলী 


149. তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কী ?


(A) দিহং 


(B) দিং  


(C) লােহিত 


(D) সাংপাে  


উত্তর: (D) সাংপাে  


150. ভারতের 90 শতাংশ নদনদী পড়েছে -


(A) আরব সাগরে 


(B) বঙ্গোপসাগরে 


(C) ভারত মহাসাগরে 


(D) কচ্ছ উপসাগরে 


উত্তর: (B) বঙ্গোপসাগরে 


151. কোন নদী ' দক্ষিণের গঙ্গা ' নামে পরিচিত ? 


(A) কাবেরী 


(B) মহানদী 


(C) নর্মদা 


(D) কৃষ্ণ 


উত্তর:  (A) কাবেরী 


152. নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধুনদের উপনদী নয় ? 


(A) ইরাবতী 


(B) চন্দ্রভাগা 


(C) বিতস্তা 


(D) বিপাশা 


উত্তর: (A) ইরাবতী 


153. ধুঁঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ? 


(A) ব্রহ্মপুত্র 


(B) মন্দাকিনী 


(C) নর্মদা 


(D) সরাবতী 


উত্তর: (C) নর্মদা  


154. কোনটির আরেক নাম ' বরফের চাদর ' (Ice sheet) ?


(A) হিমশৈল (Ice berg) 


(B) মহাদেশীয় হিমবাহ 


(C) পর্বত পাদদেশের হিমবাহ 


(D) উপত্যকা হিমবাহ 


উত্তর: (B) মহাদেশীয় হিমবাহ  


155. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত নাম কী ?


(A) নায়েগ্রা 


(B) অ্যাঞ্জেল 


(C) ভিক্টোরিয়া 


(D) গেরসােপ্পা 


উত্তর: (B) অ্যাঞ্জেল 


156. নীচের কোনটি দীর্ঘতম নদী ? 


(A) নীলনদ 


(B) কঙ্গো 


(C) গঙ্গা 


(D) ভগ্না 


উত্তর: (A) নীলনদ 


157. গঙ্গার উচ্চগতি গােমুখ থেকে কতদূর পর্যন্ত অবস্থিত ? 


(A) বারাণসী 


(B) রাজমহল 


(C) হরিদ্বার 


(D) হৃষিকেশ


উত্তর: (C) হরিদ্বার 


158. নদীগুলির মধ্যে কোন নদীর মােহনায় বদ্বীপ আছে ? 


(A) নর্মদা 


(B) মহানদী 


(C) তাপ্তী 


(D) সবরমতী 


উত্তর: (B) মহানদী 


159. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ________ ?


(A) সবরমতী 


(B) গােমতী 


(C) মন্দাকিনী 


(D) লুনী 


উত্তর: (D) লুনী 


160. কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ? 


(A) ভল্গা


(B) ডন 


(C) দানিয়ুব 


(D) মস্কোভা 


উত্তর: (D) মস্কোভা 


161. কোন নদীর গতিপথে বিখ্যাত হুডু জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?


(A) ব্রহ্মপুত্র


(B) তিস্তা


(C) সুবর্ণরেখা


(D) কাবেরী


উত্তর: সুবর্ণরেখা


162. নীচের কোন পর্বতমালা সহ্যাদ্রি পর্বতশ্রেণী নামেও পরিচিত ?


(A) পূর্বঘাট 


(B) পশ্চিমঘাট 


(C) শিবালিক 


(D) বিন্ধ 


উত্তর: পশ্চিমঘাট


163.' ক্যাটারাক্ট ' একটি শ্রেণীবিভাগ কিসের ? 


(A) নদী 


(B) জলপ্রপাত 


(C) হিমবাহ


(D) গিরিখাত 


উত্তর: (B) জলপ্রপাত 


164. পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল— 


(A) সিয়াচেন 


(B) হিসপার 


(C) ল্যামবার্ট 


(D) গঙ্গোত্রী 


উত্তর: (C) ল্যামবার্ট 


165. ‘ রাজা ’, রােরার (Roarar), রকেট (Rocket) ও রাণী — এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত ___


(A) যােগ জলপ্রপাত 


(B) সিয়াচেন হিমবাহ 


(C) গঙ্গানদীর পার্বত্য প্রবাহ 


(D) কালবৈশাখী 


উত্তর: (A) যােগ জলপ্রপাত


166. হীরাকুঁদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ? 


(A) দামােদর 


(B) মহানদী 


(C) তুঙ্গভদ্রা 


(D) কোশী 


উত্তর: (B) মহানদী


167. নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) মধ্য দিয়ে প্রবাহিত ? 


(A) ব্রহ্মপুত্র 


(B) বিপাশা 


(C)কৃষ্ণা 


(D)নর্মদা


উত্তর: (C) কৃষ্ণা 


168. বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায় ? 


(A) তুঙ্গভদ্রা 


(B) মিসিসিপি 


(C) গােদাবরী 


(D) মহানদী 


উত্তর: (A) তুঙ্গভদ্রা


169. এই নদীগুলির মধ্যে কোন নদী তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে ? 


(A) অলকানন্দা 


(B) সুবর্ণরেখা 


(C) ইরাবতী 


(D) শতদ্রু 


উত্তর: (D) শতদ্রু


170. কোন নদী ' ধলেশ্বরী ' এবং ' দ্বারকেশ্বর ' নামেও পরিচিত ? 


(A) ব্ৰহ্মপুত্র 


(B) সুবর্ণরেখা 


(C) যমুনা 


(D) রূপনারায়ণ


উত্তর: (D) রূপনারায়ণ


171. পৃথিবীর দীর্ঘতম গিরিখাত এ্যাণ্ড ক্যানিয়নের উৎপত্তি কোন নদীতে হয়েছে ?


(A) মিসিসিপি 


(B) সেন্ট লরেন্স 


(C) কলােরাডাে 


(D) আমাজন


উত্তর: (C) কলােরাডাে 


172. এর মধ্যে কোনটি গঙ্গার শাখানদী ? 


(A) রামগঙ্গা 


(B) পদ্মা


(C) যমুনা 


(D) কোশী


উত্তর: (B) পদ্মা 


173. বাংলার দুঃখ (Bengal's Sorrow) কাকে বলা হয় ?


(A) দামােদর নদ 


(B) রূপনারায়ণ 


(C) কালবৈশাখী 


(D) জলঢাকা নদী


উত্তর: (A) দামােদর নদ


174. কালাহারি মরুভূমি কোথায় ? 


(A) মধ্যপ্রাচ্য 


(B) উত্তর আফ্রিকা 


(C) চীন


(D) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা 


উত্তর: (D) দক্ষিণ-পশ্চিম আফ্রিকা 


175. আর্জেন্টিনার একটি মরুভূমির নাম __________


(A) গােবি 


(B) প্যাটাগােনিয়া 


(C) আটাকামা 


(D) গ্রেট ভিক্টোরিয়া 


উত্তর: (B) প্যাটাগােনিয়া 


176. নীচের কোনটিকে বলা হয় ' নীলনদের দান ’ ? 


(A) ইজিপ্ট 


(B) ইটালি


(C) ইথিওপিয়া 


(D) ইরাক 


উত্তর: (A) ইজিপ্ট 


177. ‘ ভূমধ্যসাগরের চাবি ’ কাকে বলা হয় ? 


