Traditional Gk In Bengali | বাংলা জিকে Part-37

Traditional Gk In Bengali | বাংলা জিকে Part-37


Traditional Gk In Bengali | বাংলা জিকে Part-37


Dear Students,

Gksolves.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Traditional Gk In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর। প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Traditional Gk In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর, নীচে Traditional Gk In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন। এই Traditional Gk In Bengali | বাংলা জিকে প্রশ্নোত্তর গুলি নোটবুকে লিপিবদ্ধ করুন।





Bengali General Knowledge Part-37


1. রামরাজা ভূষণ কার অষ্টদিগগজের মধ্যে একজন ? 

উত্তর : রাজা কৃষ্ণদেব রায়

2. কাশ্মীরের শালিমার বাগ কে নির্মাণ করেন ? 

উত্তর : জাহাঙ্গীর

3. লাখনৌ এর বরা ইমামবাড়া কে নির্মাণ করেন ? 

উত্তর : নবাব আসফ উদদৌলা

4. শেরশাহের সমাধিস্থল সাসারাম কোন রাজ্যে অবস্থিত ? 

উত্তর : বিহার

5. ভূপৃষ্ঠ বা ক্রাস্ট স্তরের রাসায়নিক উপাদান কি ? 

উত্তর : সিলিকন ও অ্যালুমিনিয়াম 

6. ভারতের পূর্ব দিকের সর্বশেষতম স্থান হলো ? 

উত্তর : কিবিথু

7. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ? 

উত্তর : মালদ্বীপ

8. মানালি এবং লে কে যুক্ত করেছে কোনটি ? 

উত্তর : বড়ালাচা পাস

9. পশ্চিমঘাট পর্বতমালায় কোন ধরণের মৃত্তিকা দেখা যায় ? 

উত্তর : ল্যাটেরাইট মৃত্তিকা

10. বিপাশা এবং ইরাবতী নদীর মধ্যবর্তী অংশ কি নামে পরিচিত ? 

উত্তর : দোয়াব অঞ্চল



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.