(A) জিব্রাল্টার প্রণালী 


(B) তুরস্ক 


(C) সুয়েজ খাল 


(D) ইজিপ্ট 


উত্তর: (A) জিব্রাল্টার প্রণালী 


178. কোন দেশকে ' দক্ষিণের ব্রিটেন ' বলা হয় ? 


(A) অস্ট্রেলিয়া 


(B) নিউজিল্যান্ড 


(C) সাউথ আফ্রিকা 


(D) ভারত 


উত্তর: (B) নিউজিল্যান্ড 


179. গ্রীনিচ মধ্যরেখা আরেকটি নামেও পরিচিত। নীচের কোনটি ?


(A) অসলো টাইম


(B) সিডনী টাইম 


(C) জুলু টাইম 


(D) নিউইয়র্ক টাইম 


উত্তর: (C) জুলু টাইম


180. অ্যানােমমামিটার কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় ? 


(A) বাতাসের গতিবেগ 


(B) সমুদ্রের লবণাক্ততা 


(C) প্রাণীদের বুদ্ধিমত্তা 


(D) ভূমিকম্পের তীব্রতা


উত্তর: (A) বাতাসের গতিবেগ


181. ভারতে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় ? 


(A) জয়শলমীর 


(B) মাউন্ট আবু 


(C) ইটানগর 


(D) লে 


উত্তর: (D) লে


182. ‘ হাজার হ্রদের দেশ ’ (Land of Thousand Lakes) কোন দেশকে বলে ? 


(A) থাইল্যাণ্ড 


(B) ফিনল্যান্ড 


(C) হল্যাণ্ড 


(D) নিউজিল্যান্ড 


উত্তর: (B) ফিনল্যান্ড 


183. ‘ পঞ্চ নদীর দেশ ’ নীচের কোনটি ? 


(A)  মায়ানমার 


(B) শ্রীলঙ্কা 


(C) পাঞ্জাব 


(D) মধ্যপ্রদেশ 


উত্তর: (C) পাঞ্জাব


184. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি ? 


(A) হিমালয় 


(B) আল্পস


(C) আণ্ডিজ 


(D) রকি


উত্তর: (C) আণ্ডিজ 


185. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি ? 


(A) বুধ


(B) মঙ্গল 


(C) বৃহস্পতি 


(D) শুক্র 


উত্তর: (D) শুক্র 


186. পৃথিবীর নিকটতম বায়ুমণ্ডলের স্তর কোনটি ? 


(A) স্ট্র্যাটোস্ফিয়ার 


(B) আয়নােস্ফিয়ার 


(C) মেসােস্ফিয়ার 


(D) ট্রপােস্ফিয়ার 


উত্তর: (D) ট্রপােস্ফিয়ার 


187. এরােপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে সাধারণত ওড়ে ? 


(A) ট্রপােস্ফিয়ার 


(B) আয়নােস্ফিয়ার 


(C) মেসােস্ফিয়ার 


(D) স্ট্র্যাটোস্ফিয়ার 


উত্তর: (D) স্ট্র্যাটোস্ফিয়ার 


188. বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে ? 


(A) মেসােস্ফিয়ার 


(B) স্ট্র্যাটোস্ফিয়ার 


(C) ট্রপােস্ফিয়ার 


(D) থার্মোস্ফিয়ার 


উত্তর: (A) মেসােস্ফিয়ার 


189. কোন দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে ধরা হয় ? 


(A) 0 ° দ্রাঘিমারেখা 


(B) 90 ° দ্রাঘিমারেখা 


(C) 82 ° 30 পূর্ব দ্রাঘিমারেখা 


(D) 180 ° দ্রাঘিমারেখা


উত্তর: (D) 180 ° দ্রাঘিমারেখা


190. দ্রাঘিমারেখার আরেকটি নাম কি ? 


(A) অক্ষরেখা 


(B) সমাক্ষরেখা 


(C) দেশান্তররেখা 


(D) মহাবৃত্ত 


উত্তর: (C) দেশান্তররেখা 


191. নিরক্ষরেখার অক্ষাংশ কত ?


(A) 0 ডিগ্রী


(B) 90 ডিগ্রী উঃ


(C) 90 ডিগ্রী দঃ


(D) 180 ডিগ্রী 


উত্তর: 0 ডিগ্রী 


192. কে প্রথম প্রমান করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ?


(A) ফেরেল 


(B) কোপার্নিকাস


(C) গ্য়ালেলীও


(D) ফুকো


উত্তর: (B) কোপার্নিকাস


193. কোন শিলায় জীবাশ্ম দেখাতে পাওয়া যায় ?


(A) আগ্নেয়শিলা


(B) পাললিক শিলা  


(C) রূপান্তিরিত শিলা 


(D) কোনটিই নয়


উত্তর: পাললিক শিলা 


194. নীচের কোনটি অগ্নায়শিলা নয় ?


(A) ব্যাসল্ট


(B) গ্রানাইট


(C) ডলোরাইট


(D) ডলোমাইট


উত্তর: ডলোমাইট


195. নীচের কোনটি সঠিক নয় ? 


(A) জৈবশিলার একটি উদাহরণ কয়লা 


(B) চাপ, তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়। 


(C) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে।


(D) আগ্নেয়শিলার অপর নাম প্রাথমিক শিলা 


উত্তর: (C) আগ্নেয়শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে। 


196. নীচের কোনটি সঠিক ? 


(A) মার্বেল একটি আগ্নেয়শিলা 


(B) পাললিক শিলা কেলাসিত 


(C) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা 


(D) চুনাপাথর একটি রূপান্তরিত শিলা 


উত্তর: (C) পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা  


197. সূর্যের উপরিভাগের (Outer Surface) তাপমাত্রা কত ? 


(A) 600 ° সেন্টিগ্রেড 


(B) 6,000 ° সেন্টিগ্রেড 


(C) 60,000 ° সেন্টিগ্রেড 


(D) 6,00,000 " সেন্টিগ্রেড 


উত্তর: (B) 6,000 ° সেন্টিগ্রেড 


198. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে দ্রুততম আবর্তন করে ? 


(A) বৃহস্পতি 


(B) পৃথিবী 


(C) শনি 


(D) বুধ 


উত্তর: (A) বৃহস্পতি 


199. সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয় ? 


(A) বৃহস্পতি 


(B) পৃথিবী 


(C) শুক্র 


(D) শনি


উত্তর: (C) শুক্র 


200. সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন ? 


(A) কেপলার 


(B) ফেরেল 


(C) গ্যালিলিও 


(D) কোপারনিকাস 


উত্তর: (D) কোপারনিকাস 


201. জগদ্বিখ্যাত নায়েগ্রা জলপ্রপাত কোন নদীর থেকে সৃষ্ট ? 


(A) সেন্ট লরেন্স 


(B) মিসিসিপি 


(C) মিসোরী 


(D) শতদ্রু 


উত্তর: (D) শতদ্রু 


202. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় - 


(A) 500 ° C 


(B) 1000 ° C 


(C) 1500 ° C


(D) 4000 ° C 


উত্তর: (D) 4000 ° C 


203. “ ম্যাগমা ” কাকে বলে ? 


(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি 


(B) চুনাপাথর 


(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 


(D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ 


উত্তর: (C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 


204. নীচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে ?


(A) গ্রানাইট 


(B) বেলেপাথর 


(C) ব্যাসল্ট 


(D) মার্বেল পাথর 


উত্তর: (B) বেলেপাথর 


205. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত ? 


(A) লােহা ও নিকেল 


(B) অ্যালুমিনিয়াম ও সিলিকন 


(C) সালফার ও কার্বন 


(D) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম 


উত্তর: (A) লােহা ও নিকেল 


 206. নীচের কোনটি পাললিক শিলা নয় ? 


(A) ডলোরাইট


(B) ডলােমাইট 


(C) কয়লা 


(D) কংগ্লোমারেট


উত্তর: (A) ডলোরাইট


207. ভারতের দক্ষিণাঞ্চলে ‘ ডেকানট্রাপ ’ কোন শিলায় গঠিত ? 


(A) গ্রানাইট 


(B) ব্যাসল্ট 


(C) স্লেট 


(D) ডলােমাইট 


উত্তর: (B) ব্যাসল্ট 


208. পৃথিবীর কোন দেশকে ' পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ ’ (epitome of the world) আখ্যা দেওয়া হয় ? 


(A) সুইজারল্যাণ্ড 


(B) ভারত 


(C) জাপান 


(D) শ্রীলঙ্কা 


উত্তর: (D) শ্রীলঙ্কা


209. রিকটার স্কেলে  কি পরিমাপ করা হয় ? 


(A) সমুদ্র ঢেউ - এর উচ্চতা 


(B) বৃষ্টিপাতের পরিমাণ 


(C) বায়ুর গতির তীব্রতা 


(D) ভূমিকম্পের তীব্রতা 


উত্তর: (D) ভূমিকম্পের তীব্রতা 


210. কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় ? 


(A) ক্যাস্পিয়ান সমুদ্র 


(B) সারগােসা সমুদ্র 


(C) কৃষ্ণ সাগর 


(D) ক্যারিবিয়ান সাগর 


উত্তর: (B) সারগােসা সমুদ্র 


211. ' P ' তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত ? 


(A) শীতল সমুদ্রস্রোত 


(B) উষ্ণ সমুদ্রস্রোত 


(C) ভূমিকম্প 


(D) নদীর নিম্নগতি 


উত্তর: (C) ভূমিকম্প


212. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয় ? 


(A) নিস (Gneiss) 


(B) কোয়ার্টজাইট 


(C) স্লেট 


(D) শ্বেতপাথর (Marble)


উত্তর:- (A) নিস (Gneiss)


213. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত ? 


(A) সাইক্লোন 


(B) রিকেন 


(C) টর্নেডাে 


(D) টাইফুন


উত্তর: (D) টাইফুন


214. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ? 


(A) পশ্চিমবঙ্গ 


(B) মহারাষ্ট্র 


(C) তামিলনাড়ু 


(D) অসম 


উত্তর: (C) তামিলনাড়ু 


215. গ্রীষ্ণের শেষে বর্ষার শুরুতে মৌসুমীবায়ু কোন‌দিক থেকে ভারতে প্রবেশ করে ? 


(A)উত্তর:পূর্ব 


(B) দক্ষিণ-পশ্চিম 


(C) উত্তর 


(D) দক্ষিণ 


উত্তর: (B) দক্ষিণ-পশ্চিম 


216. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয় ?


(A) আঁঁধি 


(B) লু 


(C) আশ্বিনের ঝড় 


(D) কালবৈশাখী 


উত্তর: (C) আশ্বিনের ঝড়


217. সিরােজেম কি ? 


(A) কৃষ্ণমৃত্তিকা 


(B) পলিমাটি 


(C) পড়ল  


(D) মরু অঞ্চলের মাটি 


উত্তর: (D) মরু অঞ্চলের মাটি


218. জোরাফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশী দেখা যায় ? 


(A) মরু অঞ্চল 


(B) সুন্দরবন  


(C) কচ্ছের রণ  


(D) হিমালয়ের পাদদেশ 


উত্তর: (A) মরু অঞ্চল 


219. নীচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমােচি বৃক্ষ ? 


(A) শিশু 


(B) শাল 


(C) গর্জন


(D) রবার 


উত্তর: (B) শাল


220. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম ?


(A) সরলবর্গীয় অরণ্য 


(B) চিরহরিৎ বনভূমি 


(C) ম্যানগ্রোভ 


(D) পর্ণমােচীয় বৃক্ষের অরণ্য 


উত্তর: (C) ম্যানগ্রোভ 


221. ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ? 


(A) ফণিমনসা 


(B) পাইন 


(C) গর্জন 


(D) সুন্দরী 


উত্তর: (D) সুন্দরী 


222. অক্ষাংশের সর্বোচ্চ মান কত ? 


(A) 180 ° 


(B) 360 °


(C) 90 °


(D) 120 ° 


উত্তর: (C) 90 °


223. প্রতি 1 ডিগ্রী  দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ? 


(A) 1 মিনিট 


(B) 1 সেকেন্ড 


(C) 4 মিনিট 


(D) 4 সেকেণ্ড 


উত্তর: (4) মিনিট 


224. নিরক্ষরেখার ওপর 1 ডিগ্রী  অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত ? 


(A) 100 কিমি


(B) 111.1  কিমি 


(C) 1200 কিমি 


(D) শূন্য


উত্তর: (A) 100 কিমি


225. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের ব্যবধান কত ? 


(A) 4 মিনিট 


(B) 24 ঘণ্টা 


(C) 12 ঘণ্টা 


(D) কোনও ব্যবধান নেই 


উত্তর:  (C) 12 ঘণ্টা 


226. ভারতের প্রমাণ সময় (IST) নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে ? 


(A) 88 ° 30' পূঃ


(B) 80 ° 15 ' পূঃ


(C) 88 ° 30' পশ্চিম  


(D) 82 ° 30 ° পূঃ 


উত্তর: (D) 82 ° 30 ° পূঃ 


227. ক্রনােমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে ?


(A) গ্রীনিচের সময়


(B) স্থানীয় সময় 


(C) প্রমাণ সময় 


(D) আন্তর্জাতিক তারিখ রেখার সময় 


উত্তর: (A) গ্রীনিচের সময়


228. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান ? 


(A) কুমেরু 


(B) সুমেরু


(C) মূল মধ্যরেখা 


(D) বিষুবরেখা


উত্তর: (D) বিষুবরেখা


229. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত ? 


(A) 24মিনিট 


(B) 42 মিনিট 


(C) 12 মিনিট 


(D) 30 মিনিট 


উত্তর: (A) 24মিনিট 


230. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে ? 


(A) জিব্রাল্টার প্রণালী 


(B) হাড়সন প্রণালী 


(C) কুক প্রণালী 


(D) বেরিং প্রণালী 


উত্তর: (D) বেরিং প্রণালী 


231. এক্সফোলিয়েশন বা গােলাকৃতি আবহবিকার নীচের কোন শিলায় বেশী হয় ? 


(A) ব্যাসল্ট 


(B) গ্রানাইট 


(C) চুনাপাথর 


(D) সাগুস্টোন 


উত্তর: (B) গ্রানাইট 


232. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশী ? 


(A) উষ্ণ মরু অঞ্চল 


(B) শীতল শুষ্ক অঞ্চল 


(C) উষ্ণ আর্দ্র অঞ্চল 


(D) শীতল আর্দ্র অঞ্চল 


উত্তর: (C) উষ্ণ আর্দ্র অঞ্চল 


233. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে ? 


(A) নদীর পার্বত্য প্রবাহে 


(B) হিমবাহ অঞ্চলে 


(C) মরূদ্যানে 


(D) মালভূমি অঞ্চলে 


উত্তর: (B) হিমবাহ অঞ্চলে 


234. পর্বতের গায়ে যে সীমারেখার ওপরে সারাবছর তুষার বা বরফ জমে থাকে , তাকে কি বলে ? 


(A) হিমরেখা


(B) গ্রাবরেখা 


(C) হিমশৈল 


(D) এরিটি  


উত্তর: (A) হিমরেখা 


235. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? 


(A) নন্দাদেবী 


(B) গডউইন অস্টিন 


(C) এভারেস্ট 


(D) কাঞ্চনজঙ্ঘা


উত্তর: (B) গডউইন অস্টিন


236. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ?


(A) টাইফুন 


(B) হ্যারিকেন 


(C) সাইলেন 


(D) টর্নেডাে


উত্তর: (D) টর্নেডাে


237. ভারতে লুনী নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ? 


(A) কচ্ছের রণ 


(B) গঙ্গার বদ্বীপ 


(C) কেরলের উপকূল 


(D) গােদাবরীর বদ্বীপ 


উত্তর: (A) কচ্ছের রণ 


238. নীচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই মধ্যে সীমাবদ্ধ ? 


(A) আরাবল্লী 


(B) সাতপুর 


(C) পূর্বঘাট 


(D) অজন্তা 


উত্তর: (D) অজন্তা 


239. “ উইলি উইলি ” (Willy -Willy) কাকে বলে ? 


(A) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 


(B) সুনামির অন্য নাম 


(C) চিরহরিৎ বৃক্ষ 


(D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 


উত্তর: (D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 


240. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায় ? 


(A) বঙ্গোপসাগর 


(B) রেড সী 


(C) বাল্টিক সাগর 


(D) প্রশান্ত মহাসাগর 


উত্তর: (B) রেড সী 


241. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 


(A) ডােড়াবেট্টা 


(B) পাঁচমারি 


(C) গুরুশিখর 


(D) ধূপগড় 


উত্তর: (C) গুরুশিখর 


242. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম ? 


(A) নেপচুন 


(B) পৃথিবী 


(C) শনি


(D) বৃহস্পতি 


উত্তর: (D) বৃহস্পতি  


243. পাট চাষের জন্য প্রয়ােজন 


(A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু 


(B) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু 


(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু  


(D) কোনোটি নয় 


উত্তর: (A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু


244. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম  ?


(A) মাদাগাস্কার  


(B) গ্রেট ব্রিটেন 


(C) গ্রীনল্যাণ্ড 


(D) সুমাত্রা 


উত্তর: (C) গ্রীনল্যাণ্ড 


245. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ? 


(A) যােগ 


(B) হুডু 


(C) বেদাঘাট 


(D) বিশপ 


উত্তর: (A) যােগ 


246. ভারতের কোথায় টোড়া উপজাতির দেখা পাওয়া যেতে পারে ? 


(A) সিকিম 


(B) আন্দামান 


(C) নীলগিরি 


(D) গারাে 


উত্তর: (C) নীলগিরি


247. ' পৃথিবীর ছাদ ’ কাকে বলা হয় ? 


(A) সুইজারল্যাণ্ড 


(B) পামীর মালভূমি 


(C) উত্তর মেরু 


(D) এভারেস্ট 


উত্তর: (B) পামীর মালভূমি 


248. হিমালয় পর্বতশ্রেণীর, নিচের পর্বতশৃঙ্গের মধ্যে কোটি সবচেয়ে উঁচু ? 


(A) নাঙ্গা পর্বত 


(B) অন্নপূর্ণা 


(C) নন্দাদেবী 


(D) K 2 


উত্তর: (D) K 2


249. কোন নদী ' দক্ষিণের গঙ্গা ’ নামে পরিচিত ? 


(A) কাবেরী 


(B) মহানদী 


(C) নর্মদা 


(D) কৃষ্ণ 


উত্তর:(A) কাবেরী 


250. নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধুনদের উপনদী নয় ? 


(A) ইরাবতী 


(B) চন্দ্রভাগা 


(C) বিতস্তা 


(D) বিপাশা 


উত্তর: (A) ইরাবতী 


251. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ? 


(A) ব্রহ্মপুত্র 


(B) মন্দাকিনী 


(C) নর্মদা 


(D) সরাবতী 


উত্তর: (C) নর্মদা  


252. কোনটির আরেক নাম ‘ বরফের চাদর ' (Ice sheet) 


(A) হিমশৈল (Ice berg) 


(B) মহাদেশীয় হিমবাহ 


(C) পর্বত পাদদেশের হিমবাহ 


(D) উপত্যকা হিমবাহ 


উত্তর: (B) মহাদেশীয় হিমবাহ 


253. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?


(A) নায়েগ্রা 


(B) অ্যাঞ্জেল 


(C) ভিক্টোরিয়া 


(D) গেরসােপ্পা 


উত্তর: (B) অ্যাঞ্জেল 


254. নীচের কোনটি দীর্ঘতম নদী ? 


(A) নীলনদ


(B) কঙ্গো 


(C) গঙ্গা 


(D) ভগ্না


উত্তর: (A) নীলনদ


255. গঙ্গার উচ্চগতি গােমুখ থেকে কতদূর পর্যন্ত বিস্তত ? 


(A) বারাণসী 


(B) রাজমহল 


(C) হরিদ্বার 


(D) হৃষিকেশ 


উত্তর: (C) হরিদ্বার  


256. নদীগুলির মধ্যে কোন নদীর মােহনায় বদ্বীপ আছে ? 


(A) নর্মদা 


(B) মহানদী 


(C) তাপ্তী 


(D) সবরমতী 


উত্তর: (B) মহানদী 


257. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম ?


(A) সবরমতী 


(B) গােমতী 


(C) মন্দাকিনী 


(D) লুনী 


উত্তর: (D) লুনী 


258. কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ? 


(A) ভল্গা


(B) ডন 


(C) দানিয়ুব 


(D) মস্কোভা 


উত্তর: (D) মস্কোভা


259. ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?


উত্তর: কানজঙ্ঘা।


260.  ভারতের প্রাচীনতম পর্বত কোনটি ?


উত্তর: আরাবল্লী।


261. ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কী ?


উত্তর: নর্মদা ও তাপ্তী।


262. ভারতের বৃষ্টিচ্ছায় অঞল কোনটি ?


উত্তর: শিলং মালভূমি ও পশ্চিমঘাটর পর্বতের পূর্ব ঢাল।


263. হেক্টর প্রতি আখ উৎপাদন কোন রাজ্যে বেশী ?


উত্তর: তামিলনাড়ু।


264. ভারতের পূর্ব উপকূলের বন্দর কোনগুলি ?


উত্তর: কলকাতা , হলদিয়া , পারাদ্বীপ , বিশাখাপত্তনম , চেন্নাই , তুতিকোরিন।


265. ভারতের পশ্চিম উপকূলের বন্দর গুলি কী কী ?


উত্তর: কান্ডালা , মুম্বাই , মার্মাগাঁও , কোচি।


266. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?


উত্তর: পাের্টব্লেয়ার।


267. কোন বন্দরের মাধ্যমে ভারতের সর্বাধিক চা রপ্তানী হয় ?


উত্তর: কোলকাতা।


268. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয় ?


উত্তর: কৰ্ণাটক।


269. নিরক্ষরেখার উপর ট্রপােস্ফিয়ারের উচ্চতা কত ?


উত্তর: 18 কিমি।


270. বাণিজ্য বায়ু কাকে বলে ? 


উত্তর: আয়নবায়ুকে।


271. ব্যারােমিটারে 75.01 সেমি পারদ উচ্চতাকে কত হিসাবে ধরা হয় ?


উত্তর: 1000 মিলিবার।


272. বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ ?


উত্তর: নিম্বাস / নিম্মােস্ট্যাটাস।


273. শীতকালে সাধারনতঃ কোন মেঘে বৃষ্টিপাত হয় ?


উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস।


274. রাজমহল পাহাড় কোন শিলায় গঠিত ?


উত্তর: গ্রানাইট।


275. নাথুলা কি ?


উত্তর: গিরিপথ।


276. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন ?


উত্তর:  চীন।


277. ফারাক্কা বাঁধ কোন কোন নদীর জল নিয়ন্ত্রণ করে ?


উত্তর: গঙ্গা ও পদ্মার মধ্যে।


278. টোডা উপজাতি কে কোথায় দেখা যায় ?


উত্তর: নীলগিরি পার্বত্য অঞ্চলে।


279. উল্কার বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরী ?


উত্তর:  নিকেল।


280. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী বন কোন রাজ্যে আছে ?


উত্তর: মধ্যপ্রদেশ।


280. সুন্দরবন অঞলের কয়েকটি নদনদীর নাম বল ?


উত্তর: পিয়ালী , ঠাকুরন , মাতলা , বিদ্যাধরী , ইছামতী।


281. উত্তরবঙ্গের কয়েকটি নদনদীর নাম কী ?


উত্তর: তিস্তা , তাের্সা , রায়ডাক , সংকোশ , জলঢাকা , কালজানি।


282. পশ্চিমবঙ্গের মালভূমি থেকে উৎপন্ন কয়েকটি নদীর নাম কী ?


উত্তর: অজয় , দামােদর , শিলাই , কেলেঘাই , রূপনারায়ণ।


283. কোন দুটি নদী মিশে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে ?


উত্তর: দারকেশ্বর ও শিলাই।


284. কোন দুটি নদী মিলিত হয়ে হলদী নদী সৃষ্টি হয়েছে ?


উত্তর: কেলেঘাই ও কসাই।


285. পৃথিবীর বৃহত্তমদ্বীপ কোনটি ?


উত্তর: গ্রীনল্যাণ্ড (21,75,600 কি.মি.)।


286. ভারতের প্রথম পারমানবিক শক্তিকেন্দ্র কোথায় স্থাপিত হয় ?


উত্তর: তারাপুর।


287. পৃথিবীর ছাদ কাকে বলে ?


উত্তর: পামীর মালভূমিকে।


288. বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি ?


উত্তর: 29 টি।


289. ভারতের নবীনতম রাজ্য কোনটি ?


উত্তর: তেলেঙ্গানা।


290. লুনী নদীর উৎপত্তিস্থল কোথায় ?


উত্তর: আনা সাগর।


291. ভারতের ট্রলােগ্রাফিক্যাল ম্যাপ তৈরী কারা করেন ?


উত্তর: সার্ভে অফ ইন্ডিয়া।


292. পৃথিবীর ইউরেনিয়ামের সর্বোচ্চ ভাণ্ডার কোথায়  অবস্থিত ?


উত্তর: কানাডা।


293. সিমুম কি ? 


উত্তর: সাহারায় প্রবাহিত বালুঝড়।


294. কারাবুরাগ কী ? 


উত্তর: মধ্য এশিয়ার তুরান অববাহিকায় প্রবাহিত বায়ু।


295. হ্যারিকেন ঝড় কোন অঞ্চলে দেখা যায় ?


উত্তর: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে।


296. টাইফুন কোন অঞ্চলে দেখা যায় ?


উত্তর: চীন ও জাপান উপকূলে।


297. সমুদ্রতল থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হারে বায়ুর চাপ হ্রাস পায় ?


উত্তর: প্রতি 300 মিটার উচ্চতায় 1 ” বা 34 মিলিবার।


298. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি ?


উত্তর: প্রশান্ত মহাসাগর।


299. গ্রান্ড ব্যাঙ্কমগ্নচড়া কোন মহাসাগরে দেখা যায় ?


উত্তর: আটলান্টিক মহাসাগর।


300. সাইলেন্ট ভ্যালি কি ?


উত্তর: কেরালার জলবিদ্যুৎ।


301. কোন পর্বতকে জাপানী আল্পস্ বলে ?


উত্তর: হিড পর্বত।


302. উৎপত্তিস্থল থেকে আমাজন নদীটিকে কীসের মধ্য দিয়ে আসতে হয়েছে ?


উত্তর: গিরিখাতের মধ্য দিয়ে।


303. মারানন, জাপুরা, নিগ্রো, মাদেরার, পুরুস, জারুয়া, টাটাটোর, ঝিঙ্গু, টোটানটিনস প্রভৃতি কোন নদীর উপনদী ? 


উত্তর: আমাজন। 


304. আমাজন নদী অল্পবিস্তরভাবে কোন রেখার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?


উত্তর: নিরক্ষরেখা।


305. আমাজনে সারা বছর জল থাকার কারণ কী ?


উত্তর:  নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত।


306. নীল অববাহিকার আকৃতি কীরূপ ?


উত্তর:  মাছের মতাে।


307. নীল অববাহিকা কত বর্গ কিমি জুড়ে অবস্থান করছে ?


উত্তর: প্রায় ৩৫ লক্ষ বর্গ কিলােমিটার।


308. ব-দ্বীপ অঞ্চলে নীল অববাহিকার আকৃতি কীরূপ ?


উত্তর: মীন পুচ্ছের মতাে।


309. কায়রাে থেকে খাটুম পর্যন্ত নীল অববাহিকার আকৃতি কীরূপ ?


উত্তর: মাছের দেহের মতাে।


310. বড় দানাযুক্ত পাললিক শিলকে কী বলে ?


উত্তর: ব্রেকসিয়া।


311. ওপেল কি ?


উত্তর: প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দহজাত বালুকণা জমাট বেঁধে পাললিক শিলা ওপেলে পরিণত হয়।


312. হিমবাহ সঞ্চিত কোনাকৃতি দানাযুক্ত পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে ?


উত্তর: টিলাইট।


313. জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত ?


উত্তর: সুপ্ত আগ্নেয় পর্বত।


314. একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম কি ?


উত্তর: তিব্বত মালভূমি।


315. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী ?


উত্তর: সাইবেরিয়ার সমভূমি।


316. জিপসাম কী কাজে ব্যবহৃত হয় ? 


উত্তর: সিমেন্ট ও প্লাস্টার অব প্যারিস তৈরীতে।


317. সিকিমে কাঞ্চনজঙ্ঘার বিখ্যাত হিমবাহ কোনটি ?


উত্তর: জেমু।


318. ভারতের রাজস্থানের মরুভূমিটি কী জাতীয় মরুভূমি ?


উত্তর: আর্গ জাতীয়।


319. মেক্সিকোয় প্লায়া হ্রদ কী নামে পরিচিত ?


উত্তর: বােসন।


320. লিবিয়া প্রস্তরময় মরুভূমি কী নামে পরিচিত ?


উত্তর: সেরীর।


321. ভাঙ্গার কী ?


উত্তর: প্রাচীন পলিমাটিকে বলা হয়।


322. খাদার কী ?


উত্তর: নবীন পলিমাটিকে বলা হয়।


323. ভারতের মােট চাষযােগ্য জমির কত অংশে  প্রায় জলসেচ করা হয় ?


উত্তর: 46 শতাংশ।


324. আজাদ হিন্দ বাহিনী আন্দামান দ্বীপপুঞ্জের নাম কী দেন ? 


উত্তর: স্বরাজদ্বীপ।


325. ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি  ? 


উত্তর: চিল্কা।


326. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি ?


উত্তর: আমাজন।


327. আমাজন নদীটি মধ্য পেরুর অন্তর্গত আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢালের কীসের থেকে উৎপন্ন হয়েছে ? 


উত্তর: হিমবাহ থেকে।


328. আমাজন নদীটি পূর্ব দিকে অগ্রসর হয়ে কোন মহাসাগরে পতিত হয়েছে ?


উত্তর: আটলান্টিক মহাসাগরে।


329. উৎপত্তিস্থল থেকে সুদানের খাটুম পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?


উত্তর: উচ্চ নীল অববাহিকা। 


330. খার্টুম থেকে আসােয়ান পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?


উত্তর: মধ্য নীল অববাহিকা।


331. আসােয়ান থেকে কায়রাে পর্যন্ত নীল অববাহিকার নাম কী ?


উত্তর: নিম্ন নীল আববাহিকা।


332. অববাহিকার উঁচু জলময় অঞ্চলে যে ঘাস, লতা ও কচুরিপানায় পরিপূর্ণ জলাভূমি দেখা যায় তাকে কী বলে ?


উত্তর: সাড়।


333. পৃথিবীর অধিকাংশ মৎস্য ধরা হয় কোন মহাসাগর থেকে ?


উত্তর: প্রশান্ত মহাসাগর।


334. ডগার্স ব্যাঙ্ক মৎস্য সংগ্রহ ক্ষেত্রটি কোন মহাসাগরে অবস্থিত ?


উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরে।


335. ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতিকে কী বলে ?


উত্তর: পার্ল কালচার।


336. লন্ডনের কোন বাজার মৎস্য ব্যবসায়ের জন্য খ্যাত ? 


উত্তর: বিলিংসগেট বাজার।


337. ম্যাঙ্গানিজ কোন কোন আকরিক থেকে উত্তোলন করা হয় ?


উত্তর:  পাইরােলুসাইট ও সিলােমিলেন।


338. ট্যাকোনাইট কী ?


উত্তর:  খুব নিকৃষ্ট মানের লৌহ।


339. শ্বেত অভ্রকে কী বলে ?


উত্তর: মাসকোভাইট।


340. পৃথিবীর বৃহত্তম বক্সাইটের সঞ্চয় কোথায় রয়েছে ?


উত্তর: উত্তরে ইয়র্ক অন্তরীপের উপদ্বীপ অঞ্চলে উইপারের কাছে।


341. চালকোপাইরাইট কোন খনিজের আকরিক ?


উত্তর: তামার আকরিক।


342. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয় ?


উত্তর: ওড়িশা।


343. সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কী ?


উত্তর: ম্যাগনেটাইট।


344. অ্যালুমিনিয়ামের খনিজের নাম কী ?


উত্তর: বক্সাইট।


345. Fe2O3 কী ?


উত্তর: লৌহের আকরিক Fe2O3।


346. আমাজন নদীর দৈর্ঘ্য কত ?


উত্তর:  ৬,৪৪৭ কিমি।


347. পৃথিবীর শ্রেষ্ঠ তামা উত্তোলক ও রপ্তানিকারক দেশের নাম কী ?


উত্তর: চিলি।


348. তামা, দস্তা ও নিকেল মিশিয়ে কী সংকর ধাতু তৈরি করা হয় ?


উত্তর: জার্মান সিলভার।


349. মােনেল মেটাল কীভাবে তৈরি করা হয় ?


উত্তর: তামা, নিকেল ও ম্যাঙ্গানিজ মিশিয়ে (28 % + 67 % + 5 % অনুপাতে)।


350. পাইরােলুসাইট কী ?


উত্তর: ম্যাঙ্গানিজের আকরিক।


351. পাললিক শিলাস্তরে ভাঁজের উপরিভাগে খনিজ তেলের অবস্থানকে কী বলে ?


উত্তর: পুল।


352. কারােজেন নামক তৈলাক্ত পদার্থ সমৃদ্ধ পত্রায়িত পাললিক শিলাকে কী বলে ?


উত্তর: ওয়েল শেল (Oil Shel)


353. সাধারণত ৩০০ ফুট উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?


উত্তর: ১ ড্রিগ্রী ফারেনহাইট।


354. ১,০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা কমে যায় ?


উত্তর: ৬.৪ ড্রিগ্রী সেন্টিগ্রেড।


355. নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তরে ও দক্ষিণে যাওয়া যায়, সেখানে সূর্যরশ্মি কীভাবে কিরণ দেয় ?


উত্তর: তির্যকভাবে।


356. সাধারণত উষ্ণতা মাপার জন্য কোন থার্মোমিটার ব্যবহৃত হয় ?


উত্তর: সেলসিয়াস থার্মোমিটার।


357. সেলসিয়াস থার্মোমিটারের নিস্থিরাঙ্ক কত ?


উত্তর: 0° সেন্ট্রিগ্রেড।


358. সেলসিয়াস থার্মোমিটারের উধর্বস্থিরাঙ্ক কত ?


উত্তর: ১০০ ° সেন্ট্রিগ্রেড।


359. ফারেনহাইট থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক কত ?


উত্তর: ৩২ ° ফারেনহাইট।


360. ফারেনহাইট থার্মোমিটারের ঊধর্বস্থিরাঙ্ক কত ?


উত্তর: ২১২ ° ফারেনহাইট।


361. সর্বনিম্ন উষ্ণতা মাপা হয় কখন ?


উত্তর: সূর্য ওঠার ঠিক আগে।


362. বায়ুর চাপ পার্থক্য কীসের ওপর নির্ভর করে ?


উত্তর: উষ্ণতা তারতম্যের উপর।


363. বায়ুপ্রবাহের অন্যতম কারণ কী ?


উত্তর: বায়ুর চাপের পার্থক্য।


364. আলকাতরা বা বিটুমেন সমৃদ্ধ বালি বা বেলেপাথর ও চুনাপাথরের কণাকে কী বলে ?


উত্তর: টার স্যান্ড (Tar Sand)।


365. অপরিশােধিত খনিজ তেলকে কী বলে ?


উত্তর: ক্রুড তেল (Crude Oil)।


366. খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির বাণিজ্যিক স্বার্থ সুরক্ষা ও রপ্তানি নীতি নির্ধারণের উদ্দেশ্যে যে সংস্থা গঠন করা হয়েছে, তার নাম কী ?


উত্তর: ওপেক (OPEC)।


367. তেল রপ্তানিকারক আরব দেশগুলি তেল সংক্রান্ত বােঝাপড়া ও অর্থনৈতিক যােগাযােগ বৃদ্ধির উদ্দেশ্যে কী সংস্থা গঠন করা হয় ?


উত্তর: ওপেক (OPEC)।


368. অববাহিকার অসমতল মধ্য অঞ্চলে কী জাতীয় তৃণভূমি দেখা যায় ?


উত্তর: সাভানা তৃণভূমি।


369. সাভানা তৃণভূমিতে কী পালন করা হয় ?


উত্তর: গরু।


370. সাভানা তৃণভূমিতে কীসের চাষ করা হয় ?


উত্তর: তুলাে ও কলার।


371. মিশরের রাজধানীর নাম কী ?


উত্তর: কায়রাে।


372. মিশরের রাজধানী কায়রাে থেকে উত্তরদিকে ভূমধ্যসাগরে নীলনদের মােহনা বিস্তৃত অংশকে কী বলা হয় ?


উত্তর: নীলনদের ব-দ্বীপ অঞ্চ ল।


373. নীলনদ কোথায় ব-দ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে পতিত হয়েছে ?


উত্তর: আলেকজান্দ্রিয়ার কাছে।


374. নীলনদের সমগ্র অঞ্চলের আয়তন মিশরের আয়তনের কত শতাংশ ?


উত্তর: ৫ শতাংশ।


375. নিরক্ষীয় জলবায়ুর প্রভাবে নীলনদের উৎপত্তিস্থলে কী ধরনের বৃষ্টিপাত হয় ?


উত্তর: প্রবল পরিচলন বৃষ্টিপাত।


376. ১৯০২ সালে নীলনদের গতিপথে যে বাঁধ দেওয়া হয় তা মিশরের কোন অঞ্চলে ?


উত্তর: আসােয়ান অঞ্চলে।


377. কত সালে নীলনদের গতিপথে বাঁধ দেওয়া হয় ?


উত্তর: ১৯০২ সালে।


378. পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কী ?


উত্তর: উচ্চ আসােয়ান বাঁধ।


379. উচ্চ আসােয়ান বাঁধ কত সালে তৈরি করা হয় ?


উত্তর: ১৯৬৭ সালে।


380. পুরানাে আসােয়ান বাঁধের কত কিমি উপরে এই উচ্চ আসােয়ান বাঁধ তৈরি করা হয় ?


উত্তর: ৬.৪ কিমি উপরে।


381. পৃথিবীর বৃহত্তম সৌরশক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?


উত্তর: LUZ।


382. যুক্তরাষ্ট্রের কোথায় সিলিকন তােলার সেল তৈরি করা হয় ?


উত্তর: Bell Laboratory তে।


383. ভারতের বৃহত্তম খনিজ তেল শােধনাগারটি কোথায় অবস্থিত ?


উত্তর: গুজরাটের কয়ালিতে।


384. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎকেন্দ্রটির নাম কী ?


উত্তর: সিদ্ৰাপঙ।


385. সমুদ্রপৃষ্ঠের ও সমুদ্র জলের গভীরের তাপমাত্রার পার্থক্যের সাহায্যে যে অচিরাচরিত তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাকে কী বলে ?


উত্তর: OTEG (Ocean Thermal Electricity Generation)।


386. বিশ্বের প্রথম জোয়ার-ভাঁটা বিদ্যুৎ কেন্দ্রটির নাম কী ?

 

উত্তর: ইউজাইন মেরিমােট্রাস ডে লা রান্স (Usine Maremotice da la Rance)


387. দেশের প্রথম জোয়ার-ভাঁটা কেন্দ্রটি কোথায় স্থাপনের পরিকল্পনা হয়েছে ?


উত্তর: সুন্দরবনে দুর্গাদুয়ানি খাঁড়িতে।


388. হরিদ্বার থেকে মীরাট পর্যন্ত 7 টি বিদ্যুৎকেন্দ্র পরস্পরের সঙ্গে যুক্ত বলে, একে কী বলা হয় ?


উত্তর: গঙ্গাখাল গ্রিড।


389. ব্রিটেনের প্রথম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটির নাম কী ?


উত্তর: ক্যাডার হল (স্থাপিত 1956 খ্রীষ্টাব্দে)।


390. দশম পরিকল্পনায় খনিজ তেল অনুসন্ধান জোরদার করা ও উত্তোলন সর্বাধিক করার লক্ষ্যে সরকার কোনপ্রকল্প গ্রহণ করেছেন ?


উত্তর: ভিসন 2025।


391. আলবাট্রস নামক নিমজ্জিত মালভূমিটি কোন মহাসাগরে রয়েছে ?


উত্তর: প্রশান্ত মহাসাগরে।


392. পারস্য উপসাগর কোন উপদ্বীপ দ্বারা ভারত মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়েছে ?


উত্তর: ওমান উপদ্বীপ।


393. মেলানেশিয়া কথাটির অর্থ কী ?


উত্তর: কৃষ্ণদ্বীপ (The Black Island)।


394. আটলান্টিক মহাসাগরের ‘S’ আকৃতির শৈলশিরাটি কী নামে খ্যাত ? 


উত্তর: মধ্য আটলান্টিক মহাসাগরীয় শৈলশিরা।


395. উচ্চ আসােয়ান বাঁধের সাহায্যে কী রােধ করা হয় ?


উত্তর: নীলনদের জলের গতিরােধ।


396. পুরানাে আসােয়ান বাঁধের থেকে এই উচ্চ আসােয়ান বাঁধ কত বড় ?


উত্তর: ২৫ গুণ বড়।


397. উচ্চ আসােয়ান বাঁধের জল কোন জলাধারে সারা বছর সঞ্চিত করে রাখা হয় ?


উত্তর: লেক নাসের জলাধারে।


398. কোন বাঁধের সাহায্যে নীলনদের জল ইচ্ছামতাে নিয়ন্ত্রণ করে সারা বছর ধরেই সেচের কাজ করা হয় ?


উত্তর: উচ্চ আসােয়ানা বাঁধের সাহায্যে।


399. ব্লু-নীলের উপরে দেওয়া সেনার বাঁধ কোথায় অবস্থিত ?


উত্তর: সুদানে।


400. আটবারাে নদীর উপর কোন বাঁধ অবস্থিত ?


উত্তর: আটবারাে বাঁধ।


401. খাশ-এল-গিরবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?


উত্তর: আটবারাে নদীর উপর।


402. মিশরের উল্লেখযােগ্য বাঁধগুলির সাহায্যে মিশরের কোন অঞ্চলের জমিকে কৃষিযােগ্য করা হয়েছে ?


উত্তর: মরুভূমি অঞ্চলের জমিকে।


403. বিশ্বে শ্রেষ্ঠ আঁশযুক্ত তুলাে কীসের সাহায্যে চাষ করা হয় ?


উত্তর: জলসেচের  সাহায্যে।


404. সুপ্রাচীন সভ্যতার ইতিহাস পৃথিবীর একমাত্র কোথায় অবস্থিত ?


উত্তর: মিশরে।


405. পৃথিবীর গভীরতম সমুদ্রখাত কোটি ? 


উত্তর: মারিয়ানা খাত।


406. প্রশান্ত মহাসাগরে ছােট-বড় মিলিয়ে মােট কতগুলি দ্বীপ রয়েছে ?


উত্তর: 30,000 -এর বেশি।


407. পর্বতের উভয় পার্শ্বের পেডিমেন্ট পর্বত ভেদ করে যে পথে মিলিত হয়, তাকে কী বলে ?


উত্তর: পেডিমেন্ট গিরিপথ বা পেডিমেন্ট ফাঁক।


408. পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী ?


উত্তর: এল ক্যানন দ্য কলকা (EI Canon de Colca)


409. উদ্ভিদের উপস্থিতি ভূ-অভ্যন্তরে অধিকতর জলপ্রবেশ ঘটিয়ে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি ঘটায়, এই প্রক্রিয়াকে কী বলে ?


উত্তর: ইন্টারসেপশন স্টোরেজ।


410. জলস্তবের উপস্থিতিতে শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে কী বলে ?


উত্তর: ভাডােস জল।


411. ভূ-কম্পন চিহ্নিত হলে সেই লেখচিত্রকে কী বলে ? 


উত্তর: সিসমােগ্রাফ।


412. আগ্নেয়গিরির বিস্ফোরণের পরিমাপ কীসের দ্বারা করা হয় ?


উত্তর: আগ্নেয় বিস্ফোরণ সূচক VEI (Volcanic Explosivity Index)


413. অভিকর্ষজ প্রভাবযুক্ত অবস্থায় মাটির সূক্ষ্ম রন্ধ্রে যে জল সঞ্চিত থাকে, তাকে কী বলে ?


উত্তর: মাটির ক্ষেত্ৰক্ষমতা (Field Capacity)।


414. উদ্ভিদ গ্রহণের উপযােগী জল মাটিতে দীর্ঘসময় ব্যাপী স্থিতিশীলভাবে অবস্থান করলে তাকে কী বলে ?


উত্তর: জলের স্থিতিপুঞ্জ (Water Stable Aggregate)।


415. নিয়ােসিন ও কোয়াটার্নারী যুগের ভূ-সংযােগকে কী বলে ?


উত্তর: নব্য ভূ-সংস্থান (Neo-Tectonic)।


416. সম্প্রতি কোন সংস্থা ভূ-পৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত ব্যাকটেরিয়ার অস্তিত্ব আবিষ্কার করেছে ?


উত্তর: NASA


417. জলীয় আর্দ্র বায়ু থেকে প্রচুর বৃষ্টিপাত হয় কার জন্য ?


উত্তর: বায়ুপ্রবাহের জন্য।


418. জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে কী বলে ?


উত্তর: আর্দ্র বায়ু।


419. উষ্ণ বায়ু উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে যে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তাকে বলে ?


উত্তর: পরিচলন বৃষ্টিপাত।


420. নিরক্ষীয় অঞ্চলের কোথায় পরিচলন বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখা যায় ?


উত্তর: কঙ্গো।


421. কঙ্গো অববাহিকা ছাড়া আর কোথায় পরিচলন বৃষ্টিপাত জাতীয় বৃষ্টিপাত দেখা যায় ?


উত্তর: আমাজন অববাহিকায়।


422. সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু যখন পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে গিয়ে ঠাণ্ডা হয়ে বৃষ্টিপাতের সৃষ্টি করে, তখন সেই বৃষ্টিপাতকে কী বলে ?


উত্তর: শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত।


423. শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় দেখা যায় ?


উত্তর: পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে।


424. পর্বতের যে ঢালে বেশি বৃষ্টিপাত হয় তাকে কী বলে ? 


উত্তর: প্রতিপাত ঢাল।


425. প্রতিপাত ঢালের বিপরীত দিকে যেখানে কম বৃষ্টিপাত হয় তাকে কী বলে ?


উত্তর: বৃষ্টিচ্ছায়া অঞ্চল।


426. স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কী নামে পরিচিত ?


উত্তর: লেনটিক।


427. নদনদীর বাস্তুতন্ত্রকে কী বলা হয় ?


উত্তর: লােটিক।


428. যেসব ছােট ছােট প্রাণী অর্ধ-বিয়ােজক পদার্থকে খাদ্যরূপে গ্রহণ করে, তাদের কী বলে ?


উত্তর: ডেট্রিটাস।


429. ইকোলজি কথার অর্থ কী ?


উত্তর: জীবজগতের বাসস্থান সম্বন্ধে জ্ঞান অর্জন।


430. ইকোসিস্টেম যত পরিণতি পায় ততই এটি জটিল অবস্থা থেকে বেশি জটিল অবস্থার দিকে এগােয় এই দিক পরিবর্তনকে কী বলে ?


উত্তর: সাসেশন।


431. মৃতজীবী খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরে কারা থাকে ? 


উত্তর: ব্যাকটেরিয়া।


432. সম্পদ আহরণ করতে গিয়ে বাস্তুতন্ত্রের যে ক্ষতি সাধিত হয়, তার পুনরুদ্ধারকে কী বলে ?


উত্তর: ইকোলজিক্যাল রেস্টোরেশন।


433. কোন সংস্থা বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে এরূপ জীবকূলের তালিকা লিপিবদ্ধ করে ?


উত্তর: The World Conservation Union (IUCN পূর্বনাম)


434. মিশর দেশের আয়তন কত ?


উত্তর: প্রায় ১০ লক্ষ ৯ হাজার ৪৫০ বর্গকিলােমিটার।


435. মিশরের বেশিরভাগ অঞ্চলই কীসে পরিপূর্ণ ?


উত্তর: মরুভূমিতে।


436. নীলনদের উপত্যকাকে কী বলা হয় ?


উত্তর: পৃথিবীর প্রাচীনতম সভ্যতার তৃনভূমি।


437. মিশরের পিরামিড় কত হাজার বছরের পুরাতন সাক্ষী ?


উত্তর: প্রায় ৫০০০ বছরের।


438. সাহারা মরুভূমির কবল থেকে কোন নদী মিশরকে রক্ষা করেছে ?


উত্তর: নীলনদ।


439. সমস্ত মিশর কোন অঞ্চলের অন্তর্গত ?


উত্তর: ক্রান্তীয় মরু অঞ্চলের।


440. ক্রান্তীয় মরু অঞ্চলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উত্তাপ কত থাকে ?


উত্তর: ৪০° থেকে ৪৫° সেলসিয়াস।


441. সাহারা মরু অঞ্চলের সর্বোচ্চ উত্তাপ কত ?


উত্তর: ৫৪ ° সেলসিয়াস।


কপিরাইট: Gksolves.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।

আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